শিখে যাওয়া

শুন্য শুন্যালয় ২৫ অক্টোবর ২০১৩, শুক্রবার, ০২:৪২:৪৮পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৯ মন্তব্য

চাওয়াগুলো ছিলো ছোট ছোট রঙ্গিন, যেনো ছোটবেলার সেই অরেঞ্জ টফি…
হুডফেলা রিকশায় ঘুরে বেড়ানো, সাজসজ্জা বিহীন হেটে বেড়ানো,
কিংবা পথের ধারে ছোট ঠেলাগাড়ির চটপটি …
গায়ে এলো দামী সাজ, আমি হয়ে গেলাম বর্নহীন…
কিভাবে না চাইতে হয় আমি আজ শিখে গিয়েছি…

দূরদূরান্তে হারানো কিংবা ভুতুড়ে জংগলে বাংলোঘর …
ঘর বানালাম আজ, তবে সে এক আজব ঘরের মধ্যে ঘর..
ইচ্ছেগুলোর আইন কিভাবে বানাতে হয় আমি আজ শিখে গিয়েছি…

অভিমানে বালিকার মতো চোখের পানি নিয়ে অপেক্ষা …
সময় আর ব্যস্ততার রানরেসে পরাজিত সব প্রিয় সৈনিক মুখ…
না পারার দলে ভীড় করা আমি অভিমান কমাতে পারিনি,
তবে ঠোঁট চেপে কান্না কিভাবে আটকাতে হয় আমি শিখে গিয়েছি…

 

৬১৭জন ৬১৯জন
0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ