পাখি নিয়ে মাতামাতি চলছে বেশ সোনেলায়। একজন ব্লগার পাখির ছবি তুলেই যাচ্ছেন, একজনের পোস্টে চলে এসেছে পাখি, একজনে পাখির গান দিয়ে পোষ্ট দেন, আর একজনের পোষ্টে দেখা যায় পাখি নাচা গানা করে । আমিও বা বাদ যাবো কেনো ? হাজির হলাম এক পাখিকে নিয়ে ।
পাঠক, আসুন দেখা যাক পাখি বিষয়ক সর্বশেষ খবর কি ?
পাইকগাছা গদাইপুর গ্রামের গৃহবধূ শারমিন আক্তার তার স্বামী সাইদুল ইসলামকে তালাক দিয়েছে। এটি একটি সাধারন খবর। কিন্তু এর পিছনে রয়েছে একটি অসাধারন কাহিনী। ঈদ উপলক্ষে ‘ পাখি ‘ নামের একটি ড্রেস কিনে না দেয়ায় শারমিন তালাক দিয়ে দিলেন সাইদুলকে । শুধু তালাকেই তার রাগ কমেনি, বাড়ি থেকে চলে যাবার সময় স্বামীকে হুমকি দিয়ে গিয়েছেন এই বলে ‘ঈদের আগেই বিয়ে করে নতুন স্বামীকে সঙ্গে করে পাখি থ্রি-পিস পরে তোর বাড়ির এলাকা থেকে ঘুরে যাবো’।
খবরটি পড়ি এখন 🙂 পাইকগাছা গদাইপুর গ্রামের গৃহবধূ শারমিন আক্তার ঈদে পাখি থ্রি-পিস কিনে না দেয়ায় তার স্বামী সাইদুল ইসলামকে তালাক দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে সাইদুলের পিতা তোকিম মিয়া তার দুই পুত্রবধূর জন্য ১৪শ’ টাকা দিয়ে ২টি শাড়ি ক্রয় করে নিয়ে যায়। ছোট পুত্র সাইদুলের স্ত্রী শারমিনকে শাড়ি দেখতে বললে শাড়ি নিবে না বলে তার স্বামী সাইদুলকে পাখি থ্রি-পিস কিনে দিতে বলে। সাইদুল তার স্ত্রী শারমিনকে বলে ‘আব্বা শাড়ি নিয়ে আসছে তুমি এটা নাও পরে তোমাকে পাখি থ্রি-পিস কিনে দেব’। কিন্তু শারমিন ঈদে শাড়ি নিবে না তাকে পাখি থ্রি-পিস কিনে দিতে হবে। এ নিয়ে উভয়ের মধ্যে ঝগড়া শুরু হয়। ঝগড়ার এক পর্যায়ে শারমিন তার পিতা ও ভাইকে ফোনে ডেকে নিয়ে আসে এবং শুক্রবার বিকেলে শারমিন তার স্বামী সাইদুলকে তালাক দিয়ে বাপের বাড়ি চলে যায়।
শারমিন তালাক দিয়ে চলে যাওয়ার সময় বলে, ‘ঈদের আগেই বিয়ে করে নতুন স্বামীকে সঙ্গে করে পাখি থ্রি-পিস পরে তোর বাড়ির এলাকা থেকে ঘুরে যাবো’।
আরো জানা গেছে, সাইদুল তালা উপজেলার কানাইদিয়া গ্রামের মির সহিদুল ইসলামের কন্যা শারমিন আক্তারকে দেড় বছর আগে বিয়ে করে।
পাঠক চলুন দেখি, কিভাবে এই ড্রেসের নামকরন হলো ? ভারতীয় ষ্টার প্লাসের জনপ্রিয় টিভি সিরিয়াল । বোঝেনা সে বোঝেনা এর নায়িকা হচ্ছে পাখি।
নায়িকা পাখি এই ড্রেস পরেন বলে এর নাম হয়েছে পাখি ড্রেস । তাহলে কি প্রমান হলো ? এই তালাকের জন্য আসলে দায়ী এই নায়িকা পাখি । কেনো সে এই ড্রেস পরবে ?
আমিও কিন্তু এই সিরিয়ালটা দেখি :p শারমিনের স্থানে আমি হলে, ঠিকই পাখি ড্রেস আদায় করে নিতাম। আমি যে লীলাবতী , শারমিন তা নয়। তবে শারমিনের উপর কেউ রাগ করবেন না প্লিজ, কারন ‘ বোঝে না সে বোঝে না ‘ 🙂
৪০টি মন্তব্য
ছাইরাছ হেলাল
সোনেলাও দেখছি পাখিময় হয়ে উঠছে । অবশ্য ‘ বোঝে না সে বোঝে না ‘ এটিই ঠিক ।
তা আপনি ও কি পাখি ড্রেস নিলেন?
লীলাবতী
আমার পোষ্ট নিয়ে আপাতত পাঁচটি পোষ্ট পেলাম সোনেলায়। সংখ্যা আরো বেশী হতে পারে। পুরাই পাখিময় সোনেলা। আমি এখনো নেইনি, ফ্লোর টাচ নেবো কিনা ভাবছি :p
পুষ্পবতী
হাহাহা -খুব মজার ঘটনা। শারমিন যা করেছে ঠিকই করেছে কারণ বুঝে না সে বুঝেনা। স্টার জলসার এই সিরিয়ালটি আমিও দেখি। লীলাবতী আপু আপনি ঠিক বলছেন শারমিনের তালাকের জন্য দায়ী নায়িকা পাখি।পাখি ড্রেস কিনতে গিয়ে আমিও বুঝতে পারি নাই।
লীলাবতী
আমরা নায়িকা পাখির বিচার চাই,একটি সংসার ভাংগার জন্য।
মিথুন
ব্যাপারটা বুঝতে পারছিনা, সোনেলা উড়ে যাচ্ছে নাকি? প্রথম দুটো পোস্টই পাখি নিয়ে। লীলাবতী আপু আপনি পাখি ড্রেস পড়ে ছবি দিলেই বেশি খুশি হতাম। ফ্লোর টাচ ড্রেসে আপনাকে নিশ্চয়ই অনেক সুন্দর লাগবে।
আর শারমিনের উপর রাগ করার প্রশ্নই নেই, এইটা তো যেনোতেনো ড্রেস নয়। আমাকেও পথ দেখায় দিলো, এরকম একটা ড্রেস না কিনে দিলে বিবাহের প্রস্তাব বাতিল 🙂
লীলাবতী
বলেন কি ? শুধু পাখি ড্রেসের জন্য বিবাহের প্রস্তাব বাতিল ? স্বপ্ন ভাইয়াকে বলা হয়েছে তো ? :p
মা মাটি দেশ
পাখিদের আড্ডায় সয়লাব সোনেলা।এবারের ঈদে আপনারা কিনবেন পাখি ড্রেস সোনলাকে কি দিবেন। -{@ (y)
লীলাবতী
সোনেলাকে এত্ত গুলো (3 (3 (3 (3
সঞ্জয় কুমার
আমার মন খারাপ । সবাই পাখি ড্রেস খোঁজে আমি অরণ্যের ড্রেস চাই
লীলাবতী
এমন ড্রেস এসেছে নাকি এবার ? জানিনা তো।
নির্বাসিত নীল
এই সেই দুর্ধর্ষ পাখি ড্রেস…… দিদি আপনার জন্য আমিও দেখে নিলাম…। 🙂
লীলাবতী
কিনে ফেলুন তাহলে, প্রিয় কাউকে দেয়ার জন্য 🙂
বনলতা সেন
সোনেলা দেখছি পাখালময় হয়ে যাচ্ছে ।
পাখি পাখি সারাদিন ডাকি ডাকি
কোথায় হারালে , আমাদের দিয়ে ফাঁকি ।
লীলাবতী
পাখি পাখি সারাদিন ডাকি ডাকি
কোথায় হারালে , আমাদের দিয়ে ফাঁকি । 🙂 🙂
সীমান্ত উন্মাদ
অরে মর জ্বালা। যেখানেই যাই খালি এই সব সিরিয়ালের খবর। এখন ব্লগেও একি। কই জাইতাম।
লীলাবতী
যাবার কোন স্থান নেই 🙂
জিসান শা ইকরাম
সোনেলা পাখিময় হয়ে গিয়েছে 🙂
কি পাখিযে আইল দেশে। শারমিন বোঝেনা বলেই এমন করেছে। হুমকি দিয়েছে বোঝেনা বলেই – ধর্মীয় কারনে ঈদের আগে তার বিয়ে করার সুযোগ নেই।
পোষ্ট ভালো হইসে।
লীলাবতী
ধন্যবাদ জিসান ভাইয়া ।
খসড়া
আ
খসড়া
আবারও পাখি। যদিও এটি প্রথম।আমি উলটা দিক থেকে আসছি। পর পর তিনটা পোস্ট। বাহ মজা তো।
লীলাবতী
ঈদের বাজারে এবার পাখি বাদে ড্রেস খুব কম ভাইয়া। ভাবীর জন্য কিনেছেন তো পাখি ড্রেস ?
বনলতা সেন
ভেগে যাওয়া ঠিক না ।
লীলাবতী
আসলেই ভেগে যাওয়া ঠিক না :p
শুন্য শুন্যালয়
কত্তো বড় সাহস পাখি ড্রেস কিনে দেয় নাই, ভালো হইছে।
সবাই পাখি নিয়ে মাতছে ক্যান? ব্লগ সঞ্চালকগন সোনেলার সব মেয়েদের পাখি ড্রেস কিনে দিন, আমার জন্যও একটা পাঠান । নইলে তালাক সিস্টেম আছে 😀
লীলাবতী
আমিও চাই আমিও চাই। কিন্তু তালাক সিস্টেম মানে কি ? ^:^
মিসু
পত্রিকায় সংবাদটি পড়ে হাহাপগে। আপনি খুব ভালো করে লিখেছেন লীলাবতী।
লীলাবতী
সুইসাইড ও করেছে দুজন 🙁
ব্লগার সজীব
এবার তাহলে পাখি নিয়ে একটা লেখা লিখতেই হয় 🙂 ও পাখি তোর যন্ত্রনা, আর যে প্রানে সহেনা।
লীলাবতী
লিখুন লিখুন , জলদি লিখুন ।
লীলাবতী
সবার জবাব আগামীকাল দেবো -{@
ওয়ালিনা চৌধুরী অভি
পাখি তুমি কার আকাশে এখন ? আমিও কিনবো নাকি একটা ? :p
লীলাবতী
না কিনে থাকলে এখন কিনুন । পাখি আকাশ ভুলে গেছে আপু 🙁
শিশির কনা
হায়রে পাখি ড্রেস কত কিছু দেখায়লি।
লীলাবতী
🙁 🙁
ব্লগার সজীব
লীলাবতী দিদি আপনার পাখি ড্রেস পড়া একটা ফটো চাই 🙂
লীলাবতী
আচ্ছে দিয়ে দেবো একটা 🙂
মেঘাচ্ছন্ন মেঘকুমারী
হায়রে পাখি ড্রেস, ঈদে হিট এবার। কাউকে মানাবে কিনা, তা না বুঝেই কিনেছে এবার সবাই। -{@
লীলাবতী
ভালোই বলেছেন, কাউকে মানাবে কিনা এই ড্রেসে,তা না বুঝেই কিনেছে সবাই।
নুসরাত মৌরিন
হাহাহা…।পাখি ডেরেস!! এইটার মধ্যে কি আছে কে জানে!! আমার কিন্তু নাই একটাও… 🙁 আমি ভাবতেছি ময়ুরের পেখম দিয়ে একটা ডেরেস সিলাবো!! :p
ইদানিং সবাই দুনিয়াটা হয়ে গেছে… “বোঝে না সে বোঝে না”!!… বড়ই মুসকিল!! ;?
লীলাবতী
আমারো নেই পাখি ড্রেস। আপু ময়ুরের পেখম দিয়ে ড্রেস বানান:) ড্রেস পরে সোনেলায় পোষ্ট দিবেন অবশ্যই, আমিও বানাবো ভালো লাগলে :p ড্রেসের নাম হবে মৌরিন ড্রেস 🙂
কেউই আসলে বোঝেনা আপু । ধন্যবাদ এমন মন্তব্যে ।