দেশের কত আইনজীবী দেশের দশের কল্যাণ করার জন্য আমাদের মহামান্য হাইকোর্টে বিভিন্ন সময়ে বিভিন্ন সামাজিক অসঙ্গতি , জায়গা দখল পার্ক দখল নিয়ে রিট আবেদন করে , আবার আমাদের হাইকোর্ট বিভাগের কোন কোন বিচারপতির বেঞ্চ ও স্ব প্রণোদিত হয়ে আমাদের সরকার মহাশয়ের প্রতি রুল জারি করে কিন্তু আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্পদ ১২ টি হল ভূমি দস্যু রা দখল করে নিয়েছে এখানে কি কোন রিট আবেদনকারী আইনজীবী নাই , এখানে কি কোন বিচারপতি স্ব প্রণোদিত হয়ে আমাদের বীর বাহাদুর সরকার মহাশয়ের প্রতি রুল জারি করতে পারেন না , যে রাষ্ট্রের সম্পদ কেন ভূমি দূষ্যদের হাতে , রাষ্ট্র তুমি কার নাম ফুটানিদের না কি তোমায় রক্ষায় কাজ করে যারা তাদের ??
শাহ আজিজ
সমাজকর্ম বিভাগ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
১৮টি মন্তব্য
মা মাটি দেশ
-{@ (y)
বাংলার কথা
-{@
বনলতা সেন
রাষ্ট্র কার তা তো বুঝতে কষ্ট হওয়ার কথা নয় ।
বাংলার কথা
হম তা বুঝতে কষ্ট হবার কথা নয় , তাহলে আমাদের মত আম জনতার কি হবে ??
মোঃ মজিবর রহমান
ভাই শাহ আজিজ, রাষ্ট্র এখন মতে সরকারের দালালের
আর আমরা তাদের নব্য শোষকের শোষিত সাধারন মানুষ।
বাংলার কথা
আমরা কার কাছে চাইবো বিচার ??
খসড়া
দিনে দিনে আগাছা বেড়ে জঙ্গল হয়েছে পরিষ্কার করা দুঃসাধ্য ও দুরহ বটে।
বাংলার কথা
হম দুরও বটে
নীহারিকা
দখল হওয়া সম্পত্তি উদ্ধারে অনেক সময় যুগের পর যুগ চলে যায়। আইন অনেক জায়গায় অসহায়।
বাংলার কথা
আইন অসহায় কিন্তু আমার রাষ্ট্র নামক প্রশাসন ব্যবস্থা , সরকার , বিচার বিভাগ ??
রাতুল
বোঝাই তো যাচ্ছে রাষ্ট্র কার………
বাংলার কথা
এই সকল চাটুকারদের পিছনে আর কত দিন চলা যায় ?
আদিব আদ্নান
চাটুকারদের ।
বাংলার কথা
হায়রে চাটুকাররা (9)
শুন্য শুন্যালয়
এর প্রতিবাদ করতে গেলেই সাধারণ ছাত্ররা মার খাবে নয়তো গুলি..দেশটা মগের মুল্লুকদের ..
বাংলার কথা
বলা যায় মগরে মুল্লক ই তারা পেয়ে গেছে
ছাইরাছ হেলাল
সুবিধাবাদের করায়ত্ত চলে গেছে ।
বাংলার কথা
ঠিক