আমাদের সোনেলায় গুনি মানুষের অভাব নেই। একজনে তো কয়েকটি স্কেচ একে বিশ্ব জয় করে ফেলেছেন। স্কেচ একে সোনেলায় পোষ্ট দিয়েছেন, ফেইসবুকে বন্দনা কবীর আপুর স্কেচ একে দিয়েছেন, বন্দনা আপু আবার তাকে মেনশন করে পোষ্টও দিয়েছেন। আমি কিন্তু বেগুন না, আমিও স্কেচ করতে পারি, আমার গুন তো আর কেহ বলবেন না তাই নিজের ঢোল নিজেই পিটাই, কি আর করা 🙁 আমার প্রিয় ব্লগারদের স্কেচ করেই ফেললাম। ছবি গুলো সোনেলা, ফেইসবুক থেকে নেয়া হয়েছে। ইচ্ছে থাকা সত্বেও অনিকেত নন্দিনী আপু, অপার্থিব ভাইয়া, আজিম ভাইয়ার স্কেচ আঁকা গেলো না, কারণ তাদের কোন ফটো পেলাম না কোথাও।
কলকাতা, পশ্চিমবঙ্গ হতে নিয়মিত লিখছেন আমাদের প্রিয় অরুনিমা দিদি। কিছুটা দ্রোহ আছে দিদির লেখায়। তার লেখায় কঠিন বাস্তবতার কথা থাকে।
অরুনি মায়া আপু। ইদানিং অনিয়মিত সোনেলায়। ছোট ছোট কাব্য এবং পরবর্তীতে বেশ কিছু আবেগি এবং সমাজ সচেতন পোষ্ট দিয়েছেন উনি। মন্তব্য করে উৎসাহ যুগিয়েছেন সহ ব্লগারদের। হঠাৎ করেই সোনেলা থেকে নিরুদ্দেশ হয়ে গেলেন। ফিরে আসবেন উনি এই আশা করি।
মারজানা ফেরদৌস রুবা আপু। সমসাময়িক জাতীয় সমস্যা নিয়ে তাঁর অধিকাংশ লেখা। তাঁর লেখা পড়ে একটি ধারনা আমার হয়েছে, আপু ছাত্রজীবনে সম্ভবত রাজনীতি করতেন। জানিনা আমার ধারনা ভুল কিনা। একজন পরিনত লেখকের ছাপ পাওয়া যায় আপুর লেখাগুলোতে। নিরলস ভাবে লিখে চলছেন ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’। মডারেটরদের প্রতি অনুরোধ বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী যখন শেষ হবে তখন যেন এই পোষ্ট কে পিডিএফ আকারে সোনেলায় সংরক্ষণ করা হয়।
আমার ওস্তাদ মেহেরী তাজ। লেখায় তিনি ফান আনতে পারেন ভালোই। লেখায় তিনি অন্যদের থেকে আলাদা। তাঁর বিষয়বস্তু নির্বাচন অনন্য। ইদানিং কম লিখছেন উনি, কম লিখে আমাদের বঞ্চিত করছেন। লেখা চাই ওস্তাদ 🙂
রিমি রুম্মান আপু। এত মায়া থাকে আপুটার লেখায় যে মাঝে মাঝে আমি কেঁদে ফেলি। ফেইসবুকে আপুকে সেলিব্রিটিই বলা যায়। তাঁর একটি লেখা তো ফেইসবুকে প্রায় চৌদ্দশত শেয়ার হয়েছে। এত জনপ্রিয় একজন ফিরে ফিরে আসেন সোনেলায়। চারিপাশের ঘটনা নিয়ে আপুর টুকরো টুকরো ভাবনা, অনুভূতি এবং উপলব্ধি নিয়ে প্রকাশিত বইতে উনি ব্লগের কথা বলেছেন। কোন ব্লগ তা না বললেও আমরা জানি উনি সোনেলার কথাই লিখেছেন।
নীলাঞ্জনা দিদি। লেখার সবক্ষেত্রেই তাঁর নিপুন দখল। অহম তিরির চিঠি বন্ধ হয়ে গেলো কেন বুঝলাম না। প্রিয়র মত হতে চাই আমি 🙂 কবিতা, গল্প, স্মৃতি কথায় তাঁর মত কে আছে? আমাকে যখন ভাভু ভাইয়া বলে ডাকেন, মনে হয় একেবারে সামনে বসে ডাক দিলেন।
মৌনতা রিতু আপু। প্রথম দিকের জড়তা কাঁটিয়ে লিখে যাচ্ছেন বর্তমানে ঝর্নার মত কলকলিয়ে। সমাজ সচেতন লেখায় তিনি বেশ স্বাচ্ছন্দ। দেশ, সমাজ নিয়ে অনেক ভাবেন রিতু আপু। বিষয় বস্তুর বিচিত্রতা আছে লেখায়।
আমাদের লীলাপু। আদর করে দুএকজনে আবার ভত্তাবতী বলে ডাকেন। ব্লগ মাতিয়ে রাখতে তাঁর জুরি নেই। লীলাদি ব্লগে আসা মানেই যেন একটি উৎসব। ইদানিং পোষ্ট কম দিচ্ছেন, নিয়মিত নন আগের মত। নিয়মিত লেখা আর ব্লগে চাই আপনাকে।
অনিকেত নন্দিনী আপু। তাঁর লেখা এবং মন্তব্যের মাঝে ফুটে ওঠে যে তিনি একজন অভিজ্ঞ এবং আসল ব্লগার। ছোট পরিসরের সোনেলার যে কজন অভিজ্ঞ ব্লগার আছেন, তিনি তাঁদের অন্যতম। মহাভারতের গল্প সিরিজ পোষ্ট হতে পারে সোনেলার একটি সম্পদ, অত্যন্ত ধৈর্য নিয়ে এমন লেখা লিখতে হয়। আপুর নস্টালজিয়ার কবলে সিরিজ পড়লে যে কেউ নস্টালজিয়ায় নিমজ্জিত হবেন। অন্য ব্লগারদের মন্তব্য দিয়ে উৎসাহ দানে তিনি অকৃপণ।
( গুগলে খুঁজেও আপনার কোন ফটো পেলাম না। তাই আপনার কভার ফটো দিলাম এখানে। গুগলে একটি কবিতার বই পেলাম ‘নন্দিনী বলছি’, বইটি কি আপনার? )
খসড়া ভাইয়া হয়ে গেলেন খসড়া আপু 🙂 ব্লগের প্রথম দিকে ছেলে হয়ে লিখতেন। এক পোষ্টে কট হয়ে গিয়েছেন। কত আর লুকিয়ে থাকা যায়? সোনেলার একেবারে প্রথম থেকেই আছেন। পুরাতন এবং অভিজ্ঞ ব্লগার। একটি সময় আপুর মন্তব্য নেই এমন পোষ্ট খুঁজে পাওয়া যেত না। মন জুগিয়ে মন্তব্য উনি করতেন না, পোষ্ট খারাপ বা আপত্তি জনক হলে বলে দিতেন। আপু নিয়মিত চাই আপনাকে।
যার কারনে আমার এই পোষ্ট লেখা, উনি শুন্য শুন্যালয় আপু। ব্লগে ওনার ফটো নেই। ফেইসবুকে প্রায় সব ছবি কাষ্টমাইজ করা। এই ছবিটা পাবলিক, তাই নিতে পেরেছি 🙂 শুন্য আপু যে গিটার বাজান তা জানা ছিল না, গিটার না বাজালে এই ছবি দিবেন কেন প্রফাইলে? কবিতা, গল্প, ছবি তোলা, ফান পোষ্ট, গান কি পারেন না উনি তাই ভাবছি। নাম শুন্য শুন্যালয়। উনি ব্লগে না আসলে কেমন শুন্য শুন্য লাগে। স্কেচ মাষ্টারের কাছে কি জানতে চাবো, আমার স্কেচ কেমন হলো ? :p
ইলিয়াস মাসুদ ভাইয়া। ছয় মাস হল উনি সোনেলায় এসেছেন। খুব ভালো স্কেচ করেন। নিজের আঁকা কিছু স্কেচ সহ লেখা দিয়ে সবার মন জয় করেছেন। একজন ফ্রান্সিস্কো ও তাঁর স্ত্রী লেখা পড়ে আমি ভাইয়ার ভক্ত হয়ে গিয়েছি। একজন পারফেক্ট ব্লগার নিজে লেখেন এবং অন্যের লেখা পড়ে মন্তব্য দিয়ে অন্যকে ব্লগ লিখতে উৎসাহিত করেন। নতুন ব্লগার হিসেবে মাসুদ ভাইয়া এই কাজটি সাফল্যের সাথেই করেন।
ইকবাল কবীর ভাই। মাত্র দুই মাসের কয়েকদিন বেশি হল সোনেলায় এলেন। তাঁর প্রাপ্ত মন্তব্যের তুলনায় তিনি মন্তব্য করেছেন বেশি। বেশ কিছু দেশ ভ্রমন করেছেন কবীর ভাই। কিছু কিছু লিখছেন। ভ্রমন কাহিনী গুলো খুবই ভাল হয়। প্রবাসী শ্রমিক এবং কিছুটা সরকারি সহানুভূতি – এই লেখাটির মত আরো কিছু লেখা চাই ভাইয়ার কাছে।
আরিফ ভাই, লেখায় খুব ধার ওনার। সেলিব্রিটিই বলা যায়। দেশের একটি বড় ব্লগে লেখেন। বেশ জনপ্রিয়। এরপরেও এই ছোট ব্লগে কেন লেখেন এটি মাঝে মাঝেই আমার মনে প্রশ্ন জাগে। কিন্তু এই প্রশ্নটি করা হয়নি ভাইয়াকে।
আনিস ভাইয়া। গল্প লিখতে ভালোবাসেন। কয়েকটি ধারাবাহিক গল্পের জনক। গল্পের বাইরেও সমাজ সচেতনতার বিষয় নিয়ে পোষ্ট আছে তাঁর। নিয়মিত লিখলে উনি খুব ভাল করবেন।
মজিবর ভাইয়া। খুব আবেগি মানুষ, তাঁর লেখা গুলো ছোট হলেও তাঁকে বুঝতে তাঁর লেখাগুলোই যথেষ্ঠ। নিয়মিত সোনেলায় থাকেন।
মনির ভাইয়া। পূরানো ব্লগার। প্রচুর লিখতে পারেন। তাঁর লেখায় অনেক রেফারেন্স, লিংক থাকে। সমসাময়িক বিষয় নিয়ে লেখা গুলো খুবই ভাল হয়।
ইঞ্জা ভাই। মাঝে মাঝে ভাবি এটি কেমন নাম? 🙂 ভাইয়াও প্রচুর লিখতে পারেন। নিয়মিত লিখলে একটি সময়ে উনিও ভাল ব্লগার হয়ে উঠবেন।
নাসির ভাইয়া। কবি ভাই আমাদের। অল্প লেখেন, অল্প সংখ্যক লেখা দিয়েই উনি সবার মন জয় করেছেন। প্রথম দিককার মত সময় দিচ্ছেন না ভাইয়া বর্তমানে। নতুন লেখা চাই ভাইয়া। আর বেশি সময় চাই।
ছাইরাছ হেলাল ভাইয়া। কবিতায় তাঁকে মানায় বেশি। আপাদমস্তক কবি। অনেক কবিতা অবশ্য আমি বুঝিনা। তবে বুঝে যাবো একদিন 🙂 ভাইয়া ভ্রমন কাহিনীও লিখেছেন কয়েকটি, ভ্রমণ কাহিনী এমন হতে পারে, তা তাঁর লেখা না পড়লে জানা হত না। ভাইয়ার মন্তব্যে প্রেরনা পায় সবাই।
জিসান ভাইয়া। কেমন একটা ঘুমানো ফটো দিয়েছেন ব্লগে। চোখ মনে হয় খুলবেনই না 🙂 কবিতা ব্যতীত সব ধরনের লেখাই লেখেন উনি। আমার লেখায় ভাইয়ার মন্তব্য না থাকলে মনে হয় আমার পোষ্ট অসম্পূর্ন থাকে।
আচ্ছা আপনারা তো আমাকে দেখেননি এখনো। আপনাদের কল্পনায় কি আমি এমন? :p
অঃকঃ ইহা একটি ফাঁকিবাজি পোস্ট
৬২টি মন্তব্য
সঞ্জয় কুমার
দাঁড়ান আপনার স্কেচ আমি একে দিচ্ছি । আগে আসল ছবি দেন । আর আমার স্কেচ কই ? রাগ করেছি কিন্তু :D)
ব্লগার সজীব
দুঃখিত সঞ্জয় ভাইয়া, আপনার ফটো দেয়া হয়নি। আসলে সবার ছবি খুঁজতে গিয়ে মাথা খারাপ অবস্থা আমার, আপনার কথা ভুলেই গিয়েছিলাম 🙁
শুন্য শুন্যালয়
ফাঁকিবাজি কেন বলছেন? প্রচুর কষ্টসাধ্য একটি পোস্ট, এত স্কেচ আপনি কতদিন বসে করেছেন? আমি একটা আঁকতেই কয়েকটা পেনসিল ভেঙ্গে ফেলেছি, আর আপনি এত এত? স্কেচগুলো তো খুবই ভালো হয়েছে, এখন থেকে স্কেচ টিপস আপনার কাছ থেকেই নিতে হবে জনাব। আপনিতো দেখছি কল্পনার চাইতেও বেশি হ্যান্ডসাম। এত হ্যান্ডসাম ছেলে সবার কাছ থেকে নিজের চেহারা গোপন করে এটা কিন্তু মোটেও উচিৎ নয়। তবে ছবি দেখে পিচ্চি টাইটেল বলবৎ রাখলাম 🙂
বাই দ্যা ওয়ে, মায়াপু আসে না কেন? কোন সমস্যা? মায়াপু ফিরে আসুন, ব্লগার সজীবের মতোই আমরা সবাই আপনাকে মিস করছি।
কষ্টসাধ্য পোস্টের জন্য আপনাকে পঞ্চতারকা -{@
ছাইরাছ হেলাল
উহ, আমাদের সোনা মা কে আমিও মিস করি।
নাসির সারওয়ার
আপুনিয়া ভালো আছেতো। অনেক মিস করছি।
ব্লগার সজীব
ফাঁকিবাজি টা কি তা আপনি জানেন, জেনেও বলে দিচ্ছেন না। কষ্ট কিছুটা হয়েছে, ছবি সংগ্রহ, রিসাইজ করা, যাদের ছবি নাই সোনেলায় তাঁদের নাম সার্চ দিয়ে ফেইসবুকে খুঁজে দেখা, তিনিই আবার সোনেলার ব্লগার কিনা ( অনেকেরই ফেইসবুকে সোনেলায় লেখেন এটি নেই), এরপরে মোবাইলে নিয়ে সফট এ স্কেচ পিক করা :), আমার তো পেন্সিলই কিনতে হল না :p আমার ওস্তাদই আপনাদের সবার কাছে পিচ্চি, আমাকে কি আর ওস্তাদের চেয়ে বড় বলবেন? -{@
শুন্য শুন্যালয়
আহারে এত কষ্ট না করে একটা পেনসিল কিনলেই তো পারতেন!! আর ঘুষটুষ দিলে আমিই নাহয় খানকতেক ছবি আপনার জন্যে এঁকে দিতাম। চাকরী বাকরী নাই, আমারো বেকারত্ব ঘুঁচতো। 🙁
ফাঁকিবাজি শব্দের মধ্যে আমি আছি, উহা কোনক্রমেই ফেলনা নয়, মগজে এত এত বুদ্ধি কোথা থেকে আসে আপনার তাইতো বুঝে পাইনা। ছবির এত সুন্দর মাইয়াটা আমি হইলে তো কাজই হইতো, আর যদি গিটার বাজাইতে পারতাম!! আমিতো পথেই নেমে যেতাম। ওস্তাদের লেজ না ছাড়লে আপনার আসলেই আর বড় হওয়া হবেনা 🙂
এরপর কষ্ট টষ্ট কইরা আমার জন্যে একটা পোষ্ট রেডী কইরা দিয়েন তো 🙂
খুব খুব খুব মজার হইছে পোস্ট সজু ডার্লিং।
ব্লগার সজীব
এরপরে যদি এমন পোষ্ট দেই, আপনাকে জানাবো। আপনি কি আর আমার স্কেচ আঁকবেন? ফেসবুকে কত জনের স্কেচ এঁকে দিয়েছেন কে জানে? যাদের প্রফাইল পাবলিক, কেবল তাদেরটাই জেনেছি, অজানা কত কি আছে কে জানে? 🙂
ফাঁকিবাজি আপনার মধ্যে নেই, কত কত ভাল লেখা লিখছেন, পেইন্ট করছেন, গান পারেন, গিটার সহকেরে একদিন গান গেয়ে পোষ্ট দিয়েন আপু। প্রফাইল পিকচার মানুষকে চিনিয়ে দেয়। গিটার হাতে এই ফটোটায় আপনাকে চিনিয়ে দিচ্ছে আপনি কেমন।
আপনার জন্য পোষ্ট দেবোই দেবো, মাত্র একটি কেন? !! ^:^
ধন্যবাদ আপু -{@
মোঃ মজিবর রহমান
সজীব ভাইয়া সোনেলায় ভাংলেন আপনার মাইর কতখানি আছে ।
সবাইকে বুঝাইয়া দিলেন আমি কম কিছের।
আমার মত অগন্য খুদ্র মানুষকে এনে আপনি আপনার সহানুভুতির পরিচয় দিলেন।
সোনেলা সবার সব খানে সকলের এই কামনা করি।
আপনার তুলনা আপনি।
ভাল থাকুন।
ব্লগার সজীব
মজিবর ভাইয়া, আপনি সোনেলার জন্য খুবই আন্তরিক একজন মানুষ, সোনেলাকে আপন ভাবেন, নিজের ব্লগ হিসেবে ব্লগিং করেন এখানে -{@
মোঃ মজিবর রহমান
নিজের মন যদি নাহি থাকে
তবে প্রতিনিয়ত আসি কেমনে।
মৌনতা রিতু
এমন বুদ্ধি হাসমুখ ভাইর কাছ থেকেই আশা করা যায়। ধুর, আমার মাথায় আসে না কেন এমন পোষ্ট !
মোর ছবিখানা তো ভালোই হইছে। :p থাংকু।
ব্লগার সজীব
আপনার ছবিখানা রাজকীয় ছবি আপু 🙂 -{@
মেহেরী তাজ
এই না হলে আমার শিষ্য। এতো এতো কষ্ট করে সবার স্কেচ বানাইলা অনেক অনেক পঞ্চতারকা পাবা বুঝতেছি! আমারেও দিও দুচার টা।
তাইতো সবায়রে বলি আমার শিষ্য কত্ত ভালো!
নিজের স্কেচ নিজেই বানাইলা?? চিকন লাগতেছে কেন,আর একটু মোটা আছিলা না?? রোজা রাইখা একটু শুকাই গেছো মনে হচ্ছে? ব্যাপার না খাওয়াদাওয়া ঠিকমত কর একটু মোটা হলে আর কেউ পিচ্চি বলতে পারবে না!!!
ব্লগার সজীব
শিষ্যর যা কিছু সবই ওস্তাদের পাওনা, ওস্তাদের কাছ হতে সাহস নিয়েই না এমন পোষ্ট দেই। প্রশংসা সবই আপনার। আগে মোটা ছিলাম কোথায়? ^:^ এমনই তো ছিলাম ওস্তাদ। অসুস্থতার জন্য রোজাই তো রাখতে পারিনি ওস্তাদ 🙁
মিষ্টি জিন
আমি সোনেলায় একদম নতুন ..অতিথি বলতে পারেন.. সবার লেখা পড়ি.. অনেক গুনী মানুষের আনাগোনা সোনেলায়.. খুব ভাল লিখেছেন ভাইয়া ..এত সুন্দর করে গুছিয়ে সবার প্রশংসা করেছেন যা সত্যিই কষ্ট সাধ্য .. এবং যা সচারচর কেউ পারে না..
ব্লগার সজীব
সোনেলায় যখন আইডি করেছেন, তখন আপনি আর এখানে অথিতি নন, আমাদের মত একজন। কিছু একটি লেখুন।
ধন্যবাদ আপনাকে -{@
ছাইরাছ হেলাল
আলবাত আপনি সক্ষম পুরুষ, হয়ে যাবে অচিরেই।
সোনেলা দেখছি শিল্প ও শিল্পীর হাঁট বসিয়েছে। অবশেষে আপনিও শিল্পী!
মন্দ নয়, তবে একে ফাঁকিবাজি পোস্ট বলা ঠিক না।
মন্তব্য কন্যাকে আমিও খুঁজছি, কৈ কৈ যে থাকে!
নাসির সারওয়ার
আপনার মন্তব্য কন্যা ফিরে আসুক। এই পোষ্ট আর মন্তব্য পাঠে, তেরেতো একটা ঝাড়া দেয়া লাগবে।
ব্লগার সজীব
ফাঁকিবাজি পোষ্ট অবশ্যই, সফট দিয়ে এমন স্কেচ সবাই করতে পারে 😀 , আর সক্ষম হয়েছি, সক্ষমতা প্রমাণে ব্যর্থ হয়েছি 🙁
অনিকেত নন্দিনী
কিসের কী? হুদাই কয়ডা স্কেচ আঁকলেই গুণ প্রকাশ পায় নাকি? আমার স্কেচ কই? ফেবু ঘাঁটলেই ফডো পাওয়া যাইতো। আর ধরলাম ফডো নাই, ফডো নাই তো কি হইছে, আমার সম্পর্কে মুল্যায়ন কই? :@
নাসির সারওয়ার
ঠিক ঠিক। অন্তত পিঠে রামদা বহনের (আধুনিক কায়দা) ছবিটা আসতে পারতো টিচার।।
ব্লগার সজীব
আপু ভুল হয়ে গিয়েছে, এই জিন্দেগিতে এমন ভুল আর হবে না 🙁 লীলাপুর পোষ্টে যে আপনার প্রতীকী ফটোটা ছিল তার কথা ভুলেই গিয়েছি। এখন দেখুন, ঠিক হয়েছে না সব? -{@
অনিকেত নন্দিনী
১। ফেসবুকে নিজের ছবি দেইনা সত্যি তবে আমাকে ট্যাগ করে বেশকিছু ছবি আছে যেখানে আমি ছবির শোভা বাড়াচ্ছি। আমার জন্য সজুর মনের টান নাই বলেই সজু আমার ছবি খুঁজে পায়নাই। ;(
২। ফেসবুক ঘেঁটে যে ছবিখান বের করে ঝুলিয়ে দেয়া হলো তাতে যা দেখা যাচ্ছে সেইটা কিভাবে এড়িয়ে গেলে? কষ্ট পাইছি। ;(
৩। গুগল খুঁজেও আমার ছবি পাওয়া যায় কিন্তু! কই পাওয়া যায় কমুনা। 😀
৪। একটা সত্যি কথা বলি: ব্লগের সবাইকে কমবেশি নস্টালজিয়ায় আক্রান্ত করতেই নস্টালজিয়ার কবলে পোস্টগুলি দেই। ব্যাপারটা অনেকটা ভাইরাস ছড়িয়ে দেয়ার মতো আর কী! 😀
৫। আজকাল মহাভারত নিয়ে লিখতে ভয় পাই। ধর্ম নিয়ে যে অধর্ম শুরু হয়েছে! দেখা যাবে চাপাতি নিয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়েছে। 🙁
৬। সজু নাকি এই ব্লগের অনেকের বন্ধু তালিকাতেই ঘাপটি মেরে আছে। তা ভাই সজু, আমার তালিকাতেও ঘাপটি মেরে আছো নাকি হে?
৭। কিছু প্রশ্ন শুনলে আমি বধির হয়ে যাই। -:-
ব্লগার সজীব
নন্দিনী আপু ;( ;( ;(
শামীম আনোয়ার আল- বেপারী
বাহ ভালোই হলো একধাপে সবাইকে চেনা -{@
ব্লগার সজীব
ভবিষ্যতে কোন একদিন আপনিও থাকবেন এমন পোষ্টে -{@
শামীম আনোয়ার আল- বেপারী
হুম হতেও পারে , বেশি দিন বাঁচার ইচ্ছা জাইগা গেলো।
ব্লগার সজীব
শতায়ু হোক আপনার -{@
আবু খায়ের আনিছ
আমি যেন কেন কিছুই পারি না। আমাকে দিয়ে কিছু হবে না ভাই, সব জায়গায় শুধু ডাব্বা মারা।
একে এক বেশ কয়েজন আর্টিষ্টকে পেলাম আমরা, কিন্তু সজু ভাই যে এত ভালো আকঁতে পারেন জানতাম না।
এ ছবিগুলো দুয়েকদিনে আকাঁ নয়, অনেক পরিশ্রম করেই একেঁছেন। ভালোবাসায় মুগ্ধ। কথা হচ্ছে, আপনি চুপি চুপি তাহলে ফেইজবুকে গিয়ে আমায় দেখেও এলেন, একটা খোঁচা দিলেও পারতেন।
ব্লগার সজীব
হ্যাঁ ভাইয়া, খুঁজতে গিয়ে একটু সময় লেগেছে অবশ্য। খুঁজে পাই নাম তো তিনি আবার সোনেলার সঠিক মানুষটি কিনা বুঝতে পারিনা। সবাই যদি তাঁদের প্রফাইলে সোনেলার ব্লগার এটি জানাতেন তাহলে ভাল হতো। থাকিনা একটু লুকিয়ে 🙂 অনেকের আইডিতেই আছি আমি, অন্য নামে 🙂 ব্লগের আইডি গুলো ফেইসবুকে এড থাকলে ব্লগের চেয়ে ফেইসবুকে একটিভ থাকা হয় বেশি। ৭ বছরের ব্লগিং জীবনে এই অভিজ্ঞতা হয়েছে।
আবু খায়ের আনিছ
আমার প্রোফাইলে ত সোনেলাই দেওয়া আছে ভাইয়া, ওয়ার্ক এট, সোনেলা এবং স্টুডেন্ট আর কিছু নেই।
আমার সাথে অনেকেই এড আছে, তবে ব্লগের বাইরে উনাদের সাথে এবং অন্য সবার সাথেই আমার সম্পর্ক বলতে লেখা দেখি পড়ি এই যা, মাঝে মাঝে টুকটাক মন্তব্য করি, নয়ত নয়। চ্যাট ফ্যাট এগুলো আমাকে দিয়ে শুধু ব্লগারগন নয় কারো সাথেই হয় না।
ফেইজবুক একরকম ছেড়ে দেওয়ার মতই, যতটুকু সময় পাই ব্লগেই কাটিয়ে দেই, মাঝে মাঝে যাওয়া হয় শুধু কিছু প্রয়োজনীয় কাজে।
ধন্যবাদ ভাইয়া।
ইঞ্জা
ভাই আপনার বদৌলতে নিজের এস্কেচ পেয়ে থা দিন করে নাচতে ইচ্ছে করছে। \|/
ঈঞ্জা আমার ডাকনাম আসলে ঘরের সবাই ডাকে ইঞ্জিনিয়ার নামে যার শর্টে ইঞ্জা ডাকে প্রিয়জনরা। 😀
এই লেখাই সবার সম্পর্কেকে জানাটাই আমার আসল প্রাপ্তি তাই ধন্যবাদ আপনার প্রাপ্য।
আর ব্লগিং, তা আমি শিখে যাবো যেমন কলা গাছ কাটতে কাটতে ডাকাত তেমনি আর কি। :p
ব্লগার সজীব
নাচ তো আরম্ভ করেই দিলেন 🙂 আর ব্লগিং তো শিখেই গেলেন। হ্যাপ্পি ব্লগিং -{@
ইঞ্জা
ধন্যবাদ
জিসান শা ইকরাম
সজু যে বেগুন না তা তো আমরা সবাই জানি। আইন্সটাইন যা পারেননি আপনি তা পারেন, এটির প্রমানও দিয়েছেন। জুতোচুরি আর বলার অপেক্ষা রাখেনা।
এই ঘুম জড়ানো ফটোটিই যে আমার ট্রেড মার্ক সজু সাহেব। ব্লগ, ফেইসবুক, মেইল সব কিছুতেই এই ফটো। ফেবুতে মাঝে মাঝে পাল্টাই অবশ্য।
সবার ছোট করে মুল্যায়ন সহ পোষ্ট ভালই হয়েছে। দুই পোষ্টের মাঝে সময়ের ব্যবধান এত চাই না।
ফাঁকি কিন্তু ধরে ফেলেছি 🙂
ব্লগার সজীব
বুঝেছি ভাইয়া। ধন্যবাদ আপনাকে, সময়ের ব্যবধান কমিয়ে আনার চেষ্টা করবো। ধরবেনই তো 🙂 প্লে ষ্টোর আছে যখন পেন্সিল স্কেচে চিন্তা কি? 😀
নাসির সারওয়ার
উদ্ভট কিন্তু খুবই চমৎকার আইডিয়া। ছোট ছোট কথার ভাঁজে অনেক ভালো উপাস্থপনা। তবে তুলি থুক্কু পেন্সিলের মাথা কি আমার স্কেচের সময়ই ভাংলো! আমার কপালের উপরে একটু ঘসাঘসি কম হয়েছে।
নিয়মিত পড়ছি অনেক ভালো ভালো লেখা এখানে। সামান্য একটু কাজের চাপে লেখা হচ্ছেনা। অবশ্যই লিখবো।
আর আমিও আমার আপুনিয়াকে মিস করছি। উনি আসলেই একটা কবিতা উপহার দেবো ওনাকে।
অনেক শুভেচ্ছা এই মজার লেখককে।।।
ব্লগার সজীব
ধন্যবাদ ভাইয়া 🙂 সব দোষ পেন্সিল স্কেচের সফট এর, আমার কুন দোষ নাই। ব্যস্ততা কমলে অবশ্যই লিখবেন। আমার পড়তে ভাল লাগে -{@
ইলিয়াস মাসুদ
খুব দারুণ একটা পোষ্ট,রম্য টাইপের হলেও আমার মনে ধরেছে,মায়া আপুকে অনেক অনেক মিস করি,আজ বেশ কিছুদিন আমি সোনেলাতে নিয়মিত লিখতে পারছি না,কিন্তু সকালে কাজে এসেই সোনেলা খুলে পড়তে থাকি কাজের ফাঁকে ফাঁকে,মায়া আপুর লেখার দারুণ ভক্ত আমি,তার লেখার অপেক্ষায় থাকি…….. জানি উনি আসবেন,আমার বিশ্বাস আমার সাথে প্রতারনা করেনি কোনদিন।
এবার আমার কিছু ফিরিস্তি তুলে ধরছি,হাসির খোরাক হবে জানি তবুও আমি যেমন।আমি যে কম্পিউটার থেকে সোনেলাতে লগইন হয়ে পড়ছি সেখানথেকে বাংলা টাইপ করতে পারিনা,আর যেখানে বাংলা টাইপ করতে পারি সেখান থেকে সোনেলাতে যেতে পারিনা,শুধু ইনসিকিউর দেখাই…….।
আপাতত যেভাবে আপনাকে মন্তব্য করবোই বলে পন করেছি তা হলো,এই কম্পিউটার থেকে বাংলা লিখে আমাকেই আমি ইমেইল করবো আর সেখান থেকে কপি করে সোনেলাতে পেষ্ট করবো, আশা করছি সাক্সেস হবো।আসলে এসব খুব একটা বড় ব্যাপার না জানি,আসলে সময় টাও একটু খারাপ যাচ্ছে,তবে সব কিছু ঠিক করে খুব দ্রুত সবাই কে মন্তব্য করতে সক্ষম হবো বলে আশা করছি……….।
ব্লগার সজীব
ধন্যবাদ আপনাকে। এত কষ্ট করে মন্তব্য দিচ্ছেন সোনেলায়? সোনেলাকে ভাল বাসেন বলেই এত কষ্ট করছেন বুঝতে পারছি। ভাইয়া আপনি অভ্র ইন্সটল করে নিন না, আমি তো অভ্র দিয়ে লিখছি। কোন সমস্যা তো হচ্ছে না। সময় দ্রুত ভাল হয়ে যাক -{@
নীলাঞ্জনা নীলা
ভাভু বাইয়া এসব কি!!!
নিজের স্কেচ দেখে মজা পেয়েছি খুব, জীবনে এই প্রথম কেউ আমার স্কেচ আঁকলো।
ছবি আঁকায় আমি এতো বেশী পারদর্শী, তাই আঁকিনা। :p
সত্যি বলছি মনটা অনেক বেশী ভালো হয়ে গেলো, এতো সুন্দর স্কেচ এঁকেছেন তাও আমার! 🙂
অহম-তিরিকে আপনারা যারা ভালোবাসেন, অনুপস্থিত ছিলেন। তাই ওরা দুজন আসেনি। যাক শুনে ভালো লাগলো আপনি প্রিয় হতে চান। যখন বিয়ের জন্য কনে দেখবেন আমায় নিয়ে যাবেন। আপনি যে প্রিয়র মতো সেটা আমি বলবো কনেপক্ষের কাছে। ঠিক আছে?
ভাইয়া আমি কি লিখি, কি না, আপনাদের সবার ভালোবাসা লিখিয়ে নেয়। এখানে এসে মনে হয় আমার হিজিবিজি সব লেখাই আপনাদের সবার ভালো লাগবে।
এতো সুন্দর একটা পোষ্ট লিখেছেন। -{@
ব্লগার সজীব
ভাভু ভাইয়া ডাক যেন আমি শুনতে পাই দিদি 🙂 নিজে এঁকেছি নাকি? সব পেন্সিল স্কেচ এর কেরামতি 😀 আচ্ছা কনে দেখতে নিয়ে যাবো আপনাকে। আমার হবু স্ত্রী সোনেলার ব্লগার হলে কতই না ভাল হতো। সব দেখতে পেতো 🙂
সবার লেখা ভাল লাগে নাকি? আপনি ভাল লেখেন বলেই ভাল লাগে -{@
নীলাঞ্জনা নীলা
যাক আমার ভাভু ভাইয়া ডাকটা তাহলে স্বার্থক। আরে আমি পেন্সিল স্কেচের কেরামতিও তো জানিনা। 🙁
কতো কিছু যে জানিনা। ;(
তার মানে কি!!! ;?
সোনেলায় কি আমাদের ভাভু ভাবী আছে? 😀
লেখা নিয়ে কথা নেই, এখন তো শুধু ভাভু ভাবীকে খুঁজবো। \|/
ব্লগার সজীব
যদি থাকতো 🙂
ঘুমের ঘোরে কেটে যাওয়া অনন্ত পথ
আপনার আকার হাত অসাধারণ
এক পোস্টেই সবাইকে দেখতে পেলাম। ভাল লাগলো
শুভকামনা
ব্লগার সজীব
প্নেন্সিল স্কেচ সফটা আসলেই ভালো 🙂 ধন্যবাদ ভাইয়া -{@
মারজানা ফেরদৌস রুবা
এম্মা! সজু দেখি আমার স্কেচও আঁইক্যা ফালাইছে!!! 😮
আহা, কতোকাল শখ ছিলো নিজের চেহারার আঁকা একখান স্কেচ দেখুম। ওরে ভাই রে, অনেক ধন্যবাদ।
আর ধারণাটি অমূলক নয় :p
ব্লগার সজীব
আপনাকেও ধন্যবাদ আপু। ধারনা মিলে গেলো বলে ভাল লাগছে, অনেক শ্রদ্ধা আর শুভেচ্ছা আপনাকে -{@
অপার্থিব
পোষ্টে ফাইভ ষ্টার। অনেকের ছবি দেখার সৌভাগ্য হল, অল্প কথায় বর্ণনাও ভাল হয়েছে। গুহামানব হওয়ায় আপাতত ছবি দিতে পারছি না , দুঃখিত। আপনার মেইল এড্রেসটা দিয়েন, বিনা পয়সায় একটা দারুণ স্কেচ আঁকানোর সুযোগ হাতছাড়া করানোটা ঠিক হবে না।
ব্লগার সজীব
ধন্যবাদ অপার্থিব ভাইয়া -{@ , আসলে আমি যা লেখি বা পোষ্ট দেই তা ব্লগিং এর পর্যায়ে পরেনা। সমস্ত ব্লগ সাইটেই দু একজন থাকা উচিৎ হাসি, আনন্দ দিয়ে পরিবেশকে মাতিয়ে রাখতে। সোনেলায় এই দায়িত্বটি নিজেই নিলাম 🙂 গুহামানব আমিও, ইচ্ছে করেনা গুহা হতে বাইরে আসতে। অন্য ব্লগে লেখার সময়ে বাইরে পদচারনা ছিল খুব, অভিজ্ঞতা তিক্ত। তাই গুহায় আশ্রয় নিয়েছি। ব্লগার সজীব লিখে সার্চ দিননা গুগলে, কিছুটা বাইরে উকি দিয়েছি 🙂
গাজী বুরহান
পিলাচ না দিয়ে যেঁতে পারলামনা++++++++++++++++
ব্লগার সজীব
ধন্যবাদ না দিয়ে পারলাম না 🙂
রিমি রুম্মান
এত সুন্দর একটি পোস্ট আমার নজর এড়িয়ে গেলো ! তবে আমাকে নিয়ে লেখায় একটু ভুল ছিল। আমার তো কবিতার বই প্রকাশিত হয়নি। বইটি ছিল চারিপাশের ঘটনা নিয়ে আমার টুকরো টুকরো ভাবনা, অনুভূতি এবং উপলব্ধি নিয়ে। “সোনেলা” ছাড়া অন্য কোন ব্লগে আমি লিখি না, বিধায় আমার ব্লগ মানেই “সোনেলা” । “সোনেলা”র কথা আমার পরবর্তী বইতে উল্লেখ থাকবে। কেননা, এখান থেকেই আমার লেখালেখি নিয়ে প্রকাশ্যে আসা।
অরুনি মায়া আপুকে খুব মিস করি। মায়া লাগিয়ে দূরে দূরে থাকা__ ঠিক না।
নিজের স্কেচ দেখে নিজের প্রেমেই পড়ে গেলাম, হাহ্ ! :p
খুশি হয়ে দিলাম -{@
ব্লগার সজীব
দুঃখিত আপু, পোষ্ট এডিট করে দিচ্ছি। আপনি সোনেলার নাম না লিখলেও আমরা জানি, আপনি অন্য কোথাও লেখেন না। লেখালেখির জগতে আপনি আরো উন্নতি করুন,এই আশা রাখি।
ধন্যবাদ আপু -{@
খেয়ালী মেয়ে
সব্বাই ভূলে গেছে 🙁
ব্লগার সজীব
কে কাকে ভুলে গেছে? সব সময়ই মনে করি আপু আপনাকে। এই পোষ্ট দেখেই তো আপনি আসলেন, না হলে এত দ্রুত আসতেন নাকি? 🙂 আমরা কেমন আছি, একটু খোঁজও নেন নি আপনি 🙁 আপনি আমাদের পরী, আপনার জন্য আলাদা পোষ্ট হবে, বুঝতে পেরেছেন এবার?
আপু কেমন ছিলেন? কেমন আছেন? ভাইয়া কেমন আছেন? নিয়মিত চাই আপনাকে। সোনেলার রত্ন আপনি, বোঝেন এটি?
খেয়ালী মেয়ে
ইশশ আপনি দেখি ভালো পামপট্টি মারা শিখে গেছেন?
আমরা সবাই ভালো আছি,,আর আমি সোনেলার সাথেই ছিলাম ,কিন্তু আমার নীরব উপস্থিতি কেউই টের পেলো না, আফসোস 🙁
ব্লগার সজীব
আপনার জন্য আলাদা পোষ্ট দিয়েই বুঝিয়ে দেব যে ইহা পামপট্টি নয়ে 🙂 সোনেলায় লগইন না হলে বুঝব কিভাবে আপনি উপস্থিত ছিলেন? আপু কিছু লেখুন -{@
চাটিগাঁ থেকে বাহার
মনে হচ্ছে আপনি খুব মজার মানুষ।
আপনার মাধ্যমে অনেককেই জানলাম। প্রত্যেকের লিংকটা দিলে আরো ভাল লাগত। আপনাকে অনেক ধন্যবাদ।
নীরা সাদীয়া
কবে আমারটা আঁকবেন, সেই অপেক্ষায় রইলাম ভাইয়া। সোনেলায় আমার উঠোনে আমন্ত্রণ রইল।
কামাল উদ্দিন
অনেক অনেক চমৎকার হয়েছে ভাই