সোনেলায় লিখতে চান , কিন্তু বুঝতে পারছেন না , কিভাবে এখানে নিবন্ধিত হবেন । তাদের সুবিধার কথা ভেবে  এই পোস্ট আবার প্রথম পাতায় এনে রাখা হলো ।

সোনেলা ব্লগে নিবন্ধন অন্যান্য সাইটের তুলনায় বেশ সহজ । তারপরেও সবার কথা বিবেচনা করে নিবন্ধন , লগইন , নিজস্ব প্রোফাইল পূর্ণ করন ইত্যাদি বিষয়ে ধারনা দেয়ার জন্য এই পোষ্ট দেয়া হোল ।

নিবন্ধনঃ
প্রথম পাতার উপরে বাম দিকে নিবন্ধন এ ক্লিক করুণ , এরপর নিচের ছবির মত একটি পেইজ আসবে ।

ইউজার নাম দিন ইংরেজিতে । ইউজার নাম ছোট হলে ভালো হয় , পরবর্তীতে লগইন করতে আপনার সুবিধা হবে । ইউজার নাম আপনার প্রতিবার লগইন হবার সময়ে প্রয়োজন হবে। এরপর আপনার ইমেইল ঠিকানা দিয়ে নিবন্ধন করুণ এ ক্লিক করুণ । আপনার ইমেইলে একটি পাসওয়ার্ড চলে যাবে । ঐ পাসওয়ার্ড কপি করে ইমেইলে যে লিংক যাবে তাতে ক্লিক করুণ । লগইন বক্স আসলে সেখানে ইউজার নাম এবং কপি করা পাসওয়ার্ডটি পেষ্ট করুণ এবং পরবর্তী ধাপ অনুসরন করুণ।

প্রোফাইল তথ্য সম্পূর্ণ করুণঃ

পুরো নামঃ এখানে আপনি আপনার নাম লিখুন । এটি আবশ্যক নয় ।

ব্লগার নামঃ যে নামে আপনি ব্লগ লিখতে চান , তা অবশ্যই বাংলায় লিখুন ।শোভন কোন নাম দিন ।

যে নামে লিখতে চানঃ এখানে ডান পাশে ক্লিক করে নামটি সিলেক্ট করুণ।

ইমেইলঃ আপনার ইমেইল ঠিকানা এখানে দেখবেন , এটি শুধু আপনিই দেখবেন , এটি এভবেই রাখুন ।

ওয়েব সাইটঃ আপনার যদি কোন ওয়েবসাইট থাকে , তার লিংক দিন এখানে ।

আত্মজীবনীমূলক সংক্ষিপ্ত তথ্যঃ নিজের সম্পর্কে কিছু লিখুন । আপনার চিন্তা ভাবনাও লিখতে পারেন।

নতুন পাসওয়ার্ড এখানে আপনি আপনার মত পাসওয়ার্ড দিন । পরের শূন্যস্থানে আগের পাসওয়ার্ড টি পুনরায় দিন ।

ছবিঃ একটি ছবি নির্বাচন করুণ , যেটি আপনাকে চিনতে সাহায্য করবে সহজে । নিজের ছবি অথবা অন্য কোন শোভন ছবি।

প্রোফাইল হালনাগাদ করুনঃ  এখানে ক্লিক করলেই আপনার প্রোফাইল হাল নাগাদ হয়ে যাবে। কিছুক্ষণ অপেক্ষা করে , পেইজের উপরে সোনেলা লেখায় ক্লিক করে প্রথম পাতায় চলে যান ।

উপরের ছবিটি আপনার ব্লগ এর সব । আপনি আপনাকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন , নতুন লেখায় ক্লিক করে লেখা দিন , আমার সকল লেখায় ক্লিক করে আপনার সকল লেখা দেখুন , প্রোফাইল এ ক্লিক করে আপনার নিজস্ব তথ্য হাল নাগাদ করতে পারেন , লগ আউট এ ক্লিক করে প্রস্থান করতে পারেন ।

পরবর্তীতে সোনেলার সমস্ত ফিচার সমুহ সম্পর্কে ধারনা দেয়া হবে।

সোনেলার সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ ।

 

১জন ১জন
0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ