কোন একদিন হেঁটে যাওয়া বিকেলবেলা
গায়ে মেখে বর্তমান,
সদ্য মুছে যাওয়া মিথ্যের আলো,
চিনবেনা কেউ, তবু আনন্দের সুরে গাওয়া
যাক ভুলে সব, ভুলে যাওয়া ভালো…
আজো দেখি লাল ফিতে দুই কলাবেনীতে
খুঁজে ফেরে সে
ও.. ও.. ও আইসক্রিমওয়ালা, ঝালমুড়ি;
দিন হারিয়ে, দিনকে হারিয়ে স্বপ্ন দেখে যায়
হয়েছিল যার স্বপ্নেরা ফেরারি …
হাত দুটো মুঠো করি, চোখ দুটো ঢাকি
সান্তা আমি যেতে চাই চাঁদে,
সাথে আমার “তুই”…
ঘুম ভেঙ্গে দেখি পুরনো জানালা
ভেগেছে সান্তা চন্দ্রালোকে, সংগে হরিণ দুই…
ধীর জলের দিকে তাকিয়ে রই..
কোথায় কোন ঘাসফুল অরন্যে
হারিয়ে গেছে পাহাড় ছায়া বুকে
আমার আয়নাসই..
ফোঁটা ফোঁটা জলের গায়ে
টুকটুকে রঙ্গের আঁকাআঁকি,
পৃথিবীর সব রং গায়ে মেশা তার
ভাবছি তারে বাবুই বলে ডাকি..
ঈশ্বরের সাথে আমারো রয়েছে এলোমেলো কিছু কথা
গোপন কথার খোলসে;
জানো তুমি? বন্ধুবর হাত দেখে বলেছিল,
“আমার রয়েছে তুমিপ্রীতি, নয়তো তোমার আমিপ্রীতি”
আমি হেসে বলেছিলাম, গোপনেরও থাকে গোপন
আগলে রাখা বাক্সে…
৫৬টি মন্তব্য
অরণ্য
এগিয়ে যান। এঁকে যান অবিরাম। তুলি, রঙের পাশাপাশি সুরও নিতে পারেন। আজ সকালের গুনগুনটি শেয়ার করছি আপনার লেখা পড়ে। এ আপনার শোনা বলে ধরে নিয়েও শেয়ার করছি।
https://www.youtube.com/watch?v=0XQFukUuN_Q
ভাল লিখেছেন।
শুন্য শুন্যালয়
প্রতিদিনের শোনা গান আজ আবার দিন শুরু করলো, মন্দ নয়। এই নিন ধন্যবাদ -{@
কোথায় হারালেন? দেখিই তো না আজকাল।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
“আমার রয়েছে তুমিপ্রীতি, নয়তো তোমার আমিপ্রীতি”
আমি হেসে বলেছিলাম, গোপনেরও থাকে গোপন।
অনেক গভীরের কথা
পাগল হতে বুঝি আর দেরী নাই -{@
শুন্য শুন্যালয়
কার? আপনার না আমার? 🙂
ব্লগার সজীব
লিংক সব নারী ব্লগার এর
আমাদের দিকে চোখই পরে না 🙁
তীব্র প্রতিবাদ -{@
শুন্য শুন্যালয়
খালি হাতে কিসের প্রতিবাদ? হাতে ক্রিকেট ব্যাট নিয়ে প্রতিবাদ করতে হবে। 😀
ব্লগার সজীব
আচ্ছা আমিও একটি যা ইচ্ছে তা লিখে একটি প্রতিবাদী পোষ্ট দিচ্ছি -{@
শুন্য শুন্যালয়
প্রতিবাদের পোস্ট দেবেন বলে দিলেন কিনা গোলাপ!! বুঝেছি আপনার অবস্থা। কীবোর্ড ব্যবহারে সতর্ক হউন।
জিসান শা ইকরাম
ছবিতে হাত ভালই পাকিয়েছেন
হাত কাঁচা একজন ছবির প্রশংসা করে ফেললাম
ব্যাপারনা
টক শোতে দেখি আলুর ব্যবসায়ী চিকিৎসার উপর বিশেষজ্ঞের মতামত দেন 🙂
ছবির সাথে লেখা গুলো সুন্দর
শেষেরটা বাদে অন্য সব গুলোতেই ছন্দের মিল।
লেখার ভাবের সাথে অন্য ব্লগারের লেখা,আইডি মিলিয়ে চমৎকার একটি পোষ্ট দিলেন।
শুন্য শুন্যালয়
এটা হচ্ছে কিলিয়ে পাঁকানো, অনেক অনেক দূর যেতে হবে আরো। আপনার কাঁচা হাতের পাকা ছবি কিন্তু আমি দেখেছি। আলুর ব্যবসায়ী নিয়মিত ডাক্তারখানায় গেলে একদিন তো বিশেষজ্ঞ হবেই 🙂
ছন্দে ছন্দে ধন্যবাদ জানাচ্ছি।
ব্লগার সজীব
পোষ্ট খুবই ভাল হয়েছে আপু।
শুন্য শুন্যালয়
প্রতিবাদ শেষ? 🙂
ধন্যবাদ হিংসুটে সজীব ভাই।
শিশির কনা
আমিও যা ইচ্ছে লিখে ফটো দিয়ে একদিন পোষ্ট দিয়ে দেবো।অবশ্য সে পোষ্ট আপনার মত এত সুন্দর হবেনা :p
শুন্য শুন্যালয়
দিয়ে দিন, দিয়ে দিন। শিশিরকনার পোস্ট এরচাইতে সুন্দর হবে বলেই মনে করি..
নুসরাত মৌরিন
আহ্ এমন পোস্ট দেখে,পড়ে মন জুড়ায়।আরো লাগে ভাল যখন লেখার মাঝে আমাকেও খুঁজে পাওয়া যায়।
আমার আছে তুমিপ্রীতি,তোমারও আছে আমিপ্রীতি…।
এইতো আর কী বলবো…
গোপনের মাঝে দুব দিয়েও কত কী বুঝে যাই…। 🙂 -{@
নুসরাত মৌরিন
#গোপনের মাঝে ডুব দিয়েও কত কী বুঝে যাই!! 🙂
শুন্য শুন্যালয়
কিছুই তো তবে আর গোপণ রইলো না 🙁
সুন্দর গুলো পোস্টে জুড়িয়ে দিয়েছি, ইহা গোপণ চালাকি। 🙂
এতো সুন্দর মন্তব্য পেলে আমারও মন ভরে যায়। (3
জুলিয়াস সিজার
😀
শুন্য শুন্যালয়
কি বুঝে নেব বুঝতেছিনা।
খেয়ালী মেয়ে
উফফফফফফফফফফ কীভাবে পারো এমন সব সুন্দরের জন্ম দিতে আপু ;?
সবগুলো ছবি সুন্দর, তবে ৩নং ছবিটা আমার খুব ভাল লেগেছে -{@
লেখার কথা কী বলবো-এককথায় অসাধারন–৪নং আর ৬নং লেখা দুটো সাংঘাতিক সুন্দর হয়েছে (y)
সবশেষে তোমার লেখায় নিজেকে দেখে আনন্দ লাগছে \|/
শুন্য শুন্যালয়
চাঁদের প্রতি তোমার আলাদা টান আছে জানি আমি 🙂
আমি লাকি সত্যি চাঁদটাকে অই সময় ফ্রেমে পেয়ে গেছি, এটি আমারও পছন্দ। টুকটাক ছবি তুললেই তোমাদের দেখাতে মন চায়, ভালো মন্দ জানিনা। লেখাগুলো তোমার মতোই খেয়ালী টাইপ। খুব সুন্দর করেই প্রশংসা করতে শিখেছে আমাদের পরী মেয়েটা। (3
খেয়ালী মেয়ে
হুমমমম চাঁদের জন্য আমি চন্দ্রাহত সবসময়(3
আমি প্রথম ভাবনায় পড়ে গেলাম কিভাবে এই ছবি তুমি তুলেছো?-তুমি সত্যি অনেক লাকী আপু–তোমার সবকিছুই অনেক সুন্দর, আমি কিন্তু একটুও প্রশংসা করছি না, তবে সত্যি বলছি (3
ছবিটা কিন্তু আমি নিয়ে নিলাম লেখাটা সহ আমার এফবি কাভারের জন্য, এখন বাকী শুধু তোমার অনুমতিটুকু আপু 🙂
শুন্য শুন্যালয়
আমি কারো কারো কাছ থেকে অনুমতি নিইনা, কেড়ে নিই। 🙂
চন্দ্রাহত খেয়ালী মেয়ের প্রশংসায় আমি ভেসে গেলাম। তোমার সবকিছুও সুন্দর, লাভু পরী (3
খেয়ালী মেয়ে
(3 ইউ আপু…এরপর থেকে আমিও কেড়ে নিবো 🙂
শুন্য শুন্যালয়
স্বাগতম কাড়াকাড়ি 🙂
ব্লগার সজীব
দেখে আসি আপনার ছবিতার সাথে দেয়া লিংক গুলো 🙂
শুন্য শুন্যালয়
অবশ্যই যান। সবগুলোই খুব সুন্দর লেখা। 🙂
কৃন্তনিকা
ছবির সাথে কথাগুলো ভীষণ দারুণ মানিয়েছে… (y) (y) (y)
আপনার কল্যাণে পুরনো ২টি পোস্ট রিভিশন হল 😀
শুন্য শুন্যালয়
থ্যাঙ্কস কৃন্তনিকা। সবগুলো লেখাই পড়ে ফেলুন। পরীক্ষা সামনে আবার এলো বলে। 🙂
নীলাঞ্জনা নীলা
যা ইচ্ছে তাই মন্তব্য করে ঘুমুতে গেলাম।ভোরে এসে এলোমেলো কিছু বলে যাবো।একটু না বললে খারাপ দেখায়,তাই বলে যাই,আপনি খুব ভালো লেখেন -{@
শুন্য শুন্যালয়
একটুও খারাপ দেখায়না। আপনি পড়েছেন এটা জানলেই আমি খুশিতে বাকবাকুম হবো। আপনি এলোমেলো কিছু কথাও সুন্দর গুছিয়ে বলেন।
রিমি রুম্মান
ছবিগুলো এমন চমৎকার মিলেছে… সুন্দর ! -{@
শুন্য শুন্যালয়
ছবিগুলো দেখেই লিখবার চেস্টা করেছি। অনেক ধন্যবাদ আপু।
ছাইরাছ হেলাল
ছবির সাথে লেখার অপূর্ব-অনন্য সমন্বয় দেখতে-পড়তে ভালই লাগে।
এ যে অরণি!
শুন্য শুন্যালয়
আপনি তো অনেক ফাঁকিবাজ হয়েছেন ভাইয়া। পোস্ট নেই অনেকদিন!!
অরণি শব্দের অর্থ জানিনা যে, বুঝিয়ে দিন।
স্বপ্ন
এটিই আপনার যা ইচ্ছে তাই!আপনার ইচ্ছেগুলোও খুবই সুন্দর।ছবির সাথে মিলিয়ে কয়েকজন সুন্দর মানুষের লিংক দিলেন 🙂 এলোমেলো কিছু কথার লেখাইয় একটু ছন্দ দিলেই সব লেখা ছন্দ পুর্ন হয়ে যেত -{@ (y)
স্বপ্ন
ছন্দ আছে তো,খেয়ালই করিনি আগে।আমার খেয়াল এত কম কেন আপু? :p
-গোপন কথার খোলসে;
আগলে রাখা বাক্সে…-
শুন্য শুন্যালয়
আপনার খেয়াল ভালো বেশি। ওটাতে ছন্দ ঠিকমতো লাগেনি। হ্যাঁ মানুষগুলো সুন্দর, আমার পছন্দের। আপনিও আমার পছন্দের। ভালো থাকুন, যা ইচ্ছে তাই স্বপ্ন দেখুন।
সীমান্ত উন্মাদ
অসম্ভব ভালোলাগা রেখে গেলাম বন্ধু।
শুন্য শুন্যালয়
ধন্যবাদ তোমাকে সীমান্ত।
মেহেরী তাজ
আপু কদিন ধরে খুব ব্যস্ত ছিলাম। ব্লগে আসা হয় নি। কিন্তু আজ যখন খুজে খুজে লেখা পড়ছিলা।
আপু এত্তগুলা লাভু আপু (3 (3 (3 আপনার লেখাতে আমি, সেকি
মজার বেপার। 😀 \|/
শুন্য শুন্যালয়
লেখাতে না থাকলেও মনেতো আছো। ব্যস্ততার মধ্যেও খুঁজে খুঁজে লেখা পড়ছো এটাই যে আনন্দের। তোমাকেও এত্তোগুলা লাভু। (3
লীলাবতী
” ফোঁটা ফোঁটা জলের গায়ে
টুকটুকে রঙ্গের আঁকাআঁকি,
পৃথিবীর সব রং গায়ে মেশা তার
ভাবছি তারে বাবুই বলে ডাকি.. ” (y) -{@ (3
কি বলবো বুঝতে পারছিনা,মিস ইউ আপু -{@
শুন্য শুন্যালয়
মিস ইউ 2 ভত্তাবতী। (3
লীলাবতী
এত্ত কিউট একটা নাম বাবুই।শুধু ভাবলে চলবে নাকি? ডাকলেই তো হয় বাবুই 🙂
শুন্য শুন্যালয়
নববর্ষ টা একা একাই করলেন বাবুই? কতদিইইইইন রিক্সায় ঘুরিনা 🙁
ব্লগার সজীব
আপুর প্রফাইলে রোজ আসি নতুন লেখ পড়ার জন্য।পাইনা 🙁 আপনার মত লিখতে পারলে রোজ পোষ্ট দিতাম :)[ কপি পেষ্ট কমেন্ট :p ]
শুন্য শুন্যালয়
আমার বেলাতে সময় কম পরে 🙁
আপনি রোজ পোস্ট দিলে আমাদের লেখা কে পড়বে?
ব্লগার সজীব
নতুন লেখা যে কবে পাবো আপনার? 🙁
শুন্য শুন্যালয়
লেখার এতো আইডিয়া আপনার, কিছু ধার দিলেও তো পারেন, লিখতে না পারলে কি করুম? 🙁
ব্লগার সজীব
আপনি লিখতে পারেন না,এটি বিশ্বাস করতে বলেন?ইচ্ছে করে লিখছেন না।
শুন্য শুন্যালয়
ইচ্ছে করে প্রতিদিন একটা করে পোস্ট দিতে বিশ্বাস করুন আর নাই করুন।
ইমন
ভাল হয়েছে 🙂
শুন্য শুন্যালয়
থ্যাংকস 🙂
নীতেশ বড়ুয়া
২ বছর!! শুন্যাপু!! অভিনন্দন শুন্যের সাথে ২ লাগিয়ে দেওয়ার জন্য 😀
শুন্য শুন্যালয়
মাত্র 2 বছর, আমার তো মনে হচ্ছে জনম জনম আছি সোনেলায় 🙂 ধইন্যাপাতা নীতেশ দা।