সেই যে শুনেছেন না! এক লোক দোকানে গিয়ে বললো “ভাই, কম দামের মধ্যে সবচেয়ে বড় আর সবচেয়ে ভালো উপহার দেয়ার মতো কী আছে আপনার দোকানে?” আমিও অইরকম সবচেয়ে কম দামের মধ্যে বেশি টক টাইম আর বেশি গিগা ওয়ালা সিম খুঁজতেছিলাম। মাস তিনেক আগে নতুন সিম কিনলেও, কম দামে টকটাইম পাইলাম কিন্তু গিগা!!
এদিকে সোনেলাবাসী শূন্য শূন্যতায় ভুগতেছে, সইতে না পারে হন্যে হয়ে প্রোভাইডার চেঞ্জ করার সিদ্ধান্ত নিলাম উইথ একই নাম্বার। চেঞ্জ তো করলাম কিন্তু ঠিকানা বরাবর সিম আর আসেনা। ডেলিভারি হবার পর বাচ্চা হরহামেশা মিসিং হয় হাসপাতাল থেকে, আমার সিম ও ডেলিভারি হইছে শো করে মাগার মিসিং। ম্যালা ফোন ফুন তাফালিং করে অবশেষে সবচেয়ে কাছের স্টোর থেকে রিপ্লেসমেন্ট সিম পেলাম। একটিভ করে স্টোর থেকে বের হতেই শুনি “টুং”
মেসেজ “Ok”
আল্লাই জানে কে এই নাম্বারে থাকে আর আমারে ক্যান ok কয়।
এরকম “wake up?” নবাব, বেলা এগারোটায় জিজ্ঞেস করে উঠেছি কিনা।
এরপরেও উত্তর না পেয়ে মেসেজ এলো wake up.
অর্থাৎ আর প্রশ্ন না, এই ওঠো।
এরপর “wake up”
“wake up”
“wake up”
টানা মেসেজ আসতেই আছে।
কোথায় কোন প্ল্যান করেছে কে জানে, না উঠলে লাইফ ভেস্তে যাবে।
এরপর না উত্তর দিয়ে পারলাম না।
*এই তুমি কে? খবর্দার আর মেসেজ দিবানা।
-আমি কে মানে? আমি জরিনা
জরিনা শুনে মন একটু নরম হইলো, মেয়েদের সাথেতো আর খারাপ ব্যবহার কর্তারি না।
*বললাম স্যরি জরিনা, তুমি ভুল নাম্বারে মেসেজ দিচ্ছ।
-মানে? এটা আমার বয়ফ্রেন্ডের নাম্বার। কাল রাতেও তারসাথে আমি এই নাম্বারে কথা বলেছি।
আমি যেন ইউরেকার মতো আমার সিম হারানোর কারণ খুঁজে পেলাম। বললাম গত কএকমাস ধরে আমি এই নাম্বার ইউজ করছি। তোমার বয়ফ্রেন্ড কবে থেকে ইউজ করছে?
বলে, এক বছর ধরে।
এরপর একটি এমএমএস। দেখি উম্মাউম্মি সহ আরো নানা লাভ কারিশমার কোলাজ সমৃদ্ধ একটি ব্যাকগ্রাউন্ডে তাদের চ্যাট উইন্ডোর স্ক্রিনশট। আহা! দেখেও শান্তি।
যাই হোক, ঘটনা হলো তাতে তার বয়ফ্রেন্ডের নাম্বার আসলেই আমার নাম্বারের হুবুহু। এখন আমি কি করি!! বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্রমেদিনী।
আমিও পাঠিয়ে দিলাম স্ক্রিনশট, যাতে প্রোভাইডারের প্রমাণিত মেসেজ এটা আসলেই আমার নাম্বার।
এরপর সে মেসেজ দিলো, “u seem more suss” মানে কইতে পারিনা। মনে হয়, তুমি একটা যাচ্ছেতাই। যাউক গা। কথা সমাপ্ত।
মধ্যরাত একটায় এবার ফোন নেশারু গলায়, হ্যালো মোতালেব আছে?
বললাম স্যরি এটা মোতালেবের নাম্বার না।
বুঝে গেলাম মোতালেব হচ্ছে জরিনার বয়ফ্রেন্ড।
স্যরি বলে ফোন রেখে দিলো, আবার রিং। মোবাইল সাইলেন্ট করে দিলাম ঘুম। সকালে উঠে দেখি দুই নাম্বার থেকে ৬ টা রিং।
হঠাৎ করে বেশ একটা আনন্দ আনন্দ ভাব চলে এলো। এক গার্লফ্রেন্ডের বয়ফ্রেন্ড রে আমি তুড়ি মেরে যেন ভ্যানিশ করে দিছি। সবাই হন্যে হয়ে আমার বাড়ি খুঁজতেছে।
হ্যালো মোতালেব where u? wake up 🙂
৩৬টি মন্তব্য
জিসান শা ইকরাম
হা হা হা, দারুন একখান সিম পাইছেন তাহলে,
জরিনা আর মোতালেব এর ‘ তেরা মেরা প্রেম কাহিনী ‘ এখন আপনার হাতের মুঠোয়। নিত্য নতুন ঘটনা জন্ম দেবে এই জরিনা মোতালেব। মধ্যরাতের অশ্বারোহী হয়ে মোতালেব কিন্তু খারাপ হবেনা। লেখার রশদ নিয়ে ভাবনা, আর না আর না।
অস্ট্রেলিয়ার মত দেশে এরা সিম ডেলিভারি না দিয়ে বলে কিভাবে ডেলিভারড? কোথায় ডেলিভারি দিল তাইলে?
শুন্য শূন্যতা থেকে কি সোনেলা বাসী মুক্তি পেলো?
শুভ কামনা
-{@ -{@
শুন্য শুন্যালয়
কিন্তু জরিনা তো আর মেসেজ দিচ্ছেনা। মিস করতেছি 😀
এরকম দু একটা ইন্সিডেন্স হয় অনেক সময়। কামচোরা সব দেশেই আছে 🙂
শুন্যের শূন্যতা বোধ করেছে সবাই এটাই তো দুক্ষজনক। ছিলাম আশেপাশেই, আছিও।
লেখা শুরু করেছেন?
মৌনতা রিতু
মাইনসের ফোনের উম্মা উম্মি কেন দেখ :pমুই মোর ফোন ভাই সাবধান রাখুম, তোমার হাতে পড়লে তো মরছি।
জরিনার বয়ফ্রেন্ড লইয়া তো ভালোই মুশকিলে পড়ছ দেখছি।
যাক, আমার ননদিনী এসেছে জরিনা আর মোতালেবরে লইয়া। মুই এহন শান্তি পাইতেছি।
শুন্য শুন্যালয়
আচ্ছা এই কথা! তোমার ফোনে তাইলে ম্যালা কিছু মনে হইতাছে ;? জরিনার বয়ফ্রেন্ড মনে হয় উদ্ধার হইছে, আর রিং রুং পাইনা। আহারে লাইফ টা একদম ডাল হইয়া গেলো।
হুম আইছি, ওম শান্ত। 🙂
নিহারীকা জান্নাত
ভয়াবহ ব্যাপার। এখন জরিনার কি হবে? সে মোতালেবকে খুঁজে পাবে কিভাবে? ;?
শুন্য শুন্যালয়
বলতে পারছিনা, হয়তো সিস্টেম থেকে ঠিক করে দেবে। আমি কম্পলেইন করতে গিয়েও করিনি। ধন্যবাদ আপু।
মোঃ মজিবর রহমান
কি কইমু বুছতাছিনা
বুঝছি আওস্ট্রলিয়াও আমাগ মত লাপাত্তা এখানে অখানে দেয় তাইলে।
আপু মতালেব ফেক্ট না ফেক্ট জরিনা জড়ায়ে ধইরেন না।
বিদেশবিভুইউয়ে ভাল থাকুক।
শুন্য শুন্যালয়
সব দেশেই টাল্টিবাল্টি আছে কিছুনা কিছু।
জরিনা সেদিন বিশাল শকড হইছে, আর মেসেজ দেয়না।
আপনিও ভালো থাকবেন ভাইয়া।
মোঃ মজিবর রহমান
জরিনাকে মতালেব হয়া ফক্সি দিয়েন একটু।
হা হা হা \|/
ব্লগার সজীব
নেশারু গলায় জরিনা ফোনাইছিল? আপনার তো মহা আরাম। ইচ্ছে করলেই প্যাজগি লাগিয়ে দিতে পারেন 🙂 আমি হলে দিতাম। মাঝ রাতে ঘুম ভাংগিয়ে দেয় আপনার। তা এখন কি সব ঠিক হয়েছে?
লেখা মজারু হয়েছে, নিয়মিত হবেন এখন হতে?
শুন্য শুন্যালয়
না রাতে ফোন দিয়েছিল অন্য কেউ, ছেলে। বন্ধু হবে হয়তো। জরিনা তো মনেহয় ফোন বাদ দিয়া বাড়ি ছুটছিলো 🙂 আমি কি আপনার মতো বান্দরের দোস্ত নাকি? তবে আমারে কিন্তু প্যাজগির কিছু আইডিয়া ধার দিলেও পারেন। আমি নিয়মিত হইমু কিনা তা দিয়া আপনার কাম কি? আপনি নিজের চরকায় তেল দেন। ফাঁকিবাজ ব্লগার।
ব্লগার সজীব
হাসির ইমো দিয়ে আবার বান্দর বলে ;(
দুষ্ট শব্দটি কি আত্মহত্যা করেছে? আপনি নিয়মিত হবেন কিনা এটি জেনে কাজ আছে আমার। আপনি না এলে সোনেলায় ভাল লাগেনা আমার 🙂 কত যে ঝারি খেলাম এই মন্তব্যে 🙁
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
তারপর….?ঘটনা কিন্তু শেষ করেননি।আমরাও অপেক্ষায় থাকলাম শেষ পর্যন্ত কি হয়। -{@
শুন্য শুন্যালয়
আরো ঘটনা আছে নাকি? ;?
আপাতত শান্তিতে আছি। মেসেজ রিং আসলে আপডেট করুমনে। 🙂
ইঞ্জা
আহা বেচারি জরিনা তোর লগে কেউ প্রেম করেনা :p
সাদাসিধা বোনটারে কি সিম দিলো এই অপারেটর তাও আবার মোতালেবের, এখন কি হবে জরিনার, COMING SOON……..
আপু অনেকদিন পর আপনাকে সোনেলার উঠোনে পেয়ে খুব আনন্দিত হলাম, আমি শুধু বলতে চাই Stay always connected. 😀
শুন্য শুন্যালয়
Always connected ই তো থাকি, শুধু ব্যালেন্স ছিলোনা ভাইয়া 🙂
ইঞ্জা
অভি নাই নদী মরছে কিন্তু আপনাকে তো পাইনা আপু, আপনি কই?
শুন্য শুন্যালয়
শেষ পর্ব পড়েছি ভাইয়া, রাগ কইরা কমেন্ট দেইনাই। এইটা কিছু হইলো? 🙁
বিয়োগান্তক এন্ডিং আমার পছন্দ না।
নদীর সাথে আছিতো 🙂
আবু খায়ের আনিছ
হ্যালো শুন্য শুন্যালয় where u? wake up 🙂
মজা পাইছি।
শুন্য শুন্যালয়
🙂 আছিতো। থাংকু আনিছ ভাই।
ছাইরাছ হেলাল
এত্তদিনে আসল রহস্য উদঘাটিত হলো,
ছিনেমা এখন হাতের মুঠোয়, কিছু ছবক লাগলে নিশ্চিন্তে নীরবে নিতে পারবেন,
অবশ্য তা লাগবে কী না কে জানে।
সিম ডেলিভারিতে এমন বিটকেলে অবস্থা ভাবাই যায় না,
ফাইন ওয়েক আপ সিস্টেম!! আহা!!
ল্যাহা দেন, এ সবে চইলত ন,
শুন্য শুন্যালয়
আপনারে চলানোর মালমশলা কইত্থন পামু? দিন রাইত আমারে কেউই কিছু শেখাইলোনা।
ছবক লাগবে কেনু? চাইলে দিতে পারুম 🙂
সিম ডেলিভারি তে এমন সমস্যা হতে পারে, হয়ও কিন্তু একই নাম্বার নিয়ে এই তালের কথা প্রথম অনুধাবন করিলাম।
হুম, এইটা নয়া wake up system. আজকাল এলার্মে কারো ঘুম ভাঙ্গেনা তবে মেসেজে ভাঙ্গে 🙂
নীলাঞ্জনা নীলা
এমন তো আমাদের সাথে হয়না? ঘটনা কি তোমার কাছেই এসব আভলু-গাভলু টেক্সট আসে কেন? ;? চাউল মে জরুর পাত্থর হ্যায়। :p
শোনো তিলোত্তমা সিম বদল করো। :@
শুন্যালয় টাইপ লেখা দিলে দাও, আর না দিলে আমি দিয়া দিমু কইলাম কিন্তু। 😀
মোঃ মজিবর রহমান
এখানে শুন্য আপুর মজা লুটতাছে বুঝতে হবে।
\|/
শুন্য শুন্যালয়
মজার সুযোগ পাইলে কেউ ছাড়ে বুঝি? 🙂
মোঃ মজিবর রহমান
আপনি ছাড় দিলেন? ওয়াও!!!!
শুন্য শুন্যালয়
সিম বদলানো সম্ভব নয়। নাম্বার টা সবজায়গায় দেয়া।
আমার কাছেই এমন মেসেজ আসে কি বলছো? আরো এসেছিল নাকি? নির্ঘাত তুমি আমারে আভলু টাভলু টাইপের কিছু লিখছিলা। মনেহয় মোতালেবের কাছে চলে গেছে, আমি পাই নাইক্কা 😀
আমার লেখা শেষ, কোনকালে লিখছি বলে মনে পড়তেছেনা। দেয়ার বাঁকি আছে কিছু? যা খুশি করো 🙁
নীলাঞ্জনা নীলা
আমি কি করে জানবো এসেছিলো কিনা!
তোমার নাম্বার পাইলে তো কি যে করতাম গো তিলোত্তমা, প্রত্যেকদিন সুপ্রভাত আর শুভরাত্রি কনফার্ম পাইতা। বুঝছো? 😀
তোমার লেখা শেষ মানে!!! মাইয়া শোনো বেশী বাড় বেড়োনা বুঝছো? তাড়াতাড়ি লেখা দেও কইলাম।
কত্তো ভালোবাসি যদি বুঝতা। বুঝবা একদিন যেদিন আমি থাকমু না। -{@
শুন্য শুন্যালয়
আইচ্ছা তোমারে নাম্বার দিমুনে। তোর সুপ্রভাত আর শুভরাত্রি তে আমার যদি দিন আর রাইত ভালো না যায় তাইলে তোমারে কিলাইয়া ভূত বানামু, দেইখ্যো।
সত্যি সত্যি কিছু লিখা আসতেছে না, আমি কি করবো? 🙁
আহারে তোমার ছবি কইবে কথা, যেদিন তুমি থাকবেনা 🙂
নাসির সারওয়ার
এমন নিষ্ঠুর কাজ! এরকম একটা প্রেমের সমাপ্তি এভাবে হতে যাচ্ছে!! মোতালেবের জীবন ফিরিয়ে দেয়া হোক। ঐ সিম ছাড়া জরিনাতো তাকে আর পাবেনা…।
শুন্য শুন্যালয়
জরিনাতো মনেহয় সাথে সাথেই ছুটেছে মোতালেবের বাড়ি। এখন মোতালেবের বন্ধুরা মেসেজ, ফোন দেয় 🙂
এত্তো ইতং বিতং প্রেম কী আর এতো সহজে শেষ হয়? 🙂
নাসির সারওয়ার
বিষয়টা ভাবতে হবে! জরিনার বন্ধুরা মেসেজ, ফোন দিলে একরকম আর মোতালেবের বন্ধুরাতো অন্য ব্যপার। এই মোতালেবের বন্ধুরা আবার প্রেমিকা খোঁজা শুরু করেনিতো!!
ইলিয়াস মাসুদ
বড্ড খারাপ কথা,না জানি কত কাঠখড় পুড়িয়ে মোতালিব জরিনারে অথবা জরিনা মোতালিবেরে ম্যানেজ করছিল,এখন কি হবে? সিম বন্ধ বা সাইলেন্ট রাখা চলবে না, জরিনা মতালেবের বাইপাস করা হোক 🙂
শুন্য শুন্যালয়
জরিনা তো জেনে গেছে সব, আর মেসেজ দিচ্ছেনা। ইশ রে না বললেই ভালো ছিলো 🙁
কাল দিয়েছে মোতালেবের বন্ধু। অই মোতালেব কই তুই? জরিনার সাথে? 😀
মিষ্টি জিন
একজনের কবিতা পরে সাধের চুল,গর্ব করা দাঁত যায় যায় অবস্হা। এর মধ্যে তুমি যদি খোপরির ভিতরের জিনিঁষ নিয়া টানাটানি কর ,কই যাইতাম তাইলে।
তেরীমেরী মেরীতেরী প্রেম কাহিনির না হঁয় একটু বিগিনিং হচ্ছিল আর তুমি কিনা মাঝে আইসা তার এনডিং করায়া দিলা
এইটা কিছু হইলো? :p
শুন্য শুন্যালয়
কী হইছে? কী হইছে? কইবা তো আপু।
আরে আমিতো খুব ভালো। আমার জায়গায় অন্য কেউ হইলে না জানি কি কি মেসেজ দিয়া কন্টিনিউ করতো। প্লিজ খোঁপড়ি সামলিয়ে রাখো। 😀