দেশের কত আইনজীবী দেশের দশের কল্যাণ করার জন্য আমাদের মহামান্য হাইকোর্টে বিভিন্ন সময়ে বিভিন্ন সামাজিক অসঙ্গতি , জায়গা দখল পার্ক দখল নিয়ে রিট আবেদন করে , আবার আমাদের হাইকোর্ট বিভাগের কোন কোন বিচারপতির বেঞ্চ ও স্ব প্রণোদিত হয়ে আমাদের সরকার মহাশয়ের প্রতি রুল জারি করে কিন্তু আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্পদ ১২ টি হল ভূমি দস্যু রা দখল করে নিয়েছে এখানে কি কোন রিট আবেদনকারী আইনজীবী নাই , এখানে কি কোন বিচারপতি স্ব প্রণোদিত হয়ে আমাদের বীর বাহাদুর সরকার মহাশয়ের প্রতি রুল জারি করতে পারেন না , যে রাষ্ট্রের সম্পদ কেন ভূমি দূষ্যদের হাতে , রাষ্ট্র তুমি কার নাম ফুটানিদের না কি তোমায় রক্ষায় কাজ করে যারা তাদের ??

শাহ আজিজ
সমাজকর্ম বিভাগ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

৬৫৫জন ৬৫৫জন

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ