মেয়ে মানুষ

নাঈমা নাসরিন নিপু ৪ নভেম্বর ২০১৪, মঙ্গলবার, ১১:০২:১৫পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য

আমি কখনো পায়ে নুপূর পরি না,
হাতে চুড়ী কিংবা কানের দুল।
আমি কখনো মেয়ে হতে চাই নি অথবা মেয়ে মানুষ
আমি শুধু মানুষ হতে চেয়েছি,শুধুই মানুষ।
আহা! তোমাদের কোণ ভাই নাই?
ছোট বেলায় অনেক শুনেছি এ কথা।
আমি তোমাদের সমবেদনার মানেটাই বুঝি নাই কোন দিন।
তোমাদের অবজ্ঞা টুকু ঠিকই বুঝেছি।
তাই আমি শুধু মানুষ হতে চেয়েছি,শুধুই মানুষ।
আমি রং,বেরং হাজার প্রসাধনী ছুঁয়েও দেখিনা।
আমি তোমাদের চোখের খাদ্য হতে চাই না
আমি হতে চাই না নরম বিছনার মত আমাদায়ক কিছু
তাই আমি আমার গহীনের অন্দর সাজাই।
শুদ্ধ থেকে শুদ্ধতর করি আত্মা।
পায়ের নুপূর আর হাতের চুড়ির শিকল দিয়ে আমায় বাঁধতে পারবেনা।
আমি মেয়ে মানুষ না আমি মানুষ হতে পেরেছি।

৭১৮জন ৭১৭জন
0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ