একদিন ভালোবেসেছিলাম
কেউ দেয়নি- অভুক্ত ফিরেছি শেষে
ক্ষোভে অভিমানে পরেছি মুখোশ
প্রপঞ্চ-মোহে ঢেলে দিলে উজাড়
স্যাঁতস্যাঁতে বুকের আড়াল
উমেল হৃদয়- গোপন রত্ন খুতি
ব্যাকুল নখে খুটে খুটে খুলে দিলে সবই
সখা, স্বামী, প্রেমিক, স্বপ্নপুরুষ
অথবা দেবতার মতো করে
পেছনে প্রবল হাতছানি- জৌবিক আলোড়ন
বালুকাবেলায় এঁকে যাওয়া পদচিহ্ন মুছে ফেলে
এগিয়ে যাচ্ছি কেবল নিবিড় নির্জনে
আটপৌরে পাথর চোখে আজ কোন উদ্ধৃতি নেই
স্বপ্ন নেই বাঁধার
৮টি মন্তব্য
খসড়া
আকাশ জুড়ে চাঁদ। কেমন প্রেম বিলিয়ে যাচ্ছে একা একা। আসলে চাঁদ বড় একা।
সাদিক মোহাম্মদ
dhonnobad
ব্লগার সজীব
এ কেমন অঞ্জলী ?
সাদিক মোহাম্মদ
লগ্নভ্রষ্ট অঞ্জলি……. dhonnobad
মশাই
কবিতা কিন্তু অসাধারণ হয়েছে। ভাল লাগলো কিন্তু ভাইয়া কিছু মনে করবেন না যতি চিহ্ন ছাড়া আমার মতে কাব্যের ভাবের মাঝে লঘুতা চলে আসে। শুভচ্ছা রইল।
সাদিক মোহাম্মদ
আপনার অভিযোগ সত্য। ধন্যবাদ।
শুন্য শুন্যালয়
লেখায় কস্ট উজাড় আবেগ।। ভালো লেগেছে খুব…
সাদিক মোহাম্মদ
শুকরিয়া