তৌহিদ, আমার ছোট ভাই। বেশ অনেকদিন ধরে আমার ফেসবুকের বন্ধুতালিকায় রয়েছেন। হঠাৎ একদিন মেসেজ দিয়ে সোনেলায় যোগ দেয়ার অনুরোধ করলেন। মহা ফাঁপরে পড়ে গেলাম আমি। গ্রুপ ট্রুপ এড়িয়েই চলি। জানি, সময় দিতে হয়তো পারবো না। জানালাম ভাইকে সেকথা। ভাই বললেন, “ব্লগে আসুন আপু, ভালো লাগবে আপনার।” ভাইয়ের কথা ফেলি কি করে? বললাম ঠিক আছে ভাই।
অতঃপর গত মে মাসের আটাশ তারিখ প্রিয় ছোট ভাইয়ের হাত ধরে গুটি গুটি পায়ে সোনেলা ব্লগে প্রবেশ করলাম। একখানা গল্প পোস্ট দিয়েও ফেললাম। কিন্তু ওই, না জানলে যা হয় আর কী! একই গল্প দুই দুইবার পোস্ট করে ফেললাম অজ্ঞানতাবশতঃ। একটা মুছে দিতে গিয়ে আর পারি না!
নক করলাম ভাইয়ের দরজায়। ভাই বোধহয় তখন অনলাইনে ছিলেন না। কড়া নাড়লাম শ্রদ্ধেয় জিসান ভাইয়ের দরজায়। ভাই বললেন দেখছি। মুছে দিলেন তিনি আমার ভুল করে করা দুটি পোস্টের একটি।
এ সবই আন্তরিকতার বহিঃপ্রকাশ। ব্লগ সম্পর্কে অজ্ঞ একজন নতুন ব্লগারের অপারগতাকে দ্রুত সমাধানের পথ দেখানো, শুধুমাত্র আপনজনরাই পারে। যেকোনো সমস্যার কথা বলার সাথে সাথে আন্তরিকভাবে পাশে দাঁড়ানো একটা অনেক বড় ব্যাপার। যা পেয়েছি সোনেলা ব্লগে। লেখায় দায়সারা মন্তব্য না করে, সবার সুচিন্তিত মন্তব্য মুগ্ধ করেছে আমাকে। অল্প সময়ে সবার ভালোবাসা পেয়েছি যথেষ্ট। বিনিময়ে আমি দিয়েছি খুব কমই। সে ব্যর্থতার দায় একান্তই আমার। আশাকরি, নিজের ব্যর্থতা কাটিয়ে উঠে আরও একটু বেশি সময় দিতে পারবো ব্লগে।
আমার ব্যর্থতা সত্ত্বেও মুখ ফিরিয়ে না নেয়া সোনেলা, তোমার জন্মমাসে তোমার সমস্ত পুত্র-কন্যাদের জানাই আন্তরিক শুভকামনা ও ভালোবাসা। আর তোমাকে জানাই অফুরান শুভেচ্ছা। ভালো থেকো তুমি। তোমার পুত্র-কন্যারা মুখর করে রাখুক তোমার উঠোন সবসময়। তাদের নাতি-নাতনি, তাদের সন্তান, তাদের সন্তানদের সন্তানরাও খেলা করুক তোমার উঠোনে, এই প্রত্যাশা নিরন্তর।
৩৭টি মন্তব্য
বন্যা লিপি
বাহ্…. খুব ভালো লাগলো আপনার অনুভূতি জেনে। আমরা সবাই এক উঠোনের পরিবার। যেমন ইচ্ছে তেমন লেখার সাদা পৃষ্ঠার সৈনিক।
সোনেলার জন্য শুভ কামনা সবসময়।
আপনার প্রতি ভালোবাসা।
রেহানা বীথি
শুভ হোক সমস্তকিছু।
অনেক অনেক ভালোবাসা আপু।
প্রদীপ চক্রবর্তী
বাহ্
তুখোড় লেখক 😍
বেশ দারুণ উপস্থাপনা দিদি।
প্রিয় সোনেলার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।
রেহানা বীথি
ভাই ভালো থাকবেন সবসময়।
শুভকামনা সোনেলার জন্য।
তৌহিদ
বাহ আপু, দারুণভাবে আপনার অনুভূতি ব্যক্ত করলেন। আসলে সোনেলা সবসময় লেখকদের উৎসাহিত করে। লেখার জন্য বাংলা ব্লগসাইটগুলোর মধ্যে সোনেলা অন্যতম জনপ্রিয় সাইট। মন্তব্যের ঘর দেখলে যে কেউ এটা স্বীকার করবে। আমিতো উপলক্ষ মাত্র, আপনি আপনার যোগ্যতায় সোনেলায় এসেছেন, সোনেলাকে সাফল্যমণ্ডিত করেছেন।
আমি কৃতজ্ঞ,শত ব্যস্ততার মাঝেও আপনি আমার অনুরোধ রেখেছেন বলে। সময় করে নিয়মিত ব্লগে আসেন বলেই আমরা লেখকরা অনুপ্রাণিত হই।
সোনেলা আপনাকে, আপনার মত গুণীজন পেয়ে সত্যিই গর্বিত। এভাবেই পাশে থাকবেন আপু।
রেহানা বীথি
পাশাপাশি থাকবো সবসময় ভাই।
শুভকামনা সোনেলা এবং আপনার জন্য।
মনির হোসেন মমি
আপনার প্রথম লেখা পড়ে অবাক হয়েছি..এতো অভিজ্ঞ একজন লেখককে তৌহিদ ভাই এ ব্লগে আপনাকে আনতে বড্ড দেরী করে ফেলেছেন।আরো আগে এলে হয়তো আমরা আরো বেশী কিছু লেখা পড়তে পারতাম।খুব ভাল লাগল আপু সোনেলা সম্পর্কে আপনার পজিটিভ অনুভুতির কথা জেনে। ভাল থাকবেন। জয় হউক সোনেলা পরিবারের।
রেহানা বীথি
পারিবারিক বন্ধনে আবদ্ধ থাকবো সবসময় ভাইয়া।
ভালো থাকবেন সবসময়।
শুভকামনা সোনেলা ও আপনার জন্য।
মনির হোসেন মমি
ধন্যবাদ আপু।
সাবিনা ইয়াসমিন
সোনেলা আমাদের ঘর এমনিতে হয়নি। আপনাদের মত সুন্দর, সুলেখক-লেখিকার পদচারণার ফলেই আজ এটি কেবল ব্লগ না হয়ে, ব্লগ পরিবারে পরিণত হয়েছে। আপনার অনুভূতির প্রকাশে একরাশ মুগ্ধতা রইলো বিথী আপু। ভালোবাসি সোনেলাকে, ভালোবাসি সোনালী মনের মনগুলোকে।
শুভ কামনা 🌹❤
রেহানা বীথি
একদমই তাই, একটা পরিবার যে আন্তরিকতা ধারণ করে, সোনেলা তার ব্যতিক্রম নয় ।
অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা আপনার এবং সোনেলার জন্য, মিষ্টি আপু।
সাবিনা ইয়াসমিন
আমরা এখানেই থাকবো। মুখোরিত রাখবো আমাদের সোনালী উঠোন।
ভালোবাসা সব সময়ের জন্যে ❤❤
রেহানা বীথি
❤❤
নাজমুল হুদা
অসাধারণ লেখাটি ।
সোনেলা তোমার পুত্র কন্যাদের নাতি নাতনি সবাইকে ভালো রাখো। সত্যিই আপু আমিও সোনেলাকে একটি নারী চরিত্র মনে করি।
তবে আমি সোনেলার পুত্র সন্তান নই,নাতিও নই। বরং সোনেলা আমার ।
ভালো থাকবেন সবসময় 😍
রেহানা বীথি
ভালো থাকবেন আপনিও। শুভকামনা সোনেলা এবং আপনার জন্য
ইঞ্জা
সুন্দর পোস্ট, ভালো লাগলো জেনে খুব অল্প সময়ের মধ্যেই সোনেলাকে আপন করে নিলেন, সাথে আমাদেরকেও, আপনার বিশ্লেষণধর্মি মন্তব্য আমাকে সবসময় অনুপ্রাণিত করে আপু, আন্তরিক ধন্যবাদ প্রিয় আপু।
রেহানা বীথি
আপনাদের মতো সুন্দর মনের মানুষের সান্নিধ্য পাওয়া, সে তো আমার সৌভাগ্য ভাইয়া। ভালো থাকবেন সবসময়।
ইঞ্জা
ভাইয়ের ভালোবাসা জানবেন আপু। 😊
অশোকা মাহবুবা
বাহ কি সাবলীল লেখা আপনার। আরো অনেক লেখা পড়ার প্রত্যাশায় রইলাম। আসলেই সোনেলা যেন ভালোবাসার এক উঠোন। সবাই মিলে প্রাণের তাগিদে সে উঠোনে এসে দাঁড়াই, হাসি কান্নার গল্প বলি। যদিও আমার যাত্রা কেবল শুরু। শুভ কামনায়।
রেহানা বীথি
আপনার লেখাও খুব সাবলিল। সোনেলায় স্বাগতম। অনেক ভালোবাসা জানবেন ।
মোস্তাফিজুর খাঁন
সোনেলা, তোমার জন্মমাসে তোমার সমস্ত পুত্র-কন্যাদের জানাই আন্তরিক শুভকামনা ও ভালোবাসা। আর তোমাকে জানাই অফুরান শুভেচ্ছা। ভালো থেকো তুমি। তোমার পুত্র-কন্যারা মুখর করে রাখুক তোমার উঠোন সবসময়। তাদের নাতি-নাতনি, তাদের সন্তান, তাদের সন্তানদের সন্তানরাও খেলা করুক তোমার উঠোনে, এই প্রত্যাশা নিরন্তর।
আমাদের সবার একই চাওয়া ,,, সোনেলার পাশে যেন থাকতে পারি । যুগে যুগে সোনেলা দিগন্তের জলসিঁড়ির উঠোন যেন হয় সুবিশাল । ❤😊
রেহানা বীথি
ভালো থাকবেন সবসময়। অনেক শুভকামনা।
শবনম মোস্তারী
খুব সুন্দর ভাবে সোনেলার উঠোনে আপনার পদচারনার কথা বললেন আপু। আপনার মতো একজন অভিজ্ঞ লেখিকা পেয়ে আমরা সোনেলা পরিবার সত্যিই গর্বিত। শুভকামনা রইলো আপু।
রেহানা বীথি
প্রিয় ছোট বোন, অনেক ভালোবাসা দিলাম।
আরজু মুক্তা
ভালোবাসায় ভালোলাগায় ভরে থাক প্রিয়ো উঠোন।
শুভকামনা আপি!
রেহানা বীথি
শুভকামনা আপনার জন্যও আপু।
অনেক ভালোবাসা দিলাম।
ছাইরাছ হেলাল
‘আরও একটু বেশি সময় দিতে পারবো ব্লগে’
আপনার/আপনাদের মত এত্ত সুন্দর/গোছানো করে লিখতে বা মন্তব্য করতে পারার অপারগতা নিয়ে
শুধু উপরের কথাটুকু-ই মনে রাখতে চাই।
অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ এমন আত্মীয়তা-বোধের জন্য।
অনায়াস আনন্দ-উচ্ছলতায় সাথে থাকুন/সাথে রাখুন।
রেহানা বীথি
সাথে থাকতে পারা আমার সৌভাগ্য ভাইয়া। ভালো থাকবেন সবসময়। অনেক শুভকামনা।
মাছুম হাবিবী
অাপু আমিও তৌহিদ ভাইয়ার হাত ধনে সোনেলায় এসেছি। উনার পিছু হেঁটেই আজ আপনাদের মাঝে বিচরণ। আমার ইচ্ছে জীবনের সর্বোচ্ছ সময়টা সোনেলা ব্লগকে দিব! এখানে সবাই একই সুতায় বাঁধা একপ্রাণ
রেহানা বীথি
ভালো থাকবেন ভাইয়া। শুভেচ্ছা অফুরান।
Mohammad Didar
বেশ সুন্দর ভাবে উপস্থাপনকরেছেন।
রেহানা বীথি
অনেক ধন্যবাদ ও শুভকামনা
জিসান শা ইকরাম
সোনেলা ধন্য আপনার মত আন্তরিক ব্লগার, লেখক পেয়ে।
আপনার মত শক্তিশালী ব্লগার আপনার লেখা পেয়ে সমৃদ্ধ হচ্ছে প্রতিনিয়ত।
সোনেলার সোনালী মানুষ আপনি।
সোনেলাকে নিয়ে এমন লেখায় আপ্লুত আমি সহ ব্লগ টিমের সবাই।
আপনাকে অনেক অনেক শুভেচ্ছা প্রিয় ব্লগার।
রেহানা বীথি
অনেক ধন্যবাদ ভাইয়া। শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানবেন।
নিতাই বাবু
সোনেলা ব্লগে আপনার পথচলা শুভ হোক, এই কামনা করি। শুভ ব্লগিং।
রেহানা বীথি
দাদা, ভালো থাকবেন সবসময়।
অনেক অনেক শুভেচ্ছা।
নিতাই বাবু
ঠিক আপনাকেও।