সেদিন তুমি বলছিলে,
নীল আকাশের ভেলায় আস মীলা স্বপ্ন উড়াই
মীলা আসনা এই স্বপ্নগুলিকে সব পিছুটান ভুলে কোঁচড়ে কুড়াই
সেদিন মীলা খুব দূরে নয় যেদিন সুখ পানসী ভিড়বে ঘাটে,
বুঝেছ নীলা জীবনের এমন স্বপ্ন কজনেরই সার্থকতা ঘটে।।
সরি সরি সরি সরি মীলা
তুমি আর আমি আমাদের এই জীবনের সেই যে শুরু পথচলা———-
————————————-
———————————–
আর কিছুই শোনা হল না মীলার হাসি মুখে ভদ্রতার লেবাসে মীলা শুধু নিজের অপমান নিজেই হজম করল।
আজও কি কথাটা মীলার কানে বাজে না?
৩৬টি মন্তব্য
পুষ্পবতী
আর কিছুই শোনা হল না মীলার হাসি মুখে ভদ্রতার লেবাসে মীলা শুধু নিজের অপমান নিজেই হজম করল।
কেন ?
খসড়া
স্বপ্নের ফানুস উড়ছে মীলাকে নিয়ে ভুল করে যে সেখানে এসে গেল নীলা। আপনি মন দিয়ে পড়ুন বুঝবেন।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
বাজবে, যে দিন তাপুড়াটায় ধরবে সূর।
খসড়া
তানপুড়াটায় কী আর সুর বাজবে? আর কি সুর বাজার উপায় আছে? মীলা নীলা খুব কাছাকাছি কিন্তু দুই ব্যাক্তিত্ব যে।
সীমান্ত উন্মাদ
লিখাটা ভালোই আগাচ্ছিল থামালেন কেন এত অল্পতে।
খসড়া
এটা তো কবিতা নয় ছোট্ট একটি গল্প। অল্প কথায় সব ব্যাক্ত। মীলা তো কখনই নীলা নয়। মীলার স্বপ্ন এখানেই শেষ, তাই কি নয়?
স্বপ্ন নীলা
ছোট হলেও আমার ভীষণ ভাল লেগেছে
খসড়া
ধন্যবাদ।
শিশির কনা
ভুল সুধু ভুল, এই জীবনের পাতায় পাতায় যা লেখা, সবই ভুল।
খসড়া
হ্যাঁ ভুল না এটা অপরাধ।
কৃন্তনিকা
সুন্দর কিন্তু বিষাদময়… 🙁
খসড়া
বিষাদময় শুধু নয়, তিক্তও বটে।
প্রজন্ম ৭১
মিলার কানে বাজলেও কি করার আছে ? এমনই তো হচ্ছে আজকাল।
খসড়া
কেন হচ্ছে? কেন মানুষ প্রতারনা করছে? বলে দিলেই তো হয় আমি অন্যের কাছে বন্দি হয়েছি আমি মানুষ আমাতে বসত করতে শুরু করেছে অন্য কেউ। তবেই তো আর প্রতারনার তিলতিল কষ্ট থাকে না অন্য বেদনা থাকলেও।
আগুন রঙের শিমুল
ভুল করেই শুদ্ধ হয় :3
শুদ্ধ করে কেউ ভুল করেনা 🙂
খসড়া
এই সময় কেউ ভুল করে শুদ্ধ হয় না। এরা এক জাত তারা সবাইকে প্রতারনা করে আর ভামে এ আমার সন্তানের মা কিছুতেই যেতে পারবেনা এই সংসার ছেড়ে একটূ মিষ্টি কথায় প্রলেপ বুলালেই সব পাব, বিনা পয়সার দাসী, বাদী ।
আগুন রঙের শিমুল
🙁
অর্থনৈতিক পরনির্ভরতার কুফল
খসড়া
না বিকৃত মানসিকতার ফসল।
প্রিন্স মাহমুদ
;(
খসড়া
আপনার ইমোটিকন আমার পছন্দ হয় নি। আমি খুব মজার কিছু লিখিনি।
ব্লগার সজীব
কষ্টেরা এমনই থাকে । লেখা ভালো হয়েছে ।
খসড়া
কষ্টের চেয়ে অপমান বড়।
ছাইরাছ হেলাল
হাতছানি দেয়া স্বপ্ন সুদূরে মিলিয়ে গেলে কষ্টের ক্ষত আমাদের বয়ে বেড়াতেই হয় ।
খসড়া
স্বপ্ন যে দেখায় সেই তো প্রতারনা করে, আচ্ছা বলুনতো মানূষের মন বদলাবেই, অন্যকে ভাললাগতেই পারে তবে কেন ভালবাসার অভিনয় করে আর একজনকে অপমান করা। বললে দিলেই তো হয়। সে যদি মেনে নেয় নেবে না নিলে চলে যাবে কিন্তু কেন এই ভনিতা।
শুন্য শুন্যালয়
হাতছানি দেয়া স্বপ্ন সুদূরে মিলিয়ে গেলে কষ্টের ক্ষত আমাদের বয়ে বেড়াতেই হয় ।
ছাইরাছ ভাইয়ার মন্তব্যটাই আবার বলতে চাই।
অনেক সুন্দর লেখা ।
খসড়া
ছাইরাছ ভাইয়ের কথার উত্তরে আপনার জন্য ও। স্বপ্ন যে দেখায় সেই তো প্রতারনা করে, আচ্ছা বলুনতো মানূষের মন বদলাবেই, অন্যকে ভাললাগতেই পারে তবে কেন ভালবাসার অভিনয় করে আর একজনকে অপমান করা। বললে দিলেই তো হয়। সে যদি মেনে নেয় নেবে না নিলে চলে যাবে কিন্তু কেন এই ভনিতা।
বন্দনা কবীর
এমনই তো হচ্ছে আজকাল ।
খসড়া
এ হচ্ছে হবে কেন হয় জানি না।
জিসান শা ইকরাম
ভুলে ভরা জীবন আমাদের ।
খসড়া
অপরাধে ভরা জ়ীবন আমাদের ভুলে ভরা জীবন।
বনলতা সেন
মিথ্যের বেড়াজালে জড়িয়ে পড়েছি আমরা ।
খসড়া
মিথ্যের বেড়াজালে জড়িয়ে পড়েছি আমরা ।
মেঘাচ্ছন্ন মেঘকুমারী
এসব যখন ভাবি তখন একাই জীবন কাটাতে ইচ্ছে হয়। এমনটাই তো বেশী শুনছি আজকাল।
খসড়া
একা জীবন সমাধান নয়।
এরই মাঝে রয়েছে আনন্দ বেদনার কাব্য।
লীলাবতী
ছোট লেখাটির ব্যাপ্তি অনেক বিস্তৃত। ভালো লিখেছেন ভাইয়া।
খসড়া
ভাল থাক আপু।