একদিন পাগলের মতো ভালোবাসতে তুমি আমায়!
তোমার অমন তুমুল ভালোবাসার ঝড়ে এলোমেলো-
হয়েছিলো আমার একরোখা জেদী পৃথিবী।
বদমেজাজী আমি হয়ে উঠলাম প্রেমময় নারী।

তোমার রক্তিম আভা দু’চোখের দিকে তাকিয়ে,
হঠাৎ ফুলে ফেঁপে ওঠা জলোচ্ছ্বাসের মতো-
প্রেম আঁছড়ে পড়েছিলো আমার হৃদয়ে ।
উসকোখুসকো উড়নচণ্ডী আমি হয়ে উঠলাম প্রেয়সী।

তোমার উদ্দাম ভালোবাসার স্রোতে ভেসে গিয়েছিলাম,
স্রোতস্বিনী নদীর মতো মিশে গিয়েছিলাম তোমার প্রেম সাগরের মোহনায়।
বারংবার হতভম্ব হয়েছিলাম তোমার সাইক্লোন বেগে আসা প্রেম পেয়ে!
অবাক হয়ে ভাবতাম কেউ কি করে হতে পারে এমন প্রেমিক?

জানি আমি,তুমি এখনো রয়েছে ততোটাই প্রেমিক,
এখনো পাগলের মতো ভালোবাসতে পারো,
অমন রাঙা চোখের দৃষ্টিতে ঘায়েল করতে পারো,
সাইক্লোন, জলোচ্ছ্বাস তুলতে পারো সুনয়নাদের হৃদয়ে।

১১৯৩জন ১০০৪জন
0 Shares

৪৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ