ঘুঙ্গুর পড়া লঘু পায়ে খেলছ তুমি মোর আঙ্গিনায়,
নূপুর নিক্বণে ঘুম ভেঙ্গে ভাবি,হায় এ কি দেখি?
দিবা স্বপ্ন নাকি বাস্তবতা?এ যে দেব শিশু,স্বর্গের জননী!
খেলছে সে আপন মনে বালিকার হৃদয় জুড়ে।
রাতবিলুপ্তির রাতকাহিনী!
তাও নাকি লেখা থাকে দেবীর খেড়ো খাতায়!
দেয়ালে কপাল ঠুকে বালিকা ভাবে,
সোনার শিকলে বাঁধব না ও হৃদয়,
আমাকেই বাঁধ তোমারই বিনি-সুতোয়,
কুমারী পূজা শেষে বালিকার এ অঞ্জলি দেবীর তরে।
কালের প্রপাতে হারাবে সবই,সবাই,আমিও;
বালিকার স্বপ্নহৃদয়ে বেঁচে রবে জড়োয়া গহনার চাঁদ হয়ে,
শুধুই তুমি।
বাঁচবো বলে হাঁটতে থাকি ঠোঁট টেপা হাসি হেসে চুপি চুপি চেয়ে থাকি,
বিষণ্ণ মন্থরতার নির্বাক ছায়ায়,ঘোর জ্বরের মন্বন্তরে,সীমান্তে শত্রুর ছায়ায়,
নাচুনে ভূত বা শকুনের গানে ও দেবীকে চাই,পাই ও।
বড় ভয় হয়,সইবে এত সুখ বালিকাহৃদয়ে?
ভেবোনা আবার,জোয়ারী আবেগে ভাসিয়েছি এ বেলার ভেলা।
সকালের এই শুভক্ষণ জেগে থাকুক সারা অন্তর জুড়ে।
======================================
দু’দিকে বসবাস দু’দিকেই মন টানে, কোন দিকে যাব মন করে আনচান।
৪৬টি মন্তব্য
লীলাবতী
বালিকার ভাবনা খুবই শুদ্ধ,সুন্দর। বালিকা ভালো থাকুক।
বনলতা সেন
অবশ্যই সুন্দর ভাবনা,বালিকার।ভাল থাকুক সে।
লীলাবতী
শেষ লাইনটি পড়ে এই গানটি মনে পড়লো। প্রিয় গান এটি আমার।
https://www.youtube.com/watch?v=npRYKvgbJbk
বনলতা সেন
লেখার সময় এই গানটি শুনছিলাম, বেশ লাগল। যদিও আগে শুনিনি।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
একেই বলে বন্ধুত্ত্ব।
মরুভূমির জলদস্যু
## কালের প্রপাতে হারাবে সবই,সবাই,আমিও;
বালিকার স্বপ্নহৃদয়ে বেঁচে রবে জড়োয়া গহনার চাঁদ হয়ে,
শুধুই তুমি। ##
চমৎকার
বনলতা সেন
নিয়মিত পড়ছেন দেখে আনন্দিত।
জিসান শা ইকরাম
বালিকা ভাবনা বালিকার মতই কিউট হয়েছে।
শেষ লাইনটা কেনো ?
বনলতা সেন
বালিকার ভাবনা বলে কথা, কিউট না হয়ে উপায় আছে।
গানটি শুনতে শুনতে লিখেছি। তাই একটু পাল্টিয়ে দিয়ে দিলাম।
প্রহেলিকা
যতটুকু জানি সবে মাত্র সেদিক থেকে এলেন, এদিকেই না’হয় একটু থাকুন অবশ্যই সেদিককে উপেক্ষা করে নয়।
ভাবনা এতো গভীর যেই বালিকার দেবীও তার,দ্বিধাহীন। শুধু ভালো নয় খুব ভালো লেখেন আপনি সবসময়ই।
বনলতা সেন
এদিকে থাকব বলেই ওপারের কাছে থেকে ফিরে এসেছি।
ভাল লিখি কিনা জানি না তবে মনের আনন্দে লিখি।
সাইদ মিলটন
মোর ভাবনারে কে ছোয় 🙂
বালিকার ভাবনা পাখা মেললেই প্রজাপতি – তার এক ডানায় আলো আর অন্য ডানায় বিষাদ
বনলতা সেন
আপনি দেখছি বেশ সুন্দর করে মন্তব্য লেখেন।
সাইদ মিলটন
😀 তাই নাকি
শুন্য শুন্যালয়
সকালের ক্ষনেই শুভেচ্ছা পৌঁছে গেছে, শুধু ভয় পাচ্ছিলাম ঢুকতে। বালিকার ভাবনা অন্য কোথাও দেখতে পেলে ভয় তো পাবেই। আরো কতো কি ভাবে, যদি সব দেখে ফেলে!!!! রাতবিলুপ্তির রাতকাহিনী সে সুন্দর নয় কোন ভাবেই, তাই লেখা না হলেই ভালো ছিলো। স্বপ্নের দেখা সে বরাবরই অন্য অনুভূতি। এই অনুভূতির খোঁজে আস্ত জীবন যাচ্ছে, গেলো।
এতো সুখ সইবে কিনা, বালিকার এতো ভাবতে নেই। যা পাচ্ছে সেটা তো জীবনের সাথে ফ্রি/বোনাস। দেবীকে চায় দেবীর মতো।ঘোর জ্বরের মন্বন্তরে, বাহ। শব্দ চুরি করার সিস্টেম থাকলে দারুণ হতো।
বালিকার মন একদিকেই, তার ভোরে। চারিদিকে তার ঝর্নার সুর, গাছের ছায়া। মনকে বাঁচিয়ে রাখতে এওতো চাই।
বনলতা সেন
আপনাকে কে ভয় দেখাচ্ছে একটু বলুন।ক’টা মাথা ঘাড়ে একটু গুনে দেখতে হয়!!!!!!!!
তা দেবীর ঠিকানা আমাদের একটু জানিয়ে দিয়েন।
চোরা শব্দ চুরি করতে মানা নেই।
বালিকার ভোর বালিকার থাকুক,ঝর্নাসুখে দিন কাটুক তার,আমরাও চাই।
এই তো মন্তব্য খড়া কাটতে শুরু করেছে।যদিও জড়তা রয়ে গেছে এখন ও। হি হি।
ভাবনা পর্ব শেষ।
শুন্য শুন্যালয়
মানুষ ছাড়া কার সাধ্য আমাকে ভয় দেখায়!!! দেবো নাকি বুনো ভাবনা ফাঁস করে? তবেই বুঝবেন ভয় কাকে বলে। দেবীর ঠিকানা নিয়ে লাভ নেই বুঝলেন, ও গোপণ লাইনঘাট, দেবীর কৃপা কি আর সবাই পায়? আমার কপাল অন্য ধাতুতে গড়া।
ভাবনা পর্ব শেষ করে চিন্তামুক্ত করলেন, যদিও ভরসা পাচ্ছিনা কথায়, একবার যখন স্বপ্নবিদ্যা, মন গননা বিদ্যা শিখে গেছেন তখন ভুলে যাওয়া কস্টকর হবে।
বালিকার ভোর সবার মাঝে আলো ছড়িয়ে সুখে শান্তিতে আছে।
বুনো দির ফিরে আসায় সোনেলাও ফিরে পেয়েছে তার বুনো সুবাস।
বনলতা সেন
আপনার কথা ভেবেই ভাবনা পর্বের যতি টানলাম।
ফেরার সৌভাগ্য হয়েছে বলে আমার ও আনন্দ লাগছে। অবশ্য স্বপ্নবিদ্যা, মন গননা বিদ্যা
নিয়ে এসেছি। মনে ভাববেন না যেন এ বিদ্যা ক্ষণিকের।এ বিদ্যা খুবই পোক্ত মনে থাকে যেন। নাহ্, আগে থেকে সব বলে দিচ্ছিনা এ গুপ্ত বিদ্যার দৌড় কোন্ পর্যন্ত।
শুন্য শুন্যালয়
দেব-দেবীরা এমন গুনের অধিকারী বলেই শুনেছি। চালু থাকুক। আমরাও শিখতে পারবোনা, এমন যেন না ভাবেন। ভজনে কৃপা মেলে।
শুন্য শুন্যালয়
স্বপ্নাদেশে কাটাকুটি হয়েছে বুঝতে পারছি, তবে বালিকা তার সৌভাগ্যে দেবীকে প্রনাম করে বলছে, আবার দেখা দিও। জরোয়া গহনার চাঁদ হয়ে রয়ে যাবে বালিকার স্বপ্ন হৃদয়ে শুধুই তুমি, তাকে রাখতে শিখেছে তবে এমন করে পারেনি, এখন থেকে থাকবে।
বনলতা সেন
কাটাকুটি না করে উপায় কী, আদেশ বলে কথা।একটু এলোমেলো করতে হয়েছে।
কিছুনা এ সব। বালিকার দেখি দেবী লাইন ও আছে! কী জানি ! কলি কালে কত কী শুনতে হবে।
আমার ভোর কেমন আছে? নেব নাকি খোঁজ খবর?
শুন্য শুন্যালয়
বলছে, আমার ভোর কেমন আছে ; আবার জিজ্ঞেস করছে নেব নাকি খোঁজ খবর? এভাবে নিজের জিনিস অন্যের কাছে রেখে শান্তিতে থাকেন কি করে?
আমার প্রেমই খাঁটি বলে দিচ্ছি ভোরকে, নইলে প্রমাণ দিন। আমি চাইতে জানিনা, দখল করি, দরকার হলে জোর করে।
বনলতা সেন
প্রমাণ এখনই দিচ্ছি না। তবে ভোর কি ভাবছে সেটি আগে দেখে নেই।
তখন সব কিছুই জলবৎ তরলং হয়ে যাবে।ভোরের সাথে ইতমধ্যেই যোগাযোগ সম্পন্ন হয়েছে।
আপনি হাল্কা চিন্তিত থেকে অপেক্ষা করতে থাকুন।
শুন্য শুন্যালয়
হাল্কা চিন্তিত থেকে অপেক্ষা করে আছি, তবে আমি কিন্তু বেশি অপেক্ষা করতে পারিনা। ভোর আমার সাথে ইদানিং কিচিরমিচির ভাষায় কথা বলছে, কিচ্ছু বুঝতেও পারছিনা, লিখতেও পারছিনা। এখন আপনিই ভরসা।
শুন্য শুন্যালয়
দাদীমা কই গেলেন?
বনলতা সেন
দোক্তার পান খেয়ে মাথা ঘুরুন্টি দিছে।তাই সামান্য অনুপস্থিত। শেষে ফোকলা দাঁতি হইলাম।এই ছিল কপালে!
আলম দীপ্র
বাহ ! অসাধারণ লেগেছে !
বনলতা সেন
শুভেচ্ছা আপনাকে পড়ার জন্য।
স্বপ্ন নীলা
কালের প্রপাতে হারাবে সবই,সবাই,আমিও;
বালিকার স্বপ্নহৃদয়ে বেঁচে রবে জড়োয়া গহনার চাঁদ হয়ে,
শুধুই তুমি।’’———–অসাধারণ লেখনি —মন হতে ভাল লাগা রেখে গেলাম কবিতায়
বনলতা সেন
আপনার প্রশংসা আমার জন্য সব সময় বিশেষ কিছু।
কৃতজ্ঞতা জানাচ্ছি।
মেঘাচ্ছন্ন মেঘকুমারী
আপনি কি আপনার মেয়ের কথা বলেছেন এখানে? বুঝতে পারছিনা আমি।
বনলতা সেন
না না।ছেলে বা মেয়ে আসবে কোত্থেকে? কষ্ট করে মন্তব্য সহ পড়লে সব বুঝতে
পারবেন অবশ্যই।
ছাইরাছ হেলাল
এখানে মন্তব্য করতে ভয় লাগছে।
দেবীদের ব্যাপার-স্যাপার। কেমনে কী?
বনলতা সেন
দেবীদের অবশ্যই ভয় পেতে হয়।আসে পাশে যারা তাদের ও।
প্রজন্ম ৭১
বালিকাহৃদয়ে সমস্ত সুখ স্থায়ী হোক।
বনলতা সেন
সে কামনা আমিও করি। বালিকা ভাল থাকুক।
মেহেরী তাজ
একজনের মনের ভাবনা লিখে ফেললেন আপনি? আপনার এবং বালিকার জন্য শুভেচ্ছা। (y)
বনলতা সেন
বানিয়ে ছানিয়ে এ ভাবে বলা কোন ব্যপার না। সে আপনিও বলতে পারেন।
অবশ্যই আপনাকেও শুভেচ্ছা।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
দু’দিকে বসবাস দু’দিকেই মন টানে, কোন দিকে যাব মন করে আনচান।
লটারী করুন -{@
বনলতা সেন
তা আপনি মন্দ বলেননি। সময়ে ভেবে দেখে যাবে।
হৃদয়ের স্পন্দন
তবে কি বালিকা দেবী….?
বনলতা সেন
একটু কষ্ট করে পড়তে হবে লেখা অ মন্তব্য। সব সহজে বলা আছে।
মিথুন
বালিকা ভাবনা রঙে রূপে সেজেছে বেশ। দক্ষ মেকাপ লেডি। কিছু জায়গা বুঝতে না পারলেও বনলতা আপুর লেখা চিনতে সমস্যাই হয়নি।
বনলতা সেন
এর থেকে বেশি বলার অনুমতি নেই আমার,তাই ইচ্ছে মত ভাব প্রকাশ করা গেল না।
খেয়ালী মেয়ে
বালিকার ভাবনা দারুন (y)
কালের প্রপাতে হারাবে সবই,সবাই,আমিও;
বালিকার স্বপ্নহৃদয়ে বেঁচে রবে জড়োয়া গহনার চাঁদ হয়ে,
শুধুই তুমি (y) (y) (y)
বনলতা সেন
কিছুতেই অনুপস্থিতি মেনে নিচ্ছি না। এই দারুণ ভাবনা আপনি তো এত্ত দিন পরে দেখলেন।