শিরার অনুকম্পন
তোমাকে নির্দিষ্ট করিয়া আঁখি,
অনিমিষের দৃষ্টিতে বদ্ধ করিয়াছি।
অনিলের স্পন্দনের প্রসন্নতায়
শিরার অনুকম্পনের নিপুণতায় তৃপ্ত।
ভেদশুন্যতা করিওনা শোভায়
সুশোভিত বপনে তুষ্টির প্রেমের আগোরি।
সুহৃদের অনুরাগে করিয়াছি
অন্তরে সংগুপ্ত সন্নিধানের অন্বেষনে।
নিবীতে তোমায় পড়িয়াছি গলেতে মালা,
নিবার্পিত হয়েছে দিপ্তী জ্বেলে আবিষ্ট নিঃসহায়।
অভিনিবিষ্টে আমি তোমাকে করিয়িছ আপন,
ভালভাবে জালিয়েছি হৃদয়ে
তোমারই যৌবনের প্রদীপন।
কুন্ঠাহীন ব্যাকুলতায়
নৃপতিকে করিওনা ক্ষরণ,
পরাক্রমে বিচেতনের স্ফলন ঘটিবে জনম।
মথিতে তুমি করিওনা বিমর্দন
এমনিতে আমি আছি তোমারই,
ভূষণ হবেনা ভেদ সৃষ্টিতে বিয়োজন।
রাখিয়াছি তোমায় ভাস্বর শিখায়
প্রসন্ন চিত্তের প্রীতিতে,
আভাময় পরিতৃপ্ত ভূষণ প্রিয়তার বিশ্বাসে।
অনুভূতির গাঢ়তা অন্তরের
গৃঢ় ভাব গ্রহনে থাকিবে,
শত ভাস্কর রচে বুদ্ধের শত জনমের রুপ।
৩০টি মন্তব্য
খসড়া
সম্পাদনার উইন্ডো খুজে পেলাম না। তাই ক্ষমা চাচ্ছি।
এই কবতা খানি আমমার লেখা নয়। যার লেখা তারে আমি চিনি না।
সে আমাকে খুব ভালবাসে এত্ত ভালবাসে যে প্রতিদিন একটা করে কবিতা আমার ইনবক্সে পাই। আহারে মোর প্রেম প্রত্যাশী দেখা দেও মনু ;( (-3 ;(
ব্লগার সজীব
ভাইয়া আপনার যদি বোরিং লাগে তাহলে আমাকে চিনিয়ে দেন প্লিজ 🙂
মেঘাচ্ছন্ন মেঘকুমারী
ভাইয়া আপনি তো বেশ ভাগ্যবান। আমাকে কেউ এমন কবিতা দেয়নি আজ পর্যন্ত 🙁
শুন্য শুন্যালয়
অনেক কঠিন কবিতা। আপনি তো অনেক সৌভাগ্যবান ভাইয়া। ব্লগার সজীব বলেছেন তাকে চিনিয়ে দিতে। হিহিহি এই কাজটা কক্ষনো করেন না ভাইয়া। যা করার আপনাকেই করতে হবে। বাকিগুলো ও পড়তে চাই।
জিসান শা ইকরাম
পুরানো কবির পাল্লায় পরেছেন মনে হয় ? 🙂
ভাগ্য বটে আপনার।
লিখুক আরো, প্রেমে ডুবে যাক সে।
আমরা শুধু পড়তে চাই তাঁর প্রেমময় কবিতা।
রেগুলার শেয়ার দিয়েন ।
ছাইরাছ হেলাল
আহারে এই কবি তো মাঠে মারা যাচ্ছে।
কে আছ কোথায় রক্ষা কর মোদেরও, কী কবিতারে বাবা !
স্বপ্ন
ভাইয়া দিলেন একজনের প্রেমকে প্রকাশ করে ? আপনি বড়ই নিষ্ঠুর।
বনলতা সেন
ভাই, এই কবির এই কবিতা পড়ে কিছুই কাঁপাতে পারব না ।
খুব শক্ত শক্ত লাগে।কম্পনে যেন আপনার দাঁতের ক্ষতি না হয়ে যায়।
স্বপ্ন নীলা
সাধু ভাষার ব্যবহার ভাল লেগেছে — সুন্দর একটি কবিতা
লীলাবতী
খসড়া ভাইয়া আপনি খুবই ভাগ্যবান। শেয়ার করতে ভুলবেন না 🙂
প্রজন্ম ৭১
আপনার ভাগ্যকে ইর্ষা হচ্ছে খসড়া ভাইয়া। কত ভালোবাসে তিনি আপনাকে।
খসড়া
প্রজন্ম আজকেও একটা পেয়েছি। দুঃখিত পিসির মনিটর অন হচ্ছে না।
খসড়া
লীলাবতী আপনি রাজি থাকলে ঠিকানা দিয়ে দেব নাকি?
খসড়া
স্বপ্ননীলা ইয়ে এই কবিতা আমার না আমাকে যে ভালবাসে তার নেকা।
খসড়া
বনলতা শুধু আমার দাঁত নয় মেজাজ ও নাড়ায় দিসে তাই তো বাধ্য হয়ে পুস্টাইলাম।
খসড়া
ভাইরে এই প্রেম যে সে প্রেম নয় মাথা আউলা প্রেম। @স্বপ্ন
খসড়া
হেলাল ভাই রক্ষা করুন। এই প্রেমের ভার আর বইতে নারি।
খসড়া
খাইছে জিসান ভাই, আপনি আমাকে তার কবিতা পড়ে পুস্টাইতে বলেন। এটা কথা হইল। পুরান প্রেমিন ভাত পায় না নতুনের আমদানী।
খসড়া
শূন্য ঠিকানা চাইলে দিতে পারি। কিন্তু মাগার আমারে পাকে ফেললেই মুশকিল। যাক এখন তো গলা বাজী করে বলতে পারি আমি কি ডরাই সখি কত আছে আমার গোপী।
খসড়া
মেঘাচ্ছন্ন কি কপাল আমার সবাই হিংসা করে যেমন করছে যুগে যুগে কৃষ্ণ কে।
খসড়া
ব্লগার সজীব এ তুমি কি বল, আমার প্রেম আমি তোমাকে দেব :@ আমার সাথে তোমার তুলনা :p কোথায় আম আর কোথায় আমরা। :@
শুন্য শুন্যালয়
হা হা হা, হি হি হি। ভাইয়া কমেন্ট অফ দ্যা ইয়ার। কোথায় আম আর কোথায় আমড়া 😀
খসড়া
আসলেই তো নামে বর্ননায় অনেকটা একই । আম ও আমড়া।
জিসান শা ইকরাম
হা হা হা হা হা , ঠিক ঠিক কথায় আম আর কোথায় আমড়া । ব্লগার সজীবকে আমড়া সজীব নামে ডাকবো নাকি ?
খসড়া
জিসান ভাই হিপ হিপ হুরররে। ব্লগার আমড়া নাকি আমড়া সজীব।
ব্লগার সজীব
আমাকে এত অবমুল্যায়ন করলেন ভাইয়া ? আমি আমড়া ? 🙁
খসড়া
আমড়া কি খারাপ নাকি? আমড়া কত মানুষের জীবিকা, কত মানুষ পাগলের মত আমড়া খায়, আর একটু টক মিষ্টি দেখে মেয়েরা বেশী খায়। :p (3 ভালবেসে ছোট ছোট কামর দিয়ে,
এটা দেখতে সুন্দর, সহজে বহন যোগ্য। জীসান ভাইয়ে এলাকা আমড়ার জন্য বিখ্যাত।
যদিও আমড়া কাঠের ঢেকি মানে কি যেন ভুলে গেছি 😀
খসড়া
শূন্য আমিও দিশেহারা 😀
মোঃ মজিবর রহমান
রাখিয়াছি তোমায় ভাস্বর শিখায়
প্রসন্ন চিত্তের প্রীতিতে,
আভাময় পরিতৃপ্ত ভূষণ প্রিয়তার বিশ্বাসে।
অসাধারণ উক্তি মনে দাগ দিয়ে গেল।
খসড়া
হায় হায় হে কবি হে ব্যার্থ প্রেমিক তোমার কবিতার এই সার্থকতা।