অহর্নিশ

শিরিন হক ৪ ডিসেম্বর ২০১৯, বুধবার, ০৯:৩৯:২৮পূর্বাহ্ন কবিতা ২৭ মন্তব্য

 

দুটি মায়ায় ভরা চোখ
চোখে চোখে কথা হোক
হাতে রেখে হাত
চলি অজানা সে পথ।

একটু স্নেহ ছায়ায়
আমাকে সে জড়ায়
ভালোবাসার উদাত্ততায়
আমাকে সে ডাক দিয়ে যায়।

ক্লান্তি আমার দিনের শেষে
বিষণ্ণতায় ঘেরা
উচ্ছলতার আবেশ থাকে
তার আলিঙ্গনে মিশে।

যেখানেই সে থাক
ঝড়ের বেগে ছুটে এসে আমায় দিক ডাক।
আমাকে সে বলুক
ভালোবাসি অহর্নিশ।

৭৬৬জন ৫৭৭জন
0 Shares

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ