লগ্নভ্রষ্ট অঞ্জলি

সাদিক মোহাম্মদ ১২ মে ২০১৪, সোমবার, ১০:৪৩:৪৩অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য

একদিন ভালোবেসেছিলাম
কেউ দেয়নি- অভুক্ত ফিরেছি শেষে
ক্ষোভে অভিমানে পরেছি মুখোশ
প্রপঞ্চ-মোহে ঢেলে দিলে উজাড়

স্যাঁতস্যাঁতে বুকের আড়াল
উমেল হৃদয়- গোপন রত্ন খুতি
ব্যাকুল নখে খুটে খুটে খুলে দিলে সবই
সখা, স্বামী, প্রেমিক, স্বপ্নপুরুষ
অথবা দেবতার মতো করে

পেছনে প্রবল হাতছানি- জৌবিক আলোড়ন
বালুকাবেলায় এঁকে যাওয়া পদচিহ্ন মুছে ফেলে
এগিয়ে যাচ্ছি কেবল নিবিড় নির্জনে
আটপৌরে পাথর চোখে আজ কোন উদ্ধৃতি নেই
স্বপ্ন নেই বাঁধার

৪৮৩জন ৪৮৩জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ