গত পরশু(১৪ অক্টোবর) শিকাগো সান-টাইম পত্রিকায় একই ধরণের একটা লেখা পড়ে আতঙ্কগ্রস্থ হয়ে পড়েছিলাম । বাংলাদেশে মাদকের যে ভয়াবহতা তাতে যেকোন সময় এই “মাংসখেকো মাদক” বাংলাদেশেও ছড়িয়ে পড়তে পারে।
আসঙ্কা সত্যি না হলেও বাংলানিউজে এমনই একটা রিপোর্ট দেখলাম আজ । শিরোণাম “মাংসখেকো মাদক !”
এই মাদক গ্রহনের ফলে ব্যক্তির দেহের টিস্যু মরে গিয়ে মাংসে পচন ধরে। ধীরে ধীরে দেহের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়ে। মাংসখেকো নতুন এক মাদকের নাম ক্রোকোডিল।
গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা ও ইলিনয় অঞ্চলের চিকিৎসকরা কয়েকটি রোগীর চিকিৎসা করাতে গিয়ে নতুন এই মাদক আবিষ্কার করেন। আশংকা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রে দ্রুত এই মাদকের উপসর্গ দেখা যাচ্ছে। এটা মহামারী আকারও ধারণ করতে পারে।
ইহা হেরোইনের চেয়ে ৮০ ভাগ বেশি শক্তিশালী !!! এই মাদকের নাম ‘krokodil”
আসুন জেনে রাখি এই ড্রাগ (মাদক) – এর অল্প-স্বল্পঃ
– এই ড্রাগটি ২০০২ সালে রাশিয়া প্রথম বাজারে আনে।
– চিকিৎসা বিজ্ঞানের ভাষায় Desomorphine নামে পরিচিত। সাথে থাকে paint thinner, gasoline, hydrochloric acid, iodine and the red phosphorous
– এটা Codeine এর সাথে মিশিয়ে তৈরী করা হয় এবং মাথা ব্যাথার উপসমে প্রথম ব্যবহার করা হয়।
– এটা হেরোইনের বিকল্প হিসেবে ব্যবহার করা হয় !!! এবং এটি একটি ইঞ্জেকটেবল ড্রাগ ।
– এটি হেরোইনের চেয়ে ৮০ গুণ বেশী ক্ষতিকর। শরীরের চামড়া পুড়ে / মাংস নষ্ট হয়ে কুমিরের শরীরের মত হয়ে যায়। সম্ভবত এই জন্যই এর নাম Krokodil (Crocodile) রাখা হয়েছে।
যদিও বাংলাদেশে এর ব্যবহার নেই বললেই চলে তবুও সময় এসেছে সচেতন হওয়ার। এখন সচেতন না হলে ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে আমাদের জন্য। আসুন সবাই মিলে এই ভয়ঙ্কর মাদকটিকে দেশের সীমানার বাইরেই রাখি। যেহেতু বাংলাদেশের মত রাষ্ট্রগুলো নতুন নতুন ড্রাগের পরীক্ষা ক্ষেত্র সেহেতু আমাদের ভয়টা একটু বেশিই। গিনিপিগ হওয়ার আগেই যেহেতু খবরটি কানে এসেছে সেহেতু ফার্মা সেক্টরের উচিৎ এই ড্রাগ বাংলাদেশে আমদানী বা পরীক্ষামূলক বাজারজাত করণ না করা।
সচেতন মহল এবং অভিভাবকদের উচিৎ তাদের সন্তানের সঠিক দেখভাল করা। তাদের প্রতি সচেতন দৃষ্টি রাখা যাতে তাদের প্রিয় সন্তান মাদকের ভয়াবহতায় পা না বাড়ায়। আসুন মাদকমুক্ত সুন্দর একটি আগামীর স্বপ্ন দেখি আমরা সবাই।
~ নীলকন্ঠ জয়।
অক্টোবর ১৬,২০১৩ ইং।
২৪টি মন্তব্য
আদিব আদ্নান
মাদক একটি পরিকল্পিত অভিশাপ । আমাদের অবশ্যই সচেতন হতে হবে ।
কোথায় ডুব দিলেন !
নীলকন্ঠ জয়
ঠিক বলেছেন । এটা আসলেই একটি পরিকল্পিত অভিশাপ।
কোথাও ডুব দেই নি। অনেকদিন পর গ্রামের বাড়িতে গেলে যা হয় আর কি। আক্ষরিক অর্থে না হলেও এটাকে ডুব দেওয়াই বলা চলে।
শুভ কামনা।
জিসান শা ইকরাম
‘ হেরোইনের চেয়ে ৮০ ভাগ বেশি শক্তিশালী ‘ – আতংকগ্রস্থ হবার মত একটি মাদক।
শরীরের মাংস ক্ষয়ে যায় !! ভয়ানক অবস্থা —
অবশ্যই সচেতন থাকতে হবে এই ড্রাগ থেকে–
শেয়ার করার জন্য ধন্যবাদ ।
নীলকন্ঠ জয়
অনেক ধন্যবাদ আপনাকেও ভাইয়া। আসলে মাদকে আসক্তির চরম পর্যায়ে পৌঁছানোর আগেই সচেতন হওয়াটাই উচিৎ।
শুভেচ্ছা।
আফ্রি আয়েশা
সবার সচেতন হওয়া উচিত । ভালো পোস্ট ।
নীলকন্ঠ জয়
ধন্যবাদ আফ্রি আপু। সবারই সময় থাকতে সচেতন হওয়া উচিৎ ।
শুন্য শুন্যালয়
ভালো একটি পোস্ট …মাদক যারা গ্রহন করে তাদের মধ্যে কিছু উপসর্গ দেখা যায়… এক একটি মাদকের উপসর্গ গুলোও আলাদা … তবে শুরু থেকে যদি এগুলো কিছুটা আমরা জানতে পারি তাহলে প্রিয়জনদের কে কিছুটা হলেও সেভ করতে পারি মনে হয়… নীলকণ্ঠের এই পোস্ট টা দেখে সেরকম কিছু লেখার আগ্রহ পেলাম।। লিখবো আশা করছি… নীলকণ্ঠের পোস্ট গুলো সবসময়ই আলাদা হয়… চালিয়ে যান… শুভেচ্ছা -{@
নীলকন্ঠ জয়
ধন্যবাদ শুন্য আপনাকে। সবাই লিখলে একদিন নিশ্চয়ই সচেতনতা সৃষ্টি হবে। তাই লিখুন।
শুভেচ্ছা।
মিথুন
ভালো লেগেছে পোস্ট টা…
নীলকন্ঠ জয়
ধন্যবাদ মিথুন।
শুভেচ্ছা।
প্রজন্ম ৭১
ভয়াবহ নেশা , গা শিউরে উঠছে জেনে । রুখতেই হবে নেশা ।
নীলকন্ঠ জয়
হ্যাঁ আমাদের এই সর্বনেশা নেশা রুখতেই হবে সময় থাকতে।
ছাইরাছ হেলাল
এ দেখছি ভয়ংকর সংবাদ ।
গিনিপিগদের কীবা করার আছে ।
নীলকন্ঠ জয়
কথা সত্য কিন্তু শুরুটা গিনিপিগদের দিয়ে হয়নি এবার। শুরুটা হয়েছে হস্তীদের দিয়ে। তাই আমাদের মত গিনিপিগ রাষ্ট্রের আগেই সচেতন হতে হবে।
শুভেচ্ছা।
আবু জাঈদ
ভয়ংকর, আমি শেয়ার করে দিলাম
নীলকন্ঠ জয়
ধন্যবাদ। সবাই শেয়ার দিলে নতুন নতুন সচেতন মহল তৈরী হবে।
শুভেচ্ছা আবু জাঈদ আপনাকে।
খসড়া
ভয়াবহ। গেংগ্রিন মাদক থেকে?
নীলকন্ঠ জয়
অতি ভয়াবহ। সময় থাকতে সাবধানতা দরকার।
যাযাবর
এমন নেশা নেয় কেনো মানুষ ? এই মাদক উৎপাদন করে কিভাবে একজন মানুষ ? উফ খোদা 🙁
নীলকন্ঠ জয়
আসলে এই প্রশ্নটা একজন মাদক সেবীর কাছে করলেও হয়তো সঠিক উত্তর পাবো না। কারণ সে ততক্ষণে বিকারগ্রস্থ। এটা সামাজিক ব্যাধি , দায় সমাজের -আমাদের।
ধন্যবাদ যাযাবর।
শিবলী
ধন্যবাদ দারুণ লেখা ভাই!
নীলকন্ঠ জয়
শিবলী অনেক ধন্যবাদ ভাইয়া।
শুভেচ্ছা।
স্বপ্ন
হে খোদা রক্ষা করুন আমাদের ।
নীলকন্ঠ জয়
খোদার কাছে প্রার্থনার পাশাপাশি আমাদেরও সচেতন হতে হবে।
শুভেচ্ছা স্বপ্নকে।