তিনি একজন নামকরা জ্যোতিষ। হাত দেখে বলে দিতে পারেন মানুষের ভাগ্য তথা আগাম ভবিষ্যৎ। শুনেছি আলিশান অফিস ব্যয়বহুল ব্যস্ততম এই নিউইয়র্ক শহরে। আমার খুব কাছাকাছি হলেও ভাগ্যে বিশ্বাসী নই বলে কখনো যাওয়া হয়নি। আমার পরিচিত এক আপা নিয়মিতই যেতেন উচ্চ ভিজিটসম্পন্ন সেই জ্যোতিষের কাছে। আয়ের অধিকাংশই ব্যয় করতেন সেখানে। সেই আপার বৈধ কাগজপত্র নেই, বিধায় উদ্দেশ্য__ জ্যোতিষ সাহেব যদি কিছু পথ বাতলে দেন। জ্যোতিষ বলেন__ সামনে সুদিন, বৈধ কাগজ হবার সম্ভাবনা ৯৯%। তবে__ অমুক পাথরের আংটি সর্বদা পড়ে থাকতে হবে। সেই পাথর, আংটি সবই উনার অফিসের একপাশে সো-কেস এ সাজানো। অগত্যা সেখান থেকেই কিনতে হতো নকল এড়ানোর জন্য। আশাবাদী আপা বৈধ হবার স্বপ্নে বিভোর হতো, কল্পনায় দেশে ঘুরে আসতো। জানিনা, ৯৯% সম্ভাবনা (জ্যোতিষের ভাষায়) থাকা সত্ত্বেও বাকী ১% এর প্রভাবে কিনা কে জানে… পুলিশের হাতে ধরা পড়লেন। অন্য কাজে ফেডারেল প্লাজায় গিয়ে আর ফিরেননি। ডিপোর্টেসন সেন্টারে ঠাই হলো উনার। আমরা বন্ধুরা মানবতার খাতিরে চাঁদা তুলে একজন উকিল ঠিক করেছিলাম যদিও, কিন্তু এতে কাজ হয়নি। সোজা বাংলাদেশে ফেরত পাঠানো হলো। পুরনো কথাগুলোর অবতারনা যে কারনে___ আজ পত্রিকার পাতা খুলেই একটু ধাক্কা খেলাম খবরটি পড়ে। বৈধ কাগজ না থাকায় এবং ডিপোর্টেসন অর্ডার থাকায় সেই জ্যোতিষ সাহেবকে পুলিশ ধরে নিয়ে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে পুরো পরিবার সহ___!! যিনি সবার ভাগ্য, ভবিষ্যৎ গননা করলেন দিনের পর দিন, তিনি নিজের ভাগ্য, ভবিষ্যৎ আগাম বুঝতে পারলেন না___!! বুঝিনা ক্যামনে কি___!!
১৭টি মন্তব্য
প্রিন্স মাহমুদ
🙁 🙁
রিমি রুম্মান
ধন্যবাদ…
নীলকন্ঠ জয়
টাইম পান নাই নিজের ভাগ্য গণনার। আমি কিন্তু হাত দেখতে পারি, পয়সা নেই না। শখ থেকে শিখেছি। তবে ভাগ্য কিন্তু বদলায় আপন চেষ্টায়।
রিমি রুম্মান
ভাগ্য বদলায় নিজের চেষ্টায়__ এটা আমিও বিশ্বাস করি।
জিসান শা ইকরাম
মানুষের হতাশার সুযোগ নেয় এরা ।
নিজের ভাগ্য এরা কোনদিন গনতে পারেনা ।
ভালো লেগেছে জীবনের এসব অভিজ্ঞতা শেয়ার করছেন দেখে ।
রিমি রুম্মান
পৃথিবীতে অনেক বিচিত্র রকমের মানুষ আছে, এদের বিচিত্র সব কর্ম জানলে সচেতন হবার সুযোগ থাকে।
মা মাটি দেশ
(y) :T
রিমি রুম্মান
-{@
আদিব আদ্নান
যাক আপনি এদের খপ্পরে পড়েন নি ।
রিমি রুম্মান
এদের খপ্পরে পড়ে যারা, তারা হতাশাবোধ থেকেই পড়ে।
খসড়া
কায়সার চৌধুরী এখন আর ছুটির দিনে লেখে না 🙁
শুন্য শুন্যালয়
ভাগ্য যখন হাতের পাতাতেই থাকে, তখন অন্যের কাছে যাওয়া কেনো?
বেচারা নিজের পেছনে পয়সা খরচ করেনি ..তাই মনে হয় জানতে পারেনি …
রিমি রুম্মান
হুম… হতাশা বোধ মানুষকে অনেক কিছুই করতে বাধ্য করে।
তন্দ্রা
ভাগ্য যে নিজেই অভাগা, সে কিভাবে বদলাবে।
লীলাবতী
আমার হাত দেখে একজনে বলেছিলেন , আমি নাকি রাজপুত্র পাবো । কোন রাজপুত্রের দেখা তো পেলাম না । আর কত অপেক্ষা করবো ? :p
ছাইরাছ হেলাল
ভণ্ডরা থাকে , ছিল সব সময় ই ।
আমাদের দুর্বলতা খুঁজে নেয় ।
রিমি রুম্মান
ঠিক বলেছেন। ভাল থাকবেন। -{@