
বুক-পকেট ঘড়ির অগোচরে বেজে চলে ছায়া এলার্ম,
বাতাসের ঠিকানা খোঁজে অদৃশ্য চিরকুটের দুর্বোধ্য লিপি ।
গোলাপের পাপড়ি ডানা মেলে চৈতালী হাওয়ায় একঝাঁক প্রজাপতির পাখায় ,
আড়াল চাঁদের হাসিতে বাঁধ ভাঙার গান ।
উষ্ণ মাধবী রাত কাড়ে ঘুম-চোখের অহংকার, শব্দ হাসে অনুভবের অভিযোগে,
অ-কবির -অ-কবিতা যেনো
অলৌকিক অলংকার !!
৩২টি মন্তব্য
জিসান শা ইকরাম
এই কবিতা এখন দিলেন?
আগে দিলে তো কপি করে একটা পোস্টে মন্তব্য দিয়ে দিতাম 🙂
সাবিনা ইয়াসমিন
নকল ( কপি ) করা ভালো না। যা কিছু সব নিজে নিজে করাই বুদ্ধিজীবির লক্ষন।
শুভ কামনা 🌹🌹
ছাইরাছ হেলাল
কবিরা দেখছি এবার অ-কবিদের ধুলো মেরে মারমার কাটকাট করে
ধেয়ে যাচ্ছে, দর্শক-পাঠক শুধু দেখতেই আছে, দেখতেই আছে।
উহ্ সব্যসাচী!! আমাদের থাকে শুধু বিনয়-হাসি, অধোমুখে শুধু তাই দেখি!!
বাতাসের মত্ত-প্রবলতায় নিমজ্জিত উদ্বেগ
চারপাশে ছড়িয়ে-গড়িয়ে যায়, নিরাবয়ব হরণের
টিক টিক শব্দে………………………………
সাবিনা ইয়াসমিন
অ-কবিদের !!!! মানে ? সোনেলার স্বঘোষিত অ-কবি একজনই। সে হলো সাবিনা ইয়াসমিন। তিনি এখন পর্যন্ত অ-কবিতা ছাড়া একটাও ডাইরেক্ট কবিতা লেখে নাই। সোনেলা উঠোনে কবির অভাব নেই , অ-কবির অভাবও সাবিনা পূরণ করেছেন।
অধো মুখে- উর্ধমুখে হাসেন / কাশেন কোনো সমস্যা নেই, কিন্তু অ-কবির আসনে নজর দেয়া চলবে না।
🌹🌹
ইঞ্জা
দারুণ লিখেছেন আপু
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ ভাইজান। 🌹🌹 নিন, ভালো থাকুন। শুভ কামনা অবিরত ☺☺
ইঞ্জা
😆😍
মেহেরী তাজ
ছায়া এলার্ম কি জিনিস? আর সেটা বাজে কই যে ঘড়ি সেটা দেখে না? 🤔 কবিতা আমার কাছে এতো দূর্বোধ্য জিনিস কেনো?
সাবিনা ইয়াসমিন
বুক-পকেটের ঘড়িটা বাস্তবিক। ওটাতে শুধু দৃশ্যমান কাটায় সময় ধরা পরে। আর ছায়া ঘড়িটা প্রাকৃতিক। কাল্পনিক একটা ঘড়ি যা, মনের আঙিনায় রৌদ-ছায়া-বৃষ্টির এলার্ম দিতে থাকে। মনে যখন যেটার ছায়া পড়বে মন সেটারই এলার্ম দিবে, বুক পকেট ঘড়ির তোয়াক্কা না করেই।
এটা অ-কবিতা, কবিতা হলে ঠিক ঠিক বুঝতে।
❤❤
প্রহেলিকা
কি কঠিন কঠিন লেখা! মন্তব্য করতে আসলেও তলানিতে খাবি খেতে হয়!
কঠিন কবির বাতাস লেগেছে দেখা যাচ্ছে!
ছাইরাছ হেলাল
আমারও ঠিক এই কথাটি-ই মনে হচ্ছে, প্রহেলিকা আসার পর থেকেই
সব কিছু কঠিন কঠিন হয়ে যাচ্ছে, আগে তো এমুন কঠিন কঠিন লেখা দেখিনি!
প্রহেলিকা
উদর পিণ্ডি ভুঁদোর ঘারে চাপানো যাবে বলে মনে হচ্ছে না!
এই কবি যে কাকে অনুসরণ করছে তা কিন্তু একেবারে ফকফকা! কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে যাবে কিন্তু! এই কবির কিছু কিছু লেখাতে দূর থেকে কিন্তু আপনার ছাপ দেখা যায়! বুড়া হচ্ছি এই বয়সে দাঁত পড়ে যাবে এমন কঠিন লেখায়! সহজ করে সহজে লিখতে বসুন দু’জনেই।
ছাইরাছ হেলাল
সত্য কথার ভাত কলি কালে এভাবেই উঠে যাবে শুনেছি,
এখন চর্ম চোউক্ষে দেখতে পাচ্ছি,
প্রহেলিকা
একই বক্তব্য আমারো! ঝোলা কাত করেন!
ছাইরাছ হেলাল
আপনি আসার আগের লেখা কত সহজ সুন্দর ছিল।
এখন তো মন্তব্য করাই কঠিন,
সে তো সবাই দেখতে পাচ্ছে।
সাবিনা ইয়াসমিন
প্রহেলিকা, এভাবে বলতে হয়না। কবিতা খুঁজতে গিয়ে আধাপাগল হয়ে গেছি। না পেরেছি হাওয়া ভাঁজ করতে ,না শিখলাম কবিতার গণিত। কত কষ্ট করে অ-কবিতা লিখছি তাও পড়তে চাইছেন না !! এটা কিছু হলো ?
মাহমুদ আল মেহেদী
এই কবিতা যদি অ-কবিতা হয়! তাহলে আমরা আর কবতা পড়বো না, অ-কবিতাই পড়বো।
সাবিনা ইয়াসমিন
আচ্ছা, এখন থেকে অ-কবিতা পড়বেন রুচিতে পরিবর্তন আসবে। তবে লিখবেন কবিতা। আমারোতো আপনার কবিতা পড়তে ইচ্ছে করবে তাইনা !?
ভালো থাকবেন মেহেদী ভাই, শুভ কামনা অবিরত 🌹🌹
তৌহিদ
ছায়া এলার্ম কি জিনিস আপু জানতে চাই। লেখা পড়ে মনে হচ্ছে আমার দ্বারা কবিতা লেখা হবেনা কোনদিনও।
ভালো থাকবেন।
সাবিনা ইয়াসমিন
ছায়া এলার্ম, যে ঘড়ি চোখে দেখা যায়না। একটা মন-ঘড়ি, যেখানে মনের ছায়া পরে। সুখ-দুঃখ, আনন্দ-ভালো লাগা, বা প্রেম-বিরহের সব ধরনের প্রতিক্রিয়ার ছায়া পরার সাথে সাথেই বেজে উঠে। এই এলার্মটা অনুভবের। বাস্তবিক ঘড়ির সাথে মিল আছে, তবে যান্ত্রিক ঘড়ি চলে ব্যাটারী সাহায্যে আর মন-ঘরি চলে ঘটনা-দূর্ঘটনার উপর নির্ভর করে।
ভালো থাকবেন তৌহিদভাই। শুভকামনা নিরন্তর 🌹🌹
শুন্য শুন্যালয়
এইযে দেখুন, আমাকে সেদিন যে বললেন প্রশ্নের উত্তরে পোস্ট কিভাবে দিতে হয় তা নাকি কঠিন!
এখন আমি ভাবতেছি এ আমার দ্বারা সম্ভব নয়, যেমন করে আপনি মুহুর্তেই এক একটা নামিয়ে ফেলছেন, আমি বাবা এর মধ্যে পড়তেই এখন ভয় পাচ্ছি।
আপনার এই লেখাতেই মন্তব্য রয়েছে। এটা যদি অকবির লেখা অকবিতা হয়, তাহলে এ হচ্ছে অলৌকিক অলংকার 🙂
অদৃশ্য লিপির অর্থ খুঁজে বাতাসের ঠিকানা এমনি করে খুঁজে পাওয়া চাট্টিখানি কথা নয়। 🙂
সাবিনা ইয়াসমিন
এটাকেই যে জবাব পোষ্ট বলে তাতো তখন জানতাম না !! কমেন্ট যে পোষ্ট হয় তাইই মাথায় ঢুকেনি। আসলে ভুল আমারই ছিলো, প্রশ্ন করে জেনে নেয়া উচিৎ ছিলো জবাব পোষ্ট কি এবং কেন। তাহলে ঘাবরে যেতে হতো না। কয়েকটি পেরেছি তবে প্রতিবারই পারবো বলে মনে হয়না। সহজ জিনিসও অনেক সময় দূর্বোধ হয়ে যায়।
শুভকামনা+ ভালোবাসা শূন্য। ❤❤
মনির হোসেন মমি
বুঝি কম তাই মন্তব্যের সাহসও কম।তবে কবিগণের মন্তব্যে দারুণ মজা পাচ্ছি।[ছবি মুছে ফেলা হয়েছে][ছবি মুছে ফেলা হয়েছে]
সাবিনা ইয়াসমিন
এটাও কম না। মজা পেলে সবই ভালো লাগে। কবিতা লেখেন আপনি মমি ভাই, আমি অ-কবিতা ছাড়া কিছু লিখতে পারি না। 😔
সব সময় ভালো ও সুস্থ থাকুন, শুভ কামনা অবিরত 🌹🌹
বন্যা লিপি
বাপরে!!! সাবিনা বর্নচোরামী’র পন্থাটা তোমার কাছ হতে দীক্ষা নিতে হবে মনে হচ্ছে।এতদিন ধরে কিযে করলাম? এবার থেকে আর আউলা ঝাউলা লেখাকে কবিতা বলে চালাবার দুঃসাহস করবোইনা। একান্ত অনুভূতির পৃষ্ঠায় ঢেলে রাখবো সব। অথবা মহারাজের মতো গল্পের পাতায়। এতদিনের ধৃষ্ঠতা মার্জনা করে দিও কোমল মনে। ভালোবাসা তোমার প্রতি।
সাবিনা ইয়াসমিন
ঝড়ে বক মরে আর ফকিরের কেরামতি বারে, প্রবাদ বাক্যটি শুনেছো নিশ্চয়ই। এটা হলো সেই প্রবাদ বাক্যের প্রাক্টিক্যাল নমুনা 😁😁
রিতু জাহান
এবার কবিতার পিছনে হাত ধুয়ে লেগে থাকব। ভেবেছি পিছনের বারান্দায় ডেরা পেতে বসব।কবিতা এবার আমার চাইই চাই।
প্রজাপতির বুকে লিখে দি্ব শতো শতো অ কবিতা,
যা প্রকাশ করার নয়।
আহ! চমৎকার লিখলে।
সাবিনা ইয়াসমিন
হাত–মুখ যা-ই ধোও তুমি কবিতা ছাড়া আর কিছুই লিখবে না, আমি জানি। আর আমি অ–কবিতা ছাড়া অন্য কিছু পারবো না এটা সোনেলা জানে। বন্ধু হয়ে কেন এতো পচাচ্ছো বলোতো ?
মামুন চৌধুরী
অ-কবিতা কখনও কখনও কবিতাকেও ছাড়িয়ে যায়। অন্ধত্বে রাস্তায় হাত ধরে তুলে দেওয়ার জন্য (ব্লগে লেখার ব্যবস্থা) এ ঋণ শোধ করার ইচ্ছে কখনও হবে না। আপনার জন্য অকুন্ঠ শ্রদ্ধা ও শুভকামনা রইল।
সাবিনা ইয়াসমিন
ঋণ থাকা ভালো। কারন ঋণের সম্পর্ক মজবুত হয় মামুন। ঋণ-গ্রহিতা ভুলে যেতে চাইলেও ঋণদাতা সময়ে অসময়ে দেখা দিয়ে জানান দেয় আমি আছি / থাকবো।
শুভ কামনা নিরন্তর রইলো মামুন, ভালো থাকুন 🌹🌹
মামুন চৌধুরী
সাবিনা ইয়াসমিন
ঋণী থেকেও খুশী হলাম। আপনি যে আকাশ দেখিয়েছেন তাতে উড়ার চেষ্টা করছি। পালক গজাচ্ছে, একসময় সে পালক ধীরে ধীরে বড় হবে। যখন ভাল ভাবে উড়তে পারব তখনও জানান দেব কৃতজ্ঞতা বোধে। শুভ কামনা, ভালো থাকবেন।
আসিফ ইকবাল
ভাল লেগেছে। অ-কবিতাখানি দৈর্ঘ্যে ছোট হলেও শিল্পে বড়ো। কিছু কিছু ভাবনা আছে প্রকাশের জানালা খুঁজে না পায়-