মৃত্যু—
এমন একটি শব্দ , যার উচ্চারণেই মন ভার হয়ে যায় ।
পৃথিবীতে প্রতিদিন কতো কোটি কোটি মানুষের মৃত্যু হয় ,যাদের কথাই শুনি , আমরা কিন্তু ঠিকই কষ্ট পাই ।
এমনও হয় মারা যাবার পরে মানুষটিকে নিয়ে খারাপ কিছু বলতে পারিনা…বরং সকলেই বলি “বড়ো ভালো মানুষ ছিলো ।”
তেমনই একজন চলে গেলো নেলসন ম্যান্ডেলা ।
কিন্তু কিছু মানুষ মরে গেলে পর মানুষ পারলে তার লাশের উপরেও নাচে…
আমি লাশ ভয় পাই , জানিনা কেন…
কিন্তু কাদের মোল্লার লাশের উপর লাত্থি দিতে ভয় পাবো না…
দুই ধরণের মানুষকেই আমরা সবাই চিনি…
একঃ – বিখ্যাত
দুইঃ – কুখ্যাত
২৬টি মন্তব্য
স্বপ্ন
সব মৃত্যুতে শোক নয় , কিছু মৃত্যুতে উল্লাস থাকে (y)
নীলাঞ্জনা নীলা
হ্যা , অবশ্যই কিছু মৃত্যুতে উল্লাস থাকে ।
প্রিন্স মাহমুদ
অসাধারণ
নীলাঞ্জনা নীলা
ধন্যবাদ আপনাকে ।
ছন্নছাড়া
বিখ্যাত এবং কুখ্যাত দুইটাই সর্বেসবা
কিন্তু দুইয়ের মধ্যে পার্থক্য ……………………
উত্তর আর দক্ষিণ
নীলাঞ্জনা নীলা
কিন্তু দুইয়ের মধ্যে পার্থক্য ……………………
উত্তর আর দক্ষিণ (y) -{@
খসড়া
একটা শ্রদ্ধায় অন্যটা ঘৃণায়।
নীলাঞ্জনা নীলা
কি অদ্ভুত তাই না ? -{@
জিসান শা ইকরাম
খসড়া আমার কথাই বলে দিয়েছেন
” একটা শ্রদ্ধায় অন্যটা ঘৃণায়। ”
নীলাঞ্জনা নীলা
🙂 -{@
মা মাটি দেশ
মৃত্যুকে আলিঙ্গন বাধ্যতামুলক (y)
নীলাঞ্জনা নীলা
এড়ানোর উপায় নেই ভাই
নীলকন্ঠ জয়
ঘৃণার মৃত্যু চাইনা। যে মৃত্যুতে মানুষ উল্লাশ করে। কাদের মোল্লা গংদের মৃত্যুতে কিছু জারজরাই ব্যাথিত হয়।
নীলাঞ্জনা নীলা
একেবারে সত্যি…
ওয়ালিনা চৌধুরী অভি
মৃত্যুকে ভয় পাই , শ্রদ্ধা আর ঘৃণার মৃত্যুর পারফেক্ট উদাহরন দিয়েছেন
নীলাঞ্জনা নীলা
বিখ্যাত না হই , কুখ্যাত হওয়ার ইচ্ছে নেই…এখন জানিনা সামনের জীবন 😀
শুন্য শুন্যালয়
দুজনের নাম ই একটু বুদ্ধি হবার পর থেকে শুনে এসেছি..
ঘর ভর্তি নেলসন ম্যান্ডেলার বই পড়ে জেনেছি তার কোন মৃত্যু নেই.
আর কাদের মোল্লা? জেনেছি শয়তান লোকরা সহজে মরেনা..ওদের আয়ু বেশি. অনেক বাচলো রাজাকারের বাচ্চা.
নীলাঞ্জনা নীলা
এক্কেবারে ঠিক…বুড়া এখন কি করে , কে জানে ! ;?
ছাইরাছ হেলাল
কুখ্যাত নয় বিখ্যাতরা ই বেঁচে থাকেন অনন্তকাল আমাদেরই হৃদয়ে ।
নীলাঞ্জনা নীলা
ইস আমি কি হিসেবে বাঁচবো মরে যাবার পরে ? ;?
এই মেঘ এই রোদ্দুর
হুম
নীলাঞ্জনা নীলা
:T এখানে সকাল…
বনলতা সেন
কুখ্যাতরাই এখন বিখ্যাত ।
নীলাঞ্জনা নীলা
আমি ভাবছি কুখ্যাত হবো…কিন্তু কি করে ? ;?
ঘুমন্ত আমি
কাদের মরেছে সাকারা বেচে আছে!আটাই কিন্তু আমার কাছে আরো ভয়ানক।
নীলাঞ্জনা নীলা
নাই নাই ভয় , হবেই হবে জয়…Be Positive (y)