কান্নার উলটো দিক নাকি হাসি ?
এ কথা শুনেই তো আমার হাসি পায় !
তো একে তোমরা কি ধরনে হাসি বলবে?
হাসি কি শুধু ভাল কিছুর প্রয়াসেই উন্মোচিত হয় ?
নাকি, মনের তীব্র কষ্টের মাঝেও
অন্যের সুখের লাগি তার অদ্ভুত প্রকাশ হয় না ?
অনেকে সুখ কিনতে মরিয়া হয়ে ছুটে
সুখের বদলে হাসি কেনা কি অতীব সুখের পাওয়া নয়?
হাসি পাওয়া বা দেওয়ার মাঝেই যে এক সুখ
যে পেয়েছে বা দিয়েছে সে ই বুঝে !
ঐ তো সেদিন রাস্তার ধারে বসে থাকা
পঙ্গু ভিখিরীকে দেখলাম কার সাথে যেন মন খুলে হাসছে !
তা দেখে জ্যামে পরা ভোল্ভো গাড়ীর মালিকের
সেই নির্লিপ্ত চাহনি কি কেউ দেখেছে?
সুখ কেনার জন্যে যার দিনে কোন সুখ নেই,
সে ই কি পেরেছে
হাসতে সে ভিখিরীর মত হাসি?
নাকি মনের কোণে লুকিয়ে রেখেছে
কান্না মেশানো কষ্টের সেই চাপা হাসি ?
১৬টি মন্তব্য
ব্লগার সজীব
হাসি নিয়ে কবিতা ভালো লেগেছে (y)
সিহাব
ধন্যবাদ ! 🙂
মামুন
সুন্দর অনুভূতি!
ভালো লাগা রেখে যাচ্ছি। -{@
সিহাব
ধন্যবাদ। 🙂
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
(y) -{@
সিহাব
\|/
হৃদয়ের স্পন্দন
ভালো লেগেছে এবার কান্না নিয়ে কিছু একটা আশা করছি
সিহাব
কান্না?? অবশ্যই পাবেন। শীঘ্রই !! ধন্যবাদ
শিশির কনা
ভালো লেগেছে ভাইয়া।
সিহাব
🙂
অরণ্য
ভালো লাগলো।
অরণ্য
হুট করেই চোখে পড়ল আপনার নামের মধ্যেও কত সুন্দর একটা এলোমেলো হাসি। আমিও হাসি বেশ। আপনার জন্য শুভ কামনা।
সিহাব
🙂 । হাসতে থাকুন। ক’জন পারে হাসতে ??!!
সোনিয়া হক
হাসি কোন কেনার জিনিস নয়। ভালো লিখেছেন সিহাব।
জিসান শা ইকরাম
সিহাব, ভালো লিখছেন আপনি।
মন্তব্যের জবাব না পেলে, পাঠকরা লেখা পড়ার আগ্রহ হারিয়ে ফেলেন।
সিহাব
ধন্যবাদ,জিসান ভাই।
আসলে কিছুটা ব্যস্ত ছিলাম বলে অনলাইনে ঢুকতে পারিনি। দুঃখিত !!