অভিনন্দন রায়হান সেলিম স্যার

নীলাঞ্জনা নীলা ২৬ ফেব্রুয়ারি ২০১৭, রবিবার, ০৪:৩৮:৫০পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৬ মন্তব্য
অভিনন্দন স্যার...
অভিনন্দন স্যার…

বেশ কিছুদিন থেকে আমি ব্লগ বা ফেসবুকে লেখালেখি বা মন্তব্যে সক্রিয় নই শারীরিক কিছু সমস্যার জন্য। কিন্তু আজ না লিখে পারলাম না। একটা দারুণ খবর পেলাম আমার সবচেয়ে প্রিয় শিক্ষক এবং অসাধারণ একজন মানুষ রায়হান স্যার মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন। এ যে আমার কি আনন্দের! কি বলবো ভাষা খুঁজে পাচ্ছিনা। আমি জানি স্যারের আনন্দবোধ শান্ত-ধীর। যে কোনো অবস্থাতেই স্যারের স্মিত একটুকরো হাসি থাকে। আজও সেটার বদল হবেনা। কিন্তু আমার মতো অন্য সকল ছাত্র-ছাত্রীর জন্য আজকের দিন অনেক আনন্দের। স্যার একটা কথা বলেছিলেন আমাকে, ‘সবার মধ্যেই শিক্ষা দেয়ার মতো একেকরকম জ্ঞান থাকে,তোমারও আছে।’ অবাক হয়ে গিয়েছিলাম ওই কথাটা শুনে। এমন একজন শিক্ষকের ছাত্রী হতে পেরে আমি গর্বিত।

সবশেষে এটুকুই বলবো প্রত্যেকের জীবনে এমন একজন শিক্ষকের প্রয়োজন আছে। তাহলে আমাদের সমাজ বদলে যেতো। সকলের মনের মধ্যে বিশুদ্ধতা বিরাজ করতো। ঈশ্বরের কাছে প্রার্থনা স্যার সুস্থতার সাথে অনেকদিন বেঁচে থাকুন। স্যারের একটা কথা দিয়েই আজকের লেখার ইতি টানছি, “প্রতিটি মানুষের মধ্যে ভালো-মন্দ দুই-ই থাকে সেটা তো আমরা জানি সকলেই, তাই না? কিন্তু ভরপুর মন্দের মধ্যেও একটা ভালো থাকে। সেই ভালোটুকুর কথা বারবার বলে সেটার সাথে যদি সেই মানুষের পরিচয় করিয়ে দেয়া যায়, তাহলে মন্দ পরাজিত হবেই হবে।” এমন কথা ক’জনে বলতে পারে?

**স্যার আপনাকে নিয়ে কখনো কোনো কিছুই লেখার চেষ্টা করিনি। আপনাকে অভিনন্দন জানানোর ভাষা আমার জানা নেই। তাই এ ক্ষুদ্র প্রচেষ্টা।**

কবিতা যদি শিল্প হয়, কবি তাহলে কী? শব্দ-প্রেমিক, নাকি চেতনার মশাল জ্বালানো একজন বিশুদ্ধ মানুষ? অথবা কবি এবং কবিতা যথাক্রমে জল ও আগুণ, নাকি? কারণ জল যেমন সকল আগুণ নেভাতে পারেনা, তেমনি আগুণও পারেনা সব পোড়াতে। নাহ জল-আগুণ, সে মানায় না। আচ্ছা এও তো বলা যায়, কবিতা হেমন্তের সোনালু রোদে চিকচিক করে ওঠা নদীর জল, আর কবি হচ্ছে সেই আলোকরশ্মি। আসলে সেটাও না। আমি যদি বলি কবিতা বা কবির সঠিক কোনো সংজ্ঞা নেই? তাহলে? এ কথা কেউ স্বীকার করুক কিংবা নাই করুক, আমার বিশ্বাসে প্রবলভাবে স্থান করে নিয়েছে, সে উপড়াবে কে? কারণ জ্ঞান ভান্ডারের পরিসর এতোই বৃহৎ যে, ইচ্ছে করলেও সকলের জায়গা হয়না। তিনি-ই পারেন, যাঁর অহঙ্কার নেই।

স্যার এমনই একজন মানুষ এবং কবি।

হ্যামিল্টন, কানাডা
২৫ ফেব্রুয়ারি, ২০১৭ ইং।

-{@  ব্লগে আসা হয়, নীরবে পড়ে চলে যাই। ইচ্ছে থাকা সত্ত্বেও পারিনা লিখতে। কিন্তু আজ অনেক কষ্ট করে লিখেছি। স্যার আমার জীবনের বিশাল বড়ো একটি বৃক্ষ, যাঁর ছায়া পেয়েছি বলেই ব্লগে কিছুটা লিখতে পারি। বন্ধুরা, আপু-ভাইয়ারা, একমাত্র নানা সবাইকে খুব মিস করি। তবে আর কিছুদিন পর নিয়মিত হতে পারবো। সবাই ভালো থাকুন। অফুরান ভালোবাসা।  -{@

৩২৪৩জন ৩২১৯জন
0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ