
একদিন পাগলের মতো ভালোবাসতে তুমি আমায়!
তোমার অমন তুমুল ভালোবাসার ঝড়ে এলোমেলো-
হয়েছিলো আমার একরোখা জেদী পৃথিবী।
বদমেজাজী আমি হয়ে উঠলাম প্রেমময় নারী।
তোমার রক্তিম আভা দু’চোখের দিকে তাকিয়ে,
হঠাৎ ফুলে ফেঁপে ওঠা জলোচ্ছ্বাসের মতো-
প্রেম আঁছড়ে পড়েছিলো আমার হৃদয়ে ।
উসকোখুসকো উড়নচণ্ডী আমি হয়ে উঠলাম প্রেয়সী।
তোমার উদ্দাম ভালোবাসার স্রোতে ভেসে গিয়েছিলাম,
স্রোতস্বিনী নদীর মতো মিশে গিয়েছিলাম তোমার প্রেম সাগরের মোহনায়।
বারংবার হতভম্ব হয়েছিলাম তোমার সাইক্লোন বেগে আসা প্রেম পেয়ে!
অবাক হয়ে ভাবতাম কেউ কি করে হতে পারে এমন প্রেমিক?
জানি আমি,তুমি এখনো রয়েছে ততোটাই প্রেমিক,
এখনো পাগলের মতো ভালোবাসতে পারো,
অমন রাঙা চোখের দৃষ্টিতে ঘায়েল করতে পারো,
সাইক্লোন, জলোচ্ছ্বাস তুলতে পারো সুনয়নাদের হৃদয়ে।
৪৫টি মন্তব্য
গালিবা ইয়াসমিন
কবিতা পড়ে মন থেকে শুধু একটা শব্দ বের হয়েছে “বাহ___”
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
মন্তব্যে উৎসাহিত হলাম
মনির হোসেন মমি
চমৎকার আবেগ কবিতায়। আসলে ভালবাসলে এমনি বাসতে হয়ে।
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
মন্তব্যে অনুপ্রেরণা পাই
ইঞ্জা
অনুপম প্রকাশ, চমৎকার ভাবে প্রতিটি বাক্য বাছাই করেছেন আপু, সত্যি মুগ্ধ হলাম।
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
উৎসাহিত করার জন্য সত্যিই কৃতজ্ঞতা প্রকাশ করছি
ইঞ্জা
ভাইয়ের শুভেচ্ছা রইলো।
তৌহিদ
ভালোবাসা বুঝি এমনই হয়, যাকে ভালোবাসি তার জন্য মন প্রাণ উজার করে দেয়া যায়।
লেখা ভালো লেগেছে আপু।
সুরাইয়া পারভিন
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
চমৎকার মন্তব্যে অনুপ্রেরণা পাই বার বার যা তা লেখার
সাখিয়ারা আক্তার তন্নী
ভালোবাসার বোধহয় দাসী বৃত্তি করা অবধারিত হয়ে যায়,কারও ছার নেই।
সুরাইয়া পারভিন
আমি বুঝতে পারলাম না দাসী বৃত্তি কি অর্থে ব্যবহার করেছেন?
ভালোবেসে প্রিয় মানুষের জন্য কিছু করা দাসী বৃত্তি হবে কেনো আপু
তারাবতী
ভালবাসারা দীর্ঘজীবী হোক।
খুব সুন্দর 😊
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন
সঞ্জয় মালাকার
দীর্ঘজীবি হোক ভালোবাসা আর ভালোবা,
ভালো লাগলো খুব।
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
এস.জেড বাবু
সুনয়না”দের” হৃদয়ে
রাঙা চোখের দৃষ্টি হয়তো ঝাপসা আর নতজানু,
হয়ত পায়েল পর্যন্তই দেখে।
বহুবচনে কি আর সবার হৃদয়ের প্রকৃতি সাড়া দেয় !
চমৎকার আবেগ নিয়ে লিখা অসাধারণ কবিতা।
সুরাইয়া পারভিন
লেখাটার কারণটা ধরতে পেরেছেন,,, আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া।
সুনয়না’দের
চাটিগাঁ থেকে বাহার
কিছু কিছু প্রেমিক বা প্রেমিকা ত্যাগের মহিমায় প্রেমিকার মনের উচ্চাসনে এমনভাবে গেড়ে বসেন যে কোন রিমুভারই মন থেকে তা মুছে দিতে পারে না।
ভালো ছিলো। শুভ কামনা!
সুরাইয়া পারভিন
সুন্দর বলেছেন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
বন্যা লিপি
ভালবাসা ঝড়ের বেগ ধারন না করলে ভালবাসার ভিত বোঝা মুশকিল।
আবেগীয় লেখা। ভালো লিখেছেন।
শুভ কামনা।
সুরাইয়া পারভিন
শুভ জন্মদিন আপু
আন্তরিক ধন্যবাদ জানবেন
রেহানা বীথি
ভালোবাসা পাল্টে দেয় জীবন।
খুব সুন্দর লিখলেন।
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
জিসান শা ইকরাম
সাইক্লোন জলোচ্ছাস তুলতে পারে যেন আজীবন এমন প্রেমিকই আরাধ্য সকল নারীর।
আবেগময় কবিতাটি অনেক ভালো লেগেছে।
নিয়মিত লেখা চাই,
শুভ কামনা।
সুরাইয়া পারভিন
জ্বী ভাইয়া
ছাতা মাথা যা সব লিখি,তাই নিয়ে নিয়মিত থাকবো।
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
জিসান শা ইকরাম
যা লিখবেন আনন্দ নিয়ে লিখবেন,
তাতেই হবে।
আর আমরা এখানে কোনো পরীক্ষা দিতে আসিনি যে লেখায় ফার্স্ট সেকেন্ড হতে হবে,
বা আমরা সাহিত্যে নোবেলও দেই না 🙂
তাই বাসার তরকারিতে আজ লবণ কম হয়েছে এটা থেকে আরম্ভ করে মশা আমাদের ঘুম কেড়ে নিয়েছে এসবও লেখা যাবে।
সোনেলাকে আপনার রাফ খাতা বানিয়ে ফেলুন,
যা ইচ্ছে লেখুন এখানে।
সোনেলার উঠোনে আমরা যেমন ইচ্ছে তেমন নাচবো(লিখব)।
শুভেচ্ছা আপনাকে।
ছাইরাছ হেলাল
ভালোবাসার কবিতা মনে হয় এমন-ই হয়।
সুন্দর লেখেন আপনি।
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন
মাহবুবুল আলম
“বদমেজাজী আমি হয়ে উঠলাম প্রেমময় নারী” ভালোবাসা এমনই হয়। ভাল লাগলো।
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়
মোঃ মজিবর রহমান
একরোখা যেমন হয়ে যাই প্রেমময়ি, তেমনি কবিতা খানিও প্রেমময়ী। ভাল লাগা রেখে গেলাম।
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সবসময়
মোঃ মজিবর রহমান
আল্লাহ সহায়।
আকবর হোসেন রবিন
ছবির মেয়েটা অনেক সুন্দর। এরচেয়ে বেশি সুন্দর হয়েছে আপনার কবিতা।
শুভকামনা।
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
চমৎকার মন্তব্যে অনুপ্রেরণা পাই
আরজু মুক্তা
অনবদ্য।
শুভকামনা
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
অনন্য অর্ণব
অসম্ভব সুন্দর উপস্থাপনা।
সুরাইয়া পারভিন
কৃতজ্ঞতা অশেষ প্রিয় ❤
শামীম চৌধুরী
অমর প্রেম।
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
শিরিন হক
কতবার একটা প্রেমের কবিতা লিখতে চেয়েছি সব বিফল ওসব আমাকে দিয়ে হবেনা। কেনো যানি আসেনা। তবে কেউ লিখলে পড়তে ভীষন ভালোলাগে।
চমৎকার লিখেছেন।
সুরাইয়া পারভিন
আপনার ভালো লেগেছে বলে ধন্য আমি
কৃতজ্ঞতা অশেষ আপু
শাহরিন
অনেক সুন্দর উপস্থাপন। লেখাটি অনেক আবেগময় হয়েছে। ভালোবাসা মানুষের সবকিছু পরিবর্তন করে পরে নিজেই চলে যায়।
সুরাইয়া পারভিন
চমৎকার বলেছেন
আন্তরিক ধন্যবাদ জানবেন