গিন্নী আসছে

শুভ্র রফিক ২৬ ফেব্রুয়ারি ২০১৬, শুক্রবার, ১১:০১:০১অপরাহ্ন কবিতা ১৩ মন্তব্য

ওরে বাবা আসছে তেড়ে

এখন আমি পালাই

এদিক আবার হাঁটুর কাছে

ছিঁড়ছে প্যান্টের সেলাই।

 

গিন্নী আমার বড় জল্লাদ

হাতে নিয়ে ঝাড়ু,

আসছে তেড়ে আমার দিকে

খাব না আর নাড়ু।

ভাতে মারে, ঠোঁটে মারে

হাতেও মারে বেটি,

পা পেঁচিয়ে মারে আঘাত

পাইলে হাতে লাঠি।

গিন্নীর জন্য ভয়েই থাকি

কখন কি যে করে,

মনে হচ্ছে গিন্নীর ভয়ে

যাব বুঝি মরি।

দিনে মারে যেমন তেমন

রাতে বেশি মারে,

লোকজন সবাই ঘুমিয়ে পরলে

বাতি নেভার পরে।

৪৯৫জন ৪৯৫জন
0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ