
আমি তোমার হতে চেয়েছিলাম
বহুদিন-বহুবার,
শুধু তোমার হবো বলেই
নিজেকে রেখেছি অনবদ্য,
আমি তোমায় ভালোবাসতে গড়েছি ভুবন,
তুমি হবে আমার তাই হয়েছি আজ বণ্য ;
আমি ছেড়েছি ঘুম-রাত
তুমি স্বপ্ন হবে জেগে থাকা পলকের,
ভীরু বুকের কাঁপন হতে তুমি,
আসবে প্রতিক্ষণে আমারই হৃদয়ে ;
আমি ভালোবাসতে চেয়েছি শুধু তোমায়,
তুমি হবে কি আমার প্রিয়তম ?..
অ-কবিতা 🙂
৫২টি মন্তব্য
জিসান শা ইকরাম
চাঁদকে নিয়ে লেখা ?
নাকি সে চাঁদের মত অন্ধকার দূর করে জোছনার আলো হয়ে জ্বলে?
স্বপ্ন স্বপ্নের মত ছুয়ে যাক কবিকে।
লেখা নিয়ে বিস্তারিত কমেন্ট পাওনা রইল।
শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
সে অথবা চাঁদ, দুটোই মনের আকাশে বিরাজমান।
আবেদন পত্র দিয়েছি হেমন্ত-লগ্নে, দেখা যাক কি হয়। 🙂
জিসান শা ইকরাম
আবেদন পত্র গ্রহণ করা হয়েছে তাতো বুঝাই যায়, 🙂
জিসান শা ইকরাম
নিজেকে এমন করে কেবল মাত্র কাঙ্খিত প্রেমিকের জন্য তৈরী করা হয়েছে,
ভালোবাসার ভুবন, যে ভুবনে কেবল দুজনের ভালোবাসাবাসি, ।
এমন ভুবনে বন্যতা আসতেই পারে।
জেগে থাকা রাতের প্রতিটি প্রহরে সে আসবে স্বপ্ন হয়ে
হৃদয়ের মাঝে বসবাস করবে আমৃত্যু বা কয়েক জনম,
এমন ভালোবাসা উপেক্ষা করা কার সাধ্য? !
অবশ্যই হবে সে প্রিয়তমার।
কবিতা কম বুঝি, জানিনা কেমন কি মন্তব্য করলাম,
শুভ কামনা রাশি রাশি।
সাবিনা ইয়াসমিন
ভালোবাসি প্রিয়তমে,
চাইলেই তার হাতে রাখবো পলাশ-রাঙা মন,
হাসলেই তাকে দিয়ে দিবো হৃদয়ের আলোড়ন ;
সকাল-সন্ধ্যা সারাবেলা পাবে শুধুই ভালোবাসা,
অন্তর খানি প্যাকেট করে পাঠাবো তার ঠিকানায়,
মঞ্জুর যদি হয় আবেদন বিনা জরিমানায়… 😀😀
অনেকদিন পর কমেন্টে ফিরলেন! হেমন্ত উৎসবে যোগ দিয়ে ধন্য করুন আমাদের।
লেখা চাই 🙂
জিসান শা ইকরাম
সেই কবে একবার হেমন্তে ফানুস উড়িয়েছিল দুজনে,
দৃষ্টি সীমায় স্থির হয়েছিল ফানুস আকাশ জুড়ে,
অজস্র তারারা ভালোবাসার ফানুস কে দেখছিল অবাক বিস্ময়ে
আবেদন মঞ্জুর হয়েছিল বলেই শিশিরকনারা নেমে এসেছিল মুক্তো হয়ে।
আমার আবার হেমন্ত,
হেমন্তের হেমন্তকে দেখিনি সেই কত যুগ হয়ে গেলো।
শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
বাহ! আপনার কবিতা-কমেন্টে একরাশ মুগ্ধতা।
আপনার হেমন্তের হেমন্ত ফিরে এলে, তারপর লিখবেন? আচ্ছা, দোয়া করি সে ফিরে আসুক এই হেমন্তেই।
শুভ কামনা 🌹🌹
জিসান শা ইকরাম
হেমন্তের হেমন্ত ফিরে এলেই লিখে ফেলবো দ্রুতই,
ধন্যবাদ আপনাকে।
আপনার নতুন লেখার অপেক্ষা করছি,
শুভ কামনা।
শিরিন হক
বাহ সুন্দর হেমন্তের আবদন কোজাগরী চাঁদের কাছে।
সাবিনা ইয়াসমিন
অনেক ধন্যবাদ শিরিন। এতদিন পর পর এলে হয়? নিয়মিত হন, হেমন্ত-বন্দনা সার্থক হোক সবার মিলিত কলরবে।:)
শুভ কামনা 🌹🌹
সঞ্জয় মালাকার
খুব সুন্দর লিখেছেন দিদিভাই, পড়ে খুব ভালো লাগলো, সহস্র শুভ কামনা 🌷🌷
সাবিনা ইয়াসমিন
আপনাকে অজস্র হেমন্ত-শুভেচ্ছা দাদা। ভালো থাকুন সারাক্ষন, শুভ কামনা 🌹🌹
সুরাইয়া পারভিন
তুমি আমার হবে বলেই কেবল
তোমার জন্য আমাকে শব্দে ছন্দে উপমায় নিত্যনতুন কৌশলে উদ্ভাসিত করা।
তুমি আমার হবে বলেই কেবল
আকাশের ঐ নিঃসঙ্গ চাঁদটির বুকে নিজের প্রতিচ্ছবি খোঁজা
তুমি আমার হবে বলেই কেবল
তোমার জন্য আমার কতোকিছু করা
চমৎকার উপস্থাপন
সাবিনা ইয়াসমিন
বাহ!! চমৎকার লিখেছো।
যে আমার হবে তার জন্যেই সকল আয়োজন 🙂
ভালোবাসা নিও ❤❤
ছাইরাছ হেলাল
হেমন্ত আর ‘না’ বলা জায়গায় নেই।
দীর্ঘ বিরতিতে ভাবলাম শীত নিতে/আনতে গেলেন কী না! আমাদের ফেলে!
সাবিনা ইয়াসমিন
ভুতের শেকল বেধেছি পায়,
সাধ্যি কার আমায় ভাগিয়ে নিয়ে যায়!
শীতেরও আসবে পালা,
এখন শুধু হেমন্ত-মেলা…
হেমন্তের কীর্তন এখনো বাকি আছে মহারাজ। সবেতো আসর শুরু 🙂
বন্যা লিপি
আমি তোমার হতে চেয়েছিলাম, বহুদিন -বহুবার…….মনের রঙে রাঙিয়ে নিজেরে
করেছি বন্দনা আমি তোমার। প্রিয়তমার এমন আবদেন ফেরাবার আর পথ কই?
হারালাম তোমার ভাবের তরঙ্গে।
ভালবাসা নিও ❤❤
সাবিনা ইয়াসমিন
সত্যিই হারালে! অ-কবিতা ধন্য হয়ে গেলো।
একটা রোমান্টিক লেখা দাও বন্যা, কতটুকু হারিয়েছো একটু দেখি। 😀😀
ভালোবাসা নিও ❤❤
বন্যা লিপি
আমারও খুব ইচ্ছে আছে খুব রোমান্টিক কিছু লেখার। লিখবো ধৈর্যধারন করো। একটু মগজ গোছাতে হবে।
ভালবাসা তোমায়❤❤
নিতাই বাবু
হেমন্ত আসুক বারবার। মা-লক্ষ্মী আসে কৃষকের ঘরে প্রতিবার। উৎসবমুখর হয়ে উঠুক সোনেলার রঙিন উঠোন।
সাবিনা ইয়াসমিন
অজস্র ধন্যবাদ ও হেমন্ত-শুভেচ্ছা রইলো দাদা।
খুব ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
নৃ মাসুদ রানা
আমি ভালোবাসতে চেয়েছি শুধু তোমায়,
তুমি হবে কি আমার প্রিয়তম….?
সাবিনা ইয়াসমিন
হু, এটাই ছিলো আবেদনের মুল ভাষ্য 🙂
ধন্যবাদ ও শুভ কামনা 🌹🌹
প্রদীপ চক্রবর্তী
আমি ভালোবাসতে চেয়েছি শুধু তোমায়,
তুমি হবে কি আমার প্রিয়তম ?..
এমন আকুল প্রাণে কবির কবিতায় হেমন্ত কবির প্রিয়তম হয়ে নিশ্চয় আসবে।
অনেক ভালো লেখনী দিদি ।
শুভকামনা রইলো।
সাবিনা ইয়াসমিন
তুমি বলছো আসবে!! তাহলে হয়তো আসবে, এই হেমন্তে নাহোক, এক হেমন্তে হয়তো সে আমারই হবে।
শুভ কামনা অনেক অনেক 🌹🌹
ইঞ্জা
বেশ রোমান্টিকতা, অকবিতা এতো ভালো হলে কবিতা কতোনা বেশি ভালো হয়।
সুনির্মি, সুনিপুণ লেখা দিলেন আপু।
সাবিনা ইয়াসমিন
ভাইয়ের দৃষ্টিতে সব সময়ই মুগ্ধতা ঝরে। আপনার প্রতিটি কমেন্টেই স্নেহ ভালোবাসার স্পর্শ পাই ভাইজান। অনেক অনেক ভালো থাকুন আপনি, দোয়া ও শ্রদ্ধা সব সময়ের জন্য রইলো।
শুভ কামনা 🌹🌹
ইঞ্জা
ভাইয়ের স্নেহ সবসময় যেন থাকে আল্লাহ পাক সেই তৌফিক দান করুন, আমীন।
তৌহিদ
এমন আবেগময় কবিতা পড়ার পর যে আপন হবেনা তার মনই নেই নিশ্চিত। হেমন্ত বন্দনার কবিতা দারুণ লেগেছে আপু।
সাবিনা ইয়াসমিন
হেমন্ত, সেতো ঋতু। কালের ধারায় বহমান সে।
তবুও তাকেই চেয়েছি, চাই। আবেদন দাখিল করে দিলাম। এখন কেবলই প্রতিক্ষার পালা। এবার নাহয় সে আমারই হোক 🙂
ধন্যবাদ ও অনেক অনেক শুভ কামনা তৌহিদ ভাই। 🌹🌹
আরজু মুক্তা
হৈমন্তী শুভেচ্ছা
সাবিনা ইয়াসমিন
হেমন্ত-শুভেচ্ছা আপনাকেও।
শুভ কামনা 🌹🌹
চাটিগাঁ থেকে বাহার
হেমন্তকে এতো আদর সোহাগে আহবান করলে সে তো মুগ্ধ হয়ে আসবেই…
সাবিনা ইয়াসমিন
তাকে আনতেইতো এত আয়োজন।
আসুক সে,
ভোরের শিউলির শিশির নিয়ে অথবা
নবান্নের সোনালী ফসলের মাঠ পেরিয়ে,
হোক সে অচেনা বাঁশির চেনা সুর,
হোক সে আমার প্রিয়তম…
অজস্র ধন্যবাদ বাহার ভাইয়া।
শুভ কামনা অফুরান 🌹🌹
আসিফ ইকবাল
প্রেমের এমন উন্মুক্ত দরখাস্ত, ভালোবাসার এমন বন্য আবাহন- ফেরাবে সে কোন পাষাণ? 🙂
সাবিনা ইয়াসমিন
হাহাহা, যেনো না ফেরাতে পারে এই জন্যেই এভাবে লিখেছি 🙂
শুভ কামনা 🌹🌹
আসিফ ইকবাল
ওহ আচ্ছা। তাহলে অপীখা করো। সাড়া দিলো বলে 😀
সাবিনা ইয়াসমিন
আপনার কমেন্টে ফুল চন্দন গুড়ো একসাথে পরুক। আমি সুদিনের অপিক্ষা করি 🙂
আসিফ ইকবাল
সুন্দর বলেছ সাবিনা। সুদিন আসবেই। তার জন্যে, যে অপেক্ষা করতে জানে। ভালো থেকো।
রেহানা বীথি
ভালোবাসার মানুষের জন্য বন্য হওয়াই যায়।
কোথায় লুকিয়েছে সে? নাকি এরমধ্যেই সাড়া টাড়া দিয়ে ফেলেছে?
যাইহোক, বেশ লিখেছেন।
সাবিনা ইয়াসমিন
এখনো সাড়া দেয়নি। মনেহয় চিন্তা ভাবনা করছে 😀😀
ধন্যবাদ বিথী আপু ❤❤
শাহরিন
হেমন্তের দিনে সবাই প্রেমের কবিতা লিখছে কেন 🙄
তাইলে বসন্তের তো আপনারা বারোটা বাজাবেন নির্ঘাত 😆
সাবিনা ইয়াসমিন
হেমন্ত হলো হীম হীম ভাবের ঋতু। তাই প্রেম প্রেম ভাবটাও উথলে উঠে। 😀
বসন্তের বারোটা….. সে আর বলতে হবে! তের, চৌদ্দ, চব্বিশটা বাজাতে পারি, এখনো কিছু বলা যাচ্ছে না। আগে শীতকাল টা উৎরে যাক 😀😀
মোহাম্মদ দিদার
লেখাটা বেশ আবেদন ময়ী।
আচ্ছা আবেদন কি গ্রান্টেড হয়েছে আপু???
নাকি পরের কব্য টা হবে-
পাইনি জবাব তার………… !!!
বেশ ভালো লাগলো, অ কবিতাটি।।।
সাবিনা ইয়াসমিন
হাহাহা, আবেদন এখনো পর্যবেক্ষণে আছে দিদার ভাই। একবার গ্যারান্টি কার্ড পেয়ে নেই। পরের অ-কবিতায় ঘোষনা দিয়ে দিবো। 🙂
আপনি লেখা দিচ্ছেন না কেন?
সাখিয়ারা আক্তার তন্নী
আমি ছেড়েছি ঘুম-রাত।
শুধু কি ঘুম-রাত?
হয়তো আরো অনেক কিছু ছার দিতে হয়,মনে নিতে হয়।
তাতেও অনেক সুখ।
সাবিনা ইয়াসমিন
হ্যা, অনেক সুখ।
শুধু একবার সে আমার হোক,
সকল সুখের বিনিময়ে
আস্বাদন করে নিবো তার নির্জলা যাতনারে..
শুভ কামনা 🌹🌹
কামাল উদ্দিন
ভালোভাসার আকুতি মাখা কবিতায় ভালোলাগা একরাশ।
সাবিনা ইয়াসমিন
অনেক ধন্যবাদ,
শুভেচ্ছা ও শুভ কামনা অশেষ 🌹🌹
কামাল উদ্দিন
[ছবি মুছে ফেলা হয়েছে]
অনন্য অর্ণব
গতানুগতিক হেমন্তের বাইরে লেখা। দারুন লিখেছেন আপু। বড় কঠিন এ অদৃশ্য আকুলতা । শুভ কামনা রইলো ❤️
সাবিনা ইয়াসমিন
অদৃশ্য আকুলতায় জ্বালা থাকে। উৎকণ্ঠা থাকে। মাধুর্য থাকে। এই অনুভব কবিতায় আনতে পারলে বেশ হতো। এটা অ-কবিতা, তাই হয়তো গতানুগতিক গতি বদলেছে। কি করবো! আমি কবিতা লিখতে পারিনা। এভাবে অ-কবিতায় মেলে দেই অপূর্ণ ভাষা,,
শুভ কামনা আপনাকেও 🌹🌹