ঝগড়া

শিরিন হক ১২ জুন ২০১৯, বুধবার, ০২:৩৪:৫৭পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৮ মন্তব্য

আজ দুপুরে পাশের বাসা থেকে চিৎকার চেচাঁমেচি। কৌতুহলী মন জানালার কাছে দাড়ালাম , স্বামী স্ত্রী এর মধ্যে তুমুল ঝগড়া।

স্বামী বলছে -ভালোনা লাগলে চলে যাও। সারাদিন তোমার অভিযোগ, চেচাঁমেচি ভালোলাগেনা।

স্ত্রী – হ সারাদিন বাহিরে  মেয়েদের দেখে এখন আমার কোন কথা তোমার ভালো লাগবে কেনো?

দুজন দুজন কে দুষছে। হায়রে খুব খারাপ পরিস্থিতি। ছেলেকে পাঠালাম পাশের রুমে। যাও বাবা অন্যের ঝগড়া শুনতে নেই।পাঁচ বছর আছি এখানে এমন টা কখনো শুনিনি। কি করবো বুঝতে পারছি না। ঠিক এমন  সময় টিভির বিজ্ঞাপন শুরু। ঝগড়া থেমে গেলো। তখনি বুঝলাম এটা নাটক ছিল। হা হা হা।

৮৪৮জন ৭০৩জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ