আমার শূন্যতা,
কি খবর তোমার? কথা হয়নি তোমার সাথে বহুদিন, দেখা তো নয়ই ! চিঠি দিতে মাঝে মাঝে মেঘপিওনের হাতে। সে মেঘপিওন বুঝি পথ ভুলেছে! আর আসে না এদিকে। আমি কখনও জানালায়, কখনও খোলা বারান্দায়, কখনও গলির শেষ মাথায় উঁকি দিই। পাতাহীন শিমুলগাছের টুকটুকে ফুলগুলো মুখথুবড়ে পড়ে থাকে ঘাসের বুকে। প্রজাপতি উড়ে যায় ব্যথাভরা মন নিয়ে। যখন সন্ধ্যা নামে, ঝিম ধরে যায় আশপাশ, হাওয়ায় শিষ দিয়ে কাশফুল চুপকথা হয়ে যায়। তার সফেদ রঙ চেনা যায় না আঁধারে তখন। জানি, তখন সময় নয়, তবু যেন মেঘপিওনের ঝুমঝুমি কানে বাজে। আসছে…. আসছে……. তোমার লেখা চিঠি!
এভাবে সময়ের হিসেব দীর্ঘ হতে থাকে।
কেন যে আশা বেঁধে রাখো, কেন যে শূন্যতার কাছে এত আবেদন তোমার……. অবচেতন খোঁচা দেয়। হেসে বলি, “আমার শূন্যতা আমি ভরিয়ে তুলি নিজের রঙে, তোমার তাতে কী?” বলো, ঠিক কিনা? ভালো থেকো…. ভীষণ ভালো থেকো, হে প্রিয় শূন্যতা আমার!
ইতি,
আরেক শূন্যতা
২৬টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
সিকল শুন্যতা দূর হয়ে যাবে মনের মাঝে ভরাট উকি দিবে। ভাল লাগ্ল
রেহানা বীথি
অনেক ধন্যবাদ
মোঃ মজিবর রহমান
শুভেচ্ছা অবিরত
তৌহিদ
আশা নিয়েইতো বেঁচে আছি। একদিন সমস্ত শুন্যতা ভরাট হয়ে উঠবে, ভালোবাসাময় হয়ে উঠবে এটাই কাম্য।
বাহ! সোনেলা বিভাগের ২য় চিঠি আপনার লেখা আপু। অভিনন্দন।
রেহানা বীথি
যদিও পড়া হয়ে ওঠেনি, তবুও দেখেছি। প্রথম চিঠির জন্য আপনাকেও অভিনন্দন ভাই।
তৌহিদ
পড়বেন কিন্তু।
ছাইরাছ হেলাল
শূন্যে বসবাস, শূন্যতায় বাস,
এমন উড়ো চিঠিতে দিন চলে গেলে মন্দ কী!
আহা চিঠি বিভাগ! এত দিতে চিঠি গুলোর একটু গতি হল বলতেই পারি।
বেশি করে বড় করেই লিখতে থাকুন।
বেশ ভাল, বলছি।
রেহানা বীথি
চিঠির মধুর অতীত ভাবনায় এলেই মনটা কেমন হয়ে যায়। আবারও লিখবো কখনও , সেই অতীতের স্মৃতিবিজড়িত চিঠি। ভালো থাকবেন ভাইয়া।
হৃদয়ের কথা
শূন্যতা না আসুক জীবনে। চিঠি ভালো হয়েছে আপু। আমিও চিঠি লিখব। শুভেচ্ছা আপু।
রেহানা বীথি
অনেক ধন্যবাদ
আরজু মুক্তা
শূন্যেই শেষ না শূন্যেই শুরু?
চিঠি ভালো লাগলো।
রেহানা বীথি
অনেক ধন্যবাদ
সঞ্জয় মালাকার
আশা নিয়েইতো বেঁচে আছি। একদিন সমস্ত শুন্যতা ভরাট হয়ে উঠবে, ভালোবাসাময় হয়ে উঠবে এটাই কাম্য।
বেশ ভালো লাগলো দিদি।
রেহানা বীথি
অনেক ধন্যবাদ
মোহাম্মদ দিদার
যতই পরছি,
যেনো হারিয়ে যাচ্ছি গভীরে।
রেহানা বীথি
ভালো থাকবেন
মনির হোসেন মমি
সোনেলায় চিঠি বিভাগে এটি দ্বিতীয় চিঠি পোষ্ট। মেঘপিওয়ন দ্রুত আসুন ভরিয়ে দিক শুন্য হৃদয় সে আশায় সোনেলাও বেধেঁ রাখুক সুলেখককে।
রেহানা বীথি
ভালো থাকবেন। অনেক শুভকামনা।
সাবিনা ইয়াসমিন
এক শূন্যতা লিখেছে আরেক শূন্যতাকে! বাহ, এমন করে কখনো ভেবে দেখিনি! একটি আরেকটির সাথে মিলে গেলে তখনতো শূন্যতা আর শূন্যই থাকবে না। রঙের আল্পনায় হেসে উঠবে পূর্ণতা নিয়ে!!
দারুন 😍😍
রেহানা বীথি
ঠিক তাই।
ভালোবাসা অবিরত সোনেলা ইয়াসমিন❤
নিতাই বাবু
আজকাল এমনিতেই যখন চিঠি চলাচলের অবস্থা বেহাল, সেখানে সোনেলা পোস্টের মাধ্যমে চিঠি পাঠানোই উত্তম বলে মনে করি। তাই আশা করি আপনার সুলেখিত লেখনীয় চিঠিখানা প্রাপকের কাছে পৌঁছে যাক, সোনেলা পোস্টের মাধমে।
রেহানা বীথি
ঠিক বলেছেন দাদা, সোনেলার চিঠি বিভাগ এক অপূর্ব সংযোজন। এই মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপের যুগে হারানো চিঠি ফিরে আসবে। ফিরে আসবে নানা ঘটনার ঘনঘটা নিয়ে। ভালো থাকুন দাদা সবসময়।
বন্যা লিপি
সকল শুন্যতা ভরে উঠুক, চিঠির জবাব ফিরে আসুক।বেশ ভালো লাগলো চিঠি।ভালোবাসা নিরন্তর 💚💚
রেহানা বীথি
অনেক ভালোবাসা
সুরাইয়া পারভিন
চিঠি পড়তে আমার বেশ লাগে
আর এতো সুন্দর যদি হয় চিঠির কথা,তবে তা অনায়াসে মন কাড়ে,,,, দারুণ
রেহানা বীথি
ভালোবাসা জানবেন