
অক্টোবর মাসের প্রথম পনের দিনে এখন পর্যন্ত সোনেলা ব্লগে একশত ষোলটি লেখা প্রকাশিত হয়েছে। লেখার মান নির্ণয়ে সেরা লেখা নির্ধারন করা খুব কঠিন একটি কাজ। আমরা চেষ্টা করছি প্রকাশিত পোষ্ট হতে সর্বোচচ মানের লেখা নিয়ে ভবিষ্যতে আলোচনা করতে। এটি পাঠকদের মতামতের ভিত্তিতেও হতে পারে, অথবা সোনেলা ব্লগ টিমের বিবেচনায়ও হতে পারে।
আজ অক্টোবর মাসে প্রকাশিত পোষ্ট সমূহ থেকে সর্বাধিক আলোচিত ( পঠিত ) সাতটি পোষ্ট এখানে তুলে ধরা হলো। যে সমস্ত পোষ্ট ৩০০+ বার পঠিত হয়েছে, সে সমস্ত পোষ্ট সমূহ এই তালিকায় তুলে ধরা হচ্ছে। কারো যদি এমন পোষ্ট থাকে যা ৩০০+ বার পঠিত হয়েছে, কিন্তু ভুলক্রমে এখানে তালিকাভুক্ত করা হয়নি, মন্তব্যে জানানোর জন্য অনুরোধ করা হলো।
১। মনি কাশফিতা এর লেখা সুসময়ের বন্ধু পোষ্ট পঠিত হয়েছে ৪১৮ বার, প্রাপ্ত মন্তব্য ৩৮ টি।
২। মনির হোসেন মমি এর নীলপরী’র সাথে আড্ডা-“সোনেলা ব্লগ”-পরিবার” পোষ্ট পঠিত হয়েছে ৪১৩ বার, প্রাপ্ত মন্তব্য ১১৪ টি।
৩। সাবিনা ইয়াসমিন এর অভিনন্দন ও শুভেচ্ছা স্বপ্ন চাষীকে ………… পোষ্ট পঠিত হয়েছে ৩৬৪ বার, প্রাপ্ত মন্তব্য ৭৩টি।
৪। তৌহিদ এর লেখা আবরার ফাহাদ হত্যাকান্ড- একটি গণতান্ত্রিক দেশে মুক্তমত প্রকাশের অশনিসংকেত! পোষ্ট পঠিত হয়েছে ৩৫৯ বার, প্রাপ্ত মন্তব্য ৫৪ টি।
৫। নীরা সাদিয়া এর আমি যখন নতুন ব্লগার ছিলাম পোষ্ট টি পঠিত হয়েছে ৩৫১ বার, প্রাপ্ত মন্তব্য ৫২ টি
৬। সাবিনা ইয়াসমিন এর সখী তোমায় অভিনন্দন পোষ্ট টি পঠিত হয়েছে ৩২৫ বার, প্রাপ্ত মন্তব্য ৬৭ টি।
৭। মুক্তা মৃণালিনী এর কৃষ্ণচূড়ার হাতছানি-১ পোষ্ট টি পঠিত হয়েছে ৩১৬ বার, প্রাপ্ত মন্তব্য ২৯ টি
পর্যালোচনা করলে দেখা যায় যে, প্রথম দুই সপ্তাহে প্রকাশিত জনপ্রিয় লেখার মধ্যে দুজন প্রায় নতুন ব্লগারের ( মনি কাশফিতা এবং মুক্তা মৃণালিনী ) পোষ্ট স্থান পেয়েছে।
আমরা চাই সুষ্ঠ ভাবে সেরা ও সর্বচ্চো পঠিত পোস্ট গুলোর তালিকা প্রকাশ করতে। নিজ লেখা বিনা কারনে একাধিক বার রিফ্রেশ না করার জন্যে ব্লগারদের অনুরোধ করা হচ্ছে। কেহ নিজের পোস্ট রিফ্রেস দিলে আমরা তা ধরতে পারি।
সর্বাধিক পঠিত পোষ্ট সমূহের ব্লগারগনকে সোনেলা ব্লগ টিমের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।
২৪টি মন্তব্য
নিতাই বাবু
সম্মানিত ব্লগার মনি কাশফিতা ও মুক্তা মৃণালিনীকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন।
মণি কাশফিতা
অনেক ধন্যবাদ দাদা, আপনাকে। শুভকামনা ও ভালবাসা রইলো…. আপনার প্রতি।
নিতাই বাবু
আমার মন্তব্যে মুক্তা মৃণালিনী দিদিকে আসতে হবে। আমি একসাথে আপনাদের দুই জনকেই শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে কিন্তু! ধন্যবাদ প্রত্যুত্তরের জন্য।
সুরাইয়া পারভিন
অভিনন্দন ও শুভেচ্ছা রইল
সবার জন্য শুভ কামনা
মণি কাশফিতা
অনেক ধন্যবাদ আপু।
ইঞ্জা
অভিনন্দন প্রিয় সাবিনাপু, মনি কাস্ফিতাপু, মুক্তা মৃণালিনি আপু, তৌহিদ ভাই, মনির ভাইকে, ও নীরা আপুকে, এইভাবেই সবসময় লিখতে থাকুন মনের মাধুরি মিশিয়ে।
পোস্টটির জন্য ধন্যবাদ ভাইজান।
মণি কাশফিতা
ধন্যবাদ প্রিয় ভাইয়া। শুভকামনা ও ভালবাসা রইলো….।
ইঞ্জা
শুভেচ্ছা আপু
মণি কাশফিতা
অনেক অনেক ধন্যবাদ প্রিয় পাঠকগণ আপনাদের সকলের প্রতি। অকৃত্রিম ভালবাসা ও শুভেচ্ছা রইল আপনাদের সকলের প্রতি….এবং অভিনন্দন মনির হোসেন মমি ভাইয়া, সাবিনা ইয়াসমিন আপু, তৌহিদ ভাইয়া, নীরা সাদিয়া আপু ও মুক্তা মৃণালিনী আপুর প্রতি অভিনন্দন। এবং অনেক ধন্যবাদ ইকরাম জিসান ভাইয়াকে…।
সাবিনা ইয়াসমিন
শুভেচ্ছা অভিনন্দন তোমাকেও মণি। প্রথম লেখাতেই পাঠকের মন জয় করে নিয়েছো। 🙂
নিয়মিত লেখো,
শুভ কামনা অফুরান 🌹🌹
নীরা সাদীয়া
আপনাকেও অভিনন্দন।
মনির হোসেন মমি
সবাইকে প্রথমে অভিনন্দন ও শুভ কামনা জানাচ্ছি। শুভ ব্লগিং।
সাবিনা ইয়াসমিন
সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন।
ব্লগ কতৃপক্ষকে ধন্যবাদ এভাবে পোস্ট দিয়ে আমাদের উৎসাহিত ও অনুপ্রানিত করার জন্যে।
সোনেলায় ব্লগিং শুভ হোক,
শুভ কামনা 🌹🌹
আকবর হোসেন রবিন
অভিনন্দন ও শুভেচ্ছা রইল সবার জন্য।
যুগের সাথের তাল মিলিয়ে বলতে চাই। ট্রিট চাই! ট্রিট চাই!
তৌহিদ
ব্লগ কতৃপক্ষকে ধন্যবাদ লেখকদের উৎসাহ দেবার জন্য। সবাইকে অভিনন্দন।
চাটিগাঁ থেকে বাহার
তালিকাভূক্ত সবাইকে অভিনন্দন!
রিফ্রেশ দিলেও যাতে পঠিত সংখ্যা না বাড়ে সেটা করতে পারলে ভালো হয়ে। এটা করা সম্ভব।
নীরা সাদীয়া
আপনাদের সকলকে জানাই অভিনন্দন।
আর আমার এসব অযত্নে আাঁকিবুকি লেখনী সোনেলায় স্থান পেয়েছে এটাই ঢেড়। এরচেয়ে বেশি কিছু চাই নাহ্।
মোহাম্মদ দিদার
অভিনন্দন রইলো তালিকাভুক্ত দের জন্য।
মোঃ মজিবর রহমান
সকলের প্রতি রইল অভিনদন ও শুভেচ্ছা। 🖐🖖☝
জিসান শা ইকরাম
তালিকায় স্থান পাওয়া সোনেলার সোনালী ব্লগারদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
ছাইরাছ হেলাল
নূতনের জয়জয়কারে সোনেলা উদ্ভাসিত হোক নুতন আলোয়।
এ আমাদের একান্ত কাম্য।
প্রদীপ চক্রবর্তী
অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইলো।
আরজু মুক্তা
অভিনন্দন।
শুভেচ্ছা, স্বাগতম।
শিরিন হক
অভিনন্দন