
* ডেট
* ডেট
* ডেট
ইংরেজীতে বলা তিনটি শব্দ একই রকম শোনালেও অর্থ ভিন্ন। প্রথমটি তারিখ , ২য়টি খেজুর, ৩য়টি প্রিয়জনের সাথে কাটানো বিশেষ দিনক্ষণ কে বোঝানো হয় । আবার তিনটির সাথে সম্পর্কও বেশ নিবিড় । তারিখ যা চিরকালীন, খেজুর যার মিষ্টত্ব থাকে বহুদিন, আর প্রিয়জনের সাথে কাটানো দিনক্ষণ যা কখনো মুছে যাওয়ার নয়। অপ্রিয়তায়ও অমলিন থাকে শেষ দিনের শেষ মুহূর্ত পর্যন্ত।
চার অক্ষরের ভালোবাসা শুধু কি চার অক্ষরেই সীমাবদ্ধতা নিয়ে পরে থাকতে পারে !! ভালোবাসি বলা না বলায় প্রেম অবগুণ্ঠনে ঢেকে থাকে না। মাটির সাথে আকাশের প্রেম, সবুজের সাথে সজীবতা , সমুদ্রের সাথে বালির , মেঘের সাথে বৃষ্টির , চোখের সাথে কাজলের আর ফাগুনের প্রতি নদীর প্রেম কখনো চার অক্ষরের মাঝে লেখা হবে না।
পৃথিবীর প্রথম থেকে সমাপ্ত হওয়ার মাঝে নদী-ফাগুন জন্ম নিবে বারবার, অসমাপ্ত প্রেম-গাঁথা সমাপ্ত করতে।
হয়তো তাদের দেখা হবে, হয়তো হবেনা । ভালোবাসা দীর্ঘ হয়ে দীর্ঘতর হয়ে পরিনত হয় দীর্ঘ মেয়াদী ভালোবাসায় …
হয়তো দেখা হবে,
স্মৃতির এ্যালবামে আলোকিত হয়ে রবে ফাগুন-নদীর জন্ম-জন্মান্তরের উজ্জ্বলতম ইতিহাস।
অতীত বর্তমানের সীমাবদ্ধতার শৃঙ্খল ভেঙে অমরত্বের মহিমায় মহিমান্বিত প্রেম উজ্জীবিত হবে বারংবার।
প্রেমের শুরু-সমাপ্তি নেই
যেদিন আপন নিঃশ্বাস জড়ায় অনুভবে,
ভালোবাসার শেকড় স্পর্শ করে স্বর্গের প্রথম সোপানে,
নিরন্তর ভালো-লাগা পৌঁছুতে চায়
প্রেমের স্বর্গোদ্যানে ,
ক্লান্তিহীন প্রেম অমরত্বের আস্বাদনে
খুঁজে নেয় আবে-শবাব ….
৪৯টি মন্তব্য
জিসান শা ইকরাম
জন্মজন্মান্তরের প্রেম! প্রেমের সুন্দর অনিশেষ একটি ধারনার বীজ বপন করলেন জন্মজন্মান্তর এর প্রেম নিয়ে লিখে।
” অতীত বর্তমানের সীমাবদ্ধতার শৃঙ্খল ভেঙে অমরত্বের মহিমায় মহিমান্বিত প্রেম উজ্জীবিত হবে বারংবার।” অত্যন্ত গভীর এক কথা লিখে ফেললেন কত সহজে।
প্রেমকে এমন করেই প্রকাশ করতে হয়।
প্রকাশ করতে জানতে হয়।
অনেক ভাল একটি লেখা।
সাবিনা ইয়াসমিন
সত্যিকারের প্রেম এমনই হয়, চাই বা না–চাই মহিমান্বিত প্রেমের উপস্থাপনে মহান ভাব বিরাজিত হয়ে যায়।
প্রেম প্রকাশ– অপ্রকাশের সীমায় সীমাবদ্ধ থাকেনা। ধারাবাহিক ভালোবাসা শাশ্বত রুপে নিজেই উজ্জ্বল হয়ে উঠে। মেঘের সাথে বৃষ্টি, চোখের সাথে কাজল……. প্রেম বয়ে যায় ভালোবাসার প্রতি ধাপে, নিজস্ব ধারাবাহিকতায়।
মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, শুভ কামনা রইলো, 🌹🌹
জিসান শা ইকরাম
ভালোবাসা নিয়ে এমন করে ভাবা হয়নি কখনো।
প্রেম অমরত্ব পেয়ে বারবার ফিরে ফিরে আসে জন্মন্তরের সিড়ি অতিক্রম করে।
নদী- ফাগুন জন্ম নিবে বার বার।
কতটা আত্ববিশ্বাসী নিয়ে লেখা এই কথা ভাবতেই ভাল লাগছে।
জন্মান্তর নিয়ে আমার প্রচন্ড আগ্রহ। দুএকটা অলেখা লিখেছিলাম আগে। আরো লেখার ইচ্ছে আছে।
প্রিয়তেই নিলাম লেখা।
সাবিনা ইয়াসমিন
নদী ফাগুনের অমরত্ব ধরে রাখতে লেখাটি প্রিয়তে রাখার জন্যে কৃতজ্ঞতা জানবেন। 🌹🌹
আসিফ ইকবাল
প্রথমে ভেবেছিলাম প্রবন্ধ। পরে মনে হল কবিতা। শেষে বুঝলাম অকবিতা। এক অংগে এত রূপ? আর আবে-শরাব কি? আব মানে তো পানি বলে জানি। শরাব হল মদ।
ভালবাসা যুগ-যুগান্তে বিস্তারিত, কখনো শেষ হয় না। অবশ্যই।
সাবিনা ইয়াসমিন
অ–কবিতার কোনো নির্দিষ্ট গন্ডি থাকেনা / থাকতে হয় না। এলোমেলো ভাবনার জালে বারবার একই শব্দ এসে ঘিরে থাকে, ভালোবাসা। অতৃপ্ত মনে খুঁজে ফিরি প্রতিনিয়ত জন্ম–জন্মান্তরের সাথীকে। ভালোবাসা যদি পূর্ণতায় না আসে তবে লেখা অ–কবিতার খোলসের মলাটে গুমরে থাকবে।
আমাকে দিয়ে কবিতা হবে না আসিফ, যতদিন লিখবো অ–কবিতাই লিখবো।
আসিফ ইকবাল
ভালবাসা শুধু অ-কবিতার নয় সাবিনা, ভালবাসা কবিতার-ও। ভালবাসাকে ঘিরেই তো আমাদের সব আয়োজন। আপনার লেখাগুলো অ-কবিতার খোলস থেকে মুক্তি পেয়ে কবিতার বর্ণিল মলাটের ভেতরে খুঁজে পাবে নিজেদের, এই কামনাই থাকলো।
সাবিনা ইয়াসমিন
শুভ কামনা আপনাকেও, হয়তো একদিন লেখা হবে ভালোবাসার অনন্য এক কবিতা। আশা করছি, পারবো।
ভালো থাকুন আসিফ 🌹🌹
শাহরিন আক্তার মুক্তা
ভাল লেগেছে 😊
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ, ভালো থাকবেন ধারাবাহিক ভালোবাসায়,
শুভ কামনা + ভালোবাসা ❤❤
তৌহিদ
এতো পুরাই প্রেম উপাখ্যান লিখলেন। প্রেমের শুরু নেই সমাপ্তি নেই, এটা অমর! আপনার লেখায় যেন ভালোবাসা শব্দটি পূর্ণতা পেলো।
প্রেম বুঝি এমনই হয়!!
সাবিনা ইয়াসমিন
প্রেম ! শুরু হয়েছে সৃষ্টি লগ্নে, যাবতীয় সৃষ্টির মাঝে প্রেম আছে। প্রেমের শুরু থাকে শেষ নয়। প্রেমের অবিচ্ছেদ্য অংশ ভালোবাসা। প্রকৃত ভালোবাসা বাড়ে, বাড়তেই থাকে।
ধন্যবাদ তৌহিদ ভাই। আপনার ধারাবাহিক ভালোবাসা বজায় থাকুক প্রিয় মোনালিসার সাথে। শুভকামনা নিরন্তর থাকবে। 🌹🌹
তৌহিদ
আপনিও শুভকামনা জানবেন আপু।
ছাইরাছ হেলাল
ভালোবাসা জেগে থাকে পলাতক/পলাতকার বেশে,
গহীনের গহীনে, নিভৃতের যতনে।
চাঁদ-জ্যোৎস্নায় অপরূপ হয়ে
সজ্জা-কণ্ঠ নেচে উঠে নূপুরের তালে,
ভালোবাসা বেঁচে-ই থাকে।
……………………………………………………..
চোরা স্রোত ভেসে থাকে ঘূর্ণি জলের বেশে
চক্রাকারে ঘোরে, ঘুরতে থাকে
সময়ের নিয়ম মেনে, সময়ের বাঁধন ছিড়ে।
সময় বেয়ে যায় আপন মনে; দিক চক্রবাল জুড়ে।
দুঃস্বপ্নের স্বপ্ন-যাত্রা শব্দহীনের বেশে
নিরন্তর আকাশে উড়ে, ঐ নীলাকাশের বুকে,
নীরবে নিরিবিলিতে কবিতা হয়ে।
সাবিনা ইয়াসমিন
ভালোবাসা সেই ফুলের নাম
যার পাপড়ি গোনা যায়না,
ভালোবাসা ঐ সুরোভিত অনুভব
নয়ন বন্ধ করেই যার উপলব্ধি নিতে হয়,
ভালোবাসার আগুন জ্বলে নিমজ্জিত ফাগুনে
ভালোবাসা পূর্ণতা চায় আজীবন দহনে…..
ছাইরাছ হেলাল
এত্ত ভালুবাসা কৈ থাকে!! ঠিকানা দিয়েন!!
অমূল্য বাকর খানি!!
সাবিনা ইয়াসমিন
ঠিকানা দেয়া যাবেনা, নয়তো ভালোবাসার সিন্দুক ভেঙে সব লুটপাট হয়ে যাবে। শেষে আমি নিজেই কাঙাল হয়ে যাবো 😜😜
ছাইরাছ হেলাল
আপনি তো দেখছি হৃদয় হীন কাঠ।
কিছুটা ভাগা ভাগি আপনি করতেই পারেন,
যক্ষের ধনের কোন দাম নেই, আবার একটু ভেবে দেখুন।
আপনি কত ভালু!!
সোনেলায় আমরা মাত্র কয়েকজন। কবিতা গুলো ভাগাভাগি কিরে দিয়ে দিলে কমবে না শউর।
সাবিনা ইয়াসমিন
মহারাজ, আমাকে কাঠ- কাঠাল যা খুশি ভাবেন কোনো লাভ হবে না। শেয়ালের কাছে মুর্গী বর্গা !? কক্ষনা,,,,,
হাহাহাহা, ভালু ? আমিতো ভেবেছিলাম বালু, কারন আমি বালির মতোই কিচকিচে 😜😜
ছাইরাছ হেলাল
এত্ত চেষ্টা করলাম, সত্যি সত্যি আঙ্গুর ফল হয় মিষ্টি।
ত্য় এই ল্যাহা আফনের না।
সাবিনা ইয়াসমিন
এটা আবার কোন চাল ? দাবা খেলা পারি না, তাই বলে কূটচাল বুঝিনা তা কিন্তু না। বাকর খানি খেতে হলে মিষ্টি লাগে, জানেন ?
ছাইরাছ হেলাল
সোনেলায় কেউ সত্যি বৈ মিথ্যে বলে না।
আমরা মিষ্টিকে মিষ্টিই বলি, চুকা বলি না।
যে এমুন ভালুবাসার লেখা লেখে সে ডাবল হৃদি হয়। কাজেই আপনি আপনি না। অন্য কেউ।
সাবিনা ইয়াসমিন
হু, আমি আমি না, আর আপনিও মহারাজ না। মহারাজরা বাকর খানি খায়না, বিলায় ..
ছাইরাছ হেলাল
ঠিক আছে, আপনি কৃপণ, তা মেনে নিচ্ছি!
ছাইরাছ হেলাল
চট-জলদি কয়েকটা লাইন লিখুন তো।
সাবিনা ইয়াসমিন
একন ভাত কাবো, খিদে পেয়েছে। বাকর খানি খেয়ে লিখতে বসলে সারারাত পার হয়ে যাবে। ঘুমাবো কখন ?
ছাইরাছ হেলাল
কবিরা ঘুমায়!! এই প্রথম শুনলাম!!
তবে যা কিছুই খাবেন রয়ে-সয়ে বুঝে-শুনে গপাগপ খেয়ে নিবেন।
কবিতা পাওনা থাকল কিন্তু, কবিদের যা ভুল মন,
মাহমুদ আল মেহেদী
অ-কবিতার প্রেমে পড়ে যাচ্ছি। যা লেখকের কৃতিত্ব। সত্যিই চমৎকার ভাবে প্রকাশ পেয়েছে ভালবাসার শেষ না হওয়ার কথা।
সাবিনা ইয়াসমিন
মেহেদী ভাই, আপনার অনুপ্রেরণা যেকোনো লেখাকে লেখার মর্যাদা এনে দেয়, হোক তা অ-লেখা বা অ-কবিতা। অনেক ধন্যবাদ আপনাকে সব সময় পাশে থাকার জন্যে।
ভালো থাকবেন, শুভ কামনা 🌹🌹
মোঃ মজিবর রহমান
নিরন্তর ভালো-লাগা পৌঁছুতে চায়
প্রেমের স্বর্গোদ্যানে ,
ক্লান্তিহীন প্রেম অমরত্বের আস্বাদনে
খুঁজে নেয় আবে-শবাব …. ভাল লাগ্ল।
কমেন্ট করার মত স্থিরতা মন এখন নাই।
সাবিনা ইয়াসমিন
যতটুকু দিয়েছেন তাতেই হবে ভাইজান। সব রকম অস্থিরতা কেটে গিয়ে মন স্থির শান্ত হোক, দোয়া করি। শুভ কামনা সব সময় 🌹🌹
ব্লগার সজীব
দীর্ঘ মেয়াদী ভালোবাসা! ভালোবাসার এমন সময়/ মেয়াদ নিয়ে লেখা এই প্রথম পড়লাম। স্বল্প মেয়াদী ভালোবাসা তাহলে আছে! দীর্ঘ মেয়াদ কি লাইফ টাইম ভালোবাসাকে বুঝিয়েছেন? ভালোবাসার আবেশ তো লাইফ টাইমই থাকে আপু।
লেখাটি পড়ে ভালোবাসার একটি সুন্দর রুপ উপলব্ধি করলাম। আপনি খুব ভাল লেখেন।
সাবিনা ইয়াসমিন
স্বল্প মেয়াদী ভালোবাসা আছে সজীব।
ক্রাশ+ হাই + হ্যালো + লাভ ইউ + মিস ইউ + হেট ইউ + গো টু হেল + ব্রেকাপ = মেয়াদ উত্তীর্ন।
এটা হলো স্বল্প মেয়াদী ভালোবাসা।
দীর্ঘ মেয়াদী ভালোবাসায় হাই-হ্যালোর বালাই নেই। ওটা হয়ে যায় চুপিসারে, ছড়িয়ে যায় শিরায় শিরায়। আগ্নেয়গিরির মতো ভেতরে ভেতরে ফুটতে থাকে, যখন প্রকাশ্যে আসে ছাঁপ ফেলে দেয় গতিপথে বহমানতার সাক্ষর রেখে।
শুভ কামনা সজীব, খুব ভালো থাকবেন। 🌹🌹
বন্যা লিপি
প্রেমের শুরু সমাপ্তি নেই*
অবিনশ্বর প্রেমের শুরু সমাপ্তি নেই।
তোমার মতো অ-কবিতাই লেখার অনুপ্রেরনায় উদ্ভুদ্ধ হচ্ছি দিন দিন।ভালোবাসায় ভালো থেকো সবসময়💕💕💕💕
সাবিনা ইয়াসমিন
তাড়াতাড়ি লেখো, অ-কবিতা চট করে লিখে ফেলতে হয়। তানা হলে ঐটা সময় পেয়ে কবিতা হয়ে যায়। অ-কবিতা লেখার ফ্রী টিপস দিলাম বন্যা, ভালো থেকো আমার ধারাবাহিক ভালোবাসা নিয়ে ❤❤
নীরা সাদীয়া
মেঘের সাথে বৃষ্টির, চোখের সাথে কাজলের, সমুদ্রের সাথে বালির আহা কী নিবিড় সম্পর্ক! দাররুন লিখেছেন ভালোবাসা নিয়ে!
সাবিনা ইয়াসমিন
তোমাকেও ভালোবাসি নীরা। সব সময় ভালো থাকো, শুভ কামনা+ভালোবাসা ❤❤
অপার্থিব
দীর্ঘমেয়াদী ভালবাসাকে আমার কাছে বিশেষ কিছু বলে মনে হয় না। ভালবাসা ভালবাসাই, সেটা স্বল্প বা দীর্ঘ মেয়াদী যাই হোক না কেন, স্বর্গীয় কিংবা পার্থিব উজ্জ্বলতম ইতিহাস!
সাবিনা ইয়াসমিন
ভালোবাসা হীনতায় কে বাঁচিতে চায় !! ভালোবাসা যেটা হয় সেটা দীর্ঘ মেয়াদেই হয়, যেটা না হয় সেটা ভালোবাসাই নয়।
ভালোবাসায় ভরে থাকুন, শুভ কামনা 🌹🌹
মনির হোসেন মমি
জানান দিয়ে হাজিরা দিলাম-পড়েছি।ভালবাসার মেয়াদ ভালবাসাকেই ছোট করে।এর কোন মেয়াদ নেই সীমানা নেই,নেই কোন মরন-তাইতো ভালবাসাকে এক অর্থে দীর্ঘমেয়াদী বললেন।চমৎকার বলেছেন-শেষ লাইনটি আরো চমৎকার—-ক্লান্তিহীন প্রেম অমরত্বের আস্বাদনে
খুঁজে নেয় আবে-শবাব ….
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ মমি ভাই। ভালোবাসা নিয়ে আমাদের ভাইবোনের উপলব্ধি মিলে গেছে।
ভালো থাকবেন, অবিরত শুভ কামনায় 🌹🌹
মনির হোসেন মমি
ধন্যবাদ বোন।আরো লিখুন।
শুন্য শুন্যালয়
খেজুর আমার পছন্দের ফল না হলেও এখন বুঝলাম কেন ডেট কে ডেট বলে 🙂
ভালোবাসা আমার কাছে প্যাঁচ ঘোচের বিষয় বড্ড, কুল-কিনারা পাইনা। নদী-ফাগুনের মধ্যে যেই গভীর প্রেমের বন্ধন সৃষ্টি করে চলেছেন, তা যেন আদি আদি এবং দীর্ঘমেয়াদীই মনে হচ্ছে। বেশ লেখেন আপনি। <3
সাবিনা ইয়াসমিন
ভালোবাসা মোম পোড়া যন্ত্রণার মতো হয়, এই কথাটি শিখেছিলাম নীলা আপুর কাছে। ভালোবাসার মানে যত বুঝতে পারছি এই কথাটির সত্যতাও প্রবল ভাবে উপলব্ধি করতে পারছি।
নদী-ফাগুনের প্রেম জন্ম জন্মান্তরের। ভুলে যায় আবার মিলে যায় অবিচ্ছেদ্য অংশের মতো। আদি থেকে পরিনত হয়ে লাভ করেছে দীর্ঘ মেয়াদীর অটুট বন্ধন।
ভালোবাসা রইলো শূন্য, আপনার নতুন লেখাটি কবে পড়তে দিচ্ছেন ?
❤❤
রিতু জাহান
ভালবাসা বেঁচে থাকে এখানে সেখানে সেথায় হেথায়।
শতবছরের বটবৃক্ষের কোটরে কোটরে।
মান অভিমানে গাঢ় থেকে গাঢ় হয় তা দিনে দিনে।
দীর্ঘমেয়াদী ভালবাসা প্রেমে ভয়ও আছে।
ঐ দেখো টিকটিকি টিকটিক করে উঠলো এ কথা মনে মনে বলে উঠতেই।
সাবিনা ইয়াসমিন
টিকটিকি তোমার দীর্ঘ মেয়াদের ভালোবাসা নয়তো ? ভালো করে দেখো, হয়তো নীলকুরিঞ্জীর অকারন অভিমানে বেচারা প্রেমিক টিকটিকি হয়ে গেছে। যে রুপেই থাক তোমার কাছ থেকে দূরে যেতে পারছে না। 😁😁
রিতু জাহান
না, তা পারছে না। আটকে রেখেছি।
নীলাঞ্জনা নীলা
“ভালোবাসা,
পূণ্যের শেকল পরা
এক সুন্দরতম পাপ!” — এককথায় বলে দিলাম। দারুণ লিখেছেন।
রেহানা বীথি
মুগ্ধ হলাম