বাংলা মায়ের দামাল
ছেলের দল
বিশ্ব টা কে দেখিয়ে দিল
যুদ্ধ জয়ে কেমন তাদের
দৃঢ় মনোবল ।
জোচ্চুরি আর চল চাতুরী
করবে কত আর ??
বিশ্ববাসী দেখছে সবাই
জয় হয়েছে কার ।।
টাকার কাছে বিক্রি তারা
আইসিসি এর দালাল যারা
ক্রিকেট টা কে পণ্য করে
আবেগ নিয়ে খেলা করে
বিশ্ব মোড়লেরা ।।
খেলতে যদি চাও
সময় থাকতে মোড়ল গিরি
বাদ দিয়ে যে দাও ,
ক্রিকেট টা কে বড্ড বেশি
ভালোবাসি মোরা
বাংলা মায়ের সোনার ছেলে
টিম টাইগার্স তোরা ।।
শাহ আজিজ
10-pm- 20-3-2015
৪টি মন্তব্য
কৃন্তনিকা
ভালো লাগলো…
আজিজ সাহেব “বাংলার কথা” হলেন কবে?
বাংলার কথা
কি বোর্ড দিয়ে বাংলা লিখতে গিয়ে আপু , ধন্যবাদ 🙂
ব্লগার সজীব
(y) (y)
সঞ্জয় কুমার
(y) -{@