ভুল শুধু ভুল

খসড়া ৩ সেপ্টেম্বর ২০১৪, বুধবার, ১২:৫৮:৪০অপরাহ্ন বিবিধ ৩৬ মন্তব্য

সেদিন তুমি বলছিলে,
নীল আকাশের ভেলায় আস মীলা স্বপ্ন উড়াই
মীলা আসনা এই স্বপ্নগুলিকে সব পিছুটান ভুলে কোঁচড়ে কুড়াই
সেদিন মীলা খুব দূরে নয় যেদিন সুখ পানসী ভিড়বে ঘাটে,
বুঝেছ নীলা জীবনের এমন স্বপ্ন কজনেরই সার্থকতা ঘটে।।

সরি সরি সরি সরি মীলা
তুমি আর আমি আমাদের এই জীবনের সেই যে শুরু পথচলা———-
————————————-
———————————–
আর কিছুই শোনা হল না মীলার হাসি মুখে ভদ্রতার লেবাসে মীলা শুধু নিজের অপমান নিজেই হজম করল।
আজও কি কথাটা মীলার কানে বাজে না?

৫৬৮জন ৫৬৮জন

৩৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ