একটি সশস্ত্র আন্দোলনের ডাক দিতে ইচ্ছে করে
নিজের বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে,নিয়মের নামে অনিয়মের বিরুদ্ধে।
নানা রকম অস্ত্রের ঝনঝনানি নয়, নয় কোন গ্রেনেড বোমার বিষ্ফোরণ,
কলমের কালি যুদ্ধের সশস্ত্র উপকরণ,হাতে কলম নিয়ে সামিল হব যুদ্ধে।
আন্দোলনের প্রচন্ডতায় ওরা ভয় পাবে
কেননা ওরা জানে শুধু কি করে মানুষ পিটিয়ে মারতে হয়।
এটা জানেনা কলমও একটি জাতিকে বিজিত করতে পারে
কলমের কালির বর্ণমালাও কখনো কী ভীষন আন্দোলিত হয়।
একজন নূর হোসেন হতে খুব ইচ্ছে করে
যার আত্মত্যাগের বিনিময়ে মিলেছিল নাগরিক ভোটাধিকার।
একটাই জীবন যদি মানুষের স্বার্থ রক্ষায় দিয়ে দিতে হয়
কথা দিচ্ছি একবারও করবনা ভয়াল চিৎকার।
এ আত্মত্যাগে জানি ওরা ভয় পাবে
কেননা ওরা জানে শুধু কি করে রক্তে ভাসাতে হয়।
জানেনা রক্ত-জখম-মৃত্যু একটি জাতিকে তরতাজা যুবকে পরিনত করতে পারে
সমুদ্র সম অন্ধকারের প্রকান্ডতাকে যুবক এক ঢোক গিলে জাগরিত হয়।
আমার খুব বিদ্রোহী নারী হয়ে উঠতে ইচ্ছে করে
যার অগ্নি দৃষ্টিতে ভয় পেয়ে রণভঙ্গ করে পালায় কাপুরুষের দল।
যদি প্রিয়তম পুরুষের ভালবাসাকে ফিরিয়ে দিতে হয়
অশ্রু মুছে বিভিষিকাময় বিরহেও রয়ে যাব অবিচল।
এ আত্মত্যাগ দেখে ওরা তবু ভীত হবে
কেননা ওরা জানে শুধু কি করে দরিদ্র সমাজে লুট করতে হয়।
জানেনা ভালবাসার নির্বাসন একটি জাতিকে নিঃস্বার্থ করতে পারে
অশুভ শক্তি দমনে সে জাতি ছুটে চলে অশ্ব-ক্ষীপ্রতায়।
তারিখ:১০/১১
১৩টি মন্তব্য
চাটিগাঁ থেকে বাহার
আপনার কবিতা পড়ে আমার নিজের লেখা একটি কবিতার কথা মনে পড়ে গেল……
সৈনিক চাই
এ.আর.বি.বাহার
♦
আমার কিছু সৈনিক চাই
কলম সৈনিক।
যাদের মুষ্টিবদ্ধ হাতে থাকবে
কান্নারত কলম।
যাদের কলম কেঁদে কেঁদে
অশ্রু ঝড়াবে
কাগজের প্রসস্ত বুকে।
দেশের জন্য,
দেশের মানুষের জন্য।
এমন সৈনিক চাই
অশ্রুভেজা কলমই হবে
যাদের হাতিয়ার।।
২৩/০২/১৬ইং
সাবিনা ইয়াসমিন
লেখাটি খুব ভালো লাগলো বাহার ভাইয়া।
চাটিগাঁ থেকে বাহার
আপনাকে আন্তরিক ধন্যবাদ আপু।সাবিনা ইয়াসমিন
মনির হোসেন মমি
আমার খুব বিদ্রোহী নারী হয়ে উঠতে ইচ্ছে করে
যার অগ্নি দৃষ্টিতে ভয় পেয়ে রণভঙ্গ করে পালায় কাপুরুষের দল।
যদি প্রিয়তম পুরুষের ভালবাসাকে ফিরিয়ে দিতে হয়
অশ্রু মুছে বিভিষিকাময় বিরহেও রয়ে যাব অবিচল।
অনবদ্য অনুভুতি ।দারুণ বিদ্রোহী কবিতা।
সুরাইয়া পারভিন
একটি সশস্ত্র আন্দোলনের ডাক দিতে ইচ্ছে করে
নিজের বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে,নিয়মের নামে অনিয়মের বিরুদ্ধে।
নানা রকম অস্ত্রের ঝনঝনানি নয়, নয় কোন গ্রেনেড বোমার বিষ্ফোরণ,
কলমের কালি যুদ্ধের সশস্ত্র উপকরণ,হাতে কলম নিয়ে সামিল হব যুদ্ধে।
চমৎকার উপস্থাপন
কলমে কলমেই গড়ে উঠুক প্রতিবাদ।
রাফি আরাফাত
বাহ বেশ ভালো লাগলো,
কামাল উদ্দিন
চাটিগাঁ থেকে বাহার
নভেম্বর ৯, ২০১৯ at ১০:০৯ অপরাহ্ন
আপনার কবিতা পড়ে আমার নিজের লেখা একটি কবিতার কথা মনে পড়ে গেল……
সৈনিক চাই
এ.আর.বি.বাহার
♦
আমার কিছু সৈনিক চাই
কলম সৈনিক।
যাদের মুষ্টিবদ্ধ হাতে থাকবে
কান্নারত কলম।
যাদের কলম কেঁদে কেঁদে
অশ্রু ঝড়াবে
কাগজের প্রসস্ত বুকে।
দেশের জন্য,
দেশের মানুষের জন্য।
এমন সৈনিক চাই
অশ্রুভেজা কলমই হবে
যাদের হাতিয়ার।।
২৩/০২/১৬ইং
প্রতিবাদী কন্ঠস্বরের প্রতি শ্রদ্ধা
চাটিগাঁ থেকে বাহার
ধন্যবাদ কামাল উ্দ্দিন ভাই।
কামাল উদ্দিন
শুভেচ্ছা
এস.জেড বাবু
কলমের কালি যুদ্ধের সশস্ত্র উপকরণ,হাতে কলম নিয়ে সামিল হব যুদ্ধে।
আবার-
আমার খুব বিদ্রোহী নারী হয়ে উঠতে ইচ্ছে করে
যার অগ্নি দৃষ্টিতে ভয় পেয়ে রণভঙ্গ করে পালায় কাপুরুষের দল।
সুন্দর শব্দের গাঁথুনিতে কি চমৎকার বিদ্রাহী ইচ্ছে-
এই ইচ্ছেগুলি পরিপূর্ণ হয়ে উঠুক সবার মনের দিগন্তে।
একদিন হয়ত বদলে যাবে অনেককিছুই-
অসাধারণ লিখা।
ভাল লাগল বেশ।
হালিম নজরুল
আপনার আন্দোলনের ডাককে শ্রদ্ধা ও স্বাগত জানাই।তবে কলমের ভয় পায় শিক্ষিত ও সভ্য জাতিগোষ্ঠী, অসভ্য অশিক্ষিত জাতি কলমের ভয় পায় না।তাই সেখানে প্রয়োজন হয় সর্বাত্মক আন্দোলন।
জিসান শা ইকরাম
কলম হোক সে আন্দোলনের হাতিয়ার,
অসাধারন।
শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
যদি প্রিয়তম পুরুষের ভালবাসাকে ফিরিয়ে দিতে হয়
অশ্রু মুছে বিভিষিকাময় বিরহেও রয়ে যাব অবিচল।
এ আত্মত্যাগ দেখে ওরা তবু ভীত হবে
কেননা ওরা জানে শুধু কি করে দরিদ্র সমাজে লুট করতে হয়।
জানেনা ভালবাসার নির্বাসন একটি জাতিকে নিঃস্বার্থ করতে পারে”,,,,,, চমৎকার লিখেছেন।
তারাবতী আপু, আপনি ব্লগে নিয়মিত হন প্লিজ। নিজে লেখার পাশাপাশি অন্যদের লেখাগুলোও পড়ুন।
শুভ কামনা 🌹🌹