কাল কি তবে ভাঙ্গবে ১৪৪ ধারা
যদি কেউ যায় মারা
এমনটাই ভাবছিল মাহবুব আর তার দল
অন্যদিকে মতিন চাইছে বাড়াতে জনবল।
রওশন বলে ভয় কিসের সামনে রব মোরা
না হয় হবে ইতিহাস রক্ত দিয়ে গড়া।
একটা কিছু হবে কাল শাসক সমাজ বৈরি
বুলেট, লাঠি সবই আছে টিয়ার গ্যাস তৈরি।
রাত্রি ধরে ফেস্টুন ব্যনার কত শত ভাবনা
কেউবা বলে রক্তগুলি ঐ সবেতে যাবো না।
কেউবা ভাবে ঠায় দাঁড়িয়ে, শুধুই হবে শ্লোগান
কেউবা রাজি হয়েই যেতে মায়ের তরে কোরবান।
সকাল হলো আম্রতলে জমায়েত সব্বাই
ঐ যে আমার বোনটি এলো, ঐ যে আমার ভাই।
মেয়েরা গেল সবার আগে দশ জনেরই দল
বুলবুল ছিল তাদের সাথে দিতে মনোবল।
একটু পিছে আরেকটি দল, তারও পিছে আরো
বাড়ছে শুধু মিছিলের দল, বাড়ছে আরো বাড়ো।
পুলিশ ছিল লাঠি নিয়ে, বন্দুক ছিল তৈরি
কারফিউ ভাঙ্গল যখন, চালও গুলি আর কি!
তার আগে ছেলে মেয়ে ধরে ট্রাকে তুলি
পরে মারো টিয়ার সেল, ঝাকেঁ ঝাকেঁ গুলি।
কে যে কোথায় ছিটকে গেল, কে যে গেল মারা
এত ডাকি চিৎকার করি দাঁড়া ও ভাই দাঁড়া।
লাশটি পেলাম রফিক ভাইয়ের, লাশটি পেলাম সালামের
বরকত ভাইয়ের লাশটি পেলাম, বুকে গুলি জালিমের।
আরো কত লাশ যে আছে, কোথায় গেলে পাই
তন্য তন্য করে খুজিঁ, নাই যে কোথাও নাই।
তবে কি লাশ গুম হয়েছে, ঐ যে রক্ত ঐ
কালো পিচে তাজা রক্ত আমার ভাইটি কৈ!
বোনটি আমার সামনে ছিল, গেল কোথায় সে?
ট্রাকের সামনে ছিল তখন, এখন কোথায় যে?
পরে মোরা জানতে পারি লাশ হয়েছে গুম
হয়ত কোথাও রীতিবিহীন চিরতরে ঘুম।
বোনের নখে সূঁচ ঢুকেছে, থানার ভেতর রাতে
লাঠি আর লাথি সব সয়েছে, চেপে দাঁত দাঁতে।
আজকে মোরা ভাইয়ের গানে করছি প্রভাতফেরী
বোনের কথা ভুলতে মোদের একটু হয়নি দেরি।
ভাইয়ের রক্ত বোনের রক্ত একই যে রং লাল
একইভাবে ঝরেছিল বায়ান্ন সে সাল।
সেই রক্তের গানে মোরা স্বাধীনতা এনেছি
লাল-সবুজের পতাকার বাংলাদেশ পেয়েছি।
নোট:
১. মাহাবুব আলম, আব্দুল মতিন, রওশন আরা বাচ্চু, আলি আজমত বুলবুল সবাই ৫২’র ভাষা সৈনিক
২. ৫২’র ভাষা আন্দোলনে উপমহাদেশে প্রথমবারের মতো টিয়ার গ্যাস ব্যবহৃত হয়
৩. সেদিন কতজন শহীদ হয়েছিলেন তার সঠিক পরিসংখান পাওয়া যায় নি
৪. মিছিল থেকে মেয়েদের ধরে নিয়ে নানাভাবে নির্যাতন করে শাসকগোষ্ঠী সে সময়
৫. ২১শে ফেব্রুয়ারী নিয়ে ২ বছর আগে লেখা কবির একটি কবিতা
১৯টি মন্তব্য
আমীন পরবাসী
বিনম্র শ্রদ্ধা জানায় সকল ভাষা শহীদদের প্রতি। -{@
তির্থক আহসান রুবেল
বাংলা ভাষার জয় হোক………
আদিব আদ্নান
অনেকদিন পর এসে এই মহান দিনে আপনার লেখাটি পড়ে ভাল লাগল ।
তির্থক আহসান রুবেল
আজই প্রথম লিখলাম এখানে…….. ধন্যবাদ
জিসান শা ইকরাম
সোনেলায় স্বাগতম -{@
মায়ের ভাষা বাংলাকে নিয়ে সুন্দর কবিতায় অনেক ভালোলাগা জানালাম ।
শহীদদের প্রতি শ্রদ্ধা ।
শুভকামনা আপনার জন্য ।
তির্থক আহসান রুবেল
চেষ্টা করেছি আগের রাত, ঘটনার দিন আর বর্তমানকে এক সুতায় বাঁধতে
ব্লগার সজীব
অতীত বর্তমান সব এসেছে লেখায় । ভালো লেগেছে খুব ।
তির্থক আহসান রুবেল
ধন্যবাদ। আসলে মূল গল্পের ছোট্ট একটা ছবি দিতে চেয়েছি। সেই সাথে দেখাতে চেয়েছি, কিভাবে আমরা সে সময়ের নারীদের অবদানকে মুছে ফেলেছি……….. আমি নিজেও অনেক পরে জেনেছি যে, নারীরাও সে আন্দোলনে জড়িত ছিলেন এবং অগ্রণী ভূমিকাতেও ছিলেন সর্বদা।
শুন্য শুন্যালয়
আজকে মোরা ভাইয়ের গানে করছি প্রভাতফেরী
বোনের কথা ভুলতে মোদের একটু হয়নি দেরি।
এভাবে তো কোনদিন ভাবিনি…
অনেক সুন্দর করে গোছানো প্রত্যেকটি লাইন, বিনম্র শ্রদ্ধা ২১ শের সমস্ত ভাষা সৈনিকদের…
আপনাকে অনেক অনেক স্বাগতম সোনেলায়… -{@
তির্থক আহসান রুবেল
ধন্যবাদ। আসলে আমিও জানতাম না। যখন জানলাম………. তখন ভাবলাম…… ইতিহাসও পুরুষতন্ত্রে ফ্ল্যাশ হয়ে গেছে…………..
মিথুন
ভালো লাগলো কবিতাটি ।।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গর্বিত আমার ভাষা, তার মান যেনো রাখি।।
ভাষা শহীদদের প্রতি অনেক শ্রদ্ধা।।
তির্থক আহসান রুবেল
শ্রদ্ধা সব সেনাকে…………….. ধন্যবাদ
নীহারিকা
অনেক অনেক ভালো লেগেছে কবিতাটি। সোনেলায় স্বাগতম -{@
তির্থক আহসান রুবেল
ধন্যবাদ………… ভাল থাকবেন
ছাইরাছ হেলাল
শুভেচ্ছা স্বাগতম এই মহা-মহিমের এমন দিনে ।
আরও অনেক কিছুর সাথে ভুলেছি রওশনদের কিন্তু দায় মুক্তি নেয়া যায়নি ।
তাই ওরা ফিরে আসে আসবে বারে বারে ।
কবিকে ধন্যবাদ দিচ্ছি না মোটেই , দু’বছর বেশ লম্বা সময় ।
তির্থক আহসান রুবেল
ছাইরাছ ভাই, সাম্প্রতিক সময়ে আমি আসলে দেশ-মুক্তিযুদ্ধ-রাজাকার এই ইস্যুতে কবিতা লিখছি না। এখন আমার কবিতাগুলো মূলত যৌনতা আর ড্রাকুলা টাইপ প্রেম নির্ভর। একটু নতুন কিছু ট্রাই করছি। দেবো সামনে টুকটাক। \|/
ছাইরাছ হেলাল
অপেক্ষায় রইলাম ।
মা মাটি দেশ
🙂 -{@ (y)
তির্থক আহসান রুবেল
:c :v :T