একটি সশস্ত্র আন্দোলনের ডাক দিতে ইচ্ছে করে নিজের বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে,নিয়মের নামে অনিয়মের বিরুদ্ধে। নানা রকম অস্ত্রের ঝনঝনানি নয়, নয় কোন গ্রেনেড বোমার বিষ্ফোরণ, কলমের কালি যুদ্ধের সশস্ত্র উপকরণ,হাতে কলম নিয়ে সামিল হব যুদ্ধে। আন্দোলনের প্রচন্ডতায় ওরা ভয় পাবে কেননা ওরা জানে শুধু কি করে মানুষ পিটিয়ে মারতে হয়। এটা জানেনা কলমও একটি জাতিকে বিজিত [ বিস্তারিত ]