
নিজের কিছু তাৎক্ষনিক চিন্তা ডায়েরির মত লেখার জন্য নিজের একটি ব্যাক্তিগত ব্লগ সৃষ্টির চিন্তা ভাবনা চলছিল নিজের মাঝে। এই চিন্তার সাথে যুক্ত হলেন আমার বন্ধু ছাইরাছ হেলাল । খুব ভালো কবিতা লিখেন তিনি। জীবন সম্পর্কে স্বচ্ছ এবং ভিন্ন চিন্তা ভাবনা তাঁর ।
ব্লগের কি নাম রাখা যায় – বেশ কয়েকদিন বিভিন্ন নাম যাচাই বাছাই এর পরে দুজনের কাছেই সোনেলা ব্লগ নামটি পছন্দের ১ নাম্বার স্থানটি দখল করে। নামটি বন্ধু ছাইরাছ হেলালের দেয়া ।
সোনেলার অর্থঃ
সোনেলার কোন আভিধানিক অর্থ নেই। সম্পূর্ণটাই উপলব্ধির ।
এক কবি এক ঝক্ঝকে দুপুরে বসে আছেন আনমনে। হঠাৎ তিনি সোনালি রোদের সৌন্দর্য বিমোহিত হলেন। নির্মল আকাশ , চারদিকে প্রাকৃতিক সৌন্দর্য , এর মাঝে সোনালী ঝক্ঝকে রোদ । তিনি এই উজ্জল সোনালী রোদকে তাঁর প্রেমিকা হিসেবেই কল্পনা করলেন , যে তাঁর সমস্ত অস্তিত্বকে এক অপার আলোতে উজ্জল করে দিয়েছে । এই প্রেমিকাকে উনি নাম দিলেন সোনেলা ।
সম্ভবত জীবনানন্দ ছিলেন সেই কবি । নামটা ভালো লেগেছিল আমাদের । ‘‘ সোনেলা হচ্ছে এক উজ্জল রোদের নাম। সোনালী রোদের প্রত্যাশা আমাদের সবার। সব আঁধার কেটে গিয়ে এই সোনালী রোদ হাসুক আমাদের প্রিয় এই দেশটিতে সব সময় – এই আশায় আমরা বেঁচে থাকি । “- ব্যাখ্যাটি ছাইরাছ হেলাল এর ।
নাম চুড়ান্ত হবার পরে শুরু হোল পরবর্তী ধাপগুলো অতিক্রম করার পালা। কিছুই বুঝিনা আমরা এ বিষয়ে । যারা বুঝেন তাঁদের সাথে আলাপ করে ডোমেইন নেই ২০১২ এর ২৩ সেপ্টেম্বর www.jeshan4u.com নামে। ব্লগের নাম দেই সোনেলা জিসান শা ইকরাম , ছাইরাস হেলাল এর ব্লগ । বিশাল ইন্টারনেট জগতে ক্ষুদ্র একটি নাম । বেশ কিছু শুভাকাঙ্ক্ষী সোনেলায় লেখার আগ্রহ প্রকাশ করেন । তাঁরা বিভিন্ন কারনে একটি বড় ব্লগ থেকে বেড়িয়ে আসেন , ওখানে তাঁরা আর লিখবেন না , তাঁরা চাচ্ছেন লেখার জন্য নিজেদের একটি রাফ খাতা । তাই যখন এসব ব্লগার সোনেলায় লেখার আগ্রহ প্রকাশ করেন , আমি উপেক্ষা করতে পারিনি। সম্পূর্ণ ব্যাক্তিগত ব্লগ হলেও তাঁদেরকে লেখার সুযোগ করে দেয়ার জন্য ‘অতিথি লেখক’ হিসেবে তাঁরা লিখতে থাকেন সোনেলায়। আমাদের নিজেদের ব্লগেও আমরা হয়ে যাই অতিথি লেখক ।
দিন দিন বাড়তে থাকে ব্লগারের সংখ্যা । একটি সময়ে জিসান শা ইকরাম , ছাইরাছ হেলাল এর ব্লগ লেখাটা উঠিয়ে দিয়ে সেখানে লেখা হয় সোনেলা ব্লগ ,আপনার এবং সবার ব্লগ । সময়ে আমরা আরো উপলব্ধি করি যে এখন সোনেলা ব্লগ নামেই ডোমেইন নিতে হয়। এটি এখন আর আমাদের দুজনের ব্লগ নয় । সে চিন্তা থেকেই চলতি বছরের ১৯ জুন sonelablog.com নামে ডোমেইন নেই এবং www,sonelablog.com নামে সোনেলার নব যাত্রা শুরু হয় । এখন থেকে এটি সবার ব্লগ । আমারাও সবার মাঝে একজন মাত্র।
সত্য , সুন্দর , ন্যায় এর পক্ষে আমাদের সবার প্রিয় সোনেলার অগ্রযাত্রা শুভ হোক ।
৪৪টি মন্তব্য
কৃন্তনিকা
সবসময় থাকবো ও থাকতে চাই সুন্দর এই সোনেলার সাথে… 🙂
জিসান শা ইকরাম
ধন্যবাদ আপনাকে
আমরাও থাকতে চাই আপনাদের সাথে 🙂
নাজমুল আহসান
সতত শুভ কামনা -{@
জিসান শা ইকরাম
শুভ কামনা তোমার জন্যও । অনেক পরিশ্রম এবং সময় দিয়েছ সোনেলার জন্য ।
ছাইরাছ হেলাল
সবার সাথে থাকার আনন্দ সতত ই সবার সাথেই ভাগ করে নিতে চাই ।
এমন আনন্দে আন্তরিক শুভেচ্ছা সবাইকে ।
জিসান শা ইকরাম
সবার সাথে থাকার আনন্দ সতত ই সবার সাথেই ভাগ করে নিতে চাই ।
আদিব আদ্নান
সুখের ভাগ-টাগ দিতে হবে না , চাই ই ও না ।
সুখের অন্য প্রান্তে যা থাকে তা দিতে না চাইলেও নিয়ে নেব ‘নীলকণ্ঠের’ ভাব ধরে ।
ছিলাম এবং আছি ।
জিসান শা ইকরাম
আন্তরিক ভাবে থাকবো একসাথে মিলে মিশে এই প্রতিশ্রুতিতে আবদ্ধ আমরা ।
মর্তুজা হাসান সৈকত
পড়লাম সোনেলার ইতিবৃত্ত । সহজ সরল সাবলীল ঢঙে লেখাটা নজর কেড়েছে । আর হ্যাঁ শুভ কামনা রইল সোনেলা সংশ্লিষ্ট সবার জন্য ।
জিসান শা ইকরাম
ধন্যবাদ সৈকত ।
সোনেলা খুব বড় পরিবার নয়
তবে আন্তরিকতায় অবশ্যই বড় ।
শুভ কামনা ।
মিসু
জানলাম সোনেলাকে । সাথে থাকবো আশাকরি ।
জিসান শা ইকরাম
ধন্যবাদ মিশু ।
বনলতা সেন
অনেকদিন ধরেই আছি , থাকতেও চাই ।
জিসান শা ইকরাম
ধন্যবাদ বনলতা সেন
হ্যা আপনি প্রথম থেকেই আছেন ।
অন্তরা মিতু
সাথে আছি … সাথে আছিইইইইই………. 🙂
জিসান শা ইকরাম
ধন্যবাদ অন্তরা মিতু , কৃতজ্ঞ আমরা তোমার কাছে
প্রথম থেকে সোনেলার সাথে আছো বলে ।
শিশির কনা
এটি ভেবে ভালো লাগছে যে , সোনেলার প্রথম থেকেই আছি সোনেলার সাথে । থাকবোও ।
জিসান শা ইকরাম
আমরা সবাই ধীরে ধীরে গড়ে তুলছি সোনেলাকে । এর কৃতিত্ব সোনেলার সবার ।
অপ্সরা সিজেল (বনলতা সেন)
সাথে আছি। 🙂
জিসান শা ইকরাম
আপনাকে ধন্যবাদ অপ্সরা সিজেল ।
শুভ কামনা ।
সুখী মানুষ
আমিও চলে আসলাম আপনাদের মাঝে … থাকব আশা করি আমার না থাকার আগ পর্যন্ত … \|/
জিসান শা ইকরাম
ধন্যবাদ সুখী মানুষ
অনেক কৃতজ্ঞতা , শুভকামনা ।
সোহেল মাহামুদ(অতি ক্ষুদ্র একজন)
সোনেলার সাথে…. আছি……
জিসান শা ইকরাম
ধন্যবাদ সোহেল মাহমুদ 🙂
হতভাগ্য কবি
সোনেলা বেঁচে থাক চিরন্তন ভালো লাগায়
জিসান শা ইকরাম
ধন্যবাদ কবি
শুভকামনা আপনার জন্যও
আফ্রি আয়েশা
আমিও এখন সোনেলার একজন 😀 সোনেলার জন্যে শুভ কামনা নিরন্তর 🙂
জিসান শা ইকরাম
সোনেলায় খুঁজে পাইনা আপনাকে, ওঝার কাছে যেতে হবে খুঁজে পেতে হলে, বাটি চালান দিতে হবে।
ধন্যবাদ আপনাকে।
স্বপন দাস
আপনাদের মাঝে স্থান পেয়ে গর্বিত ।।যদি কিছু লিখতে পারি তা লিখবো এখানেই —– আপনারা যতদিন নিষেধ না করেন।
জিসান শা ইকরাম
এখানে কেউ আপনাকে নিষেধ করেছেন বলে জানা নেই আমার।
তারপরেও কিন্তু লিখছেন না আপনি 🙂
মশাই
আমি অনেক অনেক দেরী করে ফেলেছি। আমিতো জানতামই না। থাক দেরী হলেও যে পেয়েছি এটুকুতেই যথেষ্ট।
জিসান শা ইকরাম
হুম কিছুটা দেরীতে জেনেছেন, তাও তো এখন অতীত 🙂
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
কত কমেন্টস কত লেখা দেখা পড়া জমা হয়ে গেছে এ ক দিনে…..মায়ের অসুস্হতার ব্যাস্ততায় ঠিক মত বসতে পারিনি অনলাইনে …সোনেলাকে আমাদের মাঝে আমাদের আত্ত্বার আত্ত্বীয় করায় আমরা কৃতজ্ঞ।
যত দিন রবে পদ্মা মেঘনা যমুনা বহমান
সোনেলার স্রোতে হারিয়ে যেতে চাই……………………………. :Aerobics: :Flowers-for-you:
জিসান শা ইকরাম
বুঝলাম মনযোগী পাঠক আপনি,
লিংক দেখে চলে আসেন।
আমরাও আপনার সাথে আছি।
সাইদ মিলটন
জিসান দা এত্তবড় একবস্তা ধইন্যা আপ্নেরে আর সাইরাস হেলাল ভাইয়েরে
জিসান শা ইকরাম
আপনি এবং আপনার মত ব্লগারগন দিন রাত পরিশ্রম করছেন সোনেলায়।
শুধু লেখা পোষ্ট নয়, তার মন্তব্যের জবাব দিচ্ছেন
অন্যের লেখায় মন্তব্য করছেন, পরামর্শ দিচ্ছেন আপনার মত করে।
সোনেলাকে সমৃদ্ধ আপনারাই করেছেন-আমরা একটি খাতা উপহার দিয়েছি কেবল।
শুভ কামনা প্রিয় ব্লগার।
ছাইরাছ হেলাল
আহা, সেই সব দিন।
মোঃ মজিবর রহমান
সোনেলা একটি নক্ষত্র
সবার দৃষ্টি উজ্জ্বল সোনেলায়.
কতজন সুন্দর সুন্দর কথামালা
আরও নৃত্য নন্দন ভাষায় শুভেচ্ছা
সোনেলা চলুক সুউচ্চে সবার ভালবাসায়।
জিসান শা ইকরাম
এত সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।
চাটিগাঁ থেকে বাহার
জানলাম একটি ব্লগের সৃষ্টির ইতিহাস। অনেক ভালো লাগলো। নবীন লেখকদের জন্য আরো বেশী বেশী প্লাটফর্ম দরকার যেখার লেখার সুষ্ঠু ও সুস্থ পরিবেশ থাকবে। আপনাদের বাংলা একাডেমীর সম্মাননা পুরস্কার দেয়া দরকার। কিন্তু সেই মুখী নয় সরকার।
যাই হোক,
ব্লগ চালাতে হলে অনেক পরিশ্রম করতে হয়। অলাভজনক যেকোন কিছুতে বেশীদিন অনেকেই টিকতে পারে না। আপনাদের যাত্রা শুভ হোক এবং অনেকদুর এগিয়ে যাক সুনেলা।