বিবেক

শিরিন হক ১২ জুলাই ২০১৯, শুক্রবার, ০১:০১:১০পূর্বাহ্ন কবিতা ১৯ মন্তব্য

আলো -এখনো নিরব রয়েছ?
আধার- উদ্দেশ্য কী তোমার?
আলো- মানবতার পরাজয় একি মানা যায়!
আধার- সত্যি সত্যি এও কী হয়?
আলো- মুর্খ, যুবক যুবা মরছে আজ। শীলতার হানি একি মানা যায়!
আধার- কী আছে করার।
আলো- এখনো বিবেক এই কথা বলে!
আধার- প্রতিবাদ, মানববন্ধন, বিচার, সভা হচ্ছে তো।
আলো- সমবেত হই, মিলাই হাত, কাঁধে কাঁধ চলো করি প্রতিকার।
আধার- যার ইচ্ছে করুক।
আলো- হায়রে মানবতা সব দেখে এত নিরবতা।
আধার- আপন প্রাণ বাঁচা।
আলো- ধিক্কার।

বিবেকের দংশনে যখন মরিবে ,পাবে না তখন ছুটি। আজ বিবেক জাগ্রত করো নইলে হারাবে সবি। মানবতার বলাৎকারে মৃত্যুর পথে দেয় কড়া। জাতির পরাজয় আজ নপুংসকের ক্ষুধা নিবারণের কাছে বাঁধা।

১০৪৩জন ৮৬৬জন

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ