আজ দুপুরে পাশের বাসা থেকে চিৎকার চেচাঁমেচি। কৌতুহলী মন জানালার কাছে দাড়ালাম , স্বামী স্ত্রী এর মধ্যে তুমুল ঝগড়া।
স্বামী বলছে -ভালোনা লাগলে চলে যাও। সারাদিন তোমার অভিযোগ, চেচাঁমেচি ভালোলাগেনা।
স্ত্রী – হ সারাদিন বাহিরে মেয়েদের দেখে এখন আমার কোন কথা তোমার ভালো লাগবে কেনো?
দুজন দুজন কে দুষছে। হায়রে খুব খারাপ পরিস্থিতি। ছেলেকে পাঠালাম পাশের রুমে। যাও বাবা অন্যের ঝগড়া শুনতে নেই।পাঁচ বছর আছি এখানে এমন টা কখনো শুনিনি। কি করবো বুঝতে পারছি না। ঠিক এমন সময় টিভির বিজ্ঞাপন শুরু। ঝগড়া থেমে গেলো। তখনি বুঝলাম এটা নাটক ছিল। হা হা হা।
১৮টি মন্তব্য
শাহরিন
ঝগড়া সবার জন্যই অমংগল আনে। এবং আমার মনে হয় সংক্রামিত ও।
কিন্তু আপনার লেখাটি পড়ে অনেক হাসি পেয়েছে 😅
শিরিন হক
শুভেচ্ছা
শাহরিন
ধন্যবাদ আপনাকে।
মোঃ মজিবর রহমান
ঝংড়া অতিমাত্রাই গেলে খারাপ স্বাভাবিক হলেই মংগল। হা হা হা আজকালের নাটক আর পরিবার নিয়ে বাস ভালনা। নাটকে পরিবারের আবেগ ভালবাসা থাকেনা এখন।
শিরিন হক
ঠিক বলেছেন ভাই তবে যে নাটক আড়াল থেকে বাস্তব মনে হয়েছিলো সেখানে নাট্যকারের সার্থকতা বলতে হবে।
তৌহিদ
আমিতো প্রথমে সত্যি ভেবেছিলাম!! এক মুহূর্তেই মোড় ঘুরিয়ে দিলেন। এটাইতো লেখকের মুন্সিয়ানা। শিশুদের এসব থেকে দূরে রাখাই শ্রেয়।
ছোট লেখা ভালো লাগলো আপু। লিখুন আপনার মত করে।
শিরিন হক
ধন্যবাদ জবাব
জিসান শা ইকরাম
লেখা কোথা থেকে কোথায় নিয়ে গেলেন!
লেখার মোড় এমন করে ঘুরিয়ে দিলে মজাই লাগে।
লিখুন নিয়মিত।
শুভ কামনা।
শিরিন হক
ধন্যবাদ এমন মন্তব্যে লেখকের উৎসাহ বাড়ে। তবে সময় আমার পিছু নিয়েছে না আমি নিয়েছি বুঝতে পারিনা। সুযোগ পেলেই কিছু লিখতে চাই। দোয়া কামনা করছি।
বন্যা লিপি
হা হা হা…… আমি ভাবলাম দরজা খুলে হয়তো তুমি বিবাদ মিটাতে ছুট দেবে। অবশেষে ক্লাইমেক্সে স্বস্তি!! দারুন উপস্থাপন। আরেকটু বড় হলে আরো মজা হতো। সময় বের করে বেশি বেশি লিখো। তোমারে শুভ কামনা,শুভেচ্ছা,কিছুই দেবার নাই। তোমার আমার সম্পর্কই তো হিংসাহিংসির😛😛
কাজেই সুস্থ্য থাকো সবসময়।নাইলে ঝগড়া করুম কেমনে?
শিরিন হক
ওরে তুমি তো আমার জনমেন শত্রু। তোমার সাথে ঝগড়া ও জনমের। এ শেষ হবার নয়
মনির হোসেন মমি
এ ভাবে হঠাৎ দৃশ্য পরিবর্তন!
অনুগল্প বেশ ভালই লাগছিল।
প্রদীপ চক্রবর্তী
বেশ ভালো লাগলো আপু গল্পটা পড়ে ।
দালান জাহান
একটু ঝগড়া ছাড়া ভালোবাসা মিষ্টি হয় না।
শিরিন হক
কিছু ঝগড়া ভালোবাসা ভেঙে দেয়।
আরজু মুক্তা
দারুণ।। অসাধারণ।।ভালো লাগলো।।
আজকাল কি রোমান্টিক নাটক হচ্ছে না??
রেহানা বীথি
সে কী!
গুছানো সুন্দর লেখা শেষ পর্যন্ত টেনে নিয়ে গেলো।
সিকদার সাদ রহমান
আহ! কি সুন্দার ঝগ!