
দুটি মায়ায় ভরা চোখ
চোখে চোখে কথা হোক
হাতে রেখে হাত
চলি অজানা সে পথ।
একটু স্নেহ ছায়ায়
আমাকে সে জড়ায়
ভালোবাসার উদাত্ততায়
আমাকে সে ডাক দিয়ে যায়।
ক্লান্তি আমার দিনের শেষে
বিষণ্ণতায় ঘেরা
উচ্ছলতার আবেশ থাকে
তার আলিঙ্গনে মিশে।
যেখানেই সে থাক
ঝড়ের বেগে ছুটে এসে আমায় দিক ডাক।
আমাকে সে বলুক
ভালোবাসি অহর্নিশ।
২৭টি মন্তব্য
সুরাইয়া পারভিন
ভালোবাসার ছোঁয়া থেকে ভালোবাসি শুনতে বড্ড বেশি ব্যাকুল প্রেয়সী মন। ভালোবেসেই ভালো রাখুক ভালোবাসার মানুষ।
সুন্দর লিখেছেন
শিরিন হক
ধন্যবাদ ও শুভকামনা অহর্নিশ।
মাহবুবুল আলম
কবিতাটি পড়ে ভাল লাগলো। শুভেচ্ছা জানবেন!
শিরিন হক
কৃতজ্ঞতা
তৌহিদ
এমন ভালোবাসাইতো কাম্য। কবির মনোবাসনা পূর্ণ হোক। চাওয়াগুলি সফলতা পাক।
ভালো লাগলো কবিতা।
শিরিন হক
কবিরা সকলের মনের কথা বলে।কবির জন্য দোয়া করায় কৃতজ্ঞতা এবং ধন্যবাদ।
নিতাই বাবু
চমৎকার একটা রোমান্টিক কবিতা পড়লাম! প্রাতঃকালে মুগ্ধ হলাম। শ্রদ্ধেয় কবি দিদিকে তাই শুভেচ্ছা জানালাম।
শিরিন হক
অশেষ ধন্যবাদ
বন্যা লিপি
জুড়ে থাকুক অহর্নিশি
ভালবাসার জোনাকবাতি।
এপার-ওপার দুইপারেতে
তোমার-তাহার প্রেমের ভেলা
কাটুক সময় ভালবাসায় নিত্য প্রহর বেলা।
ভালবাসায় ভালো থাকো মিতা ❤❤
শিরিন হক
তুমিও ভালো থেকো
নাজমুল হুদা
ভালোবাসা এমনেই হয়,আকুতির শেষ নাই গন্তব্য নাই।তবুও মানুষ ভালো থাকুক ভালোবাসুক।
ধন্যবাদ লিখতে থাকুন প্রতিনিয়ত।
শিরিন হক
আপনাকেও ধন্যবাদ
ছাইরাছ হেলাল
লেখায় ভালবাসার অহর্নিশ ডাক সুন্দর হয়েছে,
নিয়মিত লিখুন।
শিরিন হক
বাকি গুলো সুন্দর লাগেনি বোঝা গেলো
ছাইরাছ হেলাল
এভাবে বলতে হয় না,
আপনি আরও ভাল লিখবেন আশা করি।
সুপর্ণা ফাল্গুনী
ভালোবাসার আকুতি কভু নাহি শেষ হয়
শিরিন হক
ভালোবাসা এমনই।ধন্যবাদ
নুর হোসেন
চমৎকার লিখেছেন, ভাল লাগলো।
শুভ কামনা নিয়মিত লিখুন।
শিরিন হক
ধন্যবাদ
নুর হোসেন
ভাল থাকুন প্রিয় বোন।
জিসান শা ইকরাম
দোয়া করি ঝড়ের বেগে ছুটে এসে বলুক ‘ভালোবাসি অহর্নিশ।’
আবেগময় কবিতা ভালো লেগেছে খুব।
শুভ কামনা।
শিরিন হক
একখান কবিতা লিখে এতো দোয়া পেলে রোজ রোজ কবিতা লিখতে মনচায়।কবিতা ভলো চলেগেছে এ জন্য ধন্যবাদ।
সুপায়ন বড়ুয়া
ক্লান্তি আমার দিনের শেষে
বিষণ্ণতায় ঘেরা
আসুন সবাই প্রেমে মজি
দেব আমি সাড়া !
ভালোই হলো
তাই তো বলি
মিলি চলো
লেখার সাথে
ছবি ও ভালো
ধন্যবাদ
শিরিন হক
এত সুন্দর ছন্দে
কবির মন্তব্যে আপ্লুত হয়ে
মন আমার অনুপ্রাণিত হয় যে।
ধন্য এবং ধন্যবাদ
কৃতজ্ঞতা রইলো
পরের লেখায় এম করে আপনাকে যেনপাই গো।
সুপায়ন বড়ুয়া
তাই হবে বন্ধু
এস.জেড বাবু
যেখানেই সে থাক
ঝড়ের বেগে ছুটে এসে আমায় দিক ডাক।
বেশ ভাল লাগলো।
শিরিন হক
ধন্যবাদ আপনাকে