
আলো -এখনো নিরব রয়েছ?
আধার- উদ্দেশ্য কী তোমার?
আলো- মানবতার পরাজয় একি মানা যায়!
আধার- সত্যি সত্যি এও কী হয়?
আলো- মুর্খ, যুবক যুবা মরছে আজ। শীলতার হানি একি মানা যায়!
আধার- কী আছে করার।
আলো- এখনো বিবেক এই কথা বলে!
আধার- প্রতিবাদ, মানববন্ধন, বিচার, সভা হচ্ছে তো।
আলো- সমবেত হই, মিলাই হাত, কাঁধে কাঁধ চলো করি প্রতিকার।
আধার- যার ইচ্ছে করুক।
আলো- হায়রে মানবতা সব দেখে এত নিরবতা।
আধার- আপন প্রাণ বাঁচা।
আলো- ধিক্কার।
বিবেকের দংশনে যখন মরিবে ,পাবে না তখন ছুটি। আজ বিবেক জাগ্রত করো নইলে হারাবে সবি। মানবতার বলাৎকারে মৃত্যুর পথে দেয় কড়া। জাতির পরাজয় আজ নপুংসকের ক্ষুধা নিবারণের কাছে বাঁধা।
১৯টি মন্তব্য
শামীম চৌধুরী
বাহ দারুন আলো ও আধারের কথপোকথন।
শিরিন হক
ধন্যবাদ ভাই। বিষয় বুঝতে বারলেই লেখক সার্থক।
শামীম চৌধুরী
এতো সুন্দর ও সহজ করে লিখেছেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন কার সাথে কার কথা হচ্ছে। একজন লেখক বা লেখিকা তখনই স্বার্থক যখন উনি তার লেখার মাধ্যমে সবাইকে এক সুতোয় বেঁধে ফেলতে পারেন।
জিসান শা ইকরাম
আলো আর আধারের এই দ্বন্দ চলবে অনেককাল,
আপাত দেখা যাবে আলোর পরাজয়,
তবে একদিন আলোর জয় হবেই,
আলো আসবেই।
শুভ কামনা।
শিরিন হক
আলো আসবেই। আমরা সবাই আলোর পথ যাত্রী এই হোক আমাদের অঙ্গীকার। আলোর পথ খুঁজে পাক পথের যাত্রী।
ধন্যবাদ আলোকিত মানুষ।
ছাইরাছ হেলাল
আধার হয়ত একদিন পরাস্ত হবে আলোর কাছে
এ আক্ষেপ/অপেক্ষাটুকুই করাই আমাদের সাধ্যের মধ্যে আছে।
শিরিন হক
বিবেক জাগ্রত হোক আধারের।
প্রদীপ চক্রবর্তী
বাহ্!
বেশ ভালো কথোপকথন।
দারুণ লাগলো দিদি।
শিরিন হক
ধন্যবাদ লেখাটি পড়ার জন্য।
মাছুম হাবিবী
খুব সুন্দর লিখেছেন আপুমণি
শিরিন হক
আধার পরাজিত হোক এই প্রত্যাশা।
ধন্যবাদ ভাই
আরজু মুক্তা
আধাঁর আছে বলেই আলো চেনা যায়।আপন আলোয় সবাই উদ্ভাসিত হোক।
শিরিন হক
আলো আছে বলে আধার কেটে যায়। আলোর কাছে আধার চিরোকাল পরাজিত। আলোর মিহিমায় উদ্ভাসিত হোক জীবন।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।
মনির হোসেন মমি
জীবনের দুটো রূপ। ভয়ের কিছুই নেই,,, আধার কেটে আলো আসবেই।চমৎকার কবিতা।
শিরিন হক
মমি ভাই ভয়ে থাকি কেউ লেখা বুঝলো কিনা। আপনি এতো সুন্দর করে বুঝে যান সত্যি খুব ভালোলাগে। আপনার মন্তব্যের ভাষায় মুগ্ধ হই।
কৃতজ্ঞতা।
মাসুদ চয়ন
চারিদিকে অন্ধকারের সানাই বাজছে।মুক্তি কিছুতেই মিলছেনা।এ এক নষ্ট জন্ম প্রেক্ষাপট।খুব সাহসী লেখা-ধন্যবাদ জানাই এমন মানসিকতার জন্য।
শিরিন হক
ভালোলাগে যখন কেউ লেখাটি বুঝে মন্তব্য করে। সে মন্তব্য উপদেশ হোক আর বাহবা হোক।নিজেকে চেনার একটা পথ থাকে।
ধন্যবাদ আপনাকে লেখাটি অনুধাবনের জন্য।
তৌহিদ
বিবেক জাগ্রত করাই প্রতিটি মানুষের অবশ্য কর্তব্য। আপনার লেখাটি আবার মনে করিয়ে দিলো।
ধন্যবাদ আপনার প্রাপ্য আপু।
শিরিন হক
ধন্যবাদ বা বাহবা নিতে একজন লেখক কখোনো নিখেন না। আত্ম তৃপ্তি তখনি আসে যখন সে তার ম্যাসেজ টি অন্যের কাছে পৌঁছে দিতে পারে।লেখক হিসেবে এটা দায়বদ্ধতা ধন্যবাদ প্রাপ্তি নয়।
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।কৃতজ্ঞতা উৎসাহ দেবার জন্য। ভালো থাকবেন।