স্কেচ

আনন্দধারা বহিছে ভুবনে ১৩ জুলাই ২০১৬, বুধবার, ১২:৪২:০৪অপরাহ্ন ছবিব্লগ ৬২ মন্তব্য

11 [640x480]
এই তিনটি স্কেচ শুন্য শুন্যালয় আপুর করা
আমাদের সোনেলায় গুনি মানুষের অভাব নেই। একজনে তো কয়েকটি স্কেচ একে বিশ্ব জয় করে ফেলেছেন। স্কেচ একে সোনেলায় পোষ্ট দিয়েছেন, ফেইসবুকে বন্দনা কবীর আপুর স্কেচ একে দিয়েছেন, বন্দনা আপু আবার তাকে মেনশন করে পোষ্টও দিয়েছেন। আমি কিন্তু বেগুন না, আমিও স্কেচ করতে পারি, আমার গুন তো আর কেহ বলবেন না তাই নিজের ঢোল নিজেই পিটাই, কি আর করা 🙁  আমার প্রিয় ব্লগারদের স্কেচ করেই ফেললাম। ছবি গুলো সোনেলা, ফেইসবুক থেকে নেয়া হয়েছে। ইচ্ছে থাকা সত্বেও অনিকেত নন্দিনী আপু, অপার্থিব ভাইয়া, আজিম ভাইয়ার স্কেচ আঁকা গেলো না, কারণ তাদের কোন ফটো পেলাম না কোথাও।

IMG_20160713_005504
কলকাতা, পশ্চিমবঙ্গ হতে নিয়মিত লিখছেন আমাদের প্রিয় অরুনিমা দিদি। কিছুটা দ্রোহ আছে দিদির লেখায়। তার লেখায় কঠিন বাস্তবতার কথা থাকে।

IMG_20160713_005748
অরুনি মায়া আপু। ইদানিং অনিয়মিত সোনেলায়। ছোট ছোট কাব্য এবং পরবর্তীতে বেশ কিছু আবেগি এবং সমাজ সচেতন পোষ্ট দিয়েছেন উনি। মন্তব্য করে উৎসাহ যুগিয়েছেন সহ ব্লগারদের। হঠাৎ করেই সোনেলা থেকে নিরুদ্দেশ হয়ে গেলেন। ফিরে আসবেন উনি এই আশা করি।

13654120_849309578507455_7115586613383859056_n
মারজানা ফেরদৌস রুবা আপু। সমসাময়িক জাতীয় সমস্যা নিয়ে তাঁর অধিকাংশ লেখা। তাঁর লেখা পড়ে একটি ধারনা আমার হয়েছে, আপু ছাত্রজীবনে সম্ভবত রাজনীতি করতেন। জানিনা আমার ধারনা ভুল কিনা। একজন পরিনত লেখকের ছাপ পাওয়া যায় আপুর লেখাগুলোতে। নিরলস ভাবে লিখে চলছেন ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’। মডারেটরদের প্রতি অনুরোধ বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী যখন শেষ হবে তখন যেন এই পোষ্ট কে পিডিএফ আকারে সোনেলায় সংরক্ষণ করা হয়।

IMG_20160713_005606
আমার ওস্তাদ মেহেরী তাজ। লেখায় তিনি ফান আনতে পারেন ভালোই। লেখায় তিনি অন্যদের থেকে আলাদা। তাঁর বিষয়বস্তু নির্বাচন অনন্য। ইদানিং কম লিখছেন উনি, কম লিখে আমাদের বঞ্চিত করছেন। লেখা চাই ওস্তাদ 🙂

IMG_20160713_005708
রিমি রুম্মান আপু। এত মায়া থাকে আপুটার লেখায় যে মাঝে মাঝে আমি কেঁদে ফেলি। ফেইসবুকে আপুকে সেলিব্রিটিই বলা যায়। তাঁর একটি লেখা তো ফেইসবুকে প্রায় চৌদ্দশত শেয়ার হয়েছে। এত জনপ্রিয় একজন ফিরে ফিরে আসেন সোনেলায়।  চারিপাশের ঘটনা নিয়ে আপুর টুকরো টুকরো ভাবনা, অনুভূতি এবং উপলব্ধি নিয়ে প্রকাশিত বইতে উনি ব্লগের কথা বলেছেন। কোন ব্লগ তা না বললেও আমরা জানি উনি সোনেলার কথাই লিখেছেন।

IMG_20160713_005843
নীলাঞ্জনা দিদি। লেখার সবক্ষেত্রেই তাঁর নিপুন দখল। অহম তিরির চিঠি বন্ধ হয়ে গেলো কেন বুঝলাম না। প্রিয়র মত হতে চাই আমি 🙂 কবিতা, গল্প, স্মৃতি কথায় তাঁর মত কে আছে? আমাকে যখন ভাভু ভাইয়া বলে ডাকেন, মনে হয় একেবারে সামনে বসে ডাক দিলেন।

IMG_20160713_010027 [320x200]
মৌনতা রিতু আপু। প্রথম দিকের জড়তা কাঁটিয়ে লিখে যাচ্ছেন বর্তমানে ঝর্নার মত কলকলিয়ে। সমাজ সচেতন লেখায় তিনি বেশ স্বাচ্ছন্দ। দেশ, সমাজ নিয়ে অনেক ভাবেন রিতু আপু। বিষয় বস্তুর বিচিত্রতা আছে লেখায়।

IMG_20160713_010329 [320x200]
আমাদের লীলাপু। আদর করে দুএকজনে আবার ভত্তাবতী বলে ডাকেন। ব্লগ মাতিয়ে রাখতে তাঁর জুরি নেই। লীলাদি ব্লগে আসা মানেই যেন একটি উৎসব। ইদানিং পোষ্ট কম দিচ্ছেন, নিয়মিত নন আগের মত।  নিয়মিত লেখা আর ব্লগে চাই আপনাকে।

12507262_1692256574351151_6810232872646590305_n
অনিকেত নন্দিনী আপু। তাঁর লেখা এবং মন্তব্যের মাঝে ফুটে ওঠে যে তিনি একজন অভিজ্ঞ এবং আসল ব্লগার। ছোট পরিসরের সোনেলার যে কজন অভিজ্ঞ ব্লগার আছেন, তিনি তাঁদের অন্যতম। মহাভারতের গল্প সিরিজ পোষ্ট হতে পারে সোনেলার একটি সম্পদ, অত্যন্ত ধৈর্য নিয়ে এমন লেখা লিখতে হয়। আপুর নস্টালজিয়ার কবলে সিরিজ পড়লে যে কেউ  নস্টালজিয়ায় নিমজ্জিত হবেন। অন্য ব্লগারদের মন্তব্য দিয়ে উৎসাহ দানে তিনি অকৃপণ।
( গুগলে খুঁজেও আপনার কোন ফটো পেলাম না। তাই আপনার কভার ফটো দিলাম এখানে। গুগলে একটি কবিতার বই পেলাম ‘নন্দিনী বলছি’, বইটি কি আপনার? )

IMG_20160713_010505
খসড়া ভাইয়া হয়ে গেলেন খসড়া আপু 🙂 ব্লগের প্রথম দিকে ছেলে হয়ে লিখতেন। এক পোষ্টে কট হয়ে গিয়েছেন। কত আর লুকিয়ে থাকা যায়? সোনেলার একেবারে প্রথম থেকেই আছেন। পুরাতন এবং অভিজ্ঞ ব্লগার। একটি সময় আপুর মন্তব্য নেই এমন পোষ্ট খুঁজে পাওয়া যেত না। মন জুগিয়ে মন্তব্য উনি করতেন না, পোষ্ট খারাপ বা আপত্তি জনক হলে বলে দিতেন। আপু নিয়মিত চাই আপনাকে।

IMG_20160713_083350 [320x200]
যার কারনে আমার এই পোষ্ট লেখা, উনি শুন্য শুন্যালয় আপু। ব্লগে ওনার ফটো নেই। ফেইসবুকে প্রায় সব ছবি কাষ্টমাইজ করা। এই ছবিটা পাবলিক, তাই নিতে পেরেছি 🙂 শুন্য আপু যে গিটার বাজান তা জানা ছিল না, গিটার না বাজালে এই ছবি দিবেন কেন প্রফাইলে? কবিতা, গল্প, ছবি তোলা, ফান পোষ্ট, গান কি পারেন না উনি তাই ভাবছি। নাম শুন্য শুন্যালয়। উনি ব্লগে না আসলে কেমন শুন্য শুন্য লাগে। স্কেচ মাষ্টারের কাছে কি জানতে চাবো, আমার স্কেচ কেমন হলো ? :p

13627021_849058281865918_1985480908930471562_n
ইলিয়াস মাসুদ ভাইয়া। ছয় মাস হল উনি সোনেলায় এসেছেন। খুব ভালো স্কেচ করেন। নিজের আঁকা কিছু স্কেচ সহ লেখা দিয়ে সবার মন জয় করেছেন। একজন ফ্রান্সিস্কো ও তাঁর স্ত্রী লেখা পড়ে আমি ভাইয়ার ভক্ত হয়ে গিয়েছি। একজন পারফেক্ট ব্লগার নিজে লেখেন এবং অন্যের লেখা পড়ে মন্তব্য দিয়ে অন্যকে ব্লগ লিখতে উৎসাহিত করেন। নতুন ব্লগার হিসেবে মাসুদ ভাইয়া এই কাজটি সাফল্যের সাথেই করেন।

13631445_849057738532639_956818069855566018_n

ইকবাল কবীর ভাই। মাত্র দুই মাসের কয়েকদিন বেশি হল সোনেলায় এলেন। তাঁর প্রাপ্ত মন্তব্যের তুলনায় তিনি মন্তব্য করেছেন বেশি। বেশ কিছু দেশ ভ্রমন করেছেন কবীর ভাই। কিছু কিছু লিখছেন। ভ্রমন কাহিনী গুলো খুবই ভাল হয়। প্রবাসী শ্রমিক এবং কিছুটা সরকারি সহানুভূতি – এই লেখাটির মত আরো কিছু লেখা চাই ভাইয়ার কাছে।

IMG_20160713_010539
আরিফ ভাই, লেখায় খুব ধার ওনার। সেলিব্রিটিই বলা যায়। দেশের একটি বড় ব্লগে লেখেন। বেশ জনপ্রিয়। এরপরেও এই ছোট ব্লগে কেন লেখেন এটি মাঝে মাঝেই আমার মনে প্রশ্ন জাগে। কিন্তু এই প্রশ্নটি করা হয়নি ভাইয়াকে।

IMG_20160713_010611
আনিস ভাইয়া। গল্প লিখতে ভালোবাসেন। কয়েকটি ধারাবাহিক গল্পের জনক। গল্পের বাইরেও সমাজ সচেতনতার বিষয় নিয়ে পোষ্ট আছে তাঁর। নিয়মিত লিখলে উনি খুব ভাল করবেন।

IMG_20160713_005409
মজিবর ভাইয়া। খুব আবেগি মানুষ, তাঁর লেখা গুলো ছোট হলেও তাঁকে বুঝতে তাঁর লেখাগুলোই যথেষ্ঠ। নিয়মিত সোনেলায় থাকেন।

IMG_20160713_005942 [320x200]
মনির ভাইয়া। পূরানো ব্লগার। প্রচুর লিখতে পারেন। তাঁর লেখায় অনেক রেফারেন্স, লিংক থাকে। সমসাময়িক বিষয় নিয়ে লেখা গুলো খুবই ভাল হয়।

IMG_20160713_010255 [320x200]
ইঞ্জা ভাই। মাঝে মাঝে ভাবি এটি কেমন নাম? 🙂 ভাইয়াও প্রচুর লিখতে পারেন। নিয়মিত লিখলে একটি সময়ে উনিও ভাল ব্লগার হয়ে উঠবেন।

Screenshot_8নাসির ভাইয়া। কবি ভাই আমাদের। অল্প লেখেন, অল্প সংখ্যক লেখা দিয়েই উনি সবার মন জয় করেছেন। প্রথম দিককার মত সময় দিচ্ছেন না ভাইয়া বর্তমানে। নতুন লেখা চাই ভাইয়া। আর বেশি সময় চাই।

IMG_20160713_010214
ছাইরাছ হেলাল ভাইয়া। কবিতায় তাঁকে মানায় বেশি। আপাদমস্তক কবি। অনেক কবিতা অবশ্য আমি বুঝিনা। তবে বুঝে যাবো একদিন 🙂 ভাইয়া ভ্রমন কাহিনীও লিখেছেন কয়েকটি, ভ্রমণ কাহিনী এমন হতে পারে, তা তাঁর লেখা না পড়লে জানা হত না। ভাইয়ার মন্তব্যে প্রেরনা পায় সবাই।

IMG_20160713_010425
জিসান ভাইয়া। কেমন একটা ঘুমানো ফটো দিয়েছেন ব্লগে। চোখ মনে হয় খুলবেনই না 🙂 কবিতা ব্যতীত সব ধরনের লেখাই লেখেন উনি। আমার লেখায় ভাইয়ার মন্তব্য না থাকলে মনে হয় আমার পোষ্ট অসম্পূর্ন থাকে।

IMG_20160713_005127 [320x200]
আচ্ছা আপনারা তো আমাকে দেখেননি এখনো। আপনাদের কল্পনায় কি আমি এমন? :p

অঃকঃ ইহা একটি ফাঁকিবাজি পোস্ট

১জন ১জন
0 Shares

৬২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ