ভাগ্য__

রিমি রুম্মান ১৫ নভেম্বর ২০১৩, শুক্রবার, ০৮:১৯:৫৬পূর্বাহ্ন বিবিধ ১৭ মন্তব্য

তিনি একজন নামকরা জ্যোতিষ। হাত দেখে বলে দিতে পারেন মানুষের ভাগ্য তথা আগাম ভবিষ্যৎ। শুনেছি আলিশান অফিস ব্যয়বহুল ব্যস্ততম এই নিউইয়র্ক শহরে। আমার খুব কাছাকাছি হলেও ভাগ্যে বিশ্বাসী নই বলে কখনো যাওয়া হয়নি। আমার পরিচিত এক আপা নিয়মিতই যেতেন উচ্চ ভিজিটসম্পন্ন সেই জ্যোতিষের কাছে। আয়ের অধিকাংশই ব্যয় করতেন সেখানে। সেই আপার বৈধ কাগজপত্র নেই, বিধায় উদ্দেশ্য__ জ্যোতিষ সাহেব যদি কিছু পথ বাতলে দেন। জ্যোতিষ বলেন__ সামনে সুদিন, বৈধ কাগজ হবার সম্ভাবনা ৯৯%। তবে__ অমুক পাথরের আংটি সর্বদা পড়ে থাকতে হবে। সেই পাথর, আংটি সবই উনার অফিসের একপাশে সো-কেস এ সাজানো। অগত্যা সেখান থেকেই কিনতে হতো নকল এড়ানোর জন্য। আশাবাদী আপা বৈধ হবার স্বপ্নে বিভোর হতো, কল্পনায় দেশে ঘুরে আসতো। জানিনা, ৯৯% সম্ভাবনা (জ্যোতিষের ভাষায়) থাকা সত্ত্বেও বাকী ১% এর প্রভাবে কিনা কে জানে… পুলিশের হাতে ধরা পড়লেন। অন্য কাজে ফেডারেল প্লাজায় গিয়ে আর ফিরেননি। ডিপোর্টেসন সেন্টারে ঠাই হলো উনার। আমরা বন্ধুরা মানবতার খাতিরে চাঁদা তুলে একজন উকিল ঠিক করেছিলাম যদিও, কিন্তু এতে কাজ হয়নি। সোজা বাংলাদেশে ফেরত পাঠানো হলো। পুরনো কথাগুলোর অবতারনা যে কারনে___ আজ পত্রিকার পাতা খুলেই একটু ধাক্কা খেলাম খবরটি পড়ে। বৈধ কাগজ না থাকায় এবং ডিপোর্টেসন অর্ডার থাকায় সেই জ্যোতিষ সাহেবকে পুলিশ ধরে নিয়ে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে পুরো পরিবার সহ___!! যিনি সবার ভাগ্য, ভবিষ্যৎ গননা করলেন দিনের পর দিন, তিনি নিজের ভাগ্য, ভবিষ্যৎ আগাম বুঝতে পারলেন না___!! বুঝিনা ক্যামনে কি___!!

১জন ১জন
0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ