নিশ্চুপ আবদার

শিরিন হক ৬ আগস্ট ২০১৯, মঙ্গলবার, ০৭:৫৪:২১অপরাহ্ন কবিতা ১৭ মন্তব্য

কিছুটা সময় থাকো পাশে।
নীরবতার নিস্তব্ধতার বেড়াজালে।
কোনো কথা হবেনা আজ
ঠোঁটের পাতায় শব্দের খেলা
বন্ধ করে শুধু নীরবতা !
একটু…থাকো পাশে!

সর্বনাশা ইচ্ছে লুটিয়ে পড়ুক পায়ে!
নীল রং আবদারে, আকাশ ছেয়ে যাক
মেঘেরা নাচুক ছন্দে!
তারকারাজি খসে পড়ুক, ধ্রুবতারা চেয়ে থাক
তীক্ষ্ণদন্ত হয়ে!
একটু… থাকো পাশে।

মৌনতার নোঙর ফেলে
দৃষ্টিপাত করে যাবো
সমুদ্র গর্জন থেমে যাবে
হঠাৎ এক পশলা বৃষ্টি এসে ছুঁয়ে যাবে মন!
ভালোবাসার অনুভব সৃষ্টি হবে চাহনিতে।

তুমি আর আমি
সময় চলে যাবে, সময়ে নিড়ে !
উষ্ণ অনুভবের সুর হৃদয়ের কোন ঘেষে
সজনে পাতার মত নড়ে উঠবে আচমকা!
নিঃশ্বাসের শব্দ ভেসে যাবে হাওয়ায়
মৌনতার বিশুদ্ধ সরোবরে।

পরে থাক যত কাজ
চলে যাক সময়
একটু সময় থাকো পাশে!
ভালোবাসার নীরব আলিঙ্গনে…

৭৬৭জন ৬৬৬জন
0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ