শিশিরে রিতু

শুন্য শুন্যালয় ৫ অক্টোবর ২০১৬, বুধবার, ০৮:৫৬:২৪পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৪৭ মন্তব্য

20160910_112123 []
অন্ধকারে শিশির ঝরে পড়ে যখন, তখন অন্ধকার আর শিশিরের
এই ভীষণ ভালোবাসা দেখতে ইচ্ছে করলেও তুমি পারবেনা রিতু,
হাতের স্পর্শে গাল টিপে দিতে পারো,
শিশিরের শীষ বাতাস কেটে কেটে হু হু করবে নিঃশব্দের মতো করেই
তবুও ভোর অব্দি জেগে থাকতে হবে তোমায়
রাতের ঝুরঝুর শব্দ তখন অচেনা লাগবে দেখো তুমি,
দেখবে চৌম্বকীয় ভালোবাসা, কেমন করে গায়ে গায়ে লেপ্টে থাকে।
উহু, তুমিতো এখনো আসল টুকুই দেখোনি
অপেক্ষা করতে জানো তো?
করতে থাকো এক, দুই, তিন
সূর্য্য উঠছে,
মিলিয়ে যাবার আগ মূহূর্তে শিশির কেমন হেসে উঠবে একটু দেখবে না?
একে কেমন ভালোবাসা বলে জানো তুমি?
আদোতে ভালোবাসা এমনই
জেনেবুঝে নিজেকে মৃত্যুতে সমর্পন শুধু অই একটু হেসে উঠবে বলেই…

অস্বচ্ছ জানলা জুড়ে শিশিরের ফোঁটা, গড়িয়ে পড়বার ক্ষমতাও নেই, এতটাই ছোট কণা। সুন্দর কিংবা মন খারাপের দিনে অসুন্দর এই জানলার ওপাড়েই নীল একটু আকাশ। গলাগলি করে থাকা এই শিশিরের মতোই বেঁচে আছি, বেঁচে থাকি ক্ষুদ্র ক্ষুদ্র আবেগ নিয়ে নীল আকাশ চোখে।

মৌনতা রিতু আপুকে,

৬০৯জন ৬০৯জন
0 Shares

৪৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ