
যে কোন সৃষ্টিতেই আনন্দ এবং বেদনা থাকে। সন্তান জন্ম দেয়ায় একজন মা যে সীমাহীন কষ্ট সহ্য করেন, এই কষ্টের পরিসমাপ্তি হয় আনন্দের মধ্যে দিয়ে। সন্তান ভূমিষ্ট হবার পরে তার কান্না মাকে কষ্ট ভুলিয়ে দিয়ে আনন্দের এক ভিন্ন আনন্দের জগতে নিয়ে যায়।
নিজেদের লেখার জন্য একটি ব্লগ সৃষ্টি করতেই হবে। এই তাড়নায় প্রথমেই আসে নাম নির্বাচন। অনেক নামের তালিকা করি দিন রাত ভেবে বন্ধু ছাইরাছ হেলালকে নিয়ে। প্রায় এক সপ্তাহ এই নাম নির্বাচনের চেষ্টা চলে। নোট খাতার পাতায় লেখা নামের উপর কাটাকাটি চলতেই থাকে। হঠাৎ যে নামটি লেখাই হয়নি খাতার কাগজে, সে নামটি বলে ফেলেন ছাইরাছ হেলাল- সোনেলা। নামটা তো অদ্ভুত সুন্দর, কিন্তু এর অর্থ কি?
ছাইরাছ হেলালের কথায়ঃ
সোনেলার কোন আভিধানিক অর্থ নেই। সম্পূর্ণটাই উপলব্ধির।
এক কবি এক ঝক্ঝকে দুপুরে বসে আছেন আনমনে। হঠাৎ তিনি সোনালি রোদের সৌন্দর্য বিমোহিত হলেন। নির্মল আকাশ , চারদিকে প্রাকৃতিক সৌন্দর্য , এর মাঝে সোনালী ঝক্ঝকে রোদ । তিনি এই উজ্জল সোনালী রোদকে তাঁর প্রেমিকা হিসেবেই কল্পনা করলেন , যে তাঁর সমস্ত অস্তিত্বকে এক অপার আলোতে উজ্জল করে দিয়েছে। এই প্রেমিকাকে উনি নাম দিলেন সোনেলা।
জীবনানন্দ দাস ছিলেন সেই কবি। সোনেলা হচ্ছে এক উজ্জল রোদের নাম। সোনালী রোদের প্রত্যাশা আমাদের সবার। সব আঁধার কেটে গিয়ে এই সোনালী রোদ হাসুক আমাদের প্রিয় এই দেশটিতে সব সময় – এই আশায় আমরা বেঁচে থাকি।
নামটা ভালো লেগে গিয়েছিল আমাদের। আর অন্য নামের কথা ভাবিই নি। দুজনের মুখেই তখন এতদিনের দুশ্চিন্তার অবসান। সোনেলাই হবে আমাদের প্রত্যাশিত ব্লগের নাম।
ছাইরাছ হেলাল কবিতাটি পড়েছিলেন কোন এক সময়। কবিতার নাম ভুলে গিয়েছিলেন। কোন ক্রমেই মনে করতে পারছিলেন না কবিতার নামটি। অথচ কবিতার নামটি অত্যন্ত জরুরী ছিল, কেহ যদি জিজ্ঞেস করে বসেন, কবিতার নাম। বলতে না পারলে ইজ্জত নিয়ে টানাটানি বেজে যাবে। খোঁজ চলছিল কোথায় পাই এই কবিতা। কবিতা না পেলেও ব্লগ চালু করে ফেলি সোনেলা নাম দিয়েই। একদিন নিশ্চয়ই পেয়ে যাবো এই আশায় বসে থাকি।
তখন কি জানতাম এই কবিতাটি ব্লগ প্রতিষ্ঠিত হবার প্রায় সাত বছর পরে আমাদের সকলের প্রিয় ব্লগার সাবিনা ইয়াসমিন একজনের ( আসিফ ইকবাল ) প্রশ্নের জবাবে লিখে দিবেন? অনেক অনেক কৃতজ্ঞতা সাবিনা ইয়াসমিন আপনার প্রতি, কবিতাটি সোনেলার পাঠকদের সামনে নিয়ে আসার জন্য।
জীবনানন্দ দাসের কবিতাটিঃ
একদিন — একরাত করেছি প্রেমের সাথে খেলা!
এক রাত — এক দিন করেছি মৃত্যুরে অবহেলা
এক দিন — এক রাত তারপর প্রেম গেছে চলে —
সবাই চলিয়া যায় সকলের যেতে হয় বলে
তাহারও ফুরাল রাত! তাড়াতাড়ি পড়ে গেল বেলা
প্রেমের ও যে! — এক রাত আর এক দিন সাঙ্গ হলে
পশ্চিমের মেঘে আলো এক দিন হয়েছে সোনেলা!
আকাশে পুবের মেঘে রামধনু গিয়েছিল জ্বলে
এক দিন রয় না কিছুই তবু — সব শেষ হয় —
সময়ের আগে তাই কেটে গেল প্রেমের সময়;
এক দিন এক রাত প্রেমেরে পেয়েছি তবু কাছে!
আকাশ চলেছে তার — আগে আগে প্রেম চলিয়াছে!
সকলের ঘুম আছে — ঘুমের মতন মৃত্যু বুকে
সকলের, নক্ষত্রও ঝরে যায় মনের অসুখে
প্রেমের পায়ের শব্দ তবুও আকাশে বেঁচে আছে!
সকল ভুলের মাঝে যায় নাই কেউ ভুলে — চুকে
হে প্রেম তোমারে! — মৃতেরা আবার জাগিয়াছে!
যে ব্যথা মুছিতে এসে পৃথিবীর মানুষের মুখে
আরো ব্যথা —
বিহ্বলতা তুমি এসে দিয়ে গেলে তারে —
ওগো প্রেম, সেই সব ভুলে গিয়ে কে ঘুমাতে পারে!
-প্রেম, জীবনানন্দ।
==========
#সোনেলার_জন্মকালীন_চিন্তাভাবনা- ১
৩৯টি মন্তব্য
ইঞ্জা
এই তো জানতে চাই ভাইজান, আরও জানার স্পৃহা রয়ে গেলো, অপেক্ষায় রইলাম আরও জানার।
এখন কেমন আছেন জানাবেন প্লিজ।
জিসান শা ইকরাম
চেষ্টা করবো জানাতে, শরীরে সইতে হবে অবশ্য।
আগামীকাল সবার সাথে কথা বলবো ইনশ আল্লাহ্।
ভালো থাকবেন ভাই।
ইঞ্জা
ইনশা আল্লাহ্ আপনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন ভাইজান, চিন্তা করবেননা, আল্লাহ রাব্বুল আলামীন আছেন আপনার সাথে।
সাবিনা ইয়াসমিন
যাক, ইতিহাসের পাতা খুলেছেন দেখে স্বস্তি পেলাম। আমরা যারা আগে আসতে পারিনি, তাদের জানার আকাঙ্ক্ষা এবার হয়তো মিটবে। আরও জানার অপেক্ষায় রইলাম… শুভ কামনা 🌹🌹
জিসান শা ইকরাম
মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।
আরো জানানোর চেষ্টা করবো,
তবে আকাঙ্ক্ষা কতটা মিটবে জানিনা,
মানুষের আকাঙ্ক্ষা অসীম……
ভালো থাকবেন।
মোঃ মজিবর রহমান
সোনেলা আবার নতুন যুবার ন্যায় জাগ্রত, অনেক ভালবাসায় উম্মেচিত হচ্ছে ইতিহাস জাগাচ্ছে। আবার নতুন ভাবে পরিচিতি পাচ্ছে। জানতে পারছি সোনেলার জন্ম ইতিহাস। আবার পাব দ্রত। ধন্যবাদ ভাইজান।
জিসান শা ইকরাম
আপনি সোনেলার দুর্দিনের কাণ্ডারী মজিবর ভাই, এমনও দিন গিয়েছে সোনেলার- মাসে পোষ্ট হয়েছে বারোটি।
আপনি আর মনির ভাই তখন আলো জ্বালিয়ে রেখেছিলেন।
অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা মজিবর ভাই।
ইতিহাস জানাবো যতটা পারি।
শুভ কামনা।
মোঃ মজিবর রহমান
জানার আগ্রহ মনের কোনে। বড় ভাইয়া।
জিসান শা ইকরাম
আরো জানানোর ইচ্ছে আছে।
অসুস্থতাই সমস্যা।
মোঃ মজিবর রহমান
আল্লাহ সুস্থ করবেন ইনশাল্লাহ। চিকিতসা হয়ে দেশে আসেন। আল্লাহ ভরসা
মোহাম্মদ দিদার
বেশ সুন্দর উপস্থান।
অনেক কিছু জানলাম।
জিসান শা ইকরাম
জানাতে পেরে ধন্য হলাম,
মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভালো থাকবেন।
শাহরিন
নামকরণ এর ইতিহাস জানানোর জন্য ধন্যবাদ। দোয়া করি এই ব্লগ যেন সবার ভালোবাসা নিয়ে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারে। আপনাকে সোনেলার জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন।
জিসান শা ইকরাম
আরো জানানোর ইচ্ছে আছে,
তোমার দোয়া আল্লাহ্ অবশ্যই কবুল করবেন।
সোনেলার আগাম জন্মদিনের শুভেচ্ছা তোমাকেও।
শুভ কামনা।
মনির হোসেন মমি
সত্যি কথা
সোনেলা’ নামটির মাঝেই এক অন্য রকম কাব্যিক মায়া মায়া ভাব আছে যা প্রথম শুনাতেই যে কেউ প্রেমে পড়বে। প্রিয় হেলাল ভাইয়ের মজবুত শব্দ ভান্ডারে প্রশংসা না করে উপায় নেই। সোনেলাকে ভালবাসি পাশে আছি থাকব। জন্ম ইতিহাস জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ এর পর কি হল? অপেক্ষা করছি…..।।।
জিসান শা ইকরাম
হ্যা, সোনেলা নামটির মাঝেই একটা মায়া মমতা আছে।
সোনেলার পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
আরো পর্ব আসছে………
ভালো থাকুন ভাই।
নিতাই বাবু
সেই সোনেলা আজ অগণিত মানুষের স্বপ্নের ধারক বাহক। সোনেলার জয় হোক। জয় হোক সোনেলা পরিবারের সকলের। জয়তু সোনেলা।
জিসান শা ইকরাম
ধন্যবাদ দাদা, সোনেলার পাশে থাকার জন্য।
ভালো থাকবেন সব সময়।
মোস্তাফিজুর খাঁন
অনেক কিছু জানলাম । আরো জানতে চাই, বুঝতে চাই, এখান থেকে শিখতে চাই ।
জিসান শা ইকরাম
মন্তব্যের জন্য ধন্যবাদ,
আরো কিছু জানানোর চেষ্টা থাকবে।
শুভ কামনা।
তৌহিদ
সোনেলা নামটি আসলেই অনন্য অসাধারণ। নামের স্বার্থকতা আজ আপনার লেখার মাঝে খুঁজে পেলাম। অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম কবে আপনি লিখবেন। ইচ্ছে মেটানোর জন্য ধন্যবাদ ভাই।
ভালো থাকবেন।
জিসান শা ইকরাম
সোনেলা নামের মাঝে আছে অনেক মায়া।
আরো কিছু পর্ব লিখতে চাই তেইশ তারিখ পর্যন্ত।
ভালো থাকবেন তৌহিদ ভাই।
তৌহিদ
লেখা পড়ার জন্য অপেক্ষা করাটা কষ্টের ভাইজান। তাড়াতাড়ি দিয়েন।
জিসান শা ইকরাম
চেস্টা করব দ্রুত দেয়ার জন্য।
সমস্যা অসুস্থতা।
প্রদীপ চক্রবর্তী
দারুণ উপস্থাপন দাদা।
সোনেলা সম্পর্কে অনেককিছু জানতে পারলাম।
আপনার লেখার জন্য অধীর আগ্রহচিত্তে অপেক্ষায় বসেছিলাম যাই হোক অবশেষে নিয়ে আসলেন সোনেলার আনন্দময় বার্তা।
শুভেচ্ছা রইলো প্রিয় সোনেলার জন্য।
শুভকামনা দাদা।
জিসান শা ইকরাম
মন্তব্যের জন্য ধন্যবাদ প্রদীপ।
আরো কিছু পর্ব লিখতে চাই।
সোনেলার সাথে থাকার জন্য শুভেচ্ছা।
ভালো থেকো।
শবনম মোস্তারী
সোনেলার নামকরন, এবং শুরুর ইতিহাস জানতে পারছি এ আমাদের জন্য এক পরম পাওয়া। আরো জানার অপেক্ষায় রইলাম।
শুভ কামনা রইলো দাদা।
জিসান শা ইকরাম
আরো জানানোর চেষ্টা করবো আপু।
সোনেলার সাথে থাকার জন্য ধন্যবাদ।
ভালো থাকবেন।
আরজু মুক্তা
সোনেলা নামটিই কেমন মায়া মায়া প্রেম প্রেম। শুধু কাছে টানে। সোনেলা এগিয়ে যাক রোদের উজ্জ্বলতা নিয়ে।
শুভ ব্লগিং!
জিসান শা ইকরাম
সোনেলা নামের মাঝে অনেক মায়া।
ধন্যবাদ মন্তব্যের জন্য।
ভালো থাকবেন।
বন্যা লিপি
ইতিহাস শুরু হলো। সোনেলার জন্মের ইতিহাস জানার আগ্রহ নিয়ে অপেক্ষায় রইলাম।
নিজের যত্নের অবহেলা কিন্তু মানবোনা।
সর্বাঙ্গীণ সুন্থ্যতার কামনা করছি।
জিসান শা ইকরাম
আরো কয়েকটা পর্ব দেয়ার ইচ্ছে আছে।
যত্নে রাখছি নিজকে।
ভালো থেকো তুমি।
ছাইরাছ হেলাল
থেকে যায় কিছু স্মৃতি অমলিন,
কালের খেয়ায়।
জিসান শা ইকরাম
স্মৃতি নিয়েই বেঁচে থাকি আমরা,
স্মৃতির যাবর কাটি।
অশোকা মাহবুবা
‘সোনেলা’র ইতিহাস পড়ে বেশ চমৎকৃত হলাম। জীবনানন্দ দাশ খুব প্রিয় একজন কবি। সেই কবিরই এত দূর্দান্ত একটি কবিতার এমন সুন্দর একটি শব্দকে তুলে এনে একটি ব্লগের যাত্রা শুরু, ভাবতেই কেমন ইমোশনাল হয়ে গেলাম। ছাইরাস ভাইকে ধন্যবাদ এত সুন্দর একটি নাম খুঁজে দেয়ার জন্য আর জিসান ভাইকে ধন্যবাদ লেখালেখির জন্য এত সুন্দর একটি প্লাটফর্ম তৈরী করে সেটিকে এত সফলভাবে এতদিন পর্যন্ত চালিয়ে আনার জন্য। আর সোনেলার জন্য রইল প্রাণঢালা শুভেচ্ছা।
জিসান শা ইকরাম
আপনি এবং আপনার মত ব্লগাররাই সোনেলার মুল চালিকা শক্তি,
সোনেলা আপনার সহায়কের ভুমিকা পালন করছে।
সোনেলার সাথে থাকুন, সোনেলাকে এগিয়ে নিন।
শুভ ব্লগিং,
শুভ কামনা।
রেহানা বীথি
প্রিয় কবির কবিতা যে সোনেলার জন্মের সাথে সম্পর্কিত, জানতাম না তো! অপূর্ব বোধ, আর সেই বোধের সার্থক রূপ হচ্ছে সোনেলা।
ভালোবাসা সোনেলার প্রতি।
জিসান শা ইকরাম
সোনেলা নামটিই একটি ভালোবাসার নাম।
এই সোনেলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনারা।
ভালো থাকবেন,
শুভ কামনা।
চাটিগাঁ থেকে বাহার
সোনেলা নামটি অত্যন্ত সুন্দর হয়েছে। নামটি প্রস্তাব করে ছাইরাস হেলাল ভাই ইতিহাসের অংশ হয়ে থাকলেন।
উচ্চারণে সাবলিল, শুনতে শ্রুতিমধুর প্রেমময় ভালোবাসার একটি নাম সোনেলা।
এই প্লাটফরম বাংলা সাহিত্য ও সংস্কৃতির পজেটিভ উন্নয়ণ সাধনে জোরালো ভূমিকা রাখবে এটাই কামনা করি।
সভার জন্য শুভ কামনা।