শুন্যতার আওয়াজ

মেহেরী তাজ ২৪ ডিসেম্বর ২০১৪, বুধবার, ১২:১৬:৫১পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৮ মন্তব্য

সকাল সকাল উঠে খেজুররস, একটু বেলা হতেই মায়ের হাতের পায়েশ,
তারপর আর একটু বেলা হতেই পোলাও এর চাল,গাজর,নতুন আলু,দুচার টা পুই শাক, নাম মনে পরছে না এমন কিছু সবজী দিয়ে গরম গরম খিচুরি,আর ডিম ভাজি,
দুপুরে মায়ের হাতের স্পেশাল ডাল,আলুর ভর্তা,কই মাছ ভাজি,সীম ভাজি আর নতুন চালের ভাত খুব খেতে ইচ্ছা করছে।

শিশির ভেজা সরিষা ক্ষেত দেখিনি এবছর।
রং বেরং এর ঘুরি উড়ানো দেখিনি এ বছর।
পুকুর পাড়ে বসে বসে পিচ্চিদের গাদোল খেলা দেখিনি এবছর।
পানির ভয়ে পুকুর পাড়ে দাড়ায়ে কোন পচ্চি কে কাঁদতে দেখিনি এবছর।
বাজি ধরে সাঁতার কাটে তিন বিঘা পুকুর টা পার হতে দেখিনি কাওকে এবছর।
খেজুরে রস চুরি করে খাইতে দেখিনি এবছর।
মাঝ রাতে গা ছম ছম করা শীতে কাতর শিয়াল গুলোর ডাক শুনি নি এবছর।
সবাই মিলে গোল হয়ে আগুন পোহাইনি এবছর।

কতদিন বাড়ি যাই না। বাড়ি যাবো।

৪৬৫জন ৪৬৫জন
0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ