প্রিয় “রোমিও”
প্রথমেই “রজনীগন্ধা!” ফুলের শুভেচ্ছা নিও। আজ “হৃদয়ের কথা” বলবো বলে এই চিঠি। কিভাবে লিখবো এই চিঠি তা নিয়ে প্রায় “মাথা নষ্ট” অবস্থা। তবে “ভালবাসা ভালোবাসা” দিয়েই শুরু করি। “অন্ধপ্রেম” আর “আকাশ ছোঁয়া ভালোবাসা” আমায় বলেছিলো “মনের মাঝে তুমি”। আমি তোমায় জিজ্ঞেস করেছিলাম “ফুল নেবে না অশ্রু নেবে”? তুমি ফুল চেয়েছিলে বলে আমি তোমায় “মাটির ফুল” উপহার দিয়ে বলে ছিলাম “ভুলনা আমায়”। মনে প্রাণে ভেবেছিলাম “তুমি আমার স্বামী” হবে। কিভাবে যেনো “লংকা কান্ড” হয়ে “কঠিন বাস্তব” এর মত সব কিছুই বদলে গেলো। একদিন তুমি হঠাৎই বলে বসলে “ভালোবাসলেই ঘর বাধা যায় না”, “ঢাকাইয়া পোলা বরিশাইলা মাইয়া” এর প্রেম হয় না! এ ছিলো এক “আয়নাবাজি”। তুমি আমার “জীবনের প্রথম প্রেম” হলেও তোমার শুধুই “খাইরুন সুন্দরী”র মত “সুন্দরী বধু” চাই । “বাংলার বউ” এর মত বউ চাও নি মোটেই। শুধু তাই নয় তুমি আমায় “ক্ষমতার গরম” দেখিয়ে বলেছিলে “গরীবের প্রেম” করা সাজে না! আমিও রেগে গিয়ে বলেছিলাম “ভালোবাসা দিবি কিনা বল”। নইলে “কিয়ামত থেকে কিয়ামত” শুরু হয়ে যাবে! তুমি ভয়ে ও মনে মনে “প্রতিশোধ ” নেওয়ার বাসনায় বলেছিলে “আমার পৃথিবী তুমি”।
এরপর শুরু হলো “ভালোবাসা কারে কয়”। রাত জেগে কথা, গল্প, হাসি, “আমার আছে জল” গান আরও কত কি! কিন্তু দিনের বেলা “মন বসে না পড়ার টেবিলে”। এভাবে “ইঞ্চি ইঞ্চি প্রেম” বাড়তে থাকলো। এরই মাঝে একদিন জানিনা কি বুঝে তুমি বলেছিলে চলো বিয়ে করি। “দারুচিনি দ্বীপ” এ হবে সেই বিয়ে। দিন ক্ষন সব ঠিক। কিন্তু তুমি “কোটি টাকার কাবিন” দেখে “কাবিননামা” ছিড়ে ফেলে আমার সাথে “গাদ্দারি” করলে। ভেঙ্গে দিলে আমার “প্রেমের তাজমহল”। ভেঙ্গে দিলে আমার “স্বপ্নের বাসর”। আমাকে রেখে চলে গেলে তুমি। আমার একতরফা “প্রেমের সমাধি” হয়ে গেলো সেখানেই। “এক বুক জ্বালা” নিয়ে বাড়ি ফিরে এলাম আমি। এটি আমার “কপালের লিখন” ছিলো।
বাবার সম্মান রাখতে সেই রাতেই বাবার পছন্দের লোক কে বিয়ে করে “দুখিনী জহুরা” র মত “চার সতিনের ঘরে” আমি ” এক টাকার বৌ”হয়ে পড়ে রইলাম। এক দিনের কথা, শ্বশুড় মশাই কে দিয়ে বাজার করিয়েছি বলে আমার বর বললো “বাবা কেনো চাকর “। বাবাকে “পিতার আসন” এ রাখ নইলে “ভাত দে”ব না! আমি ভয়ে নীল হয়ে গেলাম। এরই মাঝে একদিন খবর পেলাম তুমি “হঠাৎ বৃষ্টি”র মত “রাজধানীর বুকে” উদয় হয়ে “ও প্রিয়া তুমি কোথায়” বলে চিৎকার করছো! এতো কিছুর পরেও “মনের মাঝে তুমি” ছিলে তাই আমি “রানী কেনো ডাকাত” এর মত “বউ শাশুড়ির যুদ্ধ” করে তোমার পানে ছুটলাম। গিয়ে দেখি তুমি “মাস্তান” এর উপর মাস্তানি করে রাস্তায় পড়ে আছো। তোমার কাছে পৌঁছানোর আগেই “বিগ বস” মাস্তানরা তোমায় তুলে নিয়ে চলে গেলো!
জানিনা এখন তুমি কোথায় আছো, কেমন আছো। এই “স্বপ্নের পৃথিবী” তে আমার “মনের ঠিকানা” পেলাম না। “অশ্রু” ভরা নয়নে আবারও ফিরে এলাম আমি! বুঝলাম “হারানো প্রেম” কখনও ফিরে আসে না! আর “পাগলির প্রেম” পরিণতিও পায় না! তাই মেয়ে হয়েও “দেবদাস” এর মত আত্মহননের সিদ্ধান্ত নিলাম । এই ছিলো আমার “নিয়তি”।
“হাজার বছর ধরে” মানুষ জেনে যাক “সবার উপর প্রেম”!। আশা করি ওপাড়ে দেখা হবে আবার। এপারের দিনগুলো ভালো কাটুক তোমার।
ইতি
তোমার “জামিলা সুন্দরী”!
৫৩টি মন্তব্য
অরণ্য
:D) সাবাস! জামিলা সুন্দরী!
এতো সিনেমা মনে রেখেছিস কি করে? তুই তো দেখছি চলমান বাংলা সিনেমা আর্কাইভ!
ভালো লিখেছিস। (y)
মেহেরী তাজ
ভাইয়া কিছু মনে ছিলো আশে পাশের হেল্পও নিছি।
ধন্যবাদ ভাইয়া! 🙂
মিষ্টি জিন
জামিলা সুন্দরী,
“হারানো মানিক” না খুজে
“অমর প্রেম” নিয়ে “ময়না মতি” র পাহাড়ে “মাটির ঘর” এ কাটিয়ে দিলে।
অসম্ভব কে সম্ভব তুমি করতে পেরেছো।
:D) :D) :D) :D) :D) বাংলা সিনেমার উকুন, পোকা একটা।
“অশ্রু দিয়ে লেখা” এই চিঠি অনেক ভালো হয়েছে।
একটু হেসে নেই।
:D) :D) :D) :D)
মেহেরী তাজ
আপু সিনেমাই দেখা হয় না আজকাল খুব বেশি। বাংলা সিনেমা তো পাওয়ায় যায় না! তবে আপনাকে একটা গোপন গল্প শুনাই। এই যে নাম গুলা দেখছেন সব কিন্তু আমার মাথা থেকে আসে নি! গতকাল রাতে ফ্ল্যাট এ একটা ছোটখাটো খেলার আয়োজন করেছিলাম। কে কত দ্রুত কতগুলো বাংলাদেশের সিনেমার নাম লিখতে পারে। কারর সাথে কারর টা মিলে গেলে সেটা পঁচা! কয়েক মিনিটের মধ্যেই দেখি ১২০ টার মত ছবির নাম! সেগুলা নিয়ে রুমে এসে চিঠি লিখেছি। :p
হাসি পাচ্ছে আমি তাতেই খুশি। রম্য লিখলাম আর পাঠক না হেসে,কোন ভুল না করে খুব গুছিয়ে মন্তব্য করে গেলো তাইলেই রম্য লেখা বৃথা! 😀
জিসান শা ইকরাম
‘ জামিলা সুন্দরী’র ‘ অশ্রু দিয়ে লেখা ‘ চিঠিখানা অত্যন্ত ভাল হয়েছে।
তবে তারে ‘ দেবদাস’ হতে দেয়া যাবে না, জোর করে হলেও ‘ ওরা এগার জন’ কে নিয়ে বাসায় এনে বাঁচিয়ে রাখবো।
‘ পারলে ঠেকা’ ।
এই না হলে মেহেরী তাজ? এটি সোনেলায় এক পিচ ই,
যার কোনো বিকল্প নেই।
এত্ত বাংলা ছবির নাম কিভাবে মনে রেখেছো?
প্রতিযোগিতার প্রথম ধা[পের মনোয়নের জন্য জন্য এই চিঠি থাকবে তা কেন জানি মনে হচ্ছে।
শুভ কামনা।
মেহেরী তাজ
আমি কি মন্তব্য টা ঠিক পড়লাম? আপনার মনে হচ্ছে এই লেখা প্রথম ধাপের মনোনয়ন এর জন্য থাকতে পারে? আহা! শুনেও শান্তি। হোক না হোক!
দাদা ব্লগে তো সবায়ই এক পিস! 😀 তাই না?
ছবির নাম মনে করাতে অনেকেই হেল্প করছে আমি তাদের ধন্যবাদ ও দিয়েছি।
ধন্যবাদ দাদ…. 🙂
শুন্য শুন্যালয়
আচ্ছা এরেই তাইলে ভালবাসা কয়? :D)
হি হি হি। আমি খালি কই তুই ক্যান আমার ওস্তাদ হইলি না? কিছুটা মগজ তো ট্রান্সফার হইতো! ক্যাম্নে ক্যাম্নে এতো সিনেমার নাম আনলি? 😀
জামিলা সুন্দরীর এই পত্র খানা প্রেমের আকাশে, বাতাসে, নদী, সাগরে ,তারা, চান্দে খদিত হয়ে থাকবে চিরকাল। 🙂
আমি চিঠি লিখুমই না 🙁
মেহেরী তাজ
আমি ভালো ওস্তাদ। বেশি শিষ্য বানালে ভালো/ সঠিক শিক্ষা দিতে পারবো না।তাই শিষ্য সংখ্যা সীমিত। :p
বুবু তুমি মগজ নিতে চাইলে এমনিই দিয়ে দেবো।
চান্দে মান্দে বুঝলাম আপাতত মনোনয়ন এ থাকলেই হবে!! :p
তুমি লিখবা না? আলবত লিখবে! না লিখলে আড়ি।
ইয়ে বুবু আমাকে একটু চুপ চুপ করে বলো না কাকে লিখছো? পাখিকে নাকি ভোর কে??? আমি কাওকে বলবো না প্রমিজ! 😀
ব্লগার সজীব
ওস্তাদের ভাগ দেয়া যাবে না শুন্য আপু 🙁
নীরা সাদীয়া
ch আহা, কত মজার ছলে বাংলা ছবির ভুলে যাওয়া নামগুলোকে উঠিয়ে আনলেন। আম্মাজান, স্বামী কেন আসামী, গোলাপি এখন ট্রেনে,আসিরন কেন ঢাকায় এগুলো দিলে আরো মজা হত।
মেহেরী তাজ
ছবির নাম ছিলো আরও অনেক! কিন্তু ধারাবাহিতা ঠিক রাখা খুব ঝামেলার। আর অনেক দিন লেখালেখি থেকে দূরে তো মাথা খুব একটা কাজ করছে না! পরের বার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 🙂
ধন্যবাদ আপনাকে।
ইঞ্জা
মাথা ঠুকার ইমো কই ভাই মডু, এহন আমি কি করি, কি করি, পুরা সব সিনেমার লাইন মাইরা চিঠি লিখছেন আমার বুবু তাও জামিলা সুন্দরীর নামে, আমি কই যায়, হায় হায়। ;(
বুবু, লিখাটি কিন্তু সেইরাম হইছে। 😀
মেহেরী তাজ
কান্দের কেন ভাইজান?
লেখা না আপনার ভাল্লাগছে? তাইলে কান্দাকাটি কেন?
বায়রনিক শুভ্র
“হাজার বছর ধরে” মানুষ জেনে যাক “সবার উপর প্রেম” আর তার উপরে ছ্যাকা । 😀
মেহেরী তাজ
দুনিয়ার সব সত্যির উপর “ছ্যাকা” সত্যি।
ছ্যাঁক ই জীবন
ছ্যাঁক ই মরন
ছ্যাঁক ই সুখ
ছ্যাঁক ই অসুখ………..
বায়রনিক শুভ্র
🙂 😀 :D)
মেহেরী তাজ
:D) 😀 🙂 ;?
ছাইরাছ হেলাল
এ দেখছি সিনেমার উইকিপিডিয়া খুলে বসেছে জামিলা সুন্দ্রি!!
কেমনে পারেন ওম্যান!!
মেহেরী তাজ
আপনি যেমনে পারেন তেমনেই জামিলা সুন্দিও পারে ম্যান! বুঝেন না কেন!
এর পর যদি আর একবারও পিচ্চি বলেন তাইলে আপনার এই মন্তব্যের স্ক্রিনশট দিয়ে মডুদের বলে দেবো! :p
ছাইরাছ হেলাল
ঠিকাছে নো পিচ্চি,
তবে পিচ্চির সাথে দেখা হলে বলবেন, খুপ ভুই খাইছি!
মেহেরী তাজ
স্ক্রিনশট নিয়ে রাখলাম ঠিক দেখিয়ে দেবো!
গ্রররররররর…….. ;(
নীলাঞ্জনা নীলা
পিচ্চি আপু :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D)
পেট ব্যথা হয়ে গেছে আপু। একজনই পিচ্চি আর সেই পিচ্চি আছে বলেই আনন্দ আর হাসির বন্যা বয়ে যায় এই সোনেলায়।
তুমি না থাকলে এভাবে যে হাসতে পারতাম না
তুমি না থাকলে সহজ হয়ে ভাবতে পারতাম না
তুমি আছো বলে সোনেলা যে
মেতে আছে হাস্যরসে
রাপা রাপপাপপা রাম পাম পা—- 😀
এই চিঠি প্রথম হোক, এইটে চাই। একেবারে ১০০ তে ১০০। -{@
মেহেরী তাজ
অঞ্জন দত্তের গানের নতুন ভার্সন আমার নামে! ওয়াও….. 🙂 -{@
আমার লেখা তো বুঝলাম আপনার চিঠি কই?
নীলাঞ্জনা নীলা
ভয় পাই চিঠি লিখতে। এতোদিন তো ফাঁকা মাঠে গোল দিচ্ছিলাম, এখন কি আর পারবো? :p
মেহেরী তাজ
আপু মাঠ ফাঁকা বা ভরা দিয়ে কি হবে? আপনি তো কর্নার কীক করে গোল করে ফেলবেন। আমরা সব্বায় জানি!! সেই কিক টা করেই ফেলুন আপু!
নীলাঞ্জনা নীলা
পিচ্চি আপু বিশ্বাস করুন মাথায় আসছেই না। কি লিখবো, কাকে লিখবো ভেবে পাচ্ছিনা। বাস্তব চরিত্র নাকি অবাস্তব উফ কি যে করি! 🙁
বুদ্ধি দিন তো!
মেহেরী তাজ
এ আমি কি দেখিলাম? নীলা আপু আমার কাছে বুদ্ধি চায়! হায় আল্লাহ!!!
যারে ইচ্ছা লেখেন। বাস্তব বা অবাস্তব। চিঠি চাই….
প্রহেলিকা
জিসান শা ইকরাম বলেছেনঃ প্রতিযোগিতার প্রথম ধাপের মনোয়নের জন্য জন্য এই চিঠি থাকবে তা কেন জানি মনে হচ্ছে।
আমারও তাই মনে হলো।
মেহেরী তাজ
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। 🙂
আগুন রঙের শিমুল
:D)
মেহেরী তাজ
:D) ;?
ব্লগার সজীব
একেই বলে ওস্তাদি লেখা 🙂 কেমন আছেন ওস্তাদ? কমেন্ট পরে দেব।
মেহেরী তাজ
আমি আলহামদুলিল্লাহ ভালো আছি শিষ্য। তুমি কেমন আছো? তোমার লেখা কই??
ব্লগার সজীব
ভাল আছি ওস্তাদ। এই তো লেখা এলো বলে 🙂
মেহেরী তাজ
হুম লেখা দেখেছি শিষ্য। অভার বাউন্ডারি…..
আবু খায়ের আনিছ
বাপরে, বাংলা সিনেমার নাম দিয়েও চিঠি হয়, ভাবা যায়। এই চিঠি কোথায় যাবে জানিনা, তবে “এই মেয়েটি এখন কোথায় যাবে” (সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া সিনেমার নাম) কোথায় যাবে তা বোঝাই যাচ্ছে। সিনেমাখোর কেউ হলে ভালোই হবে।
মেহেরী তাজ
হয় হয় ভাই চাইলেই হয়।
আপনার চিঠি কই? ২৫ তারিখ ১১:৫৯ এ পাবো নাকি? ;?
আবু খায়ের আনিছ
এই রকম কিছু একটা হবে বোধ হয়, এখনো ঘুছিয়ে উঠতে পারছি না।
মেহেরী তাজ
গোছায়ে নেন ভাই। আমরা ওয়েটিং.. ….!!!!
মৌনতা রিতু
খাইরুন লো ও তোর লম্বা মাথার চুল
তরে এই আইডিয়া কে দিছে, শুধু হের নামটা ক। প্রতিযোগিতার আগেই তর পরীক্ষা শেষ? তোর রুটিনে ভুল আছে
এমন চিঠি প্রতিযোগিতার অযোগ্য ;( চলপে না কুনো প্রেমিকের নামে চিডি ফিডি।
:D) :D) :D) তোর মাথায় এতো বুদ্ধি ;? এই জন্যই তো তুই এতো আদরের। মুই কি লিখুম ;( ;(
ও নীলাপু বাঁচাও।
মেহেরী তাজ
ভাবীজান এই মন্তব্যের জবাব দিতে আমি অপারগ!
মৌনতা রিতু
তুই যদি পুরষ্কার পাস, তরে পিডাইয়া গাছে তুলুম আমি, তখন সিনেমার নাম হবে, ” ননদের পুরষ্কার ভাবির ছিনতাই”
মেহেরী তাজ
ভাবীজান গাছের নিচে একটা মই রাইখো তাইলেই হইবে!
আর শোন পুরষ্কার মুরষ্কার আমি দিতে পারমু না! যদি পাই আর কি! :p
কারন আমার স্থাবর অস্থাবর। আগত, অনাগত সব এক জনের নামে উইল কইরা লাইছি।
পরিষ্কার, পুরষ্কার যা কিছু চাই হেতেরে ধরো!
নীহারিকা জান্নাত
আমি যদি রোমিও হইতাম!
মেহেরী তাজ
আপু এতো চিন্তা নিয়েন না। ভেবে নেন ২৫ তারিখ পর্যন্ত আপনিই রোমিও! 😀 :p
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
জামিলা সুন্দরী সুন্দর নামতো!সিনেমা মনে হচ্ছে একটু বেশীই দেখেন।ভাল লেগেছে।
মেহেরী তাজ
জামিলা কিংবা জমিলা সুন্দরী ও একটা সিনেমার নাম!
ভাইয়া এসব মুভির মধ্যে এক ভাগও হয়তো আমার দেখা নয়। তাই বলে চিঠি লেখা যাবে না? নাম তো এর তার কাছে শুনেও নেওয়া যায়।
ধন্যবাদ ভাইয়া!
নিতাই বাবু
ভালোবাসার চিঠিখানা পড়ে ভালোলেগেছে দাদা।
ভালো লিখেছেন।
ভালো থাকবেন দাদা।
মেহেরী তাজ
আপনার ভালো লাগায় আমার লেখার স্বার্থকতা।
দোয়া রাখবেন আপনার এই ছোট বোন টার জন্য। যাতে ভবিষ্যতেও ভালো লিখতে পারি।
আপনার মন্তব্যে আমি আপ্লুত।
ধন্যবাদ আপনাকে।
মোঃ মজিবর রহমান
জানিনা এখন তুমি কোথায় আছো, কেমন আছো। এই “স্বপ্নের পৃথিবী” তে আমার “মনের ঠিকানা” পেলাম না।
সবাই আছে আনন্দে থিকানা আনন্দ লোকে। আর মনের মাঝে খোজো আপু পেয়ে যাবে।
মেহেরী তাজ
সবাই আছে আনন্দে থিকানা আনন্দ লোকে। আর মনের মাঝে খোজো আপু পেয়ে যাবে।
ধন্যবাদ ভাইয়া।
অপার্থিব
হাহাহা… চিঠি পড়ে ছোটবেলার কথা আই মিন বাংলাসিনেমার সেই স্বর্ণযুগের কথা মনে পড়লো।
চাটিগাঁ থেকে বাহার
জামিলা সুন্দরীর চিঠি দেখে শিরি ফরহাদের কথা মনে পড়ে গেল। (-3