“সবাই চলে গেছে শুধু একটি মাধবী তুমি…………………………………”
ফুরিয়ে গেছে চরকার সুতো———
বোনা হয়নি রুপকথার সেই নকশীচাঁদর।
মাঝরাতে আচমকা আকাশের জানালা খুলে গেলে
একটি নক্ষত্র খসে সোজা আমার স্বপ্নের ভেতরে ঢুকে পড়ে
‘খসে পড়া তারার কাছে কিছু চাইলে ইচ্ছা -পূরণ হয়’
—————-তুই বলেছিলি।
তারা খসা————-
তুই।
কিছুতেই মনে পড়েনা কিযে চাই।
গুলমোহরের লতানো ঝোপে চাঁদ নেমে এলে
এক বুক চাঁদনীতে গলে গলে যায়
সারাদিনের জমানো ক্রোধ এবং বিষন্নতা।
কেমন অনায়াসে ভুলে যাই———
মাত্র তিনটি কড়ির বিনিময়ে বিকিয়ে যাওয়া
সবুজ-দ্বীপের অনুতাপ।
সময়-শেষের-সংকেত বেজে গেলে
ড্যান্স-ফ্লোরের আলো-আঁধারিতে উদ্দাম-নৃত্যরতা
সিন্ডারেলা সহসা উধাও।
দীর্ঘ যুগ——–
সোনালী তরলে কি খুঁজিস তুই
ফেলে যাওয়া এক পাটি জুতো?
২৮টি মন্তব্য
জিসান শা ইকরাম
সোনেলায় স্বাগতম আপা -{@
আপনাকে এখানে পেয়ে গর্বিত আমরা ।
আপনার মত লেখক এর লেখায় সমৃদ্ধ হবে সোনেলা নিশ্চিত।
‘খসে পড়া তারার কাছে কিছু চাইলে ইচ্ছা -পূরণ হয়’ – এমন কথাই শুনে এসেছি ছোট বেলা থেকে। কোন লেখায় এই কথার ব্যবহার প্রথম দেখলাম।
খুব ভালো লেগেছে কবিতা ।
শুভ কামনা সব সময়ের জন্য ।
নাজনীন খলিল
ধন্যবাদ জিসান।
এখানে অনেকেই ভাল লিখেন, তুমিও।
তোমাদের সাথে আরো আগেই যোগ দেবার কথা ছিল।হয়নি।
যাই হোক সোনেলা এবং সোনেলার সকলের জন্যই শুভকামনা। -{@
নীহারিকা
দারুন হয়েছে {@
নাজনীন খলিল
ধন্যবাদ।
শুভেচ্ছা। -{@
মা মাটি দেশ
অবাক হবার মত বিষয়াদি।
নাজনীন খলিল
শুভেচ্ছা । 🙂
নীলকন্ঠ জয়
প্রিয় আপুকে এখানে পেয়ে খুবই আনন্দিত।
সোনেলায় সুস্বাগতম। -{@
নাজনীন খলিল
ধন্যবাদ জয় । এখানে তোমরা সবাই আছো তাই আমারও অনেক ভাল লাগছে। 🙂
ব্লগার সজীব
অনেক ভালো লাগলো আপু । আপনি অনেক বড় মাপের লেখক তা প্রথম লেখাতেই বুঝিয়ে দিলেন। আপনি আবার লিখছেন , এটি ভাবতেই ভালো লাগছে। ধন্যবাদ আপু ।
নাজনীন খলিল
ধন্যবাদ।
আমি কিন্তু অন্য জায়গায় নিয়মিত লিখে থাকি, কাজেই আবার লিখার কথাটা মনে হয় ‘যথাযথ ‘ নয়। ;?
অনেক শুভেচ্ছা। 🙂
ছাইরাছ হেলাল
আপনার লেখা পড়ার আবার সুযোগ পাচ্ছি ভাবতেই ভিন্নতায় ভিন্ন রকম অনুভুতি ।
শ্রদ্ধাসহ অভিনন্দন আপনাকে ।
সময় করেই একটু সময় দিবেন এমন আশা রাখছি ।
নাজনীন খলিল
তোমরা সবাই এত ভালবাসো দেখে নিজেকে ধন্য মনে করছি।
অনেক শুভকামনা। -{@
খসড়া
আপা আপনি এখানে! এয়াহুউউউউউউউউউ
খুব ভাল লাগছে। নিয়মিত লেখা চাই। সোনালী তরল প্রিয় জিনিসের সুন্দর নাম। আমি আবার তরল আগুনে সাচ্ছিন্দবোধ করি।
নাজনীন খলিল
অনেক শুভেচ্ছা। -{@
স্বপ্ন নীলা
ভীষণ ভীষণ ভাল লেগেছে,,,,,কবিতাটি পড়ে মুগ্ধ হয়ে গেলাম,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
নাজনীন খলিল
অনেক ধন্যবাদ স্বপ্ন নীলা।
শুভেচ্ছা।
আদিব আদ্নান
এমন লেখা পড়ে খুব ভাল না বুঝলেও কেন যেন বার বার পড়ার ইচ্ছে হচ্ছে ।
প্রথমবার এখানে লিখলেন বোধ করি , আরও লেখা পড়ার অপেক্ষায় ।
নাজনীন খলিল
হ্যাঁ এখানে এটাই প্রথম।
ধন্যবাদ এবং শুভেচ্ছা।
শুন্য শুন্যালয়
স্বাগতম আপু… অনেক সুন্দর একটি লেখা… আরোও পড়ার অপেক্ষায় রইলাম… ভালো থাকুন…
নাজনীন খলিল
অনেক ধন্যবাদ।
এখানে নিয়মিত লিখার ইচ্ছা আমারো।
শুভকামনা রইল।
বনলতা সেন
এমন একজন এখানে লিখছে তা দেখে আনন্দ বোধ করছি ।
নাজনীন খলিল
এখানে সবাই এত স্নেহময় দেখে আমারও খুব ভাল লাগছে।
শুভেচ্ছা।
সীমান্ত উন্মাদ
আপনার লিখার ধরনটা চমৎকার। কবিতায় অনেক অনেক ভালোলাগা। শুভকামনা নিরন্তর আপনার জন্য।
নাজনীন খলিল
অনেক শুভেচ্ছা।
রাহুল উজ্জ্বল
আপু কি মন্তব্য করবো বোঝতে পারছি না। সব মন্তব্য এর মধ্যে আমার কথা গুলা খরচ হয়ে গেছে।
ভালো লাগার বিষয়টা আর ঘুরিয়ে বললাম না।
ধন্যবাদ আপু, আশা করি আমাদের সাথে থাকবেন।
নাজনীন খলিল
অনেক অনেক শুভেচ্ছা। -{@
যাযাবর
কবিতায় মুগ্ধ হলাম আপু (y) -{@
নাজনীন খলিল
ধন্যবাদ।
অনেক শুভকামনা । -{@