সে কথার উত্তর আমার কাছে ছিলো না।তাই কিছু না বলে সেদিন আরিয়ানকে নিয়ে বাসা চলে যাই।ঘুম পাঠাই তাকে।প্রতিদিনের মতো আজও আমরা বের হয়েছি,মাকে খুজতে—-
– আচ্ছা বাবা তুমি বললা না কেন?
– কি বলিনি বাবা।
– তুমি প্রতিদিন রাতে আমাকে ছেড়ে কোথাও যাও?
– কই কোথাও নাতো। তোমাকে ছেড়ে আমি কোথাও যাবো বাবা।
– আচ্ছা বাবা মিথ্যে বলে কি পাপ হয়?
– হ্যাঁ, হয়তো। মিথ্যে বলা মহা পাপ।
– তাহলে তুমি কেন মিথ্যা বলছো বাবা?
– কই নাতো।আমি আবার কি মিথ্যে বললাম?
– এইযে তুমি প্রতিদিন আমাকে ঘুম পাঠিয়ে বাইরে এক আন্টির সাথে দেখা করতে যাও,কিন্তু তুমি বলছো যাও না।
– তুমি কিভাবে দেখলে?
– আমার সেদিন রাতে ঘুম আসতেছিলো না,তখন উঠে দেখি তুমি নাই। জানালায় গিয়ে নিচে তাকাতে দেখি তুমি কথা বলছো ওই আন্টির সাথে।তারপর থেকে প্রতিদিন আমি দেখি তুমি ওখানে গিয়ে ওনার সাথে কথা বলো।আচ্ছা বাবা উনি কে?
– ওহ উনি আমাদের পাড়া পাহারা দেয়।প্রতিদিন রাতে আমি ওনাকে টাকা দেই ওনার বাচ্চাদের চকলেটস খাওয়ানোর জন্য।
– সত্যি, বাবা।
– হুম, সত্যি।
– আচ্ছা বাবা আজও কি মাকে খুজে পাবোনা?
– খুজে দেখি আগে।
– বাবা আমার আজ ভালো লাগছে না।চলো বাসা চলে যাই।
– ওহ,আচ্ছা আমার কোলে আসো বাবা।
– বাবা আজ আমিও আন্টির সাথে দেখা করতে যাবো।
১৩টি মন্তব্য
ছাইরাছ হেলাল
এবারে আমরা আন্টির গল্প শুনব, অপেক্ষা।
রাফি আরাফাত
ধন্যবাদ ভাই
ইঞ্জা
অনুগল্পটি রহস্যের গন্ধ পাচ্ছি, কিন্তু ব্লগে অনুগল্প কেন, এতো বড় স্পেসে অনুগল্প না দিয়ে বড় গল্প দিন, যেমন আমি দিই।
রাফি আরাফাত
বড় গল্প যে লিখবো ভাই সেটার সময় আর হচ্ছে না। ইনশাআল্লাহ লিখবো ভাই। ভালো থাকবেন
ইঞ্জা
ভাই সময় নিয়ে লিখুন, দরকার হলে দুই একদিন পর পোস্ট দিন, এতে আপনার লেখার মান কয়েক গুণ বেশি হয়ে যাবে, ধন্যবাদ ভাই।
মনির হোসেন মমি
আগের পর্বের লিংকটা দিয়ে দিলে ভাল হয়। দেখি সামনে কি হয়। তবে অবিবাহিত বাবা নামটি চমক।
রাফি আরাফাত
https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be-%e0%a7%a6%e0%a7%a7/
ধন্যবাদ ভাই
তৌহিদ
আচ্ছা আরিয়ান কি তার বাবার আসল সন্তান নাকি পালিত সন্তান ভাই? বাচ্চাদের মনে কত কত প্রশ্ন জাগে তাইনা?
তাদের জন্য শুভকামনা রইলো। ভালো লাগছে লেখা।
রাফি আরাফাত
কেমন সন্তান সেটা না হয় অপেক্ষা। দেখি কি হয়। ভালো থাকবেন
জিসান শা ইকরাম
ভালোই লাগছে গল্প।
সন্তান বাবাকে প্রশ্ন করে আটকে দিলো।
পরের পর্বের অপেক্ষায়।
শুভ কামনা।
রাফি আরাফাত
অপেক্ষা। দেখি সামনে কি হয়। ভালো থাকবেন
শিরিন হক
এমন গল্পের চিন্তা মাথায় আসলো কি করে?অন্যরকম প্রকাশ। একদম ভিন্নধর্মী।চালিয়ে যান।
শাহরিন
রহস্যময় গল্পের সাথে আছি।