সোনেলায় লিখতে চান , কিন্তু বুঝতে পারছেন না , কিভাবে এখানে নিবন্ধিত হবেন । তাদের সুবিধার কথা ভেবে এই পোস্ট আবার প্রথম পাতায় এনে রাখা হলো ।
সোনেলা ব্লগে নিবন্ধন অন্যান্য সাইটের তুলনায় বেশ সহজ । তারপরেও সবার কথা বিবেচনা করে নিবন্ধন , লগইন , নিজস্ব প্রোফাইল পূর্ণ করন ইত্যাদি বিষয়ে ধারনা দেয়ার জন্য এই পোষ্ট দেয়া হোল ।
নিবন্ধনঃ
প্রথম পাতার উপরে বাম দিকে নিবন্ধন এ ক্লিক করুণ , এরপর নিচের ছবির মত একটি পেইজ আসবে ।
ইউজার নাম দিন ইংরেজিতে । ইউজার নাম ছোট হলে ভালো হয় , পরবর্তীতে লগইন করতে আপনার সুবিধা হবে । ইউজার নাম আপনার প্রতিবার লগইন হবার সময়ে প্রয়োজন হবে। এরপর আপনার ইমেইল ঠিকানা দিয়ে নিবন্ধন করুণ এ ক্লিক করুণ । আপনার ইমেইলে একটি পাসওয়ার্ড চলে যাবে । ঐ পাসওয়ার্ড কপি করে ইমেইলে যে লিংক যাবে তাতে ক্লিক করুণ । লগইন বক্স আসলে সেখানে ইউজার নাম এবং কপি করা পাসওয়ার্ডটি পেষ্ট করুণ এবং পরবর্তী ধাপ অনুসরন করুণ।
পুরো নামঃ এখানে আপনি আপনার নাম লিখুন । এটি আবশ্যক নয় ।
ব্লগার নামঃ যে নামে আপনি ব্লগ লিখতে চান , তা অবশ্যই বাংলায় লিখুন ।শোভন কোন নাম দিন ।
যে নামে লিখতে চানঃ এখানে ডান পাশে ক্লিক করে নামটি সিলেক্ট করুণ।
ইমেইলঃ আপনার ইমেইল ঠিকানা এখানে দেখবেন , এটি শুধু আপনিই দেখবেন , এটি এভবেই রাখুন ।
ওয়েব সাইটঃ আপনার যদি কোন ওয়েবসাইট থাকে , তার লিংক দিন এখানে ।
আত্মজীবনীমূলক সংক্ষিপ্ত তথ্যঃ নিজের সম্পর্কে কিছু লিখুন । আপনার চিন্তা ভাবনাও লিখতে পারেন।
নতুন পাসওয়ার্ড এখানে আপনি আপনার মত পাসওয়ার্ড দিন । পরের শূন্যস্থানে আগের পাসওয়ার্ড টি পুনরায় দিন ।
ছবিঃ একটি ছবি নির্বাচন করুণ , যেটি আপনাকে চিনতে সাহায্য করবে সহজে । নিজের ছবি অথবা অন্য কোন শোভন ছবি।
প্রোফাইল হালনাগাদ করুনঃ এখানে ক্লিক করলেই আপনার প্রোফাইল হাল নাগাদ হয়ে যাবে। কিছুক্ষণ অপেক্ষা করে , পেইজের উপরে সোনেলা লেখায় ক্লিক করে প্রথম পাতায় চলে যান ।
উপরের ছবিটি আপনার ব্লগ এর সব । আপনি আপনাকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন , নতুন লেখায় ক্লিক করে লেখা দিন , আমার সকল লেখায় ক্লিক করে আপনার সকল লেখা দেখুন , প্রোফাইল এ ক্লিক করে আপনার নিজস্ব তথ্য হাল নাগাদ করতে পারেন , লগ আউট এ ক্লিক করে প্রস্থান করতে পারেন ।
পরবর্তীতে সোনেলার সমস্ত ফিচার সমুহ সম্পর্কে ধারনা দেয়া হবে।
সোনেলার সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ ।
১৯টি মন্তব্য
আদিব আদ্নান
অতি প্রয়োজনীয় লেখা ,
আমরা অবশ্যই মনযোগী হব ।
সোনিয়া হক
আমার কিন্তু কোন সমস্যা হয়নি। একবারেই পেরেছি সব 🙂 ফিচার সম্পর্কে জানার অপেক্ষায় রইলাম।
এই মেঘ এই রোদ্দুর
ধন্যবাদ শেয়ার করার জন্য
মিসু
উপকার হবে অনেকের । ধন্যবাদ ।
ছাইরাছ হেলাল
কাজে দেবে ।
বনলতা সেন
আরও আগে দিলে ভাল হত ।
যাযাবর
এদেখি অ আ শিখাচ্ছেন 🙂 আপনাদের মোবাইল অপশনটা খুব ভালো । আমি তো আমার আইডি মোবাইল দিয়েই করেছি। লিখছি মোবাইল দিয়ে । শুধু ছবি দেই পিসি দিয়ে ।
শিশির কনা
এই পোষ্ট আগে কেন দেয়া হলোনা ? কত কষ্ট করে একা একা শিখেছি 🙁
প্রজন্ম ৭১
যারা একেবারে নুতন , তাঁদের কাজে লাগবে এটি ।
ব্লগার সজীব
উপকারী পোস্টের জন্য সোনেলাকে ধন্যবাদ ।
হতভাগ্য কবি
(y) (y) 😀 😀 😀
মিসু
লগইন সমস্যা হচ্ছে ।
মোঃ আমিনুল ইসলাম
আমার মনে হয় মন্তব্য অপশনে সমস্যা আছে একটু….আমার পোস্টে যদি অন্য কেউ মন্তব্য করে তাহলে তাদের মন্তব্য পোস্টদাতা এডিট করতে পারবে…এটা আসলেই ঠিক নয়। একমাত্র এডিটর কিংবা এডমিন সকল কিছু পরিবর্তন করতে পারবেন আর পোস্টদাতা তার নিজস্ব মন্তব্য পরিবর্তন করতে পারবেন। বন্ধুব্লগ ঘুরে দেখতে পারেন…. সোনেলা ব্লগটি সত্যি চমৎকার।
জিসান শা ইকরাম
বিষয়টি আমাদের দৃষ্টি এড়িয়ে গিয়েছিল
আপনাকে অনেক ধন্যবাদ এটি নজরে আনার জন্য
দ্রুত ঠিক করার ব্যবস্থা নেয়া হচ্ছে ।
অনুশঙ্কর গঙ্গোম্যাক্সিম
বিষয়টি সবার দৃষ্টিগোচরে আনার জন্য ধন্যবাদ। -{@
তন্দ্রা
এই অতি গুরুত্বপূর্ণ তথ্যটি শেয়ার করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ।
তবে আমি নিজেই নিজেই করেছি কিন্তু কাউকে বুঝাতে পারবনা।
খসড়া
ধন্যবাদ।
বৈশাখী ঝড়
অতি প্রয়োজনীয় একটি পোস্ট। নতুনদের জন্য কাজে আসবে
জিসান শা ইকরাম
এত সহজ ভাবে লিখে পোস্ট দেয়ার পরেও আইডি করে অনেকে ইংরেজীতে ।এনাদের কিভাবে আর বুঝানো সম্ভব ?