তোমার যখন সময় হবে
আমায় বোলো
মস্ত বড় আস্ত এক
ঈগল হবো
তোমার কাছে আসবো চোলে।
তোমার যখন সময় হবে
আমায় ডেকো
বিশাল ডানায় উড়তে পারা
পরী হবো
তারার দেশের ফুল বাগানে।
তোমার যখন সময় হবে
আমায় শুনো
আস্ত এক রাজকীয়
ফড়িং হবো
কাঁধে বোসে গান শোনাতে।
তোমার যখন সময় হবে
আমায় ভেবো
প্রশান্তি ও নিরাপদের
ঘুম হবো
দু’চোখ জুড়ে স্বপ্ন দিতে।
/
তানিয়া
২৫/১০
১৭টি মন্তব্য
সুরাইয়া পারভিন
ভালোবাসার জন্য কতোকিছুই না হতে হয় প্রিয়তমাদের।হোক তা কল্পনায়
সুন্দর প্রকাশ
তারাবতী
অনেক ধন্যবাদ আপনাকে।
শুভ ব্লগিং
ইঞ্জা
তোমার জন্য পারিনা এমন কি আছে, এমনই আবেগী প্রকাশ, সাথে রোমান্টিকও।
তারাবতী
ধন্যবাদ ভাই
শুভ ব্লগিং
ইঞ্জা
শুভেচ্ছা আপু, শুভ ব্লগিং।
তৌহিদ
যাকে ভালোবাসি তার জন্য অনেক কিছুই করতে ইচ্ছে হয়। নিজেকে কল্পনাবিলাসীরুপে ভাবতে ভালো লাগে। কিন্তু বাস্তবে এমনটা কি আসলেই হয়? কি জানি!!
বানানের দিকে লক্ষ্য রাখুন, লেখা ভালো হয়েছে।
তারাবতী
ধন্যবাদ ভাই
শুভ ব্লগিং
সাখিয়ারা আক্তার তন্নী
তোমার যখন সময় হবে
আমায় বোলো
মস্ত বড় আস্ত এক
ঈগল হবো
এটা ভালো বলছেন,সাহস আছে আপনার।আমার আবার টুনি পাখির কলিজা।
তারাবতী
অনেক ধন্যবাদ
শুভ ব্লগিং
আকবর হোসেন রবিন
‘তোমার যখন সময় হবে
আমায় বোলো
মস্ত বড় আস্ত এক
ঈগল হবো’
এই অংশটুকু মনে গেঁথে রাখলাম।
তারাবতী
ধন্যবাদ ভাই
শুভ ব্লগিং
জিসান শা ইকরাম
আর কি হতে বাকী থাকলো তাহলে,
সে যেন ডাকে।
ভালো লাগলো কবিতা,
নিজে লেখুন, অন্যদের লেখাও পড়ুন।
শুভ কামনা।
তারাবতী
ধন্যবাদ ভাই
শুভ ব্লগিং
শিরিন হক
কারোকাছে চেয়োনা সময় তাহলে হেড়ে যাবে। সময় বড্ড বেরসিক।
আবেগঘন কবিতা ভালো লাগলো
তারাবতী
ধন্যবাদ আপু
শুভ ব্লগিং
হালিম নজরুল
দারুন অনুভব,যা খুশি তাই হবো আমিও।
তারাবতী
ধন্যবাদ
শুভ ব্লগিং