যখন সময় হবে

তারাবতী ২৫ অক্টোবর ২০১৯, শুক্রবার, ০৯:৩৬:৫৫অপরাহ্ন কবিতা ১৭ মন্তব্য

তোমার যখন সময় হবে
আমায় বোলো
মস্ত বড় আস্ত এক
ঈগল হবো
তোমার কাছে আসবো চোলে।
তোমার যখন সময় হবে
আমায় ডেকো
বিশাল ডানায় উড়তে পারা
পরী হবো
তারার দেশের ফুল বাগানে।
তোমার যখন সময় হবে
আমায় শুনো
আস্ত এক রাজকীয়
ফড়িং হবো
কাঁধে বোসে গান শোনাতে।
তোমার যখন সময় হবে
আমায় ভেবো
প্রশান্তি ও নিরাপদের
ঘুম হবো
দু’চোখ জুড়ে স্বপ্ন দিতে।
/
তানিয়া
২৫/১০

৮২৭জন ৭৪৮জন
0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ