মৃত্যু

নীলাঞ্জনা নীলা ২১ ডিসেম্বর ২০১৩, শনিবার, ১২:০৪:৩১পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৬ মন্তব্য


মৃত্যু—
এমন একটি শব্দ , যার উচ্চারণেই মন ভার হয়ে যায় ।
পৃথিবীতে প্রতিদিন কতো কোটি কোটি মানুষের মৃত্যু হয় ,যাদের কথাই শুনি , আমরা কিন্তু ঠিকই কষ্ট পাই ।
এমনও হয় মারা যাবার পরে মানুষটিকে নিয়ে খারাপ কিছু বলতে পারিনা…বরং সকলেই বলি “বড়ো ভালো মানুষ ছিলো ।”
তেমনই একজন চলে গেলো নেলসন ম্যান্ডেলা ।

কিন্তু কিছু মানুষ মরে গেলে পর মানুষ পারলে তার লাশের উপরেও নাচে…
আমি লাশ ভয় পাই , জানিনা কেন…
কিন্তু কাদের মোল্লার লাশের উপর লাত্থি দিতে ভয় পাবো না…

দুই ধরণের মানুষকেই আমরা সবাই চিনি…
একঃ – বিখ্যাত
দুইঃ – কুখ্যাত

৮০০জন ৮০০জন
0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ