সব গান সব সময় ভালো লাগেনা। পরিস্থিতি, সময় এবং মন উপযোগী গান শুনলে তা ঐ সময়ে ভাল লাগবেই। দুঃখের সময় কখনোই ধুমধারাক্কা টাইপের গান ভাল লাগবে না, তেমনি আনন্দের সময় দুঃখের গান ভাল লাগবে না। ভাল লাগা নির্ভর করে পরিস্থিতি এবং সময়ের উপর।
বাউল চিশতীর গাওয়া যদি থাকে নসীবে গানটি আজ দুপুরে শুনলাম, পরিস্থিতি, সময়, মন উপযোগী হওয়ায় গানটি হৃদয়ে দাগই কেটে গেলো। সুর, রিদম, মিউজিক সব কিছু মিলিয়ে গানটি এতই ভাল লেগেছে যে প্রিয় সোনেলায় তা শেয়ার করলাম।
যদি থাকে নসিবে
আপুনি আপুনি আসিবে,
যদি থাকে নসিবে
আপুনি আপুনি আসিবে,
জোর করে মন হরন করোনা ওরে ছলনা
এই যে ভীষন যন্ত্রনা।
যদি থাকে নসিবে
আপুনি আপুনি আসিবে,
যদি থাকে নসিবে
আপুনি আপুনি আসিবে,
জোর করে মন হরন করোনা ওরে ছলনা
এই যে ভীষন যন্ত্রনা।
আপন মন হই যদি মনের মতন, ……
মনে মন করে আকর্ষন
সে মনে আর ঘুণে ধরে না, রে মন ধরে না
সেই মনে আর ঘুণে ধরে না।
ভাল লাগলে ভালবেসে
কাছে বসে মুচকি হাসে
তাড়ায়া দিলেও সরে না রে মন সরেনা
এই যে ভিষণ যন্ত্রনা।
বেহায়া মনা
সামসুল হকে
আষাঢ় মশাল জেলে বুকে।
অন্ত্রে যন্ত্রে করে সাধনা
রে মন মিলে না,
অন্ত্রে যন্ত্রে করে সাধনা
মন চুরা হালিমশা
নিদয়া নিঠুর পাষান
আখি জলে মন টলেনা রে মন টলেনা।
এই যে ভীষন যন্ত্রনা।
যদি থাকে নসিবে আপুনি আপুনি আসিবে,
জোর করে মন হরন করোনা ওরে ছলনা
এই যে ভীষন যন্ত্রনা।
বেহায়া মনটা লয়া
আমি তোমারে ভালবাসিয়া
আইজ আমার ঘটিল জঞ্জাল।
শিল্পী : চিশতী বাউল
২০টি মন্তব্য
নীরা সাদীয়া
আমারতো একেকবার একেক গান শুনতে মন চায়, তখনি ডাউনলোড করে শুনি। তারপর আবার রুচি পাল্টে যায়, তখন আবার আরেক গান!
“ভালো আছি, ভালো থেকো”
“একদিন স্বপ্নের দিন”
সর্বশেষ এগুলো ডাউনলোড দিলাম।
জিসান শা ইকরাম
সময়ে ওই সময়ের সাথে সামাঞ্জস্য গানগুলোই মনে গেথে যায়।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
যদি থাকে নসিবে
আপুনি আপুনি আসিবে,
গানের এ কথাটা আমরা প্রায়ই বলে থাকি।সত্যি বলতে কি গান যদি বলি এ গানগুলিকেই বলা উচিত।কারন এ রকম গানগুলো জীবনকে ভাবিয়ে তুলে। -{@
জিসান শা ইকরাম
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
গালিবা ইয়াসমিন
গান টা খুব সুন্দর সত্যি , আমার খুব ভালো লাগে ।
জীবনে কিছুই জোর করে পাওয়া যায় আর ছিনিয়ে নিলে তা দীর্ঘ স্থায়ি হয় না 🙂
জিসান শা ইকরাম
জোর করে কিছু অধিকার করলে তার স্থায়িত্ব থাকেনা।
শুভ কামনা।
ছাইরাছ হেলাল
এ দেখছি কাকতাল,
আজই এই গানটি শুনেছি প্রথমবার।
অনেক কিছুই পাওয়া যাবে এ গানটি মন দিয়ে শুনলে।
জিসান শা ইকরাম
আসলেই কাকতাল!
আজ অনেকবার শুনেছি গানটি। মন দিয়েই শুনেছি।
নাসির সারওয়ার
গান বাজনা ভালোই লাগে। শুনি হরেক জেনরির গান। এগানটা আগে শুনিনি।
বেশ।।।
জিসান শা ইকরাম
আপনি তো গান পোকা। সেই ছোট বেলা থেকেই দেখে আসছি।
আমিও গতকাল প্রথম শুনেছি, ভাল লেগেছে।
মোঃ মজিবর রহমান
আপুনি আপুনি আসিবে
যদি থাকে নিসিবে —সত্য।
স্কুলে থাকতে আমার বড় ভাই বলেছিল নেপলিয়ান ভাগ্য রেখা হাত কেটে করেছিল, তখন মেপলিয়ান সম্পরকেও জানতাম না। এখন হলে বলতাম নেপলিয়ান নির্বাসন রক্ষা করতে পারেনি।
প্রথম শুনলাম খুব ভাবার গান বুঝার গান। হ্যাঁ আল্লাহ যদি রাখে কপালে মোড় ঘুরাতে সময় লাগবেনা।
জিসান শা ইকরাম
আসলেই ভাই, নসেবে যদি থাকে আপনি আপনিই আসে, না থাকলে আসবে না।
মোঃ মজিবর রহমান
-{@ (y)
মায়াবতী
যদি থাকে নসিবে সোনেলার সবার সাথে এক বার দেখা হবে * দারুণ তো গানের কথা গুলো ! -{@
জিসান শা ইকরাম
নসীবে থাকলে দেখা হবেই, না থাকলে হবে না 🙂
মোঃ মজিবর রহমান
আড্ডা র পোষ্ট চাই।
জিসান শা ইকরাম
হবে আশাকরি।
নীলাঞ্জনা নীলা
নানা তুমি তো দেখি একেবারে ভাবের রাজ্যে চলে গেলে!
জিসান শা ইকরাম
হ্যা নাতনী, বয়স হইছে এখন, ভাবের রাজ্যে তো যাওয়াই লাগে।
নীলাঞ্জনা নীলা
বয়স হইছে? তাইলে আর যেনো ফেসবুকে দেখিনা।