বইঃ কয়েকটি মৃত্যু লেখকঃ জহির রায়হান প্রকাশনিঃ অনুপম প্রকাশনী মূল্যঃ ৫৪ টাকা পাঠ্য প্রতিক্রিয়াঃ জহির রায়হান-একজন প্রখ্যাত বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক, ঔপন্যাসিক, এবং গল্পকার। বাংলা সাহিত্যের গল্প শাখায় অবদানের জন্য তিনি ১৯৭২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।এছাড়াও চলচ্চিত্র আর সাহিত্যের অবদানে অনেক অনেক পুরষ্কার লাভ করেন। “কয়েকটি মৃত্যু” হচ্ছে জহির রায়হানের একটি ছোট গল্প। [ বিস্তারিত ]