আমার কোথাও যাবার কথা,
কতোটা পথ বুকের ভেতর জল কলকল।
ধুপধাপ কে যেন সজোরে বালতি ফেলে
আচমকা থামালো;
আমিতো কোথাও যাবো বলে বের হয়েছিলাম
হাতের মুঠোয় মুঠোফোন,
রোদ পরাস্ত ছাতা
আরেক মুঠোয় ঘরের চাবি।
নিরুদ্দেশ …
আমার ঘরের চাবি!!
কোথায় ফেলেছি?
বুকের ভেতর অই যে অই কুয়োয়?
ভাবনার ওলোটপালোট ঘাসের আড়ালে
কোথায় আছে পড়ে সে?
কোথায় যেন যাবার কথা ছিলো
কখনো কখনো যাওয়া হয়না, ফেরাও না,
২৫টি মন্তব্য
নীহারিকা
যাওয়া, ফেরা কিছুই হলো না….মাঝে চাবি হারিয়ে শেষ?
কি বিপদ। কুয়োয় পড়লেতো আরও সর্বনাশ!
কাঁটা দিয়ে খুঁজে খুঁজেও পাওয়া যাবে কি না সন্দেহ।
চিন্তায় পড়ে গেলাম গো ;?
শুন্য শুন্যালয়
চাবিটা হারালো বলেই তো এই অবস্থা 🙂
আমিও চিন্তায় আছি আপু 🙂
ছাইরাছ হেলাল
কারচুপি কাজের সূক্ষ্মতায় লাজ-ভীরু পায়ে দারুণ বিষণ্ণতার ভাঁজ ফেলে
শুভাগমন, লেখালেখিতে,
নাহ্, জায়গা ছাড়ার জায়গায় যেতে ইট্টু টাইম লাগবে, ব্যাপার না।
শুন্য শুন্যালয়
কোন ছেড়ে যাওয়া জায়গার কথা বলছেন? যেই ঘনবসতির দেশ, এক সেকেন্ডেই জায়গা দখল হয়ে গেছে, তাই নতুন জায়গা খুঁজতেছি। 🙂
আপনি একটু হেল্পান না ভাউ।
ছাইরাছ হেলাল
আপনি বলেছিলেন, লিখতে শুরু করলে জায়গা ছেড়ে দিতে হবে,
তাই বলছি, আর একটু সুন্দর করে লিখে এগুলেই সামনে ফকফকা পাক্কা জায়গা।
শুন্য শুন্যালয়
দৌঁড়াবো না হাঁটবো,
যেখানেই রোদ দেখবো বসে যাবো ধুলোবালিতে, ওটাই আমার জায়গা হবে, তবে ধ্যানী ঋষি হবোনা।
নীলাঞ্জনা নীলা
*উফ! দারুণ!!
তোমার কবিতার ভেতর এমন একটা পিছুটান খুঁজে পেলাম, যা আমাকে ভাবাচ্ছে খুব। চলে আসা আর ফেলে আসা এই দোটানা আমাদের জীবনের সবচেয়ে বড়ো রহস্যময় প্রশ্ন। সেটার উত্তর কোথাও নেই। তাই থাকনা ওই ভাবনা, কখনো কখনো যাওয়া হয়না, আবার ফেরাও হয়না। তার চেয়ে এই গানটা শোনো।
“পথিক আমি, পথেই বাসা–
আমার যেমন যাওয়া তেমনি আসা।” https://www.youtube.com/watch?v=dgHm0hyylno
ভালো রেখো। -{@
শুন্য শুন্যালয়
আহা মুক্তি দিলে, তবে আর চাবি খুঁজে কাজ নেই, কী বলো? 🙂
সব কথায় এতো এতো মিল রেখে গান কোথা থেকে এনে দাও বলোতো? তুমি মিউজিপিডিয়া? দারুণ ভালো লাগার একটি গান, থ্যাংকু -{@
নীলাঞ্জনা নীলা
মোটেই চাবি খুঁজতে যেওনা। দরোজা খুলে দেখবে যা কিছু সব পরিচিত ছিলো, এখন সব অপরিচিত লাগছে।
কি দরকার হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে?
দারুণ বললে তো! “মিউজিপিডিয়া” বাহ! আসলে গান রক্তের সাথে মিশে আছে, গাইতে পারিনা আজকাল আর যদিও। তবে গুনগুন করি, আর নিজের মধ্যে থাকা নিজেকেই শোনাই।
ভালো রেখো তিলোত্তমা। -{@
শুন্য শুন্যালয়
এভাবে এই পোঁড়া রোদেই দাঁড়িয়ে থাকতে বলছো? এমনিতেই হাত পা পুড়ে কয়লা হয়ে গেছে।
আমার বহুদিন গান শোনা হয়না, শুধু মোবাইলে যা আছে তাইই শুনি। পর্যাপ্ত ডাটা থাকেনা ইউটিউবে যাবার। দোয়া করো আমার জন্যে নীলাপু।
মৌনতা রিতু
জীবনটা তবে থমকে থাক। কেন যাব না আমি! আমিই এক পথ তৈরি করব। সে পথের প্রথম যে ঘরটি সে ঘরেই আমার বসবাস হবে। আমার পথে আসবে অনেক চেনা অচেনা মানুষ। আবারও সব হেসে উঠবে।
দারুন লিখেছো। -{@
আদর নিও।
শুন্য শুন্যালয়
পথ যখন আমার, বাড়িও না হয় নতুন করে আমিই করে নেবো। বেদখল করে লাভ কী? 🙂
সুন্দর লেখো আবার সুন্দর মন্তব্যও। প্র্যাকটিস করো বুঝি?
হৃদয়ের স্পন্দন
তবে কি সে যাত্রা সেখানেই থেমেছিলো?
শুন্য শুন্যালয়
সব প্রশ্নের উত্তর নেই, জানাও নেই।
চাটিগাঁ থেকে বাহার
যেখানেই যান অন্তত সোনেলা থেকে যাবেন না। 🙂
শুন্য শুন্যালয়
সোনেলা তো আমার। যাবো কোথায়? 🙂
চাটিগাঁ থেকে বাহার
সোনেলা মানে কী?
শুন্য শুন্যালয়
আপনার জন্য এই লেখাটা ভাই।
https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%97-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a7%81/
চাটিগাঁ থেকে বাহার
ধন্যবাদ আপনাকে লিংক দেবার জন্য।
জিসান শা ইকরাম
নিজকে ফিরে পাচ্ছেন দেখে ভাল লাগছে।
চাবি নিরুদ্ধেশ!
সামলে চলুন নিজকে।
কবে আবার নিজকে নিজেই হাপিস করে ফেলেন। কে লিখবে তখন আপনার নিরুদ্ধেশ খবর?
শুভ কামনা।
শুন্য শুন্যালয়
ভালো বলেছেন সবকিছুর সিম্পটম প্রকৃতি আগেভাগেই দেয়। হারালেও আর সমস্যা নেই, কেউ খুঁজবেনা।
আপনার জন্যেও শুভকামনা।
প্রহেলিকা
মন্তব্যটি যখন লিখছি এর কিছুক্ষণ আগেই একজনের সাথে কথা হচ্ছিলো। বেশ অনেকক্ষণ কথা হয়েছিল। কথার প্রসঙ্গে অপরপ্রান্তের তিনি বলেছিল যে, সহজ / সাবলীল শব্দে কোনো লেখাকে বলিষ্ঠ করে তোলা বেশ কঠিন। যখন কেউ তুলতে পারে তখনই শিল্প হয়ে উঠে। সহমত হয়েছিলাম। কথাগুলো এজন্য বললাম এখানেও আপনি ঠিক এ কাজটিই করেছেন, সহজে গড়েছেন বলিষ্ঠ লিখনী। পড়া শেষে রেষ থেকে গেছে, পাঠকমনে ভাবনার বীজ বুনে দিতে পেরেছেন। বেশ চমৎকার একটি লেখা। এমন আরো আরো চাই। শুভ কামনা।
শুন্য শুন্যালয়
এতোটা ভালো কি হয়েছে? কি জানি! এখন লেখালেখির মুড এসেছে তখন, যখন আমি খুব ব্যস্ত। আপনি সহজ কথাও বলিষ্ঠ করে বলেন 🙂
মেহেরী তাজ
আমার লেখা সব হারায়ে যাচ্ছে! 🙁 সে সব কি তোমার কাছে চলে যাচ্ছে? :p ;?
আমার মাথায় এমন বিষয় আসে না কেন? সেদিন তো আমিও ট্রলির চাবি হারাইছিলাম!
বুবু হারায়ে যাওয়া চাবি পাইলে কই? হাটতে হইছে নিশ্চয় অনেকটা?
আহারে বেচারা!!!
শুন্য শুন্যালয়
তোর লেখা আমার কাছে এলে আমি উড়তাম রে। তুমি নিজেও জানিস না তুই কতো ভালো লিখিস।
হ্যাঁ অনেক হাঁটতে হয়েছিল। কান্না পাচ্ছিলো, তবু কিছু করার ছিলো না।
এরপর থেকে চাবি হারালেই লেখা দিবি 😀