নিরঞ্জনা

মাছুম হাবিবী ৯ অক্টোবর ২০১৯, বুধবার, ০৩:১১:৪৮পূর্বাহ্ন কবিতা ২৫ মন্তব্য

গভীর রাত হলেই শহর জুড়ে নেমে আসে প্রেম বৃষ্টি
কেউ কেউ প্রেমিকার নগ্ন শরীর নিয়ে অপবিত্রতায়
হারিয়ে যায়!আবার কেউ কেউ
প্রেয়সীর প্রার্থনায় মগ্ন থাকে পুরো রাত।
কেউ কেউ আবার বীভৎস শরীর নিয়ে হাউমাউ করে
তারপর, কেউ একজন প্রণয়ের চাদরে ঢেকে দেয়
প্রেয়সীর ক্ষতবিক্ষত শরীর।
কিন্তুু দিন শেষে সবই প্রতারণা, সবকিছুই মিথ্যা!
জানো নিরঞ্জনা,
এই শহরে প্রেমের নামে আজকাল মানুষ হত্যা করা হয়!

রচনাঃ ৯ অক্টোবর ২০১৯

৮৮৪জন ৭৫৯জন

২৫টি মন্তব্য

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ