একটা সম্পর্কের শেষ হয়তো দুজনের মুখের কথা দিয়ে শেষ হয়, কিন্তু শেষ করার পরও সেই ভালবাসার অস্তিত্ব মনের মাঝে থেকেই যায়। যা কখনো শেষ হয়না। হয়তো আমাদের নিজের ভুলগুলো একটা সম্পর্ক নষ্ট করতে বাধ্য করছে, সে ভুলগুলো বুজতে পেরে আজকে আমরা মুখে বলছি ‘ আর না,অনেক হয়েছে,সবকিছুর একটা সীমা আছে, এভাবে হয়না, এবার সব শেষ করতে হবে।’ কিন্তু তারপরও সাথে সাথেই মন বলছে, “না , সে যেন চলে না যায়, আমি বকা দিলেও সে যেন চুপ করে থাকে, সে যেন তার দোষগুলো শিকার করে আমাকে জড়ায়ে ধরে, সে যেন কাঁদতে কাঁদতে বলে আর এমন হবে না।’
সম্পর্কের শেষে সব ধরনের দায়িত্ব থেকে মুক্ত বলে যখন বাসায় ফিরে আসে দুজন, তখন হয়তো নিজেদের স্বাধীন মনে হয়, কিন্তু সেই সময়টায় হয়তো জীবনের একমাত্র সময় যখন নিজেকে অনেক বেশি পরাধীন হতে ইচ্ছে করে। ‘ তুমি আমাকে কখনো আর ফোন দিবেনা ‘ বলে আসা ছেলে বা মেয়েটিও চোখ বন্ধ করে ভাবে, ‘ সে যেন আমাকে ফোন দেয়, সে যেন আমাকে জিজ্ঞেস করে আমি কেমন আছি, সে যেন আমাকে বলে আমি কি করছি, সে যেন আমাকে বলে আমি খেয়েছি কি না, সে যেন আমাকে বলে সত্যি কি সব শেষ? ‘ আমি কাঁদতে কাঁদতে বলতাম, ” না” আমি শেষ করতে পারছি না’
হয়তো এখন বন্ধুদের সাথে অনেক রাত করে আড্ডা দিয়ে বাসায় ফিরলেও কারো কথা শুনতে হয়না, অথবা কলেজ ফাঁকি দিয়ে বান্ধবীদের সাথে ফুসকা খেতে গেলেও আজ কেউ কিছু বলেনা। কিন্তু তারপরও মন বলে, সে যেন আমাকে ফোন দেয়, আমি যেন তার ভয়ে তারাতাড়ি বাড়ি ফিরে যাই।
এভাবেই সম্পর্কহীন এক স্বাধীন জীবন, পরাধীন হওয়ার জন্য কাতর হয়ে উঠে। হয়তো এভাবে নতুনভাবে শুরু হয় অনেক কিছু, কিন্তু মনে মনে থেকে যায় সেই স্মৃতি, কিছু কথা, কিছু আবেগ, কিছু ভালবাসার প্রহর, যা বারবার নিজেকে অতীতে নিয়ে যায় ৷
[ সম্পর্কগুলোর শেষ হয় মুখে মুখে, কিন্তু মনে মনে থেকে যায়, তার স্পর্শ, তার কথা, তার হাসি, তার অভিমান। ]
২০টি মন্তব্য
জিসান শা ইকরাম
রাফি, অদ্ভুত সুন্দর একটি লেখা লিখেছ। মানুষের মন নিয়ে এত টাচি লেখা আমি কবে পড়েছি মনে নেই।
সম্পর্ক নিয়ে একেবারে সঠিক বিশ্লেষন মুলক একটি লেখা লিখেছ।
তোমাকে অনেক অনেক ধন্যবাদ।
শুভ কামনা।
রাফি আরাফাত
আপনার মন্তব্য আমার অনুপ্রেরণা ভাই। ভালো থাকবেন।
জিসান শা ইকরাম
এই লেখায় তুমি তোমার বয়সকে অতিক্রম করে গিয়েছ।
রাফি আরাফাত
লজ্জা লাগছে। হিহিহি। ভাষা নেই কিছু বলার৷ দোয়া রাখবেন!
সালমা আক্তার মনি
ঠিক তাই মুখের কথায় সম্পর্ক শেষ করে দিলেই তা শেষ হয় না! পৃথিবীতে বোধকরি সবচেয়ে কঠিন কাজ একটি সুন্দর সম্পর্ক তৈরি করা তাই তা শেষ হয়ে গেলেও হৃদয়ের গহীন গভীরে কোথাও না কোথাও তার রেশ থেকেই যায়!
রাফি আরাফাত
মনের কথা বলেছেন আপু। ভালো থাকবেন। ধন্যবাদ
শিরিন হক
খুব সুন্দর একটি লেখা। অভিমান হলে মনের ভাবনা গুলো এমনি হয় যেনো সে আমাকে এসে বলে স্যরি।
কিছু সম্পর্ক মান অভিমানে ভেঙে যায় কিন্তু ভালোবাসার অনুভুতি সহৃদয় থেকে যায়।খুব সুন্দর অনুভুতির প্রকাশ করেছেন এখানে।
শুভকামনা রইলো।
রাফি আরাফাত
অসংখ্য ধন্যবাদ আপু
সাবিনা ইয়াসমিন
[ সম্পর্কগুলোর শেষ হয় মুখে মুখে, কিন্তু মনে মনে থেকে যায়, তার স্পর্শ, তার কথা, তার হাসি, তার অভিমান। ]…..
এরপর আর কি বলার থাকে! সম্পর্কের আসলে কোনো সমাপ্তি নেই। কেবল রুপ বদলায়।
খুব সুন্দর, সাজানো-গোছানো ভাবনা। ভালো থাকো। শুভ কামনা 🌹🌹
রাফি আরাফাত
ধন্যবাদ আপু!
ছাইরাছ হেলাল
ইচ্ছে করলেই সব কিছু মুছে ফেলা যায় না,
পরাধীনতা আমাদের লাগেই, মনের অজান্তে।
রাফি আরাফাত
জি ভাই। ঠিক বলছেন। ধন্যবাদ
তৌহিদ
সম্পর্ক নিয়ে নিজের এমন সুন্দর অনুভূতি ব্যক্ত করলেন ভাই, অভিভূত হলাম। এমনই হয় আমাদের জীবনে কিন্তু গভীর ভাবে ভাবিনা আসলে।
সুন্দর একটি লেখা উপহার দেবার জন্য ধন্যবাদ প্রাপ্য আপনার।
রাফি আরাফাত
অনুপ্রেরণা ভাই। ধন্যবাদ অনেক। ভালো থাকবেন।
রেহানা বীথি
সুন্দর লিখলেন।
সম্পর্ক মানে মধুর পরাধীনতা।
রাফি আরাফাত
অসংখ্য ধন্যবাদ
ইঞ্জা
অদ্ভুত সুন্দর লেখা, ইশ এমন লেখা আমি লিখতে পারিনা কেন?
খুব ভালো লাগলো ভাই।
রাফি আরাফাত
আপনার লেখাও আমার ভিশন পছন্দের ভাই। শুভ কামনা ভাই। ভালো থাকবেন
ইঞ্জা
অনিঃশেষ ধন্যবাদ ভাই
মনির হোসেন মমি
আসলের মনের কি চাহিদা বা পরিবর্তনটা কখন কোন রং ধারণ তা বলা মুসকিল। মন নিয়ে চমৎকার একটি লেখা পড়লাম। ধন্যবাদ ভাইটি।