
কিছুটা সময় থাকো পাশে।
নীরবতার নিস্তব্ধতার বেড়াজালে।
কোনো কথা হবেনা আজ
ঠোঁটের পাতায় শব্দের খেলা
বন্ধ করে শুধু নীরবতা !
একটু…থাকো পাশে!
সর্বনাশা ইচ্ছে লুটিয়ে পড়ুক পায়ে!
নীল রং আবদারে, আকাশ ছেয়ে যাক
মেঘেরা নাচুক ছন্দে!
তারকারাজি খসে পড়ুক, ধ্রুবতারা চেয়ে থাক
তীক্ষ্ণদন্ত হয়ে!
একটু… থাকো পাশে।
মৌনতার নোঙর ফেলে
দৃষ্টিপাত করে যাবো
সমুদ্র গর্জন থেমে যাবে
হঠাৎ এক পশলা বৃষ্টি এসে ছুঁয়ে যাবে মন!
ভালোবাসার অনুভব সৃষ্টি হবে চাহনিতে।
তুমি আর আমি
সময় চলে যাবে, সময়ে নিড়ে !
উষ্ণ অনুভবের সুর হৃদয়ের কোন ঘেষে
সজনে পাতার মত নড়ে উঠবে আচমকা!
নিঃশ্বাসের শব্দ ভেসে যাবে হাওয়ায়
মৌনতার বিশুদ্ধ সরোবরে।
পরে থাক যত কাজ
চলে যাক সময়
একটু সময় থাকো পাশে!
ভালোবাসার নীরব আলিঙ্গনে…
১৭টি মন্তব্য
তৌহিদ
ভালোবাসারা বেঁচে থাকুক জন্মান্তরের বাঁধনে, কিছু কথা, আর মৌন সম্মতি আন্দোলিত করুন হৃদয়ের রণে-অনুরণনে।
ভালো লেগেছে কবিতা।
শিরিন হক
মন্তব্যের মুগ্ধতায় উৎসাহীত হই।শুভ কামনা।
তৌহিদ
ভালো থাকবেন আপু।
শামীম চৌধুরী
পরে থাক যত কাজ
চলে যাক সময়
একটু সময় থাকো পাশে!
ভালোবাসার নীরব আলিঙ্গনে।
সবার জীবনে এমনটাই হওয়া চাই। তাহলেই জীবনে আসবে অনাবিল সুখ। খুব ভালো লাগলো শিরিন আপু। আপনি বরাবরই ভালো লিখেন। আমি আপনার লেখার খুব ভক্ত। ভালো থাকবেন।
শিরিন হক
অনুপ্রাণিত হলাম। ভালো থাকবেন
মনির হোসেন মমি
সর্বনাশা ইচ্ছে লুটিয়ে পড়ুক পায়ে!
নীল রং আবদারে, আকাশ ছেয়ে যাক
মেঘেরা নাচুক ছন্দে!
তারকারাজি খসে পড়ুক, ধ্রুবতারা চেয়ে থাক
তীক্ষ্ণদন্ত হয়ে!
একটু… থাকো পাশে।
নিজেকে ভাল রাখতে কতইনা আকুতি কবির।দারুণ।
শিরিন হক
ধন্যবাদ
খুরশীদা খুশী
চমৎকার লিখেছেন।
শিরিন হক
কৃতজ্ঞতা আপু
শাহরিন
ভালোবাসার আহবানে অবশ্যই সাড়া দিবে। উপমা গুলো খুবই সুন্দর লেগেছে।
শিরিন হক
ধন্যবাদ প্রিয়
রেহানা বীথি
ভালো লাগলো খুব।
শিরিন হক
অনুপ্রাণিত হলাম
আরজু মুক্তা
কথা দিলাম, পাশে থাকবো।
শিরিন হক
কৃতজ্ঞতা প্রিয়
ছাইরাছ হেলাল
বেশ কঠিন লেখা!!
উপচে পড়া জলধারা বাঁধ না ভাঙ্গলেই ভাল।
সাবিনা ইয়াসমিন
মৌনতায় যদি সব প্রকাশিত হয়ে যায়, তবে মৌনতাই শ্রেয়। ভালোবাসা ভাগ করে নেয়ার নিশ্চুপ আবদার খুব ভালো লাগলো।
শুভ কামনা 🌹🌹