আমি কখনো পায়ে নুপূর পরি না,
হাতে চুড়ী কিংবা কানের দুল।
আমি কখনো মেয়ে হতে চাই নি অথবা মেয়ে মানুষ
আমি শুধু মানুষ হতে চেয়েছি,শুধুই মানুষ।
আহা! তোমাদের কোণ ভাই নাই?
ছোট বেলায় অনেক শুনেছি এ কথা।
আমি তোমাদের সমবেদনার মানেটাই বুঝি নাই কোন দিন।
তোমাদের অবজ্ঞা টুকু ঠিকই বুঝেছি।
তাই আমি শুধু মানুষ হতে চেয়েছি,শুধুই মানুষ।
আমি রং,বেরং হাজার প্রসাধনী ছুঁয়েও দেখিনা।
আমি তোমাদের চোখের খাদ্য হতে চাই না
আমি হতে চাই না নরম বিছনার মত আমাদায়ক কিছু
তাই আমি আমার গহীনের অন্দর সাজাই।
শুদ্ধ থেকে শুদ্ধতর করি আত্মা।
পায়ের নুপূর আর হাতের চুড়ির শিকল দিয়ে আমায় বাঁধতে পারবেনা।
আমি মেয়ে মানুষ না আমি মানুষ হতে পেরেছি।
২০টি মন্তব্য
ছাইরাছ হেলাল
ভালোই হয়েছে। লিখতে হবে নিয়মিত।
আমাদের পরিচিতি হোক প্রকৃত মানুষ হিসাবে।
আগের লেখার সব মন্তব্যের উত্তর দিতে হবে।
নাঈমা নাসরিন নিপু
সব মন্তব্যের জবাব দেয়া হয়না। খুব ব্যাস্ত থাকতে হয়। তাই আন্তরিক ভাবে দুঃখিত।
শুন্য শুন্যালয়
দারুন লিখেছেন, সবগুলো কথাকেই নিজের কথা মনে হয়েছে।
ভাই নেই বলে ছোটবেলায় মা আমাদের শার্ট পড়িয়ে রাখতেন, এটা এখনো যন্ত্রনা দেয় আমাকে।
নাঈমা নাসরিন নিপু
আমার ও নিজের কথা। ধন্যবাদ আপনাকে
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
পায়ের নুপূর আর হাতের চুড়ির শিকল দিয়ে আমায় বাঁধতে পারবেনা।
আমি মেয়ে মানুষ না আমি মানুষ হতে পেরেছি।
খুব সুন্দর আত্ত্ব সমালোনমুলক কবিতা।
নাঈমা নাসরিন নিপু
ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
জিসান শা ইকরাম
ভালো লিখেছেন
মানুষ হোক আমাদের পরিচিতি।
নাঈমা নাসরিন নিপু
ধন্যবাদ আপনাকে। মানুষ হোক আমাদের পরিচয়।
নুসরাত মৌরিন
অসাধারন লাগলো।
নাঈমা নাসরিন নিপু
ধন্যবাদ আপু
খেয়ালী মেয়ে
শুনে ভাল লাগলো যে কেউ মানুষ হতে পেরেছে-আমরা মানুষ হয়েই থাকতে চাই..
ব্লগার সজীব
আপু, এটি যদি আপনার নিজের জীবনের কথা হয়ে থাকে, তবে আপনার প্রতি অনেক অনেক শ্রদ্ধা। আপনি উদাহরন হতে পারেন অনেকেরই।
নাঈমা নাসরিন নিপু
জি আমার নিজের জীবনের ই কথা
মেহেরী তাজ
দারুন লিখেছেন আপু। লেখা গুলো কেমন যেন আপন আপন লাগছে। নিয়মিত লিখুন আপু।
নাঈমা নাসরিন নিপু
ধন্যবাদ আপনাকে। নিয়মিত লিখছি
বন্য
দারুন বোধ, বেশ ভালো লিখেছেন আপনি এবারে।
নাঈমা নাসরিন নিপু
এবার ভাল লিখেছি??? কেন আগে ভাল লিখিনি?ধন্যবাদ আপনাকে
বন্য
না ঠিক এমন না, আগেও ভালো লিখেছেন তবে এবার তার চেয়েও ভালো হয়েছে, আমার ক্ষুদ্র মত মস্তিস্কের মতে বুঝি যে আমরা ভাঙ্গি, যে কোন একটি লেখার পর সেটাকে ভেঙ্গে তার পরবর্তী লেখাটি সদর্পে দাঁড়াবে, সবার সব লেখাই ভালো হয় শ্রদ্ধেয়। আপনিও অনেক ভালো লিখেন যেমনটি এবারও লিখেছেন।
সায়ন্তনু
মানুষের পরিচয়ে বাঁচতে চাই।
মোঃ মজিবর রহমান
ভালো লেগেছে।