
বেদুইন রাত! না-তো!
রাতের বেদুইন হবো প্রমত্ত কলেবরে,
পুষে রাখা রক্ত-ক্ষরিত-হৃদয়ের রক্ত ছিটাবো
ক্ষতাক্ত-যন্ত্রণার নান্দনিক ঐশ্বর্যে;
নক্ষত্রলোকে ছড়িয়ে দেবো আলোর ঝর্ণা।
গাঢ় নিদ্রা ফেলে দেবরাজ ইন্দ্র
বিস্মিত চোখে ভাববে, ভুল দেখছি না-তো!
দীঘল কিরণ-বার্তা পাঠাবো
পরীদের দেশে, ভালোবাসার নীল-খামে,
ঊষার-তোরণ খুলে দেয়ার আগেই চাই
সৌন্দর্য-পরীদের তপ্ত নিঃশ্বাস;
চুপচাপ নিস্তব্ধতার বিশীর্ণ-শীতে
ভালোবাসার মুঠি মুঠি স্বর্ণরেণুতে
পেলব বুকের নীরব-নিবিড় উষ্ণ-পরশে;
ক্ষত-অগ্নি দপ করে নিভে যাবে!
উচ্ছল প্রাণের উৎসবে।
ছবি নেটের;
১৬টি মন্তব্য
অনন্য অর্ণব
কেউ কেউ মহামরণের মহারণে ক্ষান্তি দেয়, আর কেউ কেউ সেই ক্লান্তিতে উষ্ণতার আলিঙ্গন খোঁজে। নিজেকে প্রস্তুত করে আরো একটি যুদ্ধের অনুক্রমনিকায় । শুভেচ্ছা সতত ।
ছাইরাছ হেলাল
লেখকের সুখ মনে মনে!
আপনাকেও শুভেচ্ছা অনেক অনেক।
শান্ত চৌধুরী
দীঘল কিরণ-বার্তা পাঠাবো
পরীদের দেশে, ভালোবাসার নীল-খামে,
ঊষার-তোরণ খুলে দেয়ার আগেই চাই
সৌন্দর্য-পরীদের তপ্ত নিঃশ্বাস;
দারুণ লিখেছেন ………..
ছাইরাছ হেলাল
পড়ার জন্য ধন্যবাদ।
ফয়জুল মহী
অনুপম ভাবনা, ভালো লাগলো ।
ছাইরাছ হেলাল
অনেক ধন্যবাদ পড়ার জন্য।
সুপর্ণা ফাল্গুনী
পরীদের তপ্ত নিঃশ্বাসে পুড়ে গেলে এত সুন্দর কবিতা কোথায় পাব? বেদুইন রাতে আলোর ঝর্ণা সবার জন্য মঙ্গল বয়ে আনুক। ধন্যবাদ ভাইয়া সুন্দর কবিতার জন্য
ছাইরাছ হেলাল
আলোর এ ঝর্ণাধারা বয়ে যাক সবার মাঝে
এ কামনা করি।
ভাল থেকে লিখতে থাকুন।
সুপায়ন বড়ুয়া
রাতের বেদুইন চাই
মরুভূমি কোথায় পাই।
যাক কবিতায় পাওয়া যায়।
শুভ কামনা।
ছাইরাছ হেলাল
মন দিয়ে পড়ার জন্য অনেক ধন্যবাদ।
তৌহিদ
বেদুইন সেজে ইন্দ্রকে টেক্কা দেবার ইচ্ছে যেন পূরণ হয় মহারাজ। পরীদের ভালোবাসা পাওয়া মন্দ হবেনা কি বলেন?
কামাল উদ্দিন
পরীদের নীল খামে বশ করতে পারলে মন্দ হতো না। আলাদিনের যাদুর চেরাগের মতো কাজ করা যেত………শুভ কামনা সব সময়।
বন্যা লিপি
বেদুইন রাত! না-তো!
রাতের বেদুইন হবো প্রমত্ত কলেবরে,
পুষে রাখা রক্ত-ক্ষরিত-হৃদয়ের রক্ত ছিটাবো
ক্ষতাক্ত-যন্ত্রণার নান্দনিক ঐশ্বর্যে;
নক্ষত্রলোকে ছড়িয়ে দেবো আলোর ঝর্ণা।
তাই হোক। মন্দ কেন হবে? আলোর ঝর্ণা বলে কথা! মুগ্ধতা কমেনা।
নিতাই বাবু
মুগ্ধতা রেখে গেলাম শ্রদ্ধেয় কবি ছাইরাছ দাদা। সাথে রাখলাম অজস্র শুভকামনা।
জিসান শা ইকরাম
কত সুন্দর ইচ্ছে,
পূর্ণ হোক।
রেহানা বীথি
আহা, কী সুন্দর কথা…
ভালোবাসার মুঠি মুঠি স্বর্ণরেণু!